কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির অন্যতম সেরা একটি গান হল ‘ আমি কান পেতে রই ‘। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল। আপনারা খুব সহজেই লিরিক্স সংগ্রহ করে নিতে পারবেন। লিরিক্স পড়ে তা কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমি কান পেতে রই গানের লিরিক্স বাংলা হরফে । Ami Kaan Pete Roi Song Lyrics in Bengali
আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে ॥
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥
কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ॥
Ami Kaan Pete Roi Song Lyrics in English Transcription । আমি কান পেতে রই গানের লিরিক্স ইংরেজি হরফে
Aami kaan pete roi o aamar aapon hridoygohono dwaare baare baare
Kon goponbaasir kaannahaasir gopon kotha shunibare – baare baare.
Bhromor setha hoy bibagi nibhrito nil poddo laagi re,
Kon raater paakhi gaay ekaaki songibihin ondhokare baare baare.
Ke se mor kei baa jaane kichu taar dekhi aabha.
Kichhu paai onumaane kichhu taar bujhi naa baa.
Maajhe maajhe taar baarota aamar bhaasay paay ki kotha re,
O se aamay jaani paathay baani gaaner taane lukiye taare baare baare.
আমি কান পেতে রই গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Ami Kaan Pete Roi Song Information
পর্যায়: পূজা (546)
উপ-পর্যায়: বাউল
তাল: দাদরা
রাগ: বিভাস-বাউল
অঙ্গ: বাউল
লিখিত: 1922
স্বরবিতান: 15 (নবগীতিকা 2)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমি কান পেতে রই গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Ami Kaan Pete Roi Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।