আমি চাহিতে এসেছি গানের কথা । Ami Chaahite Esechi Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমি চাহিতে এসেছি ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমি চাহিতে এসেছি গানের লিরিক্স বাংলা হরফে । Ami Chaahite Esechhi Song Lyrics in Bengali

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥
হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,
ওগো, কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ॥
ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,
ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।
তব অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া
ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ॥

Ami Chaahite Esechhi Song Lyrics in English Transcription । আমি চাহিতে এসেছি গানের লিরিক্স ইংরেজি হরফে

Aami chaahite esechhi shudhu ek khani maala
Tobo nobo probhater nobino-shishir-dhala.
Hero shorome-jorito koto-na golap koto-na gorobi korobi,
Ogo, koto-na kusum phutechhe tomar maaloncho kori aala.
Ogo, omolo shoroto-shitolo-somir bohichhe tomari keshe,
Ogo, kishor-orun-kiron tomar odhore porechhe ese.
Tobo ancholo hote bonopothe phul jetechhe poriya jhoriya –
Ogo, onek kundo anek shephali bhorechhe tomar daala.

আমি চাহিতে এসেছি গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Ami Chaahite Esechhi Song Information

পর্যায়: প্রেম (53)

উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র

তাল: দাদরা

রাগ: কলিঙ্গরা

লিখিত: 1897

স্বরবিতান: ৫০ (শেফালি)

স্বরলিপি লিখেছেন: দিনেন্দ্রনাথ ঠাকুর / ইন্দিরা দেবী চৌধুরানী

আমি চাহিতে এসেছি গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Ami Chaahite Esechhi Song Video

https://youtu.be/yNJJ7rBNYr4

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts