বারাক ওবামার জীবনী, Best Biography of Barack Obama in Bengali 


বারাক ওবামার জীবন কাহিনী কিছুটা সিনেমার গল্পের মতো। জন্মের পরপরই এই গল্পের শুরু, এমনকি গল্পের প্রতি বাঁকে রয়েছে নাটকীয় মোড় এবং আবেগী দৃশ্য। ওবামার জীবন কখনোই যেন সরল রেখায় চলেনি।

অনেক সমস্যার মধ্য দিয়ে কেটেছে তাঁর জীবন।বারাক ওবামার পূর্ণ নাম দ্বিতীয় বারাক হুসেইন ওবামা। ডেমোক্র্যাটিক পার্টির সদস্য বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো-মার্কিন বংশোদ্ভূত রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বারাক ওবামার জীবনী
Pin it

বারাক ওবামার জন্ম ও শৈশব জীবন, Birth and Childhood Life of Barack Obama

বারাক ওবামা (জুনিয়র) কৃষ্ণাঙ্গ কেনিয়ান পিতা ও শ্বেতাঙ্গ আমেরিকান মাতার সন্তান হিসেবে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের হনুলুলুতে জন্মগ্রহণ করেন। মা এ্যান ডানহাম এবং বাবা বারাক ওবামা সিনিয়র ১৯৬১ সালের ২ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর ছয় মাস পরই ৪ আগস্ট বারাক ওবামার জন্ম হয়।

কিন্তু বিয়ের বছর যেতে না যেতেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়, যার পরিণামে তারা দুইজন ১৯৬৪ সালে বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন৷

পরবর্তীতে ১৯৬৫ সালে বারাক ওবামার মা লোলো সুইটোর নামক এক ইন্দোনেশিয়ান কে বিয়ে করেন, তিনি এম দানহাম ও ওবামাকে নিয়ে ইন্দোরনেসিয়ায় চলে আসেন, তখন বারাক ওবামার বয়স ছিল মাত্র পাঁচ বছর। এম দানহাম এবং সুইটোর ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, ওবামার এই সৎবোনের নাম মায়া।

বারাক ওবামার জন্ম ও শৈশব জীবন
Pin it

ওবামা প্রায় নয় বছর সময় পর্যন্ত ইন্দোনেশিয়াতে বসবাস করেছিলেন, কিন্তু তাঁর বাবা এবং মায়ের আলাদা হয়ে যাওয়ার কষ্টকে কখনই ভুলতে পারেননি। বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখ ওবামার মনে সবসময় বেদনার জন্ম দিতো। ওবামার বয়স যখন নয় বছর ছিল তখন তাঁর মা তাঁকে নিয়ে আমেরিকার হাওয়াই এর হানালুলুতে ওবামার ভাল পড়াশোনা নিশ্চিত করার জন্য ফিরে আসেন, সেখানে তিনি নিজের নানা ও নানির কাছে থেকে পড়াশোনা শুরু করেন।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জীবনী, Best Biography of President Joe Biden in Bengali

বারাক ওবামার শিক্ষাজীবনের ইতিহাস, Barack Obama’s Education

ওবামা নিজের নানা-নানীর সাথে থাকাকালীন সময়ে হাওয়াইয়ের বিখ্যাত পূনাহু একাডেমিতে ভর্তি হন। সেখানে একজন ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো বাস্কেটবল খেলোয়াড় হিসেবেও প্রচুর প্রশংসা কুড়ান তিনি।

পরীক্ষায় দারুন ফলাফল সহকারে উক্ত একাডেমি থেকে ১৯৭৯ সালে পাশ করেন তিনি। তবে নিজের বহুজাতিক পরিচয়ের সাথে আত্মপরিচয়কে খাপ খাওয়ানো তাঁর পক্ষে অনেকটা কঠিন হয়ে উঠেছিল।

একাডেমীতে পাঠরত তিনজন কালো শিক্ষার্থীর একজন হওয়ায় তিনি বর্ণবাদের বিষয়ে অনেকটা সচেতন হয়ে উঠেছিলেন, পাশাপাশি একজন আফ্রিকান আমেরিকান হওয়া বলতে কি বোঝায় তা ভালোভাবেই উপলব্ধি করেছিলেন, যা তিনি পরবর্তীতে তাঁর লেখায় বর্ণনা করেছেন ।

বারাক ওবামার শিক্ষাজীবনের ইতিহাস
Pin it

তিনি লিখেছেন – “আমি লক্ষ্য করেছিলাম ক্রিসমাস ক্যাটালগে আমার মত দেখতে কেউ নেই … এবং সান্তাক্লজও একজন শ্বেতাঙ্গ মানুষ।”

হাইস্কুল শেষ করে ওবামা লস এ্যাঞ্জেলস এর অকসিডেন্টাল কলেজে দুই বছর পড়াশুনা করেছিলেন। এরপর নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন তিনি এবং ১৯৮৩ সালে সেখান থেকেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বারাক ওবামা হার্ভাড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশুনা করেন।

জর্জ বুশের বিস্তারিত জীবনী, Best biography of George Bush in Bengali 

প্রেসিডেন্ট হওয়ার আগে  বারাক ওবামার কর্মজীবন, Barack Obama’s Career Before Becoming President

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে শিক্ষা শেষে ব্যবসায়িক জগতে দুই বছর কাজ করেন বারাক ওবামা। কর্মজীবনে প্রথম আন্তর্জাতিক কর্পোরেশনের জন্য কাজ করেন তিনি, তারপর নিউ ইয়র্ক পাবলিক ব্যুরেন্স রিসার্চ গ্রুপ নামে একটি নন পার্টিশন রাজনৈতিক সংগঠনে কাজ করেন।

তারপর শিকাগোতে গিয়ে একজন সমাজ ব্যবস্থাপক হিসেবে স্বল্প আয়ে সমাজের স্বার্থে কাজ করেন। ওবামা হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পাঠকালে হার্ভাড ল-রিভিউ এর সভাপতি নির্বাচিত হন। 

প্রেসিডেন্ট হওয়ার আগে  বারাক ওবামার কর্মজীবন
Pin it

বারাক ওবামার রাজনৈতিক জীবনের ইতিহাস, History of Barack Obama’s political life

বারাক ওবামা ৩রা জানুয়ারী, ২০০৫ সালে সিনেটর হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল অবধি সিনেটের সব ভোট বিশ্লেষণের উপর ভিত্তি করে সিকিউ সাপ্তাহিক তাঁকে একজন “অনুগত ডেমোক্র্যাট” হিসাবে চিহ্নিত করেছিল।

পরে রাষ্ট্রপতি পদে স্থানান্তরের সময়কালে মনোনিবেশ করার জন্য লেইম ডাক অধিবেশন শুরু হওয়ার পূর্বে ১লা নভেম্বর, ২০০৮ সালে নিজের সিনেটের আসন থেকে পদত্যাগ করেন।

তারপর ২০০৮ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে ৪৪ তম আমেরিকান রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করেছিলেন।

বারাক ওবামার রাজনৈতিক জীবনের ইতিহাস
Pin it

ফ্র্যাংকলিন রুজভেল্টের জীবনী, Best Biography of Franklin Roosevelt in Bengali

বারাক ওবামার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব, Barack Obama’s presidency

বারাক ওবামা ২০০৭ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি পদে ডেমোক্রেটিক মনোনীত হওয়ার জন্য দৌড় শুরু করেন। ২০০৯ সালের ২০ শে জানুয়ারি ৪৪ তম রাষ্ট্রপতি হিসাবে বারাক ওবামার অভিষেক হয়।

নিজের সেবামূলক কাজ এবং আমেরিকার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করার ফলে তিনি অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এর ভিত্তিতে খুব সহজেই ২০১২ সালে নির্বাচনে তিনি পুনরায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

বারাক ওবামার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব
Pin it

প্রেসিডেন্ট পদ হতে বারাক ওবামার বিদায় সম্ভাষণ, Farewell speech of Barack Obama from the presidency

বারাক ওবামা ২০১৭ সালে ১৯ জানুয়ারী হোয়াইট হাউস ত্যাগ করেন। এর আগে, ১০ই জানুয়ারী তিনি নিজের শহর শিকাগোতে যান বিদায় সম্ভাষণ জানানোর জন্য। সেখানে দীর্ঘ ভাষণের শেষের দিকে তিনি বলেন “আমি এখানেই থেমে যাব না। সত্যি কথা বলতে, আমার বাকি দিনগুলোয় আমি এখানেই, আপনাদের সাথেই একজন নাগরিক হিসেবে থেকে যাব।” 

বারাক ওবামার ব্যক্তিগত জীবন, Personal life of Barack Obama

বারাক ওবামা ব্যক্তিগত জীবনে দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন মিশেল ওবামা কে, ১৯৯২ সালে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে এই দম্পতির ঘরে দুই সন্তানের জন্ম হয়, যাদের নাম রাখা হয় মালিয়া অ্যান (জন্ম ১৯৯৮) এবং নাতাশা (জন্ম: ২০০১)।

বারাক ওবামার ব্যক্তিগত জীবন
Pin it

রোনাল্ড উইলসন রেগনের জীবনী, Best Biography of President Ronald Reagan in Bengali

বারাক ওবামার প্রথম বই, Barack Obama’s first book

১৯৯৫ সালে বারাক ওবামা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ নামে আত্মজীবনী লেখেন। উক্ত বই প্রচুর প্রশংসা পায়, যার কারণে পরবর্তীতে এটি অনেক ভাষায় লেখা হয়েছিল, এমনকি এর একটি শিশু সংস্করণও লেখা হয়েছিল। 

ওবামার লেখা অন্যান্য বইগুলো হল:

● ওবামা, বারাক (জুলাই ১৮, ১৯৯৫)। ড্রিমস ফ্রম মাই ফাদার (১ম সংস্করণ)। টাইমস বুকস। আইএসবিএন 0-8129-2343-X।

● ওবামা, বারাক (অক্টোবর ১৭, ২০০৬)। দ্যা অডাসিটি অফ হোপ (১ম সংস্করণ)। ক্রাউন পাবলিশিং গ্রুপ। আইএসবিএন 978-0-307-23769-9।

● ওবামা, বারাক (নভেম্বর ১৬, ২০১০)। অফ দি আই সিং(বই) (১ম সংস্করণ)। আলফ্রেড আ. নফ। আইএসবিএন 978-0-375-83527-8।

● ওবামা, বারাক (নভেম্বর ১৭, ২০২০)। আ প্রমিসড ল্যান্ড (১ম সংস্করণ)। ক্রাউন পাবলিশিং গ্রুপ। আইএসবিএন 978-1-5247-6316-9।

অডিও বই

● ২০০৬: দ্যা অডাসিটি অফ হোপ: থটস অফ রিক্লেইমিঙ্ দ্যা আমেরিকান ড্রিম (লেখকের দ্বারা পড়া) র‍্যান্ডম হাউস অডিও,আইএসবিএন ৯৭৮-০-৭৩৯৩-৬৬৪১-৭

● ২০২০: এ প্রমিসড ল্যান্ড (লেখক দ্বারা পড়া)

বারাক ওবামার প্রথম বই
Pin it

ডোনাল্ড ট্রাম্প এর জীবনী, Best ever biography of President Donald Trump in Bengali 

বারাক ওবামার প্রাপ্ত সম্মাননা, Honors received by Barack Obama

২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ৩২ জনের নাম ‘পার্সন অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করেছিল। উক্ত তালিকায় – স্টিভ জোবস, সিলভিও ব্যার্লুস্কোনি, আঙ্গেলা মার্কেল, লিওনেল মেসি প্রমুখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সাথে ওবামাও স্থান পেয়েছিলেন৷ পরবর্তীতে ২০১২ সালে দ্বিতীয় বারের মতো তিনি টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দি ইয়ার’ এর তালিকায় মনোনীত হয়েছিলেন।

বারাক ওবামার প্রাপ্ত সম্মাননা
Pin it

উপসংহার, Conclusion 

বারাক ওবামা এক বিশ্বখ্যাত ব্যক্তিত্ব। একজন কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও নিজের দক্ষতার ভিত্তিতে তিনি হোয়াইট হাউসে নিজের জায়গা করতে সক্ষম হয়েছিলেন। তিনি সর্বদাই নিজের অতি সাধারণ চলাফেরা এবং ভালো ব্যবহারের জন্য আলোচিত। নিজের জীবনে বিভিন্ন বাধা পেরিয়ে এসে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সকলের মনে অনুপ্রেরণা যোগায়।

Frequently Asked Questions

বারাক ওবামা কে ?

বারাক ওবামা ৪৪ তম মার্কিন রাষ্ট্রপতি ।

বারাক ওবামা এর জন্ম কোথায় হয় ?

বারাক ওবামার জন্ম হয় হনলুলু, হাওয়াই ।

বারাক ওবামা’র রাজনৈতিক দলের নাম কী ?

ডেমোক্র্যাটিক পার্টি

বারাক ওবামা এর প্রথম বই কবে প্রকাশ হয় ?

 বারাক ওবামা’র প্রথম বই ১৯৯৫ সালে প্রকাশ হয় ।


Recent Posts