সুনীল গঙ্গোপাধ্যায়- এর জীবনী, Best Biography of Sunil Gangopadhyay in Bengali


এপার এবং ওপার, দুই বাংলার অন্যতম জনপ্রিয় কবি এবং সাহিত্যিক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি একাধারে ছিলেন একজন লেখক, ঔপন্যাসিক, কবি তথা প্রাবন্ধিক। আবার বেশ কিছু কাল সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবেও অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন পাঠকদের। নিজের লেখায় তিনি বেশ কয়েকটি ছদ্মনামের ব্যবহার করেছিলেন; যথা নীললোহিত, সনাতন পাঠক, এবং নীল উপাধ্যায়। জীবদ্দশায় তিনি আমাদের জন্য তৈরি করেছে এক বিশাল সৃষ্টিসম্ভার, আর এইভাবেই তাঁর সৃষ্টির মধ্য দিয়েই অনন্তকাল ধরে অমর হয়ে থেকে যাবেন এদের স্রষ্টা সুনীল। 

সুনীল গঙ্গোপাধ্যায়- এর জীবনী

লেখকের জন্মকাল, Date of birth of the author

 বিশিষ্ট লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের মাদারীপুরে। তিনি ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। সাবেক পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় মাইজপাড়া গ্রামে ছিল তাদের পৈতৃক বাড়ি। তবে জন্ম বাংলাদেশে হলেও তিনি শৈশবকাল থেকেই বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। বাবার স্কুলের চাকুরীর জন্য পরিবারের সাথে তিনি কলকাতায় চলে আসেন, তখন তাঁর বয়স ছিল মাত্র চার। 

গুরু নানক এর জীবনী, Best biography about Guru Nanak in Bengali 

সুনীল গঙ্গোপাধ্যায় এর পরিবার, Sunil Gangopadhyay’s Family

লেখকের পিতা কালীপদ গঙ্গোপাধ্যায় কলকাতার টাউন স্কুলের শিক্ষক ছিলেন। সেই সুবাদে ১৯৩৮ সাল থেকেই তাদের পরিবারের উত্তর কলকাতায় বসবাস শুরু হয়। মায়ের নাম ছিল মীরা দেবী। চার জন ভাইবোনের মধ্যে সুনীলই ছিলেন জেষ্ঠ্য। কালীপদ গঙ্গোপাধ্যায় ও মীরা দেবীর সংসারে অনটন তো ছিলই, তবে সেটা আরও বেড়ে যায় দেশভাগের পর, পিতা কালীপদ মহাশয়ের রোজগারই ছিল তখন পুরো পরিবারের ভরসা, তাই উপার্জনের চেষ্টাতেই ব্যস্ত হয়ে থাকতেন তিনি। এরফলে পিতার সাথে সুনীলের তেমন ভালো সম্পর্ক গড়ে ওঠার সুযোগ হয়নি কখনই। মা মীরা দেবীই তাঁকে বই পড়ার নেশা ধরিয়েছিলেন। 

সুনীল গঙ্গোপাধ্যায় এর পরিবার

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জীবনী, Best Biography of US President Abraham Lincoln in Bengali 

লেখকের শৈশব ও শিক্ষাজীবন, Author’s childhood and educational life

প্রথিতজশা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা লেখার দিকে অনুঘটকের ভূমিকাটা কিন্তু পিতারই ছিল। সুনীল গঙ্গোপাধ্যায় টাউন স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর ছুটির মাসগুলোতে ছেলেকে বিপথে যাওয়ার থেকে বিরত রাখতে পিতা আদেশ করেছিলেন এই সময়টা ইংরেজি চর্চার কাজে লাগানোর জন্য। টেনিসনের কবিতাগুলো অনুবাদ করে দেখানোর জন্য বলা হয় তাঁকে।

কিছু দিন এভাবে করার পর নিজে থেকেই লিখতে শুরু করলেন কিছু লাইন, আর সেগুলোই পিতাকে দেখতে দিলেন। কবিতায় হাত অভ্যাস করা শুরু হয় এই ভাবেই। পরবর্তী সময়ে তিনি সিটি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশুনা করেন। এরপর কয়েক বছর অফিসে চাকরি করেন তিনি। একসময় আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মি. পলেন কলকাতায় আসেন, তখন সুনীলের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হয় তাঁর। সেই সূত্রেই মার্কিন মুলুকে যাওয়ার সুযোগ পান লেখক এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ডিগ্রি অর্জন করেন।

লেখকের শৈশব ও শিক্ষাজীবন

মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জীবনী, Best biography of Bill Clinton in Bengali

সুনীল গঙ্গোপাধ্যায় এর কর্মজীবন, Career of Sunil Gangopadhyay

পরিবারে আর্থিক সমস্যা দেখা দেওয়ার কারণে খুব কম বয়সেই সুনীল গঙ্গোপাধ্যায়কে অর্থ রোজগারের পথে নামতে হয়েছিল। ১৯৫০ সালে যখন লেখকের বয়স মাত্র 16 বছর, তখন ‘দেশ’ পত্রিকায় চিঠির মাধ্যমে পাঠানো তাঁর লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এরপর থেকে ‘কৃত্তিবাস’ নামক এক সাময়িক পত্রিকা প্রকাশের কাজে জড়িয়ে পড়েন তিনি।

এছাড়াও রোজগারের উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে বেশ কয়েকটি ছোটখাটো চাকরি করেন তিনি, এরপর ১৯৭০ সালে আনন্দবাজার পত্রিকায় স্থায়ীভাবে চাকরি করতে শুরু করেন। সুনীলের মা কখনই চাইতেন না যে তাঁর ছেলে শিক্ষকতার পেশায় যুক্ত হোক, কারণ তৎকালীন সময়ে স্কুল মাস্টারের বেতন ব্যাংকের পিয়নের চেয়েও কম ছিল। সাংসারিক টানাপড়েন এর মধ্যে থেকেও তিনি নিজের সাহিত্য চর্চা অব্যাহত রেখেছিলেন এবং এক এক করে সাফল্যের সোপান বেয়ে বেয়ে উপরের দিকে উঠেছেন।

সুনীল গঙ্গোপাধ্যায় এর কর্মজীবন

সুনীল গঙ্গোপাধ্যায় কাব্যিক জীবন, Poetic life of Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যের নানা দিকে সাবলীল ভাবে বিচরণ করেছেন, তবে তিনি নিজে লেখার ক্ষেত্রে কবিতাকে বেশি ভালবাসতেন। জীবনের নানা দিক এবং নানা রকম অনুভূতি নিয়ে তিনি কবিতা লিখেছিলেন, যা পাঠকের মনে তাঁর জায়গা সুদৃঢ় করে দিয়েছিল, পাশাপাশি তাঁর বেশ কিছু লেখা নিয়ে পাঠকসমাজে কিছু বিতর্কও তৈরি হয়েছিল; অনেক লেখা নিয়ে সমালোচনাও হয়েছে, তথাপি সবকিছুই থেমে যায় এবং সব ধুয়ে মুছে নিয়ে যায় সুনীল সাগরের সাহিত্যের ঢেউ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটি ছিল “একা এবং কয়েকজন”। এই লেখার মধ্য দিয়ে আপন ভাবনাকে অকপটে প্রকাশ করেছিলেন তিনি। তাছাড়া তাঁর কবিতাগুলো বাঙালি পুরুষকে প্রেমের দিকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে।

সুনীল গঙ্গোপাধ্যায় কাব্যিক জীবন

জর্জ বুশের বিস্তারিত জীবনী, Best biography of George Bush in Bengali 

সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য জীবন, Literary life of Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায় নিজের জীবদ্দশায় মোট ২৫০টি বই রচনা করেছিলেন। কবিতা, ছড়া, উপন্যাস, গল্প, ভ্রমণ সাহিত্য, নাটক, চিত্রনাট্য তথা শিশুসাহিত্য ক্ষেত্রে  সাবলীলভাবে বিচরণ করেছেন এই বিশিষ্ঠ লেখক।  তাঁর প্রথম উপন্যাসটির নাম ছিল ‘আত্মপ্রকাশ’, যা প্রকাশিত হয়েছিল ১৯৬৬ সালে। লেখকের বহু উপন্যাস তাঁর জীবনে প্রভূত খ্যাতি এনে দিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পের উপর ভিত্তি করে বাংলা সিনেমার পরিচালকেরা বহু ছবিও করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’। তাছাড়া তাঁর লেখা ‘শোধ’ নামক চিত্রনাট্য জাতীয় পুরস্কারও লাভ করেছিল। জীবনে সাহিত্যচর্চার ফলস্বরূপ আনন্দ পুরস্কার (১৯৭২, ১৯৮৯), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৫) এর মত বহু পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু অগণিত পাঠকের ভালোবাসা ছিল লেখকের প্রাপ্ত সবথেকে বড় পুরস্কার।

সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য জীবন

নীললোহিত নামে সুনীল গঙ্গোপাধ্যায়, Sunil Gangopadhyay as Nilohit

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত নামটি ব্যবহার করতেন নিজের ছদ্মনাম হিসেবে। এই নীললোহিত নামের মাধ্যমে তিনি নিজের একটি পৃথক সত্তা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নীললোহিতের প্রায় সব কাহিনিতেই কেন্দ্রীয় চরিত্র নীললোহিতই। সে আত্মকথার ভঙ্গিতে নিজ কাহিনিটি বলে চলে।  তাছাড়া এই নীললোহিতের বহু কাহিনিতেই দিকশূন্যপুর নামক এক জায়গার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বেশ কিছু শিক্ষিত লোক আছেন যারা সফল কিন্তু নিজের জীবন সম্পর্কে নিস্পৃহ এবং একাকী জীবনযাপন করেন।

জন এফ. কেনেডির জীবনী, Best Biography of John F. Kennedy in Bengali

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কিছু লেখা, Some famous writings of Sunil Gangopadhyay

কবিতা :

● সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর

● সেই মুহুর্তে নীরা

● স্মৃতির শহর

● সুন্দর রহস্যময়

● একা এবং কয়েকজন (কবিতার বই)

● আমার স্বপ্ন

● জাগরণ হেমবর্ণ

● আমি কিরকম ভাবে বেঁচে আছি

● ভালোবাসা খন্ডকাব্য

● মনে পড়ে সেই দিন (ছড়া)

● নীরা, হারিয়ে যেও না

● অন্য দেশের কবিতা

● ভোরবেলার উপহার

● বাতাসে কিসের ডাক, শোন

● রাত্রির রঁদেভু

● সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে

● হঠাৎ নীরার জন্য

নাটক :

● প্রাণের প্রহরী

● রাজা রাণী ও রাজসভায় মাধবী

● মালঞ্চমালা

● স্বাধীনতা সংগ্রামে নেতাজী

গল্পগ্রন্থ :

● শাজাহান ও তার নিজস্ব বাহিনী

● আলোকলতার মূল

ঐতিহাসিক উপন্যাস-

● পূর্ব-পশ্চিম

● সেই সময়

● প্রথম আলো

● একা এবং কয়েকজন

আত্মজীবনী –

● অর্ধেক জীবন

● ছবির দেশে কবিতার দেশে

অন্যান্য উপন্যাস –

● আত্মপ্রকাশ

● অরণ্যের দিনরাত্রি

● সরল সত্য

● তুমি কে?

● জীবন যেরকম

অন্যান্য বই :

● বরণীয় মানুষ : স্মরণীয় বিচার

● আন্দামানে হাতি

● আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য (প্রবন্ধ)

● ইতিহাসে স্বপ্নভঙ্গ (প্রবন্ধ)

● ছবির দেশে কবিতার দেশে (প্রবন্ধ)

● রাশিয়া ভ্রমণ

● তাকাতে হয় পিছন ফিরে (প্রবন্ধ)

● কবিতার জন্ম ও অন্যান্য

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কিছু লেখা

লেখকের ব্যক্তিগত জীবন, Personal life of Sunil Gangopadhyay

নীললোহিত ছদ্মনামী লেখন সুনীল গঙ্গোপাধ্যায় দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন স্বাতী বন্দোপাধ্যায় কে। পরবর্তী সময়ে এই দম্পতির ঘরে এক সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় সৌভিক গঙ্গোপাধ্যায়।

লেখকের ব্যক্তিগত জীবন

সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুকাল, Death of Sunil Gangopadhyay

২০১২ সালের ২৩ অক্টোবর মাত্র ৭৮ বছর বয়সে স্ত্রী এবং একমাত্র পুত্রকে রেখে মৃত্যুবরণ করেন বিখ্যাত লেখক। হৃদ্‌যন্ত্রজনিত অসুস্থতার কারণে অগণিত বাঙালি সাহিত্যপ্রেমী পাঠকদের চিরবিদায় জানিয়ে পরলোকে গমন করেন কৃত্তিবাস যুগের প্রাণপুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়। 

উপসংহার, Conclusion

সুনীল গঙ্গোপাধ্যায় বিশ শতকের শেষদিকের একজন সক্রিয় প্রথিতযশা বাঙালি সাহিত্যিক ছিলেন। মৃত্যুর পূর্ববর্তী চার দশক ধরে তিনি সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন। এক কথায় সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের এক অন্যতম প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন।

সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের এক অন্যতম প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন।

Frequently Asked Questions 

সুনীল গঙ্গোপাধ্যায় কে ছিলেন ?

সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক ।

সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্ম কবে হয় ?

 সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্ম হয় ৭ সেপ্টেম্বর ১৯৩৮ সালে ।

সুনীল গঙ্গোপাধ্যায় এর পিতার নাম কী ?

সুনীল গঙ্গোপাধ্যায় এর পিতার নাম কালীপদ গঙ্গোপাধ্যায় ।

সুনীল গঙ্গোপাধ্যায় এর মাতার নাম কী ?

 সুনীল গঙ্গোপাধ্যায় এর মাতার নাম মীরা দেবী।

সুনীল গঙ্গোপাধ্যায় এর বইয়ের সংখ্যা কত ?

সুনীল গঙ্গোপাধ্যায় এর বইয়ের সংখ্যা ২৫০ টি।

সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্ম কোথায় হয় ?

সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্ম হয় ফরিদপুর বর্তমান বাংলাদেশ ।

সুনীল গঙ্গোপাধ্যায় এর স্ত্রীর নাম কী ?

সুনীল গঙ্গোপাধ্যায় এর স্ত্রীর নাম স্বাতী বন্দোপাধ্যায় ।

সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কী ?

সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীললোহিত, সনাতন পাঠক, এবং নীল উপাধ্যায় ।

Recent Posts