আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” নির্বাসন “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

নির্বাসন নিয়ে সেরা লাইন, Best Bengali lines on exile
- আমায় নির্বাসনে পাঠানো হয়েছে, আমি নিজে থেকে যেতে চাই নি, আমি তো তখন নিজের জীবনে নিজেতেই মত্ত ছিলাম, হয়তো কারো সহ্য হয়নি আমার আমিত্ব।
- জলফড়িংয়ের জীবন ছুঁয়ে ভেসেছি সময়ের ঢেউয়ে, কালের পারাবারে একদিন হবে যেতে চিরনির্বাসনে অন্তহীন।
- বন্দী হয়ে আছি আমি এই নাগপাশে, এই জনারণ্যে হয়ে আছি আমি নির্বাসিত, নিজের জীবনকে ভালোবেসে, দোয়েলের খুব কাছে এসে স্বাধীনতা চেয়েছি সমুদ্রের সফেদ ঢেউয়ের উচ্ছাসে।
- যখন ঐ নিরাপদময় চারটি দেওয়াল হয়ে ওঠে মন খারাপের আবাসন, আমার ধূসর মন পেতে চায় তখন একান্ত নির্বাসন !
- একসময় দেখা যায় যে স্বেচ্ছায় নির্বাসন নেওয়া মানুষটিরও আশা-আকাঙ্খা অপূর্ণ রয়ে যায়।
- খুশির প্রলোভনে নির্বাসন ভেঙে নিয়ে ফিরে যাই আমি আনন্দের উদ্দেশ্যে, কিন্তু আবার অবহেলিত হলেই নীরবে চলে যাই নির্বাসনেই ৷
- নির্বাসনে কোন লোভ থাকেনা, তাই দূরে আসার কোনো আশাই আর যেন অবশিষ্ঠ থাকেনা।
- এখন রোজই মেঘ করে আসে আমার হৃদয় জুড়ে, প্রেম আমার নির্বাসন চেয়েছে, জীবনের দেনা তো পরিশোধ করতে বাকি আছে, নির্বাসনে গিয়েই না হয় পরিশোধ করবো।
- আমার পাশে যাদের থাকার কথা ছিলো আজীবন, একটু চোখ তুলে তাকিয়ে দেখো আজ তারাও বহু আলোকবর্ষ দূরে নির্বাসিত হয়ে আছে।
নির্বাসন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ত্যাগ নিয়ে উক্তি, সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নির্বাসন নিয়ে ক্যাপশন, Nirbason niye caption
- আমার জন্য ভালোবাসার গৃহের দ্বার বন্ধ, তবে অপেক্ষাতেই কি মৃত্যু হয় শেষে !! পুরোনো সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই থাকে আমার রাত্রি জুড়ে ভালোবাসার নির্বাসন ।
- মাতৃজঠরের নিরাপত্তা আজ খুঁজি, আমার ঘরে দিনে দিনে ক্ষীন বিলীন করে শুকিয়ে গেছে বাগান নদী। লোভ আমার হয়ে উঠলো সর্বগ্রাসী নীতির মধ্যে সকলের সেরা, আমরা তো শুধুই আগ্রাসী। হারাতে হারাতে বুঝেছি শুধু, জয়ের অপার স্বাদ তাই আজ নির্বাসনে পৌঁছনোর পরও নিজস্বতা গেল কি বাদ?
- সময় দেওয়াল জুড়ে আঁকে ব্যস্ত দিনলিপি । বই’এর তাকে ধূলোর আঁকিবুকি । এই আমার এক টুকরো গৃহকোণ, আর এখানেই আমার স্বেচ্ছা নির্বাসন ।
- প্রণয় রোগে ধুকছি আমি রোজ, নির্বাসনে করছি ঔষধির খোঁজ, দূরত্বে না হয় হয়ে যাবো অস্তিত্বহীনা, তুমি আর রেখো না পিছু ডাকের দেনা l
- মোর দুই তীরে যাক বহিয়া জল টলমল সকাল বিকাল। তবু ধরিব আর না হাল। ধরিব না মাঝি মাল্লার গানের তাল। নিজেকে আবার ঠিক সাজিয়ে নেব গুছিয়ে নেব, ভুলে থাকব অতীত কাল।
- একটি গোলাপের জন্য হোক না দীর্ঘ নির্বাসন, উঠোনে বেড়ে ওঠা আগাছা ক্ষণিকের ধারাপাত মানে কী?
- তাসের খেলাঘরে নতুনত্বের আগমন, ক্ষণিকের আশকারাতে পুরনোর নির্বাসন।
- আজ হেসে-খেলে করছি আমার দিন-যাপন, একদিন তো শ্মশান ঘাটে হবেই আমার নির্বাসন।
- ভিনদেশি এ সাগরটা খুব কিপটে তোমার পায়ে আছড়ে পড়ে বঙ্গোপসাগরের সব ঢেউ। আমাকে কি একটু উন্মত্ততা ধার দেবে? এর বিনিময়ে আমার নির্বাসন বাড়িয়ে দেব।
- আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
নির্বাসন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হার না মানা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নির্বাসন নিয়ে স্টেটাস, Best exile status in Bangla
- যদি অসুখের নাম দিই নির্বাসন, না-দেখার নাম দিই অনস্তিত্ব, দূরত্বের নাম দিই অভিমান ?
- আমি নির্বাসন চাই, তোমার রংমিশ্রিত ভালোবাসা থেকে, যে ভালোবাসা আমাকে দিয়েছে অস্থিরতা, যে ভালোবাসা আমাকে করেছে তিলে তিলে নিঃশেষ। আমি নির্বাসন চাই, তোমার চোখের অপলক দৃষ্টি হতে, যে চোখে দেখেছি আমি শ্রাবণের কালো মেঘ, যে চোখে বয়ে চলে দিবারাত্রি কামিনীর আবেশ।
- পিচঢালা কংক্রিটের পথ বেয়ে, অপূর্ণ আবদারে মরে
যাওয়া মানুষটির গোর ছেড়ে এগুচ্ছি আমি নির্বাসনে।
গোটা নীল রঙের সমুদ্র পেরিয়ে ঘন সবুজ অরন্যে
আমার একটা ছোট্ট ঘর হবে। শিমুল গাছটি যেখানে
দাঁড়িয়ে ঠিক তার নিচে। গোটা অরণ্য শাসন করবো আমি! স্বাধীনতার জাগরণ বুকে পুষে আমি থেকে যাবো নির্বাসনের নির্মমতায়। - আমি স্বেচ্ছায় নির্বাসন চাই! গোছাবো কিছু রঙিন সুর, মনে মাধুর্য দিয়ে। ফিরবো কিছু গোছানো ছন্দ ঝুলি ভরা ভালোবাসা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে তাকিয়ে আছি সূর্যস্নাত ভোরের দিকে চেয়ে। যান্ত্রিক জীবনের ক্লান্তি মেটাতে, আমি সেচ্ছায় নির্বাসন চাই!
- নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত ভূমি – যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো!
নির্বাসন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কষ্টের হোয়াটস্যাপ স্ট্যাটাস, ছবি, কবিতা ও শায়েরি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নির্বাসন নিয়ে কবিতা, Exile poems in Bengali
- মেঘের ভেতর বৃষ্টি খুঁজতে গিয়ে আমি নির্বাসিত নিদাঘ দহনে, চাঁদের কাছে জোছনা ছাড়া আর কিছুই চাইনি, অথচ বৃষ্টি এলাে উত্তুরে হাওয়ায় পৌষের হিমে আর এলাে অদ্ভুত কুয়াশায় ঢাকা বিবর্ণ চন্দ্রগ্রহণ, আমি তবু নির্বাসিত থেকে যাই। কেউ কেউ বলে- নির্বাসনের নামই নাকি মানবজনম।
- আমি শেষমেষ নির্বাসনে যেতে চাই! যাচ্ছিও বটে।
লোকালয়ের প্রবেশদ্বার দিয়ে শুরু করে শ্মশানের
রথযাত্রার অগ্নিকুণ্ড পেরিয়ে আজ আমি মুক্তমনা।
সমাজের দুর্গন্ধে প্রকৃতি যেখানে মরাপ্রায়, সেখানে
আমার উপস্থিতি নিছকই। - আজ আমি সত্যিই নির্বাসন চাই
তোমার আবেগ, বিবেক, অনুভূতি থেকে।
যে আবেগ, বিবেক, অনুভূতির কাছে
আমার অধিকারগুলো নিতান্তই তুচ্ছ - যান্ত্রিক জীবনের ক্লান্তি মেটাতে, আমি স্বেচ্ছায় নির্বাসন চাই! অর্থলোভী মানুষের ভিড়ে টিকে থাকা মোর দায়, সব কিছুকে পিছু হাটিয়ে স্বেচ্ছায় নির্বাসন চাই! মুক্তজীবনে মুক্ত পাখির মত, আমিও উড়তে চাই। সব ছেড়ে দিয়ে, আমি তাই স্বেচ্ছায় নির্বাসন চাই। মূল্যবোধ আজ বন্দী খাঁচায়, আমি যে নিরূপায়।
- মাঝে মাঝে মনে হয়, আমার মধ্যেই কি ভীষণ ত্রাহিরব। ঠিক ঈশ্বরের দরজায় সারি সারি ঘণ্টার উল্লঙ্খিত নিনাদ এমন নিস্তব্ধতার খেলা ভেঙে দেয়, আমাকে নির্বাসন দেয়। আমি মুষ্টি খুলে আকাশকে নেমে আসতে বলি, অজস্র নক্ষত্রের ঢেউ সাঁতরে যাই, জলকষ্ট হয় আর কতগুলি রাতের পরে একা ধ্রুবতারা আমার গলা শুকিয়ে আসে এবং ঘুম পায়, আমাকে ঘুম দাও, নির্বাসন নয়।
- যাই’ বলতে নেই। বলাে- ‘আসি’। তাছাড়া আমি কি আর তেমন সন্ন্যাসী? কিছুদিন ঘুরবাে-ফিরবাে, তারপর ফিরে আসবাে ঘরে, নির্বাসন মেনে নিয়ে যাবাে না যাবাে না দ্বীপান্তরে।
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “নির্বাসন” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।