শুভ বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছাবার্তা ~ Greetings, Photos for Buddha Purnima in Bengali


বহু যুগ ধরে দেখা গেছে যে মানব সভ্যতার ইতিহাসে কালে কালে যখন মানুষ পথভ্রষ্ট হয়েছে, যখন অধর্ম মানুষের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল , পাপাচারে মানুষ যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গিয়েছিল ; তখনই মানবজাতিকে সঠিক শিক্ষাদানে, সৎপথে পরিচালিত করার হেতু পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল এক-একজন মহামানব-মহাপুরুষের। ভগবান বুদ্ধ তাঁদের মধ্যে এক এবং অদ্বিতীয়।

বৈশাখ মাসে হিন্দু বর্ষপঞ্জি অনুসারে প্রথম পূর্ণিমার দিনটি বিশ্বজুড়ে ভগবান গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এই শুভ দিনটি ভেসাক, বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত

কিছু লোক এটিও বিশ্বাস করে যে এই দিনেই ভগবান বুদ্ধ ,বোধগয়াতে মহাবোধী গাছের নীচে নির্বাণ লাভ করেছিলেন এবং তাই এই দিনটি সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতীব গুরুত্বপূর্ণ দিন।প্রেম ও অহিংসার বাণী সমগ্র বিশ্বে প্রচারিত করেছিলেন জ্যোতির্ময় মহাপুরুষ ভগবান বুদ্ধ।

তাই এই যুগাবতারের আবির্ভাবের পুণ্য দিবসে শ্রদ্ধা জানিয়ে নিম্নে উল্লেখিত হল বুদ্ধ জয়ন্তী উপলক্ষ্যে কিছু অর্থবহ শুভেচ্ছাবার্তা

শুভ বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছাবার্তা
Pin it

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা, Best wishes on Buddha Purnima

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 1
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 2
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 3
Pin it
  • “বুদ্ধং শরণং গচ্ছামি-ধম্মং শরণং গচ্ছামি-সঙ্ঘং শরণং গচ্ছামি’”
    ভগবান বুদ্ধের শুভ আবির্ভাব দিবসে এই মন্ত্রটি ই হোক আমাদের জীবন চলার পাথেয়…শুভ বুদ্ধপূর্ণিমা!
  • বুদ্ধ জয়ন্তীর মহা পুণ্য তিথি তে আপনার ও আপনার পরিবারের সকলের জীবনে আসুক শান্তি এবং সম্প্রীতি। জীবনের প্রতিটি কোণ ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে । ভগবান বুদ্ধের অমূল্য বাণী অনুসরণ করে এগিয়ে চলুন সামনের দিকে ; জয় হোক আপনার !
    শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !
  • ভগবান বুদ্ধ আপনাকে সৎ পথের মার্গ দর্শন করান ;তাই থেকে
    নিজের অন্তরাত্মাকে আলোকিত করুন;
    সত্য, ভালবাসা এবং শান্তি দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন এবং অন্যকে ও করান।
    শুভ বুদ্ধপূর্ণিমা !
  • জ্ঞান, প্রতিপত্তি ,সম্মান অর্থ সবই প্রাপ্তি হোক বুদ্ধপূর্ণিমার এই শুভ দিনটিতে ! শান্তি বিরাজ করুক সর্বত্র!
    শুভ বুদ্ধ পূর্ণিমা…!
  • জীবনের যাত্রায় — বিশ্বাস হ’ল পুষ্টি,
    নিখুঁত কাজ হল আশ্রয়,
    জ্ঞান হ’ল দিনের আলো এবং রাতের
    ইতিবাচক চিন্তা হলো হ’ল আপনার সুরক্ষাকবচ ।
    বুদ্ধপূর্ণিমার এই পবিত্র দিনটিতে আপনার সফল জীবনযাত্রার কামনা করি; সততাই হোক আপনার পথ চলার সঙ্গী।
  • ভগবান বুদ্ধের পবিত্র আবির্ভাব দিবসে তাঁর বাণী হোক আমাদের চলার পথের মৃত্যুর সঙ্গে যা আমাদের শেখায়
    সঠিক আচরণ,
    সঠিক উদ্দেশ্য,
    সঠিক বক্তৃতা,
    সঠিক প্রচেষ্টা,
    সঠিক সংকল্প,
    সঠিক জীবিকা,
    সঠিক মনোযোগ এবং
    সঠিক ধ্যান …
    আমরা সকলে মিলে ভগবান বুদ্ধের দেখানো সঠিক মার্গ অনুসরণ করি যা আমাদের এই পৃথিবী থেকে মন্দ ও দুর্দশা নির্মূল করতে সহায়তা করবে। বুদ্ধপূর্ণিমার এই পবিত্র দিনে আসুন সকলে মিলে আমরা অঙ্গীকারবদ্ধ হই !
    শুভ বুদ্ধ জয়ন্তী…
  • ভগবান বুদ্ধের কৃপায় আপনি হয়ে উঠুন ভাগ্যবান, সমৃদ্ধশালী এবং সেই পথটির সন্ধান পান যেখানে বিরাজ করে চির সুখ ও শান্তি!!
    শুভ বুদ্ধজয়ন্তী!
  • জীবনে আপনার উদ্দেশ্য হ’ল নিজের উদ্দেশ্যটিকে অনুসন্ধান করা এবং এতে আপনার সম্পূর্ণ হৃদয় এবং প্রাণকে ঢেলে দেওয়া। বুদ্ধ জয়ন্তীর এই পবিত্র দিনটিতে আপনার সকল উদ্দেশ্য পূর্ণতা পাক ;আপনার সব মনোস্কামনা সফল হোক ।
    শুভ বুদ্ধ জয়ন্তীর ।
  • অতীতে বাস করবেন না,
    ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না,
    শুধু বর্তমান মুহুর্তেই মনোনিবেশ করুন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 4
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 5
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা
Pin it

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দোল উৎসব রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেরা নতুন ক্যাপশন, Best new captions on Buddha Purnima

  • শুভ বুদ্ধ পূর্ণিমা!
    আজকের এই পবিত্র দিনে প্রার্থনা করি—প্রভু বুদ্ধের জ্ঞান, করুণা ও শান্তির বার্তা আমাদের জীবনে আলো হয়ে ফুটে উঠুক।
  • শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৫!
    এই শুভদিনে হৃদয় হোক নির্মল, চিন্তা হোক পরিষ্কার, কর্ম হোক কল্যাণকর। বুদ্ধের আদর্শেই থাকুক আমাদের পথচলা।
  • পবিত্র বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।
    আলোকিত হোক জীবনের প্রতিটি অন্ধকার কোণ। শুভ হোক সকলের জীবন।
  • শুভ বুদ্ধ পূর্ণিমা!
    প্রভু গৌতম বুদ্ধের বাণী আজও প্রাসঙ্গিক—সহিষ্ণুতা, ত্যাগ আর মানবতার পাঠে হোক আমাদের উত্তরণ।
  • শান্তির পথে এগিয়ে যাওয়ার দিন আজ।
    বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র আলো ছড়িয়ে দিক জীবনে শান্তি, প্রজ্ঞা ও কল্যাণ। শুভেচ্ছা রইল।
  • বুদ্ধের করুণা ও জ্ঞান হোক আমাদের চিরসঙ্গী।
    এই পূর্ণিমার আলোয় হৃদয় হোক উজ্জ্বল। শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৫!
  • আজ বুদ্ধ পূর্ণিমা—এক শুভ নবজাগরণের দিন।
    আত্মশুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞায় হোক আমাদের জীবন পরিপূর্ণ।
  • শুভ বুদ্ধ পূর্ণিমা!
    আজকের এই দিনে আমরা যেন বুদ্ধের মতন সহানুভূতিশীল, উদার ও সংযমী হতে পারি। হোক এ এক নতুন সূচনা।
  • বুদ্ধ পূর্ণিমার পবিত্র প্রভাতে প্রার্থনা করি—
    সমস্ত প্রাণীর মঙ্গল হোক। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির বার্তা।
  • শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৫!
    আত্মজাগরণের এই দিনে বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হই। ধৈর্য, প্রজ্ঞা ও করুণাই হোক আমাদের পাথেয়।

বুদ্ধ পূর্ণিমার সেরা নতুন শুভেচ্ছা, Best new wishes on Buddha Purnima

  • শুভ বুদ্ধ পূর্ণিমা! আজকের এই পবিত্র দিনে প্রভু গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ—all three divine events—আমাদের জীবনে শান্তি, সহিষ্ণুতা ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিক। চলি তাঁর দেখানো মধ্যমার পথে, যেখানে নেই অতিরিক্ততা, নেই চরমতা—আছে শুধু ভারসাম্য, উপলব্ধি আর মুক্তি।
  • বুদ্ধ পূর্ণিমা শুধু একটা ধর্মীয় দিন নয়, এটা মানবতার আলোকস্তম্ভ। এই দিনে আমাদের ভেতরের অন্ধকারকে সরিয়ে সত্য, করুণা ও শুদ্ধতার আলো জ্বালাতে শেখান প্রভু বুদ্ধ। এই পবিত্র দিনটি হোক সমস্ত জীবনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার উপলক্ষ।
  • আজকের দিনটা আমাদের মনে করিয়ে দেয়—বাহ্যিক জয় নয়, অন্তরের জয়ই প্রকৃত মুক্তির পথ। প্রভু বুদ্ধের বাণী যেন আমাদের অহংকার দূর করে বিনয়, ঘৃণা দূর করে ভালোবাসা, আর ভয় দূর করে আশার আলো জাগিয়ে তোলে।
  • বুদ্ধের শিক্ষা বলে—সব দুঃখের মূল হলো তৃষ্ণা, আকাঙ্ক্ষা। আসুন আমরা আজকের এই দিনে প্রতিজ্ঞা করি, অপ্রয়োজনীয় মোহ থেকে নিজেকে মুক্ত করে ধৈর্য, মিতাচার ও করুণার পথ বেছে নেব।
  • বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে প্রকৃতি যেমন শান্ত, তেমনি শান্ত হোক আমাদের মন। প্রতিটি নিঃশ্বাসে থাকুক ধ্যান, প্রতিটি চিন্তায় থাকুক প্রজ্ঞা, আর প্রতিটি কাজে থাকুক কল্যাণ।
  • আজকের দিনটা আমাদের শেখায়, সত্য ও শান্তির পথে হাঁটতে গেলে কাঁটা থাকবেই, কিন্তু সেই কাঁটার মধ্য দিয়েই ফুটে ওঠে ধ্যানের পদ্ম। প্রভু বুদ্ধের জীবন আমাদের জীবনের সেই পথচলার প্রেরণা।
  • বুদ্ধ পূর্ণিমা আমাদের জীবনে সেই বার্তা নিয়ে আসে—কোনো কিছুই চিরস্থায়ী নয়। আনন্দ-দুঃখ, লাভ-ক্ষতি, সুখ-বেদনা সবই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় পরম শান্তি।
  • এই শুভদিনে আমাদের প্রার্থনা—সমস্ত জীব শান্তিতে থাকুক। কেউ যেন অনাহারে না থাকে, কেউ যেন অবহেলায় না মরে। করুণা হোক আমাদের অস্ত্র, আর প্রজ্ঞা হোক আমাদের ঢাল।
  • বুদ্ধের মতন কেউ যদি হৃদয় থেকে ভালোবাসে, তবে তার চারপাশের পৃথিবী বদলে যায়। এই বুদ্ধ পূর্ণিমায় আমরা যেন ভালোবাসা ও মমতার সেই শক্তিকে আবার অনুভব করি, আবার ছড়িয়ে দিই।
  • শেষ নয়, শুরু হোক আজকের দিন। আত্মশুদ্ধির, আত্মজয়ের, এবং আত্মমুক্তির। বুদ্ধের পথের যাত্রী হয়ে আমরা যেন নিজের মধ্যেই খুঁজে পাই শান্তির রাজপথ। শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৫!
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 6
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 7
Pin it

বুদ্ধ পূর্ণিমা কবিতা, Buddha Purnima poems in bangla

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 8
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 9
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 10
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 11
Pin it
  • ভগবান বুদ্ধের পবিত্র বাণী স্মরণ করুন আর সঠিক পথে এগিয়ে চলুন!! শুভ বুদ্ধ পূর্ণিমা ।
  • একটি একক মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, তাতে মোমবাতির জীবন ছোট হয়ে যায় না;
    সুখ ভাগাভাগি করলে কখনো তা কমে না বরং তা বৃদ্ধি পায় অন্যকে সুখী করতে পারলে।
    বুদ্ধ জয়ন্তীর এই পবিত্র দিনে আসুন আমরা একে অপরকে সুখী করে নিজে ও সুখে থাকি; শান্তিতে থাকি !
    শুভ বুদ্ধ জয়ন্তী ।
  • বুদ্ধ জয়ন্তীর এই পুণ্য তিথিতে একটাই কামনা ; ভগবান বুদ্ধ আপনাকে এবং আপনার পরিবারকে ভালবাসা, শান্তি এবং সত্যের পথে আলোকিত করুন।
    বুদ্ধ পূর্ণিমা শুভ!
  • ভগবান বুদ্ধের আবির্ভাবের এই পুণ্য তিথিতে কায়মনোবাক্যে কামনা করি ভগবান বুদ্ধ যেন তাঁর কৃপা বর্ষণ করেন আমাদের উপর । আমাদের জীবনের সমস্ত পাপ এবং প্রতিকূলতা যেন ধ্বংস করে দেন এবং আমাদেরকে সর্বদা পথ প্রদর্শন করেন। বুদ্ধ পূর্ণিমার এই শুভদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই!
  • সুখ শান্তি আসুক ঘরে ঘরে,
    আনন্দ যেন কখনো কম না পড়ে, সমৃদ্ধি বিরাজ করুক আপনার দুয়ারে
    ভগবান বুদ্ধের বাণী স্মরণ করুন বারে বারে
    শুভ হোক পবিত্র বুদ্ধপূর্ণিমা !!
  • শিক্ষার উপর নির্ভর করুন, ব্যক্তির উপর নয়,
    অর্থের উপর নির্ভর করুন, কথার উপর নয়
    বাস্তব জীবনের উপর নির্ভর করুন, স্বপ্নের উপর নয়,
    জ্ঞানের উপর নির্ভর করুন, মনের উপর নয়!
    ভগবান বুদ্ধের বাণী হোক আপনার জীবন চলার পাথেয়।
    বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা!
  • চির সুখ ও শান্তি বিরাজ করুক আপনার জীবনে
    শুভ বুদ্ধ পূর্ণিমা!
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 12
Pin it
বুদ্ধ পূর্ণিমা কবিতা
Pin it

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি গুরু পূর্ণিমার শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 13
Pin it

বুদ্ধ পূর্ণিমার ছবি, Buddha Purnima pictures

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 14
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 15
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 16
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 17
Pin it
  • বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুখ ,শান্তিও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ।
  • ভগবান বুদ্ধ সকলকে ভালবাসা, শান্তি এবং সত্যের পথে পরিচালিত করুন। আপনাকে এবং আপনার পরিবারকে বুদ্ধ পূর্ণিমার শুভকামনা জানাই!
  • হিংসা, বিবাদ, ক্ষোভ ,লোভ, বিদ্বেষ সব মুছে গিয়ে ধরিত্রীর বুকে ফিরে আসুক শান্তি! বুদ্ধপূর্ণিমার এই পবিত্র দিনটিতে আসুন আমরা সকলে মিলে ভগবান বুদ্ধের কাছে এই কামনা করি !
  • করুণাময় ভগবান বুদ্ধ আমাদের জীবনের সমস্ত পাপ এবং বাধা ধ্বংস করুন এবং সর্বদা আমাদের পথ প্রদর্শন করুন; বুদ্ধ পূর্ণিমার এই শুভদিনে এই প্রার্থনা করি আর সকলকে জানাই এই শুভদিনটির আন্তরিক শুভেচ্ছা! শুভ বুদ্ধ জয়ন্তী !
  • বুদ্ধ জয়ন্তীর পবিত্র পূর্ণিমার আলো মুছে দিক সকল ধর্মান্ধতা, অজ্ঞতা এবং ঘৃণা ;
    সকল গ্লানি দূরীভূত হোক; শান্তি বিরাজ করুক ঘরে ঘরে ।
    শুভ বুদ্ধপূর্ণিমা।
  • বুদ্ধ জয়ন্তীর পুণ্য তিথিতে কৃতজ্ঞতা জানাই ভগবান বুদ্ধকে যিনি আমাদের
    আপন সত্তার সাথে পরিচয় করতে শিখিয়েছিলেন; হিংসাকে দূরে সরিয়ে রেখে দেখিয়েছেন শান্তির পথ। শুভ হোক বুদ্ধ জয়ন্তী।
  • বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে আপনার ও আপনার পরিবারে বিরাজ করুক শান্তি, সুখ ও সমৃদ্ধি… আজ, আগামীএবং সর্বদা । শুভ বুদ্ধ পূর্ণিমা!
  • বুদ্ধপূর্ণিমার এই পবিত্র দিনটিতে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সত্যজ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতায় পরিপূর্ণ হোক আপনার জীবন আর সুখের সন্ধান পেতে অনুসরণ করুন বুদ্ধের অমূল্য বাণী ।
    শুভ হোক বুদ্ধ পূর্ণিমা !
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 18
Pin it
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 19
Pin it

স্বাভাবিক, সৎ ও অহিংস জীবনযাপনের উদ্দেশ্যে ভগবান বুদ্ধ তাঁর অনুরাগীদের পঞ্চশীল তত্ত্ব মেনে চলার কথা বলেছিলেন যা দিতে পারে সমস্ত দু:খ, দুর্দশা থেকে মুক্তি। বিষ্ণুর এক অনন্য অবতার বুদ্ধের এই শুভ দিনটি তে তাই প্রার্থনা করি পৃথিবী থেকে যেন সকল কালিমা মুছে যায় ; সকল গ্লানি দূর হয় … আবার সুস্থ হয়ে উঠুক রোগাক্রান্ত ধরিত্রী ।

বুদ্ধ পূর্ণিমার ছবি
Pin it

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সম্রাট অশোক জীবনী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 20
Pin it

পরিশেষে, Conclusion

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।


Recent Posts