নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আপন হতে বাহির হয়ে’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আপন হতে বাহির হয়ে গানের লিরিক্স বাংলা হরফে । Aapon Hote Baahir Hoye Song Lyrics in Bengali
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ॥
এই-যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক-না নাড়া ॥
বোস্-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি মেল সেথা তোর ডানাদুটি,
সবার মাঝে পাবি ছাড়া ॥
Aapon Hote Baahir Hoye Song Lyrics in English Transcription । আপন হতে বাহির হয়ে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aapon hote baahir hoye baaire dnaara,
Buker maajhe bishwoloker paabi saara.
Ei je bipul dheu legechhe tor maajhete utthuk neche,
Sokol poran dik na naara.
Bos-na bhromor ei nilimay aason loye
Orun-aalor swornorenu maakha hoye.
Jekhanete ogaadh chhuti mel setha tor daanaduti,
Sobar maajhe paabi chhaara.
আপন হতে বাহির হয়ে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aapon Hote Baahir Hoye Song Information
পর্যায়: পূজা (৩৫৬)
উপ-পর্যায়: বিশ্ব
তাল: দাদরা
রাগ: পঞ্চম-বাউল
অঙ্গ: বাউল
লেখা: 1914 (১৭ আশ্বিন ১৩২১)
স্থানঃ শান্তিনিকেতন
সংগ্রহঃ গীতালী
স্বরবিতান: ৪৩
স্বরলিপি লিখেছেন: সমরেশ চৌধুরী
আপন হতে বাহির হয়ে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aapon Hote Baahir Hoye Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।