অরূপ, তোমার বাণী – লিরিক্স । Arup Tomar Omar Baani Lyrics -By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ অরূপ, তোমার বাণী ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

অরূপ, তোমার বাণী – লিরিক্স বাংলা হরফে

অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্‌ সে আনি ॥
নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা–
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি ॥
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে
বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে
তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে–
বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি ॥

Arup tomar baani Lyrics in English Transcription

Arup, tomar baani
Aange aamar chitte aamar mukti dik se aani.
Nityokaaler utsab tobo bishwer dipalika –
Aami shudhu taari maatir prodip, jwaalao taahar shikha
Nirbanohin aalokodipto tomar ichhakhani.
Jemon tomar bosontobaay geetolekha jaay likhe
Borne borne pushpe borne bone bone dike dike,
Jemon tomar praaner kendre nihshwash daao pure,
Shunyo taahar purno koriya dhonyo koruk sure –
Bighno taahar punyo koruk tabo dokkhinopaani.

অরূপ, তোমার বাণী- গানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। Arup tomar baani – song information

পর্যায় : পূজা

রাগ: ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ অগ্রহায়ণ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ নভেম্বর, ১৯২৬

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর

অরূপ, তোমার বাণী- গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে।Arup tomar baani- song video

অরূপ, তোমার বাণী – লিরিক্স। Arup tomar baani Lyrics

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts