আকাশ জুড়ে শুনিনু ওই বাজে গানের কথা । Akash Jure Shuninu Oi Baje Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে লিরিক্স বাংলা হরফে । Akash Jure Shuninu Oi Baje Lyrics in Bengali

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ॥

Akash Jure Shuninu Oi Baje Lyrics in English Transcription । আকাশ জুড়ে শুনিনু ওই বাজে লিরিক্স ইংরেজি হরফে

Aakash jure shuninu oi baaje
tomari naam sokol taarar maajhe.
Se naamkhani neme elo bhnuye,
kakhon aamar lolat dilo chhnuye,
Shaantidhaaray bedon gelo dhuye –
aapon aamar aapni more laaje.
Mon mile jaay aaj oi nirab raate
taaray bhora oi gagoner saathe.
Omni kore aamar e hridoy
tomar naame hok naa naamomoy,
Aandhaare mor tomar aalor joy
gobhir hoye thaak jibaner kaaje.

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Akash Jure Shuninu Oi Baje Song Information

পর্যায়: পূজা

উপ-পর্যায়: বিশ্ব

তাল: কাহারবা

রাগ: বেহাগ-বাউল

অঙ্গ: বাউল

লিখিত: ১৯১৯

স্বরবিতান: ৩৪ (গীতাবীথিকা)

স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Akash Jure Shuninu Oi Baje Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts