‘শহীদ দিবস’ হিসেবে চিহ্নিত দিনটি, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালন করা হয়ে আসছে। নিম্নে উল্লেখিত হলো শহীদ দিবস তথা ভাষা দিবস উপলক্ষ্যে কিছু মর্মস্পর্শী উক্তি সমৃদ্ধ শুভেচ্ছাবার্তা।
আমরা চেষ্টা করেছি অমর একুশের এই বিশেষ দিনটি উপলক্ষে ভাষা দিবস সম্পর্কিত ফেসবুক / হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি সঠিকভাবে তুলে ধরার।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা গুলি যদি আপনাদের মনোগ্রাহী হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের আরও শুভেচ্ছাবাণী খোঁজ করতে হলে আমাদের সাথেই থাকুন।
ভাষা দিবসের এই স্মৃতিবিজড়িত দিনটিতে সেই বীর শহীদদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে ; যারা আজ আজ নেই কিন্তু তাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা …”হে বীর শহীদেরা আমরা তোমাদের ভুলবো না।”ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা রইল!!!!
ভাষা দিবসের শুভেচ্ছা | Bhasa diboser suvecha o ukti | ভাষা দিবসের ছবি
- মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা। আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
- ভাষা দিবসের এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।বাংলা ভাষা অমর রহে !!
- “ফেব্রুয়ারী আমার ভাইয়ের,ফেব্রুয়ারী আমার মায়ের,একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি…ফেব্রুয়ারী ফেব্রুয়ারীবাংলা ভাষার মাস।বাংলা আমার মাতৃভাষামিটাই মনের আশ।”‘অমর একুশে’ তথা ভাষা দিবসের তাৎপর্যপূর্ণ দিনটিতে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !!
- এই পৃথিবীতে অনেক কিছুই পালটাবে যেতে পারে। কিন্তু যে ভাষা আমরা অন্তরে বহন করি তা কখনও পালটাবে না। নিজের ভাষাকে ভালোবাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা , অভিনন্দন ও ভালোবাসা !
- আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !
- যুগ যুগ ধরে ভাষা শহীদরা এবং তাঁদের আত্মত্যাগ থেকে যাবে বাঙালির চিত্তে এবং মননে,তাই এই দিনটিতে স্মরণ করি সেই বীর আত্মাদের…. যাদের জন্য বাংলা ভাষা আজ পেয়েছে তার মহিমান্বিত স্বীকৃতি। সকল আপনজনদের জানাই একুশে ফেব্রুয়ারি তথা ভাষা দিবসের শুভেচ্ছা!!
- অমর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে জানাই ২১ শে ফেব্রুয়ারির বৈপ্লবিক শুভেচ্ছা আন্তর্জাতিক ভাষা দিবসের আন্তরিক অভিনন্দন !!
যারা ভাষার জন্য আপ্রাণ লড়াই করে গেছেন, নিজেদের প্রাণ ধূলিসাৎ করেছেন আজ ভাষা দিবসের এই বিশেষ দিনে তাঁদের শ্রদ্ধা সহকারে স্মরণ করি।।। প্রতিনিয়ত আমাদের মনে রাখতে হবেএই বীর শহীদদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর স্মরণে রাখা উচিত। বাংলা ভাষা তার গৌরবোজ্জ্বল স্থান তাই ফিরে পেয়েছে আজ !!!!ভাষা দিবসের দিবসের রক্তিম অভিবাদন!! - ফেব্রুয়ারির এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো …তাই এই ২১ আমি কখনো ভুলতে পারিনা!!সকল শহীদদের জানাই আমার সেলাম!! শহীদ দিবস তথা ভাষা দিবসের আন্তরিক অভিনন্দন !!
- যতদিন রইবে এই বাংলা ; রয়ে যাবে সকল ভাষা শহীদদের আত্মত্যাগের গাথা এবং এবং তাদের বীর বিক্রমের কাহিনি!! বৈপ্লবিক অভিনন্দন জানাই শহীদ দিবস উপলক্ষ্যে !! ভাষা দিবসের প্রাক্কালে বীর শহীদদের নমন করি এবং আন্তর্জাতিক ভাষা দিবসের অভিনন্দন জানাই !
- আজ আমাদের মাতৃভাষা বাংলা; আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের কখনো ভুলবো না। তাঁদের অপরাজেয় শক্তিকে প্রণাম জানাই!! ভাষা দিবসের অভিনন্দন রইল !!
শহীদ দিবসের শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ভাষা দিবস নিয়ে কবিতা | Poems on Mother Language Day in Bengali | শুভ ভাষা দিবস
ভাষা দিবস বা ভাষা আন্দোলনের মর্মস্পর্শী ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের কাছে একটি উল্লেখযোগ্য ও স্মৃতিবিজড়িত ক্ষণ। ১৯৫২ সালের এই বিশেষ দিনটি তে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি রেখেছিল আন্দোলনরত ছাত্রদল; ফলস্বরূপ; তাদের ওপর পুলিশের গুলিবর্ষণে শহীদ হন বেশ কয়েকটি তরুণ তরতাজা প্রাণ। ভাষা আন্দোলনের সেই অমর শহিদদের স্মরণে পালিত হয় আজকের দিনটি।
- বাংলাদেশের রত্নগর্ভা ভাষা শহীদদের দল,প্রাণের মূল্যে এনে দিলো বাংলা ভাষার ফল,তাদের রক্তে রাঙ্গানো একুশ ;ওরা যে অম্লান,ধন্য মোদের মাতৃভাষা ,ধন্য তাদের প্রাণভাষা দিবস তথা শহীদ দিবসের সংগ্রামী অভিনন্দন!!!
- রফিক, সালাম, বরকত, আরো কত শত বীর সন্তান,করলো ভাষার মান রক্ষা বিলিয়ে নিজের প্রান ,তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,সেই বীর শহিদ দের ত্যাগের কথা কেমন করে ভুলি !ভাষা দিবসের অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারের সবাইকে !!!
- বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে কত শত মানুষ প্রাণ হারিয়েছে; রক্তের বিনিময়ে লাভ করা এই রাষ্ট্রভাষা~আমাদের মাতৃভাষা ; বাংলা ভাষা। নমন করি সেই সব বীর বিক্রম শহীদদের; শ্রদ্ধা জানাই সর্বান্তকরণে !! শহীদ দিবস তথা ভাষা দিবসের রক্তিম অভিনন্দন!
- একুশে ফেব্রুয়ারির এই স্মরণীয় দিনটিতে লক্ষ কোটি ভাই বোনদের রক্তের বিনিময়ে প্রাপ্তি ঘটেছে সোনার বাংলা ভাষার । তাই এই বিশেষ দিনটির স্মরণে এবং বীর শহীদদের আত্মবলিদান কে সম্মান জানিয়ে তাঁদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা। তাঁরা বেঁচে থাকবে তাদের কর্মের দ্বারা আমাদের মননে ; আমরা তাঁদের কখনো ভুলবো না । ভাষা দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা !! আসুন আজ সেই বীর শহীদদের সবাই মিলে স্মরণ করি !
- নাম নাজানা কত ভাষা শহীদগণ,কেড়ে এনেছিল মাগো তোর প্রিয় আসন ।বিশ্বের দরবারে আজ তোর কত সম্মান,মায়ের জন্য রেখে গেলো যারা অবদানঅমর একুশে আজ তাদের জানাই সস্রদ্ধ কোটি কোটি সালাম!!!ভাষা দিবসের সংগ্রামী অভিবাদন !!!
- স্মৃতির মাঝে আছে তারাথাকবে হৃদয় জুড়ে;তাদের ই জন্য পেয়েছি আজমোদের বাংলা ভাষাস্বাধীন ভাবে পথ চলে যাইমিটাই মনের আশারক্তভেজা তাদের স্মৃতি তাই আজও মনে পড়ে।ভাষা দিবস তথা শহীদ দিবসের আন্তরিক অভিনন্দন !!
- রক্তাক্ত এক ফাগুন দিনেমাতৃভাষা আনলো কিনেপ্রাণের বিনিময়ে,রক্তস্রোত যায় যে বয়েআছে ইতিহাস সাক্ষী হয়েঅদ্ভুত এক বিস্ময়ে!একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের সংগ্রামী অভিনন্দন!!
শহীদ দিবসের শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
শহীদ দিবস স্লোগান | শহীদ দিবসের শুভেচ্ছা | Shahid Dibos nie ukti o bani | Martyrs’ Day Quotes in Bangla
- “প্রানটা জুড়ে যায়যখন শুনি গ্রাম বাংলার গান,মন ভরে যায়যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,গরভে বুকটা ভরে উঠে তাদের জন্যযারা জীবন দিয়েছে ভাষার তরে।”বাংলা ভাষা প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ কামনা !!
- “তাদের দানে আজকে মোরাস্বাধীন ভাবে বাংলা বলি।সেই সোনাদের ত্যাগের কথাকেমন করে ভুলি।! ভাষা শহীদদের অপূরণীয় ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না ! তাঁদেরকে জানাই সালাম আর ভাষা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন !!
- যদি এই ভাষাটা না থাকতোতবে এত কাব্য এত কবিতা কে লেখত।যদি এই ভাষাটা না থাকতোতবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।যদি এই ভাষাটা না থাকতোতবে মাকে এত মধুর সুরে কে ডাকত।সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।ভাষা দিবস সকলের কাটুক সৃষ্টিতে, চিন্তনে এবং শ্রদ্ধা জ্ঞাপনে !!
- “রক্তে লিখা একটি দিন,নাম তার ২১শে ফেব্রুয়ারী।শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।বাকি ৩৬৪দিন শহীদ মিনারকাটে যে অবহেলায়।আজ তুই জবাব দে মা,যাদের জন্য জবাফুল হল লাল।রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,১দিন স্মরণ করে কি শোধ হবে,৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।”ভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের জানাই সংগ্রামী অভিনন্দন ও সকল বাংলাভাষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা !!
- নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা)বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?কত নদী সরোবর,কি বা ফল চাতকীর |ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ? বাংলা ভাষা অমর রহে !!ভাষা দিবসের শুভেচ্ছা !!
- বাংলা আমার মাতৃভাষা; বাংলা আমার জন্মভূমি। গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে, যাহার চরণ চুমি। ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়, যাহার পূণ্য-গাথা! সেই-সে আমার জন্মভূমি, সেই-সে আমার মাতা!
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- প্রিয় বন্ধু/ প্রিয় বান্ধবীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা, Best happy birthday wishes for your friend/ best friend in Bengali
- বোনের জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা ক্যাপশন, স্ট্যাটাস, Best birthday captions, Birthday wishes for your sister in Bengali
- ছেলের জন্মদিনে শুভেচ্ছা বার্তা, Happy birthday wishes for son in Bengali
ভাষা দিবসের এই মহত্ত্বপূর্ণ দিনটিতে, বীর শহীদদের কথা স্মরণ করে সকলকে জানাই ভাষা দিবসের আন্তরিক অভিনন্দন !!
পরিশেষে, Conclusion
ভাষা দিবসের শুভেচ্ছা সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।