বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা, ক্যাপশন, কবিতা, Wishes on Bangladesh Independence Day in Bengali 


 1971 সালে বাংলাদেশের জনগণ মিলিত হয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য পশ্চিম পাকিস্তানের সাথে লড়াই করেছিল। 26 শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা স্বাধীনতা দিবস নিয়ে লেখা কিছু শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি তুলে ধরব।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা, ক্যাপশন, কবিতা

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা, Greetings on Bangladesh Independence Day in Bangla

  • ”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।
  • স্বাধীনতা দিবসকে উদযাপন করতে এবং ধরে রাখতে বছরের পর বছর আমরা পালন করে থাকি -স্বাধীনতা দিবস। সকলকে জানাই বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা।
  • আজকের দিনেই আমরা আমাদের অর্জিত স্বাধীনতা পেয়েছি এজন্য ভবিষ্যতেও স্বাধীনতা রক্ষার জন্য যথেষ্ট কাজ করতে হবে- স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • স্বাধীনতার এই গৌরবময় দিনটি যারা আমাদের কাছে একটি বিশেষ উপহার হিসেবে দিয়েছিলেন সেই সব মানুষদের আত্মত্যাগের কথা সকলকেই মনে রাখতে হবে। বাংলার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
  • আমাদের অতীত স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতীতে সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছিল। শুভ স্বাধীনতা দিবস।
  • আমাদের এই দেশকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছিলেন সেই বীর শহীদদের জানাই সালাম। আজকের এই বিশেষ দিনটিতে স্মরণ করতে চাই সকল বীর শহীদদের। শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • সকলকে জানাই একটি সুখী এবং স্বাস্থ্যকর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • আমাদের সকলের প্রচেষ্টায় দেশের মান-সম্মান যেন আরও বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোনও সময় যেন এই সম্মান ক্ষুন্ন না হয় এর জন্য বজায় রাখতে হবে আমাদের পতাকার অভিমান।
  • স্বাধীনতার থেকে মূল্যবান আর কিছু হয় না। তাই তো প্রতিটি মানুষেরই তাঁর স্বাধীনতা রক্ষার্থে লড়াই করা উচিত।
  • ধর্মের ভেদাভেদিতে দেশ ভাগ হতে দেখেছি আমরা। তাই ধর্মের নামে আর লড়াই নয়। বরং দেশের ঐক্য রক্ষার স্বার্থে চলো হাতে হাত মেলাই, কারণ স্বাধীনতা আমরা সকল ধর্ম মিলিত হয়েই অর্জন করেছিলাম।
  • আমাদের দেশের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তাই চলো আমরা সকলে এই বৃহৎ উৎসবের শরিক হই।
  • যারা অন্যের স্বাধীনতা খর্ব করে, তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার কোনও অধিকার নেই।
  • স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত ।
  • যে নিজের স্বাধীনতার জন্য লড়াই করে, তাঁর দায়িত্ব হল অন্যের স্বাধীনতা যাতে কোনও ভাবে খর্ব না হয়, সেদিকেও নজর রাখা।
  • স্বাধীনতা হল গুরুদায়িত্ব। তাই তো অনেকেই স্বাধীনতাকে ভয় পায়, তবুও আমি এটাই চাই যেন দেশের স্বাধীনতা দীর্ঘজীবী হোক। 
  • স্বাধীনতা হল এমন একটা সুযোগ যা মানুষকে আরও উন্নত হতে সাহায্য করে।
  • মানুষের জীবনে যদি শান্তি না থাকে, তা হলে স্বাধীনতাও থাকবে না।

রজনীগন্ধা ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Tuberose in Bengali

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাপশন, Best caption on Bangladesh Independence Day

  • স্বাধীনতা বংশ পরম্পরায় পাওয়া যায় না। এর জন্য লড়াই করতে হয়। বলিদান না দিলে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়।
  • কেউ আমাদের সাহায্য করুন বা না করুন, আমরা আমাদের স্বাধীনতার জন্য যে কোনও মূল্য চোকাতে রাজি আছি। এমনকী, এই কারণে আমরা যেমন কাউকে সাহায্য করতে প্রস্তুত, তেমনই প্রয়োজনে বিরোধিতা করতেও পিছপা হব না।
  • সারা জীবন জেলে বন্দি হয়ে থাকার থেকে স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ করা অনেক মহৎ কাজ।
  • স্বাধীনতা পেতে শহীদের আত্মত্যাগকে অসম্মান করা যাবেনা। স্বাধীনতা দিবস শুভেচ্ছা।
  • পৃথিবীতে যথেষ্ট ঘৃণা এবং সহিংসতা হয়েছে যা স্বাধীনতার রং দেখে বুঝে নিতে হবে, এই রং দেখেই আমাদের একটি সুন্দর দেশ গড়ার শপথ গ্রহণ করতে হবে -স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • স্বাধীনতা শক্তি এবং স্বনির্ভরতা থেকে আসে। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • শৃঙ্খলা ভঙ্গের মধ্যে একধরণের পৈশাচিক স্বাধীনতা আছে। 
  • স্বাধীনতা মানুষের মনের একটি খোলা জানালা, যেদিক দিয়ে মানুষের আত্মার নিকট মানব মর্যাদার আলো প্রবেশ করে।
  • নিজের ইচ্ছামত বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিইবা হতে পারে। আজ বহু শহীদদের বলিদানের মধ্য দিয়েই আমরা নিজের ইচ্ছেমতো বাঁচতে পারছি।

পর্দা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা, Best quotes on Purdah in Bengali 

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাপশন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভকামনা, Best wishes and greetings on independence day of Bangladesh

  • স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর।
  • স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।
  •  যুদ্ধই শান্তি, স্বাধীনতাই দাসত্ব, অজ্ঞতাই শক্তি।
  • এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…” — বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়– স্বাধীনতা দিবস সফল হোক।
  •  মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।
  • ”একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।”
  •  সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।
  • সব ক’টা জানালা খুলে দাও না, আমি গাইবো, গাইবো বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।
  • মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান,লেখা আছে অশ্রুজলে..কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা, তাঁরা কী ফিরিবে এই সুপ্রভাতে-যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!” স্বাধীনতা দিবস অমর হোক।”জয় বাংলা।
  • সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!!  সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
  •  ১৯৭১সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজাপ্রাণএবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্য মাতৃভূমি, বাংলাদেশ।

ঝরা পাতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Fallen leaves in Bengali

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভকামনা

বাংলাদেশের স্বাধীনতা দিবসের কবিতা, Bengali poems on independence day of Bangladesh

  • লাল এর মাঝে ভালবাসা; সাদা এর মাঝে বন্ধুত্ব; নীল এর মাঝে কষ্ট; কালো এর মাঝে অন্ধকার; আর.. সবুজের মাঝে আমার বাংলাদেশ।
  • তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ ৷
  • সেপ্টেম্বর হায় একাত্তর, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ। কারকাছে বলি ভাতরূটি কথা, কাকে বলি করো, করো করো ত্রান, কাকে বলি, ওগো মৃত্যু থামাও, মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ। কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা, জননীর কোলে আধপেটা শিশু একেমন বাঁচা, বেঁচে মরে থাকা। ছোটো ছোটো তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া, গুলিতে ছিন্ন দেহ মন মাটি, ঘর ছেড়েছোতো মাটি মিছে মায়া। সেপ্টেম্বর হায় একাত্তর, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে, যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেনো মরে। শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত শিশু মরে গেল, যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে, আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে। কবিতার কথাগুলো বার বার স্মরণ করিয়ে দেয় একাত্তর সালের ভয়াবহ দৃশ্যের কথা। স্বাধীনতা পেতে কত কি যে দেখতে হয়েছে আমাদের পূর্বপুরুষদের। তাদের সকলকে গ্রদ্ধা জানাই, শুভ স্বাধীনতা দিবস।
  • তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
    তোমাকে পাওয়ার জন্যে
    আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
    আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
    তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
    সাকিনা বিবির কপাল ভাঙলো,
    সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
    তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
    শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
    দানবের মত চিত্কার করতে করতে
    তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
    ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
    আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।তুমি আসবে ব’লে, ছাই হলো গ্রামের পর গ্রাম।
    স্বাধীনতা পেতে কত মানুষই ঘরছাড়া হয়, আবার কত মানুষের আত্মবলিদানে রক্ত গঙ্গা ভেসেছিল, কিন্তু কোনো কষ্টই বৃথা বলে হয়তো অনুভব হয়নি যখন দেশ স্বাধীনতা পায়। শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
  • স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো
    উদাস দাওয়ায় ব’সে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল।
    স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধ’রে দগ্ধ ঘরের।
    স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে।
    স্বাধীনতার জন্য ছোটো থেকে বড় সকলেই পথ চেয়েছিল, এই আশা নিয়ে যে স্বাধীনতা পেয়ে তাদের সকল দুঃখ ঘুঁচে যাবে। কিন্তু বহু মানুষ অপেক্ষা করতে করতেই প্রাণ হারান। স্বাধীনতা দেখার পূর্বেই অনাহার তাদের প্রাণ কেড়ে নিলো। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অপূর্ণ ইচ্ছেগুলোকে স্মরণ করতে চাই।
  • সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত
    ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, মতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক। এই বাংলায় তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।
    অধীর প্রতীক্ষা সমাপন করে স্বাধীনতা এসেছিল বাংলার ঘরে ঘরে। সেদিন আনন্দে ভরে উঠেছিল সকলের মন। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
    তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
    ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
    ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
  • বাংলার সৌন্দর্য্য আমাদের সকলের মনে এক আলাদা রকম প্রশান্তি এনে দেয়। তাই এই বাংলাকে রক্ষা করার জন্য কত মানুষ প্রাণ বলিদান দিয়েছেন। তাদের স্মরণ করে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসের কবিতা

শেষ কথা, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে লেখা কিছু শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Viral Telegram Channel 🔥

Recent Posts