আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” খেলাঘর ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
খেলাঘর নিয়ে সেরা উক্তি, Best lines on playhouse in Bangla
- ছেলেবেলায় আমাদের খেলাঘরে আসর বসতো, সঙ্গীদের নিয়ে কত কি খেলা খেলতাম, আজকের যুগে আর এইসব বোধহয় নেই, সবাই দেখি মোবাইল ফোন নিয়েই ব্যস্ত, কচিকাচারাও যেন বাদ পড়েনি এই অভ্যাস থেকে।
- ভাঙা-জোড়ার খেলায় আমার হৃদয় বড় ক্লান্ত, বার বার এ মন সাজিয়েছে খেলাঘর, তাও শেষ অবধি যত্ন করে ধরে রাখতে পারি নি, বাঁচাতে পারি নি আমার সেই সাধের খেলাঘর।
- তাসের খেলাঘর বানালে দমকা বাতাসে তো সেটা ভাঙবেই, জেনে শুনে এমন ভুল করে কেন কেউ!
- দমকা হাওয়ার দাপট জানান দেয় বেখেয়ালী প্রেমিকের আগমন, খেলাঘর গড়ার ইচ্ছে নিয়ে আবার প্রস্তুতি নেয় এই ভাঙাচোরা মন।
- পুরোনো কিছু ছবি আজ ঝাপসা, কিছু আবার বেশ রঙীন, তবে জীবনের খেলাঘরে সকল স্মৃতিরা চিরকাল থাকে পরাধীন।
- সঙ্গীকে বিশ্বাস না করলে কখনো তাকে নিয়ে স্বপ্নের খেলাঘর বাঁধতে পারা যায় না, আর যদিও বা বাঁধা হয় তবে সেই ঘর ঠুনকো হবে, হালকা বাতাসের ঝাঁপটায় ভেঙে যেতে পারে।
- থাকতে হবে তোমায় ছাড়া, এমন তো কথা ছিল না, খেলাঘর দুজনে একসাথে বেঁধেছিলাম, কিন্তু তুমি মাঝ পথে ছেড়ে চলে যাবে, এমনটা তো হওয়ার ছিল না।
- মাঝে মাঝে মন চায় শৈশবে ফিরে যেতে, মনে হয় যেন পুরোনো খেলার সঙ্গীদের নিয়ে আবার বাঁধি পুতুলের সেই খেলাঘর, নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিই পুরোনো স্মৃতিগুলো।
খেলাঘর নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
খেলাঘর নিয়ে ক্যাপশন, Khelaghor niye caption
- তোমার আমার একসাথে বাঁধা খেলাঘর অনেক ঠুনকো ছিল, তাই হয়তো অল্প বাতাসেই সেটা ভেঙে গেছে।
- নানা রকম খেলনা ভরা আমার খেলাঘর, সবগুলোই তো বড্ড কাছের,কোনোটাই নয় পর
- খেলাঘরে বন্দী আমি, বন্দী তুমি, সাথে বন্দী হয়ে আছে আমাদের ভালোবাসা, ভাঙা-গড়ার নিত্য খেলায় জেগে থাকে ভালো থাকার আশা।
- সবার জীবনটাই যেন একটা খেলাঘর; সবাই এখানে একসাথে বেঁচে থাকে, করে একে অন্যের উপর নির্ভর।
- বালি দিয়ে বানিয়েছিলাম একটা ছোটো খেলা ঘর আমাদের! একটা ছোট ঢেউ এসেই সেই ঘরটা ভেঙে দিয়ে গেল।
- তোমায় নিয়ে মনের গহীনে বেঁধেছিলাম ভালোবাসার খেলাঘর, ভাবি নি কখনো তুমি এভাবে যে ভেঙে দিয়ে চলে যাবে সেটা।
- ঠিকানা পালটে যায় ক্ষণিকের তরে, তাই মাঝে মাঝে জেনেও অজানা রই আমার এই খেলাঘরে।
- আমার প্রেম আটকে আছে ‘ভেজা রেলগাড়ি’র গল্পে, অবনীর এই অদ্ভুত খেলাঘরে কেউই সন্তুষ্ট নয় অল্পে!
- অনেক সাধ করে বানালাম আমরা মনের মত এক খেলাঘর! তাহলে কেন পারলেনা তুমি আগলে রাখতে এ ঘর?
- জীবন নামের খেলাঘরে, চলে চাওয়া-পাওয়ার বসবাস, অনুভূতির মায়াজাল বুনে, একটু বাঁচার আশ্বাস!
খেলাঘর নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি খেলা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
খেলাঘর নিয়ে স্টেটাস, Best bengali status on playhouse
- ভালোবেসে বেঁধেছি খেলাঘর, যাত্রা বহুদূরের, তবে একদিন হবে ঠিক পারাপার।
- এই জীবন খেলাঘর ভেঙ্গে যাবে দু’দিন পর, স্মৃতি রবে আঙ্গিনায় ছড়ানো, কোন স্পর্শের অনুভবে সুখ ঝরা কলরবে, যাবেনা তাকে আর জড়ানো। যতো স্বপ্নিল আলপনা, মায়া দিয়ে জালবোনা, টুটে যাবে চোখেরই পলকে, প্রাণে বাঁধা প্রিয়জন পুষে রাখা প্রতিক্ষণ, ক্ষয়ে যাবে সময়ের ঝলকে।
- খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়, বাঁশী শুধু কেন নাম ধরে ডাকে আজো মোর আঙিনায়।
- এ জগৎ এ বিশ্ব সংসার, আপন খেয়ালে এক বিশাল খেলাঘর, সামাজিক রঙ্গমঞ্চে রঙপুতুল, নাটকের পটভূমে খেলায় নিরন্তর, দুঃখ শোকের তাপ জ্বালা, সুখ শান্তি আনন্দে হরষে, কাঁদায় হাসায় কভু বিরহ জ্বালায়, দুর্নিবার বাঁধ ভাঙ্গে অঝোর বরষে, বিক্ষোভের তাপে পোড়ে, জীবন সংগ্রামের ইতিহাস মিথ্যার আশ্রয়ে ঋদ্ধ, নিজ টুঁটি চেপে ধরে করে হাঁসফাঁস !
- হৃদয়ের মাঝে সযতনে আমি বেঁধেছি যে কুটির, সে কি খেলাঘর! কত সাধ করে রেখেছি আমার, অন্তরের ভিতরে অন্তর।
- ভেঙে এই খেলাঘর, সাজাও আপন বাসর।আমার সব জীর্ণতা দুহাতে দিয়ে কবর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর!
- জীবন কি শুধুই এক খেলাঘর, রয় না কোনো চিহ্ন এলে জীবন ঢেউ।হৃদয় কোণে যাকে দিই একটু স্থান, করে প্রস্থান শেষে, সবি পুড়িয়ে দিয়ে
- আজ গড়ি খেলাঘর, কাল তারে ভুলি— ধূলিতে যে লীলা তারে, মুছে দেয় ধূলি।
খেলাঘর নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি লুকোচুরি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
খেলাঘর নিয়ে কবিতা, Bengali poems on Khelaghar
- খেলাঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে। এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এইখানে খেলাঘর পাতা আমাদের, আকাশের নীল রং ছাউনিতে এর। পরীদের ডানা দিয়ে তৈরি দেয়াল, প্রজাপতি রং মাখা জানালার জাল। তারা ঝিকিমিকি পথ ঘুমের দেশের, ইখানে খেলাঘর পাতা আমাদের।
- খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে। কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥ প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥
- দাম্পত্যের চেতনা ঘিরে আস্থাহীনতার বিষবাস্প পুঞ্জীভূত হয় কার্বন-ডাই-অক্সাইডের বিষাক্ততা নিয়ে; তবু আদান-প্রদানের সমঝোতায় টিকে থাকে যুগল- কোন সমযোজী বন্ধন যেন! হরমোন বিমোক্ষনে জৈবিক আলোড়ন- ক্ষনিকের প্রাপ্তিযোগে নিজেকে প্রবোধ দেয়া! অতঃপর পুনরায় মুষড়ে পড়ে প্রেম- মানসিক অম্লত্বে পুড়ে যায় স্বপ্নের খেলাঘর, ভালোবাসার রাসায়নিক সমীকরণ তাই অসম থেকে যায় আজীবন।
- জীবনের খেলাঘর ভেঙ্গে যাবে একদিন, থাকবে না সে তো চিরকাল, নিঃশেষ হয়ে যাবে সোনালী সকাল, থাকবে না সে তো চিরকাল, ফুল ফুটে ঝরে যায় থাকে অনুক্ষণ, দীপ জ্বলে নিভে যায় এই তো নিয়ম।
- শিশুরা খেলাঘর করে ।তারা হাঁড়ি-পাতিল, বাসন-কোসন নিয়ে বড়দের মতো সংসার সংসার খেলে ।তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমভাঙ্গার পর শুরু হয় তাদের অন্যখেলা ।এক্কা-দোক্কা, গোল্লাছুট কিংবা কানামাছি ভোঁ ভোঁ ! বড়োরাও খেলাঘর করে ।তাদের বাসন-কোসনগুলো আকৃতিতে বড়ো, তাদের কামনা বাসনার মতো । তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার । শিশুদের মতো তারাও ক্লান্ত হয়, তারাও সংসার ভাঙ্গে, কিন্তু শিশুদের মতো তারা ঘুমোতে পারে না ।
- আকাশের তারা ঝরায় যে হাসি, আঁধারের মাঝে তা নীরবে হারায় ! ভাঙা খেলাঘরে কাঁদি আমি একা, জেগে রয় নিঃসীম নিয়তির পরিহাস।
- কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে।
- নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে।।ভাংগা ঘরে দুদিনেরই খেলাঘর, হোক ভাংগা, তবু এলো জোসনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর স্বপ্ন বাসর গড়ি রচনা।
- স্বপ্ন দিয়ে তৈরি করা ভালোবাসার খেলাঘর যখন এক লহমায় চুরমার হয়ে যায়, তখন গোটা দুনিয়াকে মিথ্যা মনে হয়। স্বপ্ন কখনো সত্যি হয় না তা জেনেও তাকে সত্যি ভাবতে ইচ্ছে করে মাঝে মাঝে, আর তাই ধুলায় বেষ্টিত খেলাঘর তখন চোখের জলের সঙ্গী হয়ে ওঠে
- কখন তুমি ডাক পাঠালে, সুদূর বনছায়/ আমি ছিলাম একলা ঘরে, বিজন আঙিনায়/ সেদিন এমন মেঘ ছিলো না, রৌদ্র পথের মাঝে/ বৃষ্টি ঝেঁপে হয়নি সেদিন, ব্যস্ত নানা কাজে/ গেছো ফিরে শালবনেতে, আঁধার চরাচরে/ পাইনি সে ডাক, একলা আমার দারুণ খেলাঘরে/নামলো সন্ধে তারার আলোয়, বিজন অপেক্ষায়/ শুধু গন্ধ আনে সুদূর হাওয়া,বিরহ জ্যোৎস্নায়।
- ভেঙে এই খেলাঘর সাজাও আপন বাসর।আমার সব জীর্ণতা দুহাতে দিয়ে কবর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর! জীবন কি শুধুই এক খেলাঘর, রয় না কোনো চিহ্ন এলে জীবন ঢেউ। হৃদয় কোণে যাকে দিই একটু স্থান, করে প্রস্থান শেষে, সবি পুড়িয়ে দিয়ে।আজ গড়ি খেলাঘর, কাল তারে ভুলি—ধূলিতে যে লীলা তারে মুছে দেয় ধূলি।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “খেলাঘর” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।