আমরা সকলেই এই বিষয় নিয়ে জ্ঞাত যে প্রার্থনা হল ঈশ্বর বা অন্য কোনও প্রাকৃত বা অতিপ্রাকৃত সত্ত্বার কাছে কোনো কিছু চাওয়া অথবা আকুতি করা বা কোনো উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা। প্রার্থনা কখনও নীরবে, কখনও আবার সরবে গান গেয়ে, নানাবিধ অঙ্গভঙ্গিমায় অর্থাৎ বিভিন্ন ভাবে করা হয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “প্রার্থনা” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
প্রার্থনা নিয়ে ক্যাপশন, Prarthona niye caption
- আমার প্রার্থনা সর্বদাই আমার প্রিয়জনদের ঘিরে হয়।
- সর্বদা সৎ মনোবাঞ্ছা নিয়ে প্রার্থনায় বসা উচিত।
- বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা– বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়॥
- তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করছো, যদি বিশ্বাস বিধাতা এবং নিজের উপর রেখে সেই প্রার্থনা করে থাকো, তবে তার ফল অবশ্যই পাবে।
- ভক্তের হৃদয় যদি সততায় পরিপূর্ণ হলে, ভগবান তার প্রার্থনা অবশ্যই গ্রহণ করবেন।
- হে প্ৰভু প্রাতে শুন তুমি, মম প্রার্থনা, তোমায় করি এ বিনতি ও আঁখি উত্তোলন।
- সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, তাই রোজ প্রার্থনা করি যেন তুমি যেখানেই থাকো সুখে থাকো।
- বিধাতার কাছে এক না একদিন তো আমার প্রার্থনা পৌঁছবেই, এই আশায় আমি রোজই প্রার্থনা করে যাই।
- আকুল প্রার্থনা ও মাবুদ- দরবারেতে তোমার, দমে দমে ডাকি হরদম- জপি নাম বেশুমার, ক্ষমা দাও গো ভুলের আল্লাহ্-গুনাহ্ করো ক্ষমা, দাও মুছে দাও মনের ভিতর- মোহ যত জমা।
- প্রার্থনা হচ্ছে একাগ্রচিত্তে কিছু চাওয়া এবং তা পাওয়ার প্রক্রিয়ায় নিজেকে বিলীন করে দেয়া।
- চাইনা ঘৃণা করতে তোমাকে, চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি।পুরোনো চাদর পশ্চিমে বিছিয়ে আমি একা বসে …তোমার তরে আমার প্রার্থনা…তোমার তরে আমার আর্তনাদ।
জীবন বদলে দেওয়ার উক্তি ও ক্যাপশন, Life changing quotes and captions in Bengali
প্রার্থনা নিয়ে স্টেটাস, Thoughtful status and sayings about prayer in Bangla
- কারও অনিষ্ট চেয়ে বিধাতার কাছে কোনো প্রার্থনা করা উচিত নয়।
- কারও জন্য প্রার্থনা না করতে পারলেও অন্তত কখনও কারও খারাপ চাওয়া উচিত নয়।
- কোনো ভুল কাজ করে যত তাড়াতাড়ি আপনি সৃষ্টিকর্তার কাছে থেকে ক্ষমা প্রার্থনা করেন, তত তাড়াতাড়ি আপনারও ক্ষমা করে দেওয়া শিখে নেওয়া উচিত।
- প্রার্থনায় অবিচল বিশ্বাস রাখতে হবে এবং একই সঙ্গে নিরলস পরিশ্রম করলেই বোঝা যাবে যে প্রার্থনার সাথে প্রার্থনাকারী একাকার হয়ে গেছেন।
- সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখুন, তিনি সময়ে সময়ে ঠিকই সকলের প্রার্থনা শুনে উপযুক্ত ফল দেবেন।
- “কাজের মধ্যে প্রার্থনার অর্থ প্রেম আর কাজের মধ্যে প্রেমের অর্থ সেবা।”
- তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি, তাই ভগবানের কাছে সর্বদাই তোমার মঙ্গলের প্রার্থনা করেছি।
- বিশুদ্ধ মনে প্রার্থনা করলে সৃষ্টিকর্তা অবশ্যই নিজের ভক্তের ডাক শুনবেন।
স্বজনপ্রীতি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Quotes, Status, Captions on Nepotism in Bengali
প্রার্থনা নিয়ে বাণী, Meaningful lines on prayer
- আমার প্রার্থনা শুনো হে ২৫ শে বৈশাখ।আরও একবার জন্ম দাও রবীন্দ্রনাথের।
- আমার পরিচয় আমি চাই না, আমার ব্যবহারের ধরণ আমি জানতে চাই না, শুধু একটা প্রার্থনা, শুধু যাযাবর হয়ে থাকতে চাই। আমি তোমার দয়া চাই না, শুধু সবার শেষে থাকতে চাই, আমার প্রার্থনা শুধু ভগবানের ঠিকানা পেতে চাই।
- বিধাতার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার থেকে দূরে গিয়েও যেন আমি বেঁচে থাকি।
- তোমার মতো থাইকো তুমি সারা জনম ভইরা, আমি না হয় থাকলাম আমার আধার ঘরে পইরা, সকাল সন্ধ্যা রাত প্রভাতে আমার প্রার্থনাই, ভালো থাকুক ভালবাসায় এটাই আমি চাই।
- পবিত্র মনে করা প্রার্থনা অবশ্যই বিধাতার নিকট পৌঁছবে।
- এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে,একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে,ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন,
- তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হবেনা মলিন।
- পৃথিবীর বুকে জীবনের পথ চলা, যেন সফলতার লঞ্চে বসত গড়তে পারে, প্রভুর নিকট এই প্রার্থনা থাকে।
- মহাকালের এই রুদ্র রোষে স্তব্ধ জন-জীবন ৷ ভয়,আতঙ্কে জর্জরিত প্রতিটি মানুষ-জন ৷ কোথাও নেই শান্তি আজ চারিদিকে শুধু বিষাদের সুর ৷আসুন এই মহা সন্ধিক্ষণে সকলে মোরা করি প্রার্থনা – সকল ঝঞ্ঝা কাটিয়ে আবার ফিরুক শান্তি এই বিশ্বচরাচরে, ফিরুক শান্তি প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি অতৃপ্ত আত্মার মধ্যে ৷
ঈমান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা, Faith Quotes, Status, Captions in Bengali
প্রার্থনা নিয়ে কবিতা, Best ever poems about prayers
- চারিদিক মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে, উচ্চারিত হয়ে পৌঁছে যায় নানারকম প্রার্থনা, হাজারো রাজপথ দিয়ে হেঁটে চলে যায় হাজারো হাজারো মানুষ, সকলেই ব্যস্ত হয়ে ওঠে নিজেদের ব্যস্ততায়।
- হে প্রভু যদি পাই আপনার চরণে ঠাঁই, ফিরিয়ে দিও না মোরে এতটুকুই প্রার্থনা।
- বানের জলে ভাসে জীবন, অস্তিত্ব জুড়ে সংকট! মুহূর্ত কাটে রুদ্ধশ্বাসে, এই বুঝি সর্বনাশা জল গ্রাস করে? করোনায় সিক্ত দেশ অকূল পাথারে ভাবনার রেশ! মুক্তি চাই বুঝি? প্রার্থনায় চোখের জল ঝরিয়ো নিরবধি ।
- বিনাশ হোক সমস্ত অশুভ শক্তির, মুছে যাক সব গ্লানি পৃথিবীর বুক থেকে অবসান ঘটুক সকল আর্তনাদের ।।এই প্রার্থনা করি।
- অবহেলায় জমে পলি, আত্মাটা যেন আজ শুষ্ক মরুভূমি! জগত সংসার বিষন্ন লাগে, মনের আহাজারিতে রাতে বালিশ ভেজে! লৌকিকতায় হারাবে আর কতকাল নিজেকে? মনের রুদ্ধদ্বার দাও খুলে, প্রার্থনায় আত্মার মুক্তি মেলে!
- মানুষ তুমি হতাশায় ডুবে যাও? স্রষ্টারে ভুলে মানুষের কাছে হাত পাতো? কিভাবে তবে মন শান্ত হবে? কিভাবে মনোবাসনা পূর্ণ হবে? আল্লাহর দরবারে দাও নজরানা, অশ্রুসিক্ত নয়নে করো প্রার্থনা ৷ প্রশান্তির ঢেউ খেলবে হৃদয়ে, হতাশার বিষবাষ্প যাবে ফুরিয়ে ৷
- যেখানে তুমি বলো, তোমার আপন কেউ নাই সেখানে আমি রোজ তোমাকে রাখি, আমার প্ৰাৰ্থনায়।
- এবার শুধু মানুষ নয়, প্রকৃতিও মেতেছে জগত-জননী দুর্গতিনাশিনী গিরিরাজ-নন্দিনী ভজপ্রিয়ার আরাধনায়। অন্নদা-বরদা কল্যাণ-কারিণীর আশীর্বাদ প্রার্থনা করি সকলের জন্য।
- শুধু তোমার প্রার্থনাতে সে থাকলে হবে না; তাকে পেতে হলে, তার প্রার্থনাতেও তোমায় থাকতে হবে।
- তোমার সুব্যবহারের ফল তোমার অজান্তেই তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, আর সবসময় শুভ কামনা করা ।
- আঁখি দ্বয়ের বিন্দু বিন্দু ঝরে পড়া অশ্রুজলই প্রার্থনা। কারো তরে হাত বাড়িয়ে দেয়ার নামই প্রার্থনা।অপরের দুঃখে দ্রুত পায়ে পৌঁছনোই প্রার্থনা।পরের উপকারে নিজেকে সঁপে দেয়ার উৎকণ্ঠাই প্রার্থনা।ধর্মপীঠে লোক দেখানো দান ধ্যান পূজা নয় কেবল প্রার্থনা। শুদ্ধ চিত্তে সৃষ্টিকর্তার স্মরণই হলো প্রার্থনা।
- পৃথিবীর ক্ষত উঠুক সেরে, স্বস্তি পাক সকল প্ৰাণ, প্রার্থনা শুধু এটুকু মোর ! শোন হে সর্বশক্তিমান ।
- শারদপ্রাতে পুণ্যলগ্নে মায়ের বোধন, চারিদিকে আজ আনন্দবানী, শরতে তাই মায়ের আগমনী সানাইয়ে ভাসে সুরের তরণী, একান্ত প্রার্থনা “নিরন্নকে দাও মা অন্নভোজন”।
- দেব – দেবীর কাছে আমার একটাই প্ৰাৰ্থনা, দিব্যজ্ঞান তো অনেক হল, এবার একটু কান্ডজ্ঞানও দাও।ভালোবাসার মানুষটির জন্য রোজ প্রার্থনায় জড়িয়ে থাকে আমার মন । ভালোবাসার জন্য এটা কি যথেষ্ট নয়..!
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
- দুর্গা নবমী / মহানবমীর শুভেচ্ছা বার্তা, উক্তি, ছবি, Maha Navami good wishes in Bangla
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “প্রার্থনা” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।