যেকোনো মানুষের জীবনের বাবা মা এর ভূমিকা অনসীকার্য. মা এর ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, নেই কোনো মলিনতা যেকোনো পরিস্থিতি হোক না কেন মায়েরা সবসময় তাদের সবকিছু বিলিয়ে দেয়. সেই মায়ের জাত তার জন্যেই আজ নিয়ে এসেছি কয়েকটি বিখ্যাত লেখক এর লেখা মা বিষয়ক কিছু বাণী, কিছু উক্তি আমরা সংগ্রহ করেছি ফেইসবুক থেকেও. আশা করি আপনাদের ভালো লাগবে.
মা ‘শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি ; এক অনাবিল শান্তি । তবে পরিস্থিতির বিপাকে পড়ে যাদের মা ছাড়া জীবন যাপন করতে হয় তাদের মতো অসহায় এবং দুর্ভাগা মানুষ বুঝি আর হয় না । মা ছাড়া জীবন এককথায় শুষ্ক মরুভূমির মতো , জলহীন সমুদ্রের মতো ও বায়ুহীন প্রকৃতির মতন । মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। আর সেই মা ‘কে ছাড়া যখন থাকতে হয় তখন এক মুহূর্তও হয়ে ওঠে দুর্বিষহ ; শ্বাসরুদ্ধকর ।
মাকে নিয়ে কিছু কথা | Bengali Facebook Status about Mother | মায়ের ভালোবাসার স্ট্যাটাস
- পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা
- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
- মা জননী চোখের মনি,অসিম তোমার দান., খোদার পরে তোমার আসন আসমানের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান,
- দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!!
- মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।
- সকাল দুপুর রাত্রী বেলা পাইছি সবার অবহেলা । সকল দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে! মা যে আমার শেষ্ট বন্ধু , মায়ের কোলে সুখের সিন্দু ।
- মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤ মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤ তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤ মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤
- প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা
- আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
- পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।।।
- মা দিয়ে মাসজিদ। মা দিয়ে মাদ্রাসা। মা দিয়ে মাদিনা। মা দিয়ে মাক্কা। সো মা কে কেউ কষ্ট দিয় না।
- ভালোবাস তাকে.. যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে..।। যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে.. যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা..
- মা মাগো মা_আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে।
- পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না। আর সারা জিবন থাকবে। সে মানুষ টি হচ্ছে,–আমার মা–
- দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!!
- মা মমতার মহল মা পিপাসার জল মা ভালবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা ব্যাথার ঔষুধ মা কষ্টের মাঝে সুখ মা চাঁদের ঝিলিক মা স্বর্গের মালিক
- যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
- মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা. - মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।
- আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে
- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali
মাকে নিয়ে কবিতা / Famous Mother Quotes in Bengali | মা ছাড়া জীবন
মা বিহীন শূন্য হৃদয়ে এ জগৎ সংসার যেন এক নিমেষেই হয়ে যায় অন্ধকার । বিষণ্নতায় ব্যাকুল মন বোবাকান্না করে নিভৃতে। আসলে মায়ের স্থান একমাত্র মা ছাড়া কেউই পূরণ করতে পারে না । মায়ের মমতা তার সন্তানের প্রতি একই রকম থাকে আজীবন কাল ধরে । আবার কিছু মনুষ্যত্বহীন ব্যক্তি আছে যারা মাকে কাছে পেয়ে ও দূরে সরিয়ে রাখে নিজেদের স্বার্থে ; সেই মায়েদের তখন স্থান হয় বৃদ্ধাশ্রমে ।
তা সত্ত্বেও মায়েরা সবকিছুই মেনে নেয় হাসিমুখে, বুকে পাথর চেপে রেখে ; সন্তানদের সুবিধার কথা চিন্তা করে । কিন্তু সত্যিই কি কোন সন্তান মা ছাড়া ভালো থাকতে পারে?? অসম্ভব !! এই পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে যে কেবল দিতেই পারে আর সে হল আমাদের গর্ভধারিণী মা । তাই মা ছাড়া জীবন এককথায় কল্পনাতীত । মা বিহীন জগতে সন্তানেরা তাই প্রতিমুহূর্তে হয়ে ওঠে অসহায় এবং একাকী ।

- মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।
- আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে”
- পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন, সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে ফুল, সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ …*সবচেয়ে মধুর নাম হচ্ছে মা
- ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,,যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ।তুমি কত ভালবাস,, কষ্ট দাও না,,তোমাকে এখনও ভালবাসি ও আমার “”মা””
- ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এইপর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি।যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো “‘”মা'””নামের নিঃস্বার্থ মহিলাটি।
- আমি অনেক বোকা হতে পারি,অনেক খারাপ ছাত্র হতে পারি,আমি অনেক কাল হতে পারি।কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেস্ট সন্তান
- পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবন থাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।
- মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –
- মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।
- ==== মা==== মা “মমতার মহল” মা “পিপাসার জল” মা “ভালবাসার সিন্ধু” মা “উত্তম বন্ধু” মা “ব্যাথার ঔষুধ” মা “কষ্টের মাঝে সুখ” মা “চাঁদের ঝিলিক” মা
- মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনও কি একবার ভেবে দেখেছি একজন মা কতোটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে..বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে..এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে..কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়। যেন কোন মা অনাহারে দিন না কাটায় ? মা তোমাকে অনেক ভালোবাসি
- মায়ের 1টি কষ্টের নিঃশ্বাস 7টি দোযখের চেয়েও ভয়ংকর!! আর 1টি খূশির হাসি 8টি বেহেস্তের চেয়েও উত্তম। মা এর মনে কষ্ট দিওনা
- ………….মা আমার ……. মা আমার মাথার মনি তুলনা তার নাই, দুঃখের মাঝে মায়ের ছায়া কোথায় গেলে পাই? মায়ের মুখে খোকা ডাক শুনতে লাগে ভালো, মা যে আমার জগৎ সেরা আধার মনে আলো। মায়ের মুখের হাসিখানি আমার মনে সুখ, একটু খানি মলিন হলে. লাগবে মনে দুঃখ।। লাভ ইউ সো মাচ্ আম্মু
- দুনিয়ার সব কিছুই বদলাতে. পারে,কিন্তু মায়ের ভালবাসা. কখনো বদলাবার নয়!!♥
- আমি যাকে ভালবাসি,তাকে যদি না পাই, তাহলেও কখনই আত্মহত্যা করব না । কারন সেই মেয়েটি/ ছেলেটি আরেকটি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড খুজে পাবে, কিন্তু আমার .মা আরেকটি ছেলে/মেয়ে খুজে পাবেনা মা তোমাকে অনেক অনেক ভালোবাসি….
- ভালোবাস তাকে…যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা….
- “মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤”মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤”তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤”মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤
- “পৃথীবিতে কেউ’ই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন “মা”ই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে”
- মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল তুই যতই পারস,মার যত্ন সেবা কর মা তখন হবে আপন যখন সবাই হবে পর
- কষ্ট বুকে চেপে একলা থাকি,, কান্নার নোনাজল অধরে মাখি,, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,, আয় না ফিরে তুই আমারি বুকে..!!
- প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”
মাকে নিয়ে উক্তি / Bengali Lines on Mother by Great Writers | মাকে নিয়ে বাংলা স্ট্যাটাস

- আব্রাহাম লিংকন- “যার মা আছে, সে কখনই গরীব নয়।”
- জর্জ ওয়াশিংটন-” আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”
- জোয়ান হেরিস-” সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”
- এলেন ডে জেনেরিস-” আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”
- সোফিয়া লরেন-” কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”
- মিশেল ওবামা- “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”
- নোরা এফ্রন- “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”
- মাইকেল জ্যাকসন-“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”
- দিয়াগো ম্যারাডোনা-“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”
- মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে -গৌতম বুদ্ধ
- মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।
- মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ
- মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা – হুমায়ূন আহমেদ
মা কে নিয়ে সেরা কবিতা | Best Bangla Poems about Mother
- মা! ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু একবার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা, ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ। তাই মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা এক মমতার অাধার। – দিলারা হোসেন
- মা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, ‘আমি যা হয়েছি বা যা হতে চাই, তার সবটুকুর জন্যই আমি আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের প্রার্থনাগুলো সব সময় আমার সঙ্গে সঙ্গে ছিল।’
- বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক বালজাক বলেছেন, ‘মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।’ জন গে বলেছেন, ‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’ ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, ‘মাতৃত্বেই সব মায়া-মমতা ও ভালোবাসার শুরু এবং শেষ।’ সনাতন ধর্মে মাকে স্বর্গের থেকেও বড়, মহান ও পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে।
- ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’ – আনা জার্ভিস
- আমার মা। জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কীভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁর সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তা-ই ছিল। তিনি গত ২৪ বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পেরেছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি একইভাবে আমার মঙ্গল কামনা করতেন। তাঁর প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য, মা, তোমাকে ধন্যবাদ। – শচীন টেন্ডুলকার
- আমার মা কেবল একজন ‘ফুলটাইম মা–ই ছিলেন। তাঁর নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন—সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারব না। তাঁর মাধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়। – অ্যাঞ্জেলিনা জোলি
- প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। – সিদ্দিকুর রহমান
- ঝুলন যাত্রা উৎসবের সমস্ত তথ্য ও শুভেচ্ছাবার্তা, All information and greetings on Jhulan Yatra festival in Bengali
- দিদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা, Good wishes on elder sister’s birthday in Bengali
- শনিবারের শুভেচ্ছা, শনিবারের শুভ সকাল, শনিবারের সুপ্রভাত, শনিবারের শুভ সকালের ছবি, শনিবারের স্টেটাস, শনিবারের কবিতা, Saturday quotes in Bengali language
- শুক্রবারের শুভেচ্ছা, শুক্রবারের শুভ সকাল, শুক্রবারের সুপ্রভাত, শুক্রবারের শুভ সকালের ছবি, শুক্রবারের স্টেটাস, শুক্রবারের কবিতা, Friday quotes in Bengali language
- বৃহস্পতিবারের শুভেচ্ছা, বৃহস্পতিবারের শুভ সকাল, বৃহস্পতিবারের সুপ্রভাত, বৃহস্পতিবারের শুভ সকালের ছবি, শুভ বৃহস্পতিবার মা লক্ষ্মী, Thursday quotes in Bengali language
মা কে নিয়ে আরো কিছু সুন্দর উক্তি

- আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
- পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?মা-বাবার আদরসব চেয়ে কষ্ট কি জান?মা-বাবার চোখের জল.সব চেয়ে অমুল্য রতন কি জান?মা-বাবার ভালোবাসা।।।
- যারা প্রেমের জন্য নিজেরজীবন দিতে প্রস্তুত,তাদেরকে বলছি..পারলে একটু মন থেকেবলুন “মা” এর জন্যজীবন দিতে পারি “মা” ইতো আপনের আপন.
- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
- মা মাগো মা_আমি এলাম তোমার কোলে,তোমার ছায়ায় তোমারমায়ায়#মানুষ হব বলে।””হয়ত তোমারি জন্যহয়েছি প্রেমে যে বন্যজানি তুমি অনন্যআশার হাত বাড়ালে”
- মা তোমায় ভালোবাসিকোথায় যেনো একটা টানে তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসিতোমার জন্য মাগো আমারআলোর ভুবন দেখাতোমার হাতেই আমার নিয়তআমার ভাগ্য লেখাতোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরেতোমার গায়ে গন্ধ যেনোআমার গায়ে বাজে সুরে সুরেমাগো তোমায় ভালোবাসি
- ভালোবাস তাকে… যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০মাস ১০দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে… যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন …..মা….
- মা তোমায় ভালোবাসি কোথায় যেনো একটা টানে তোমার কাছে আসি মা তোমায় ভালোবাসি তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখা তোমার হাতেই আমার নিয়ত আমার ভাগ্য লেখা তোমায় ছেড়ে আমি মাগো না যেনো যাই দূরে তোমার গায়ে গন্ধ যেনো আমার গায়ে বাজে সুরে সুরে মাগো তোমায় ভালোবাসি
মৃত মাকে নিয়ে স্ট্যাটাস | মাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস
- একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !
- মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –
- পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাইকে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবনথাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।
- =দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসাকখনো বদলাবার নয়…!!♥
- যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
- মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়”অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU “মা”
- বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান, মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান | আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা| লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা| ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ | ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক | মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর| মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার| মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি, মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি|
- “মা মাগো মা_ আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় #মানুষ হব বলে।” “হয়ত তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ালে”
- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
- যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বলছি.. পারলে একটু মন থেকে বলুন “মা” এর জন্য জীবন দিতে পারি “মা” ই তো আপনের আপন…
- পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।।।
- আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
- একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !
- মা তোমায় ভালোবাসিকোথায় যেনো একটা টানে তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসিতোমার জন্য মাগো আমারআলোর ভুবন দেখাতোমার হাতেই আমার নিয়তআমার ভাগ্য লেখাতোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরেতোমার গায়ে গন্ধ যেনোআমার গায়ে বাজে সুরে সুরেমাগো তোমায় ভালোবাসি …….
- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
Recommended Read,
Top 250 Bengali Friendship Quotes
মা কে দেওয়ার জন্যে দারুন একটি গিফট
