বাগান বা উদ্যান করা মানুষের অন্যতম রুচিসম্মত এবং সেরা একটি শখ । বাগান হল এক কথায় সৌন্দর্যের প্রতীক আর যারা শৌখিন এবং সুন্দর মনের অধিকারী, তারাই অধিকাংশ ক্ষেত্রে বাগান করাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং যত্নবান হন। নিচে উল্লেখ করা হল বাগান নিয়ে উক্তিসমূহ যা আপনার মনকে সদ্য প্রস্ফুটিত ফুলের মতই সতেজ করে দেবে।
বাগান নিয়ে উক্তি , Garden quotes in Bangla font
- যার বাড়িতে একটি লাইব্রেরি আর একটা ছোট্ট বাগান থাকে, তিনি এক কথা স্বয়ংসম্পূর্ণ।
- আপনি যেই মুহূর্ত থেকে একটি বাগান তৈরি করা ও পরিচর্যা করা শুরু করবেন, আপনার জীবনের নব সূত্রপাত সেই দিন থেকেই।
- একটি বাগান একটি মহান শিক্ষকের সমসাময়িক। এটি মানুষকে ধৈর্য্য এবং সতর্কতার শিক্ষা প্রদান করে ; এটি শিল্প এবং মিতব্যয়ি হতে শেখায়; সর্বোপরি এটি সম্পূর্ণ বিশ্বাস করতে শেখায়।
- কেবলমাত্র দূরে দাঁড়িয়ে বিষ্ময় প্রকাশ করলে অথবা ছায়ায় বিশ্রাম নিয়ে ও আরাম করে বাগান তৈরি করা যায় না। এর জন্য কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রম করতে হয়।
- ঈশ্বর তাঁর সৃজনশীলতার সূত্রপাত ঘটিয়েছিলেন একটা বাগান তৈরির মাধ্যমে। আর এটাই হল মানব জাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।
- একটি সমাজ তখনই এক মহান রূপ ধারণ করেতে পারে যখন সেই সমাজের বৃদ্ধরা বাগান তৈরি পরিচর্যা করতে শুরু করে, এটা জেনে ও যে তাঁরা যেই বাগানের ছায়ায় হয়তো কোনোদিনই বসতে পারবে না।
বাগান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিউলি ফুল নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাগান নিয়ে কিছু কথা, Beautiful sayings on garden in Bengali language
- একটি বাগান মানবজাতিকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন একটি মনোরম স্হান রয়েছে যেখানে মানুষ প্রকৃতির সর্বাধিক নিকট সান্নিধ্য লাভ করতে পারেন।
- মানুষ অনেক সময় বিশ্রাম করার জন্য বাগান তৈরী করার মত সৃজনশীল কাজকে বেছে নেয়। সৃষ্টিশীল ও শৌখিন মানুষদের কাছে সৃজনশীলতা এবং রং নিয়ে খেলা করার এটা একটা অনন্য মাধ্যম।
- যাঁরা বাগান করতে ভালোবাসেন তাঁরা স্বাভাবিকভাবেই চিরসবুজ থাকেন যা তাঁদের মানসিকভাবে বৃদ্ধ হতে দেয় না কারণ সেই ব্যক্তিটির সবমসময়ই কিছু না কিছু স্বপ্ন ও আশা অপূর্ণ অবস্হায় থাকে।
- বাগান হলো ঈশ্বরপ্রদত্ত প্রকৃতিকে দেওয়া সেরা উপহার ।
- কল্পনার চেয়ে বেশি অর্জনের আনন্দের অভিজ্ঞতা না থাকলে একজন মানুষ অনায়াসেই একটি বাগান তৈরি করে ফেলতে পারেন।
- বাগান তৈরী করার মধ্য দিয়ে যে চিরস্থায়ী আনন্দ ও সুখের অনুভূতির সন্ধান পাওয়া যায় , অতি যত্ন সহকারে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া একটি মহান কাজ ।
- একজন সুন্দর মনের ও সৃজনশীল মানুষের কাছে কোনো বড় সম্রাজ্যের সম্রাট হওয়ার স্বপ্ন অপেক্ষা একটি সুন্দর, সুসজ্জিত বাগানের মালিকানার স্বপ্ন অনেক বেশি আনন্দিত করে৷
- ঈশ্বরকে অনুসন্ধান করাও উপলব্ধি সবচেয়ে ভালো জায়গা হলো বাগান। এখানে একটি গাছ লাগানোর জন্য গর্ত খোঁড়ার মধ্য দিয়েও একজন মানুষ ঈশ্বরকে খুঁজে পেতে পারেন।
- বাগানের প্রতিটি গাছই আমার কাছে প্রিয় এবং ভালোবাসার। নতুন নতুন ফুল ফুটতে দেখা যেমন মন আনন্দে ভরে যায় ঠিক তেমনি নতুন একটি পাতা গজাতে দেখলেও মন ভালো হয়ে যায়। ছোট্ট একটি বাগান অফুরন্ত মানসিক প্রশান্তি দিতে পারে; এই কথা অস্বীকার করা যায় ।তাই বাগান করুন, মন প্রফুল্ল রাখুন।
বাগান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সূর্যমুখী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাগান নিয়ে স্ট্যাটাস, Bagan nie status
- অনেকে গতানুগতিক বাগান পছন্দ করেন না; তাঁদের পছন্দ হলো বন্য বাগান, কারণ অনেকে মনে করেন যে
তাঁদের মধ্যে যে বন্য একটা মানুষ লুকিয়ে থাকে, এটা সম্ভবত তারই প্রবৃত্তি। - ভালোবাসা একটি সুন্দর ফুলের মত যা হয়তো স্পর্শ করতে পারা যায় না কিন্তু তার সুগন্ধি বাগানকে আনন্দদায়ক করে তোলে।
- নিজের হৃদয়ে ভালোবাসার জন্য একটি বিশেষ স্থান রেখে নিন ; কারণ এটি ছাড়া আপনার জীবন একটা আলোবিহীন বাগানের মতো, যার ফুলগুলো সব মৃতপ্রায় ।
- আপনি যখন আপনার বাগানে একটা গাছ রোপন করছেন, তার মানে হলো আপনি আপনার ভবিষ্যতের প্রতি ভরসা রাখছেন; অার সেটাই বাস্তব।
- একটি বাগান তৈরি করার প্রকৃত অর্থ হল আপনার হাত ভর্তি কাদা, মাথার উপরে রোদ, আর হৃদয়টা প্রকৃতির কাছাকাছি রাখা। বাগান শুধু উদরপূর্তি ই করাই না, তার সাথে আত্নাকেও পরিপূর্ণ করে।
- অনেকে বাগান করতে পছন্দ করেন কারণ এটি এমন একটি স্হান যেখানে তাঁরা জীবনের নতুন মানে খুঁজে পান। আমিও এর ব্যতিক্রম নই ; যতবারই নিজেকে হারিয়ে ফেলেছি, ততবারই এখানে এসেছি, এবং নিজেকে নতুন ভাবে খুঁজে পেয়েছি।
- অনেক কারণে গাছ লাগানো হয়; নিজের চোখকে খুশি করার জন্য বা নিজের আত্মাকে প্রসন্ন করার জন্য, উপাদানগুলিকে চ্যালেঞ্জ করার জন্য বা নিজের ধৈর্য্যকে চ্যালেঞ্জ করার জন্য, নতুনত্বের জন্য বা নস্টালজিয়ার জন্য, কিন্তু বেশিরভাগই তাদের বেড়ে ওঠার আনন্দের জন্য ; এই বুঝি প্রকৃতপক্ষে সৃষ্টিসুখের উল্লাস !
- ভালবাসা সঠিক অর্থে একটি সুন্দর ফুলের মতো, যা স্পর্শ করতে পারা যায় না তবে যার সুবাস বাগানটিকে কেবল আনন্দময় স্থান করে তোলে
- লম্বা আগাছা অপাঙ্ক্তেয় হলেও তা আপনার বাগানের সুন্দর ফুলগুলিতে একটি ছায়া ফেলতে দেবে না।
বাগান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সেরা ফুলের ছবি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাগান নিয়ে কবিতা, Poems on garden
- ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো
জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো?
একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে
তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে।
সব ফুলই কি গোষ্ঠীগত,
সব ফুলই কি চাঁদের,
একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের
গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া–
প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।।
এই তো সেদিন বাগান ছিল মনোরম
মালিনীর চৌকস পরিচর্যায়,
প্রস্ফুটিত ফুলেরা সতেজতায়,
সুগন্ধ বিলাতো বাতাসে।
মালিনী সহাস্য তৃপ্তিময়তায়
জল ঢালতো ফুলগাছের গোড়ায় গোড়ায়।
বাগান, ফুলগাছ, ফুল আর মালিনী
সে ছিল প্রেমের দিপ্ত উপাখ্যান
মালিনীহীন বাগান তথা ফুল!
তখন ভাবনার অতীত ছিল অকল্পনীয়।
দিন যায় বাড়ে প্রেম,
মালিনী আর বাগানের,
মালিনী ঢালে গাছের গোড়ায়
জল বাড়ে তার মনোবল-
আর প্রস্ফুটিত ফুল ছড়ায় দ্বিগুণ সুরভি।
যায়দিন বাগান আর মালিনীর বাড়ে প্রেম
আরও বাড়ে আরও বাড়ে শেষে একদিন
এত সুখ কি আর সয় কপালে?
শেষে একদিন সব প্রেমের জোড়ালো বাঁধন ছেড়ে
মালিনী পাড়ি দিল পরজনমে।
ফুলগাছের গোড়ায় জল পড়েনি অনেকদিন আজ
ফুলগুলি জরাজীর্ণ নেই সেই সতেজতা
আর প্রাণ মন মাতানো সুরভি।
এখন যখন তখন বাগানে ঢুকে
দুষ্ঠু কালো গরু ছাগল
পেট পুরে খায় কচি ডালপালা।
বাগান আর বাগান নেই আজ তা
গরু ছাগলের রাজত্ব। - ওই খানে ওই বাগান জুড়ে ফুলের ছড়াছড়ি,
ফুটে থাকে নিজের বাগানে
ইচ্ছে নেই যেন বোঁটা থেকে ঝড়ি।
ওই খানে ফুলের বাগানে চাঁদের পাহারাদারি,
একটি ফুলও মুক্তি পাই না
আমার লাগে এ তো চাঁদের বাড়াবাড়ি।
ওই খানে বাগানে রাত্রি জুড়ে নৃত্য করে ফুলেরা,
দিনের বেলায় দেখা যাই না
দিবানিশি ভিন্ন করে হৃদয়ে দেয় নাড়া।
ওই খানে বাগান; আমি আকাশের কথা বলছি,
ফুল মানে ওই তারা গুলো
সুন্দর বাগানের প্রেমের আলাপ শুনছি।
ওই খানে ওই বাগান জুড়ে প্রেমের আলাপ চলছে,
আকাশ-তারা-চাঁদ মিলিয়ে
আমিও দেখবো সবাই প্রেম কেমন নিচ্ছে।
ওই খানে ওই বাগানে আমার যেতে খুবই ইচ্ছে,
একটু ছুঁয়ে দেখবো, দেখবো…
বাগান জুড়ে প্রেমের সেবা কেমন করে হচ্ছে। - মম যৌবননিকুঞ্জে গাহে পাখি–
সখি, জাগ’ জাগ’
মেলি রাগ-অলস আঁখি–
অনু রাগ-অলস আঁখি সখি, জাগ’ জাগ’॥
আজি চঞ্চল এ নিশীথে
জাগ ফাগুন গুণগীতে
অয়ি প্রথমপ্রণয়ভীতে,
মম নন্দন-অটবীতে
পিক মূহু মূহু উঠে ডাকি– সখি, জাগ’ জাগ’॥ - এই বাগানে ফুল তোলা মানা সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা সে তো পড়তে জানেনা
- বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল।। - আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা-কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়!
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভিয়া যায়,
বিরহী এসে ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধুলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
পরিশেষে, Conclusion
ওপরে উল্লেখিত বাগান নিয়ে উক্তিগুলোর আশা করি আপনাদের পছন্দের তালিকায় রয়েছে । যদি উল্লিখিত পোস্ট টি আপনার ভালো লেগে থাকে তা হলে বাগান নিয়ে নির্বাচিত উক্তিসমূহ আপনার বন্ধু ও পরিজনদের সাথে অনায়াসে শেয়ার করতে পারেন।