কলকাতার সেরা ৫৫ টি দুর্গা পূজার তালিকা ও বিবরণী ২০২৩, Best 55 Durga Puja 2023 images and details in Bengali



দুর্গাপুজো কেবলমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সংযোগ, সাংস্কৃতিক প্রদর্শনী এবং ঐক্যের এক অনন্য প্রতীক। এ বছর অর্থাৎ ২০২৪ সালে পুজোর আর হাতেগোনা কয়েকটি দিন বাকি আছে। এ বছর দুর্গাপূজা উদযাপন হবে ৯ অক্টোবর থেকে ১৩ই অক্টোবর। 

সেরা ৫৫ টি দুর্গা পূজার তালিকা ও বিবরণী ২০২৩

দেবী দুর্গার আরাধনার আর মাত্র কয়েকটি দিন বাকি। এরই মাঝে আসুন আরেকবার আমরা সবাই মিলে ২০২৩ সালের দূর্গা পূজার কিছু বিশেষ স্মৃতি রোমন্থন করে নি। গত বছরের সেরা পুজো লিস্ট থেকে আপনারা সহজেই নির্বাচন করে নিতে পারবেন যে এ বছর অর্থাৎ ২০২৪ এ কোন কোন প্রতিমা দর্শন করবেন।

২০২৪ এ কলকাতার সেরা দুর্গাপূজা [ Ultimate Kolkata Durga Puja Guide ]

২০২৩ সালের দুর্গাপুজোর প্রধান বৈশিষ্ট্য ছিল থিমভিত্তিক পুজো, পরিবেশবান্ধব প্রতিমা, এবং সমসাময়িক সামাজিক ও সাংস্কৃতিক বার্তা। এবছর অনেক পুজো কমিটি পরিবেশ সচেতনতার দিকে বিশেষ নজর দিয়েছিল, যার ফলে মাটির প্রতিমা, জৈব রঙ এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বেড়েছে। 

1000+ Best Durga Puja Hashtags

কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো যেমন  সন্তোষ মিত্র স্কোয়ার, বড়িশা ক্লাব, ও দেশপ্রিয় পার্কে থিমভিত্তিক মণ্ডপ তৈরি করা হয়েছিল, যেখানে ঐতিহ্যবাহী শিল্পের সাথে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ দেখা গিয়েছিল। 

দুর্গাপুজো কেবলমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সংযোগ

এছাড়া, UNESCO-র সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজো অন্তর্ভুক্ত হওয়ার পর, এবছরের পুজোতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাড়তি আকর্ষণ ছিল। 

দূর্গা পূজার গান, Top 25 Bengali Durga Puja Songs

সামাজিক ও রাজনৈতিক বার্তা নিয়ে কিছু মণ্ডপে যেমন নারী ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা, এবং সমসাময়িক সমস্যাগুলিকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছিল, যা ২০২৩ সালের দুর্গাপুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল।

মহালয়ার শুভেচ্ছা বাণী, স্টেটাস, মেসেজ – Bengali Mahalaya Greetings, Photos, SMS, FB, Whatsapp Status

নিচে পরিবেশন করা হলো ২০২৩ সালের সেরার শিরোপা পাওয়া ৫০ টি দুর্গা প্রতিমা ও প্যান্ডেলের একটি সংক্ষিপ্ত বিবরণী।

২০২৩ সালের সেরার শিরোপা পাওয়া ৫০ টি দুর্গা প্রতিমা ও প্যান্ডেলের একটি সংক্ষিপ্ত বিবরণী।

Durga Puja wishes, শুভ শারদীয়া messages, SMS, Images, Durga Maa Whatsapp status in Bengali

350+ মহা পঞ্চমীর শুভেচ্ছা বার্তা, ছবি, ক্যাপশন, Maha Panchami wishes and greetings in Bengali

সন্তোষ মিত্র স্কোয়ার ( থিম – রাম মন্দির)

উত্তর কলকাতার এই পুজো এক অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিগণিত। ২০২৩ সালে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রাম মন্দির। মন্দির দেখার জন্য উৎসাহিত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩ সালে। এই পূজার উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ, মন্ডপ দর্শন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি ও । মণ্ডপজুড়ে  ছিল শুধুই আলোর খেলা। 

সন্তোষ মিত্র স্কোয়ার ( থিম - রাম মন্দির)

নবরাত্রি ও দুর্গাপুজোর নির্ঘণ্ট ও সময়সূচী ~ Durga Puja & Navaratri Schedule in Bengali

বাগবাজার সার্বজনীন ( থিম – সাবেকি  )

বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পূজা, প্রায় এক শতাব্দী ধরে এই পূজা চলে আসছে। সাবেকিয়ানায় নির্ভর এই পূজার আয়োজক হল উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। শতাব্দী প্রাচীন এই পুজো, কলকাতার দুর্গোৎসবের সঙ্গে যেন শিরায় শিরায় মিশে রয়েছে। ২০২৩ সালে বাগবাজার সার্বজনীন দুর্গাপূজার মন্ডপ তৈরি হয়েছিল যোধপুরের এক মিউজিয়ামের আদলে।

বাগবাজার সার্বজনীন ( থিম - সাবেকি  )

500+ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, ছবি ও ক্যাপশন, Best Bijaya Dashmi wishes in Bangla

কলেজ স্কোয়ার ( থিম – মহীশূর প্যালেসে সাবেকি প্রতিমা )

উত্তর কলকাতার অন্যতম নামকরা দুর্গাপুজো হল কলেজ স্কোয়ার এর প্রতিমা । কলেজ স্কোয়ারের পুজো মানেই আলোর রোশনাই।  প্রতিবছরের মতো ২০২৩ এও নজর কেড়েছে কলেজ স্কয়ার এর সাবেকি প্রতিমা, বিশাল ঝাড়বাতি এবং বিশাল প্যান্ডেল। এবছর ৭৬তম বছরে পড়েছে এখানকার দুর্গাপুজো।  কলেজ স্কোয়ারের পুজোয় গতবছর মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ আলোকসজ্জা ও দেবীপ্রতিমা। নির্মাণকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান ও লাভ করে কলেজ স্কোয়ারের পুজো।

কলেজ স্কোয়ার ( থিম - মহীশূর প্যালেসে সাবেকি প্রতিমা )

দুর্গাপূজা নিয়ে অজানা সব তথ্য – Unknown Facts About Durga Puja in Bengali

একডালিয়া এভারগ্রীন থিম -( রাজস্থানের জৈন মন্দির  )

চিরকাল সাবেকিপ্রথায় বিশ্বাসী একডালিয়া এভারগ্রিন। আর একডালিয়া মানেই সুব্রত মুখোপাধ্য়ায়। কিন্তু, এবার আর তিনি নেই। তাঁকে ছাড়াই  সম্পন্ন হয়েছিল একডালিয়া এভারগ্রিনের দুর্গাপূজা ২০২৩ সালে।  রাজস্থানের জৈন মন্দিরের আদলে মন্ডপ সুসজ্জিত করা হয় একডালিয়ায় ।বেনারস থেকে বেনারসী আনিয়ে পরানো হয়েছিল দুর্গা প্রতিমাকে। রাজবেশ থেকে ঝাড়বাতি, প্রত্যেক দর্শনার্থীর ই নজর কেড়েছিল।

একডালিয়া এভারগ্রীন থিম -( রাজস্থানের জৈন মন্দির  )

250+ দুর্গা নবমী / মহানবমীর শুভেচ্ছা বার্তা, উক্তি, ছবি, Maha Navami good wishes in Bangla

নাকতলা উদয়ন সংঘ ( থিম – হৃদয়পুর )

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ২০২৩ সালে পা দেয় ৩৯ তম বর্ষে । তাদের থিম  ছিল হৃদয়পুর। মণ্ডপে পুরনো আলমারি-সহ ওপার বাংলা থেকে আসা মানুষের ছোট ছোট স্মৃতি ও তার মধ্যেই মায়ের মৃন্ময়ী মূর্তি দর্শনার্থীর বাহবা কুড়িয়েছিল।

নাকতলা উদয়ন সংঘ ( থিম - হৃদয়পুর )

150+ দুর্গা ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা, Durga Shasthi wishes and greetings in Bengali

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (থিম – ডিজনিল্যান্ড)

 ২০২৩ এ লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর থিম ছিল ডিজনি ল্যান্ড। এই মণ্ডপ দেখতে প্রবল ভিড় মণ্ডপে উদ্বোধনের পর থেকেই লক্ষ্য করা যায় প্রতিবছরের মতোই।  এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের দেবী প্রতিমাকে। পেল্লাই সাইজের মুকুট থেকে, বিশাল হার, মোটা মোটা বাহুবন্ধ, সবই সোনার তৈরি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (থিম - ডিজনিল্যান্ড)

275+ মহা সপ্তমীর শুভেচ্ছা বার্তা, Maha Saptami greetings and wishes in Bengali

টালা প্রত্যয় ( থিম – কহন )

 ২০২৩ সালে টানা প্রত্যয়ের পুজোর থিম ছিল ‘কহন’। পুজোর থিমে যেন তুলে ধরা হয়েছে শিল্পীর কল্পনায় একটা বাড়ি যেখানে তিনি ও দুর্গা থাকেন। ৯৮ বছরে পা দেয় এই পুজো ২০২৩ এ । উত্তর কলকাতার এই পুজো সব সময়ই স্বতন্ত্র । এবারও তার ব্যতিক্রম হয় নি ।

টালা প্রত্যয় ( থিম - কহন )

125+ মহাষ্টমী শুভেচ্ছা বার্তা, ছবি, ক্যাপশন, Maha Ashtami Wishes in Bengali

মুদিয়ালি  ( থিম – সমাহারে সমারহ )

২০২৩ এ মুদিয়ালীর থিম ‘সমাহারে সমারোহ’। ৮৯ তম বছরে পা দিল এই পুজো। মায়ের মূর্তি ছিল সাবেকি, মণ্ডপের ভিতরে ও বাইরে পিতলের কাজ মুগ্ধ করেছিল সকলকে।

মুদিয়ালি  ( থিম - সমাহারে সমারহ )

পূজা নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, কবিতা | Captions, Poems about Puja in Bangla

হাতিবাগান সর্বজনীন ( থিম – দোসর )

২০২৩ সালে ৮৯ বছরে পড়ল সাতিবাগান সর্বজনীনের পুজো। এই বছর তাঁদের পুজোর ভাবনার নাম ‘দোসর’। মায়ের গর্ভ ও আলোর কাজে সেজে উঠেছিল এই পূজা মণ্ডপ।

হাতিবাগান সর্বজনীন ( থিম - দোসর )

250+ দুর্গা নবমী / মহানবমীর শুভেচ্ছা বার্তা, উক্তি, ছবি, Maha Navami good wishes in Bangla

নলিন সরকার স্ট্রিট ( থিম – সম্ভাবনা)

 প্রত্যেক বছরের মতোই ২০২৩ সালেও  নজরকাড়া হয়ে উঠেছিল নলিন সরকার স্ট্রিট এর দুর্গা প্রতিমা। ৯১তম বর্ষে তাদের থিমের নাম ‘সম্ভাবনা’। মানুষের মস্তিষ্কের আদলে তৈরি হয়েছিল এই মণ্ডপ।

নলিন সরকার স্ট্রিট ( থিম - সম্ভাবনা)

500+ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, ছবি ও ক্যাপশন, Best Bijaya Dashmi wishes in Bangla

লালাবাগান নবাঙ্কুর ( থিম – পুরাণের গল্প )

 গত বছর অর্থাৎ ২০২৩ এ ৬৪তম বর্ষে পড়ল লালাবাগান নবাঙ্কুরের পুজো। পুরাণের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল পূজার থিমে। তিন শক্তির দৃশ্যরূপে সেজে উঠেছিল এই পুজো।

লালাবাগান নবাঙ্কুর ( থিম - পুরাণের গল্প )

নবরাত্রির সেরা শুভেচ্ছা বার্তা

বেলেঘাটা ৩৩ পল্লী ( থিম – প্রকৃতি বাঁচাও)

বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোয় ২০২৩ এ প্রকৃতি বাঁচানোর বার্তা ছিল । বিশেষত পাহাড়ের ক্ষয়রোধের বার্তা ফুটিয়ে তোলা হয়েছে  উক্ত পূজার থিমে।

বেলেঘাটা ৩৩ পল্লী ( থিম - প্রকৃতি বাঁচাও)

দমদম তরুণ দল ( থিম – দেশপ্রেম )

২০২৩ এ দমদম তরুণ দলের পুজোয় লক্ষ্য করা যায় দেশপ্রেমের ছোঁয়া। ৪৬ তম বর্ষে সুভাষচন্দ্র বসু ও ঝাঁসির রানি বাহিনীর বাঙালি সদস্যদের নিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল নতুন থিম যা বিশেষ করে নজর কেড়েছিল প্রায় সকল দর্শনার্থীর ই ।

দমদম তরুণ দল ( থিম - দেশপ্রেম )

দমদম পার্ক তরুণ সংঘ ( থিম – মানুষ, প্রকৃতি ও ঈশ্বর )

দমদম পার্ক তরুণ সংঘের ভাবনায় ছিল মানুষ, প্রকৃতি ও ঈশ্বর। তিন অস্তিত্বের মধ্যের সম্পর্ককে ফুটিয়ে তুলছিল এই পুজোর থিম। 

দমদম পার্ক তরুণ সংঘ ( থিম - মানুষ, প্রকৃতি ও ঈশ্বর )

দমদম পার্ক ভারতচক্র  ( থিম -পুতুল )

২০২৩ সালে ২৩ তম বর্ষে পড়ল ভারতচক্রের পুজো। এবারের ভাবনার মূলে ছিল পুতুল। পুতুল দিয়ে নির্মিত ও সুসজ্জিত হয়েছিল গোটা মণ্ডপ। প্রাণবন্ত রং, বিমূর্ত রূপ এবং আকর্ষণীয় থিম  ছিল এই প্যান্ডেলের ভিত্তি। প্যান্ডেল কমিটি অযথা ব্যয় মোকাবেলা করার সময় রঙিন শিল্প প্রদর্শনের দিকে মনোনিবেশ করেছিলেন বলে শোনা যায। 

দমদম পার্ক ভারতচক্র  ( থিম -পুতুল )

তেলেঙ্গাবাগান সর্বজনীন ( থিম – সমাজের প্রান্তিক মানুষের কথা  )

 গতবছর অর্থাৎ ২০২৩-এ ৫৮তম বর্ষে পড়ল তেলেঙ্গাবাগানের পুজো। সমাজের প্রান্তিক মানুষের কথা তুলে ধরছে এই পুজো। ঠোঙা দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপ।

তেলেঙ্গাবাগান সর্বজনীন ( থিম - সমাজের প্রান্তিক মানুষের কথা  )

কাকুঁড়গাছি যুবকবৃন্দ ( থিম – গোয়ালপাড়া )

কাকুঁড়গাছি যুবকবৃন্দের ২০২৩ এর ভাবনা  ছিল গোয়াল পাড়া। একটা সময় ওই পুজো গোয়াল পাড়ার পুজো নামেই পরিচিত ছিল। তাই পূর্বসময়কে ফিরে দেখার  প্রয়াস ই ছিল এই পূজার মূল বিষয়বস্তু। 

কাকুঁড়গাছি যুবকবৃন্দ ( থিম - গোয়ালপাড়া )

লেকটাউন অধিবাসীবৃন্দ ( থিম – ‘ঋদ্ধি’ )

 ২০২৩ সালে মান্দানা শিল্পকলাকে ফুটিয়ে তুলেছিল লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো কমিটি ।‌ এই পুজোয় থিমের নাম রাখা হয়েছিল ‘ঋদ্ধি’।

লেকটাউন অধিবাসীবৃন্দ ( থিম - ‘ঋদ্ধি’ )

ঠাকুরপুকুর এসবি পার্ক ( থিম – এলেম নতুন দেশে)

৫৩তম বর্ষে পদার্পণ করল ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো ২০২৩ এ । গতবছরের  ভাবনা ছিল ‘এলেম নতুন দেশে’। রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপে।

ঠাকুরপুকুর এসবি পার্ক ( থিম - এলেম নতুন দেশে)

বোসপুকুর শীতলামন্দির ( পুরানো চেয়ার দিয়ে সাজানো মন্ডপ )

বরাবরের মতোই এই পুজো নজর কেড়েছে ২০২৩ এও । পুরনো চেয়ার দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। পূজা মন্ডপ টি দেখতে দর্শনার্থীর ঢল নেমেছিল রাস্তায়।

বোসপুকুর শীতলামন্দির ( পুরানো চেয়ার দিয়ে সাজানো মন্ডপ )

বড়িশা ক্লাব ( থিম – ভাঙ্গা গড়ার খেলা )

বড়িশা ক্লাবের ২০২৩ সালের ভাবনা  ছিল ভাঙাগড়ার খেলা। শান্তির উপর আক্রমণের ছবি ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপের গায়ে।

বড়িশা ক্লাব ( থিম - ভাঙ্গা গড়ার খেলা )

বেহালা নূতন দল ( থিম – ফুচকা )

বেহালার সেরা পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম। বাঙালির প্রিয় খাবার ফুচকা দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপ।

বেহালা নূতন দল ( থিম - ফুচকা )

হরিদেবপুর ৪১ পল্লি (থিম – অবগাহন )

২০২৩ এ হরিদেবপুরের থিম ছিল ‘অবগাহন’। কুম্ভ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটি। 

হরিদেবপুর ৪১ পল্লি (থিম - অবগাহন )

যোধপুর পার্ক ৯৫ পল্লি (থিম – বাতিল নয় ব্যবহার  )

গতবছর অর্থাৎ ২০২৩ এ ৭৪তম বর্ষে পদার্পণ করল যোধপুর পার্কের পুজো। তাদের সেবারের থিম ছিল বাতিল নয় ব্যবহার। পুরনো জিনিস দিয়ে সাজানো হয়েছিল মায়ের মণ্ডপ। 

যোধপুর পার্ক ৯৫ পল্লি (থিম - বাতিল নয় ব্যবহার  )

অবসর (থিম – শূন্য তবু শূন্য নয় )

দক্ষিণের এই পুজো ২০২৩ এও নজর কেড়েছে সিংহভাগ দর্শকদের। ৭৩তম বর্ষে পদার্পণ করল তাদের পুজো। থিম ‘শূন্য তবু শূন্য নয়’। মণ্ডপ জুড়ে ছিল লোহা, টিন ও মাটির কাজ।

সমাজসেবী সংঘ (থিম – শ্রী শ্রী দুর্গা সহায় )

সমাজসেবী সংঘের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল ২০২৩ এ । তাদের এবারের পুজোর ভাবনা ছিল ‘শ্রী শ্রী দুর্গা সহায়’। দুর্গাপুজোর অর্থনীতিকেই তুলে ধরা হয়েছিল এই পুজো মণ্ডপে।

সমাজসেবী সংঘ (থিম - শ্রী শ্রী দুর্গা সহায় )

শিবমন্দির ( থিম – আগল )

কলকাতার অত্যন্ত নামকরা পূজো হিসেবে বিবেচিত শিব মন্দির এর দুর্গোৎসব। ৮৭তম বর্ষে পদার্পণ করল শিবমন্দিরের পুজো। এবারের থিম ছিল ‘আগল’। মাটির কাজে সেজে উঠেছিল এবারের মণ্ডপ।

শিবমন্দির ( থিম - আগল )

কাশী বোস লেন ( থিম – মেয়ে শিশু পাচার ও নারী অত্যাচার )

কাশী বোস লেন এর পুজোতে প্রত্যেকবারই  বৈচিত্রের ছোঁয়া দেখতে পাওয়া যায়। ২০২৩ ও তার ব্যতিক্রম নয়। মেয়ে শিশু পাচারের ব্যাপারে সতর্কতা হঠাৎ নারী নিরাপত্তাই ছিল এই পুজোর মূল থিম। নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, দেহ ব্যবসা, নারী পাচারের ঘটনা  নানাভাবে মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছিল কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

কাশী বোস লেন ( থিম - মেয়ে শিশু পাচার ও নারী অত্যাচার )

৮৬ বছরে পা দিল কাশী বোস লেন সর্বজনীনের দুর্গাপুজো। উত্তর কলকাতার এই পুজোয় প্রতি বছর রেকর্ড ভিড় হয়। এই বছর তাদের থিম ‘চাই না হতে উমা’।

হাতিবাগান নবীন পল্লী (থিম – সুকুমার রায়ের আবোল তাবোল )

2023 সালে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ এর প্রকাশনার শতবর্ষ উপলক্ষে হাতিবাগান নবীন পল্লী এটিকে থিম হিসেবে বেছে নিয়েছিল । এই বছর বইটির লেখক সুকুমার রায়ের মৃত্যুর 100 তম বছর ছিল । এই  পূজার উদ্দেশ্য ছিল সুকুমার রায় এবং ‘আবোল তাবোল’ উভয়কেই শ্রদ্ধা জানানো।

বইয়ের পাতাগুলো যেমন সাদা-কালো, পাড়ার সব বাড়িগুলিতেও সেইরকম সাদা রঙ করা হয়েছে,  বইয়ের চিত্র ও কবিতার থ্রিডি পেইন্টিং ও করা হয়েছিল যা ছিল খুবই দৃষ্টি নন্দন।

হাতিবাগান নবীন পল্লী (থিম - সুকুমার রায়ের আবোল তাবোল )

হিন্দুস্থান পার্ক দুর্গা পূজা প্যান্ডেল (থিম -সাবেকি )

এই পূজা প্যান্ডেলটি প্রতি বছর দুর্গোৎসবের সময় বিপুল সংখ্যক লোককে আকৃষ্ট করার জন্য পরিচিত। হিন্দুস্তান পার্কের দুর্গাপূজার জমকালো থিম সকল দর্শণার্থীদের আকৃষ্ট করে এসেছে। 1932 সাল থেকে পূজা প্যান্ডেলের আয়োজন করে আসছে পূজা মন্ডপটি। এটি কলকাতার অন্যতম সুন্দর পূজা প্যান্ডেল।

হিন্দুস্থান পার্ক দুর্গা পূজা প্যান্ডেল (থিম -সাবেকি )

হিন্দুস্তান ক্লাব দুর্গা পূজা প্যান্ডেল (থিম -সাবেকি )

শরৎ বোস রোডে, হিন্দুস্তান ক্লাব কলকাতার একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। হৃদয় জয় করে এমন থিম দিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে দুর্গা পুজো আয়োজনের জন্যও ক্লাবটি ২০২৩ সালে  o প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল ।

হিন্দুস্তান ক্লাব দুর্গা পূজা

বালিগঞ্জ কালচারাল (থিম – কথা বলি )

বালিগঞ্জ কালাচারাল অ্যাসোসিয়েশনের পুজোর ২০২৩ এর  থিমে ছিল বাংলা সাহিত্যের ছোঁয়া। থিমের নাম ‘কথা বলি’।বাংলা সাহিত্যের রস নিয়েই তাঁদের এই বছরের ভাবনা, কথা বলি।  দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানেই বালিগঞ্জ কালাচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর তো দেখতেই হবে।

বালিগঞ্জ কালচারাল (থিম - কথা বলি )

সুরুচি সংঘ (থিম – মা তোর একই অঙ্গে এত রূপ)

 সুরুচি সংঘের  দুর্গাপূজা ভারতের দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত একটি বিখ্যাত পূজা । 2023 সালে, সংগঠনটি তার 70তম বার্ষিকী উদযাপন করে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে। তাদের প্যান্ডেল, বা অস্থায়ী প্যাভিলিয়ন, বাংলার বৈচিত্র্যময় শৈল্পিক দিকগুলির অত্যাশ্চর্য চিত্রণ দিয়ে দর্শকদের বিমোহিত করেছিল। দক্ষিণ কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো আয়োজক সুরুচি সংঘ। এই বছর তাদের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। শিল্পী গৌরঙ্গ কুইল্যা। এছাড়াও এই বছর, প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েও বিশেষ পদক্ষেপ নিয়েছিল সুরুচি সংঘ।

সুরুচি সংঘ (থিম - মা তোর একই অঙ্গে এত রূপ)

যোধপুর পার্ক দুর্গাপূজা ( আধুনিকতায় ঐতিহ্যের প্রতিধ্বনি )

যোধপুর পার্ক দুর্গাপূজা  2023 এর থিম ছিল ” আধুনিকতায় ঐতিহ্যের প্রতিধ্বনি ,” সমসাময়িক নান্দনিকতাকে আলিঙ্গন করে কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন৷ প্যান্ডেলটি একটি মহিমান্বিত প্রাসাদের অনুরূপ ডিজাইন করা হয়েছিল, যা জটিল খোদাই এবং অলঙ্কৃত সজ্জায় সজ্জিত ছিল । পরিবেশ-বান্ধব উপকরণের ব্যবহার টেকসইতার প্রতি কমিটির প্রতিশ্রুতি তুলে ধরে। পুজো কমিটির এই পদক্ষেপ সম্প্রদায়ের মধ্যে পরিবেশগত সমস্যাগুলির ক্রমবর্ধমান সচেতনতা প্রতিফলিত করে।

যোধপুর পার্ক দুর্গাপূজা ( আধুনিকতায় ঐতিহ্যের প্রতিধ্বনি )

66 পল্লী ( থিম -সাবেকি )

মাটির তন্তু, নারকেলের ভুসি এবং গোবর দিয়ে দুর্গাপ্রতিমাকে সাজিয়েছে 66 পল্লী ক্লাব। দৃষ্টিনন্দন এই পূজা মন্ডপ সকলেরই নজর কেড়েছিলে ২০২৩ সালে। 

66 পল্লী ( থিম -সাবেকি )

রাজডাঙা নব উদয় সংঘ- (থিম – পরম্পরা )

আধুনিকতার মধ্যেও উৎসবের ঐতিহ্যকে তুলে ধরেছিল  রাজডাঙা নব উদয় সংঘের দুর্গোৎসব।

একদিকে উত্তরের আধুনিকতা এবং অন্যদিকে ঐতিহ্যময়তা – এই দুইয়ের মিশেলে যে কলকাতা, যেখানে আজও প্রাণস্পন্দন দোলা জাগায়, সেটাই ২০২৩ এ প্রতিফলিত হয়েছিল রাজডাঙা নব উদয় সংঘের থিমে। তাই এই থিমের নাম দেওয়া হয়েছে, ‘পরম্পরা’।

রাজডাঙা নব উদয় সংঘ- (থিম - পরম্পরা )

কুমোরটুলি পার্ক  সার্বজনীন ( থিম – এম্বিশন )

সমাজের ভালো ও খারাপ দুই দিকই  ফুটিয়ে তোলা হয়েছিল উত্তর কলকাতার কুমোরটুলি পার্ক সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে কত বছর অর্থাৎ ২০২৩এ । 31তম বর্ষে কুমোরটুলি পার্ক সর্বজনীনের বিষয় ভাবনা ছিল -‘অ্যামবিশন’ ৷ শিল্পী তরুণ ঘোষের হাতের ছোঁয়ায় অন্যরূপ পেয়েছিল এই মণ্ডপ। তার সাথে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়েছেন শিল্পী সনাতন পাল।

কুমোরটুলি পার্ক  সার্বজনীন ( থিম - এম্বিশন )

মোহাম্মদ আলী পার্ক (থিম – কেদারনাথ মন্দির)

 গত বছর মহম্মদ আলি পার্কের যুব সমিতি, উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দিরকে দুর্গাপুজোর থিম হিসেবে প্রতিস্থাপন করে । মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গাপুজোকে শহরের এক বিশেষ এবং বিখ্যাত পুজো হিসেবে বিবেচনা করা হয়। তারা ২০২৩ এ দুর্গাপুজো উদযাপনের ৫৫ বছর পূর্ণ করল ।

মোহাম্মদ আলী পার্ক (থিম - কেদারনাথ মন্দির)

জগৎ মুখার্জী পার্ক (থিম – ন্যুড মডেল )

উত্তর কলকাতার অন্যতম বড় পুজো হয় জগৎ মুখার্জী পার্ক এ । ২০২৩ এ এখানকার পুজোর থিম ছিল ‘ন্যুড মডেল’। সমগ্র থিমটিই তৈরি হয়েছিল বিখ্যাত ‘ন্যুড মডেল’ ফুলকুমারী দাসকে ঘিরে।

জগৎ মুখার্জী পার্ক (থিম - ন্যুড মডেল )

পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী (থিম -ঋতুস্রাব )

শহরে আরও এক জনপ্রিয় পুজো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। মহিলাদের ‘পিরিয়ড’ বা ‘ঋতুস্রাব’কে ঘিরেই কমিটির মূল্ ভাবনা ছিল ২০২৩ এ । থিমের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এবার অবগুণ্ঠন খোলো’।

পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী (থিম -ঋতুস্রাব )

বাদামতলা আষাঢ় সংঘ (থিম – প্রতিরূপ )

প্রত্যেক বছর এই পুজোতেও উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। রীতিমতো লাইন দিয়ে দেখা মেলে প্রতিমার। ২০২৩ এ পূজা কমিটির থিম ছিল ‘প্রতিরূপ’।

বাদামতলা আষাঢ় সংঘ (থিম - প্রতিরূপ )

ভবানীপুর মুক্তদল (থিম -যেথায় কালী কল্লোলিনী, সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী)

দক্ষিণ কালীঘাট সংলগ্ন এই পুজোও বেশ জনপ্রিয় দর্শনার্থীদের মধ্যে। ২০২৩ এ ৭৫ বর্ষে পদার্পণ করেছে পূজা কমিটি। এবার তাদের ভাবনা ‘যেথায় কালী কল্লোলিনী, সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী’। এখানে দুর্গাপুজোর মধ্যে দিয়েই খুঁজে পাওয়া গেছিলো পুরনো কালীঘাটের একটুকরো চিত্র।

ভবানীপুর মুক্তদল (থিম -যেথায় কালী কল্লোলিনী, সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী)

চেতলা অগ্রণী (থিম -যে যেখানে দাঁড়িয়ে)

চেতলা অগ্রণী (থিম -যে যেখানে দাঁড়িয়ে)

দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে যেটি প্রায় সকলেই দেখতে যান সেটি হল চেতলা অগ্রণী। ২০২৩ এ তাদের পুজোর থিম ছিল  ‘যে যেখানে দাঁড়িয়ে’।

মিতালী কাকুরগাছি (থিম –  পুনর্ব্যবহৃত কাপড় দিয়ে মণ্ডপ সজ্জা )

অত্যাশ্চর্য মিতালি কাকুরগাছির গত বছরের পুজো সকল কেই তাক লাগিয়ে দিয়েছিল। সম্পূর্ণরূপে পুনর্ব্যবহৃত কাপড় দিয়ে তৈরি ছিল মন্ডপের সাজ সজ্জা।  প্যান্ডেলের ভিতর থেকে বাইরে পর্যন্ত প্রতিটি কোনা , গল্প এবং শৈলীতে কানায় কানায় পূর্ণ ছিল।

মিতালী কাকুরগাছি (থিম -  পুনর্ব্যবহৃত কাপড় দিয়ে মণ্ডপ সজ্জা )

কল্যাণী লুমিনাস ক্লাব (থিম -মালয়েশিয়ার টুইন টাওয়ার)

– মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে মণ্ডপ তৈরি করে গতবছর অর্থাৎ ২০২৩ এ হইচই ফেলে দিয়েছিল নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। জেলার গণ্ডি পেড়িয়ে সেই পুজোর সুনাম ছড়িয়ে গিয়েছিল শহর কলকাতাতেও। তাদের মণ্ডপ তৈরি হয়েছিল চিনের বিলাসবহুল হোটেল Grand Lisboa Macau-এর আদলে।

কল্যাণী লুমিনাস ক্লাব (থিম -মালয়েশিয়ার টুইন টাওয়ার)

তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি (থিম -বর্ণময় বেনারস)

 উত্তর ২৪ পরগনার আগরপাড়ার এই পুজো ২০২৩ সালে ৮৪ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর কমিটির ভাবনা ‘বর্ণময় বেনারস’। পুজোর বিশেষ আকর্ষণ লাইভ আরতি, মার্বেলের প্রতিমা ও সোনার গয়না।

ত্রিধারা সম্মিলনী প্যান্ডেল (থিম – বৈদ্যুতিক পাইপ )

ত্রিধারা সম্মিলনী  হল কলকাতার অন্যতম বিখ্যাত প্যান্ডেল এবং  এর অসাধারণ সাজসজ্জা দেখতে এই প্যান্ডেল পরিদর্শন করে হাজার হাজার দর্শনার্থী। ২০২৩ এ পুজোর ৭৭তম বছরে এই পূজার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য  ছিল বৈদ্যুতিক পাইপ।তাছাড়া লোহার গঠন এবং রঙ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ত্রিধারা সম্মিলনী প্যান্ডেল(থিম - বৈদ্যুতিক পাইপ )

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি (থিম -অবিনশ্বর)

সেরার সেরা লড়াইয়ে জোরদার টেক্কা চলে ক্লাবে -ক্লাবে। উত্তর কলকাতার আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি (Ahiritola Sarbojanin Durgotsab Samity) ২০২৩ এ ৮৪ তম বছরে পা দিল। এবছর এই পুজো মণ্ডপের থিম অবিনশ্বর – ‘তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে’।  মণ্ডপ তৈরি হয়েছিল গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে। শিবের ১০৮ নাম ও শিবের স্তোত্র দিয়ে তৈরী হয়েছিল মণ্ডপসজ্জা। 

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি (থিম -অবিনশ্বর)

বাবুবাগান ( থিম – নানা দ্রষ্টব্য স্থানের আদরে তৈরি মন্ডপ )

কলকাতার অন্যতম জনপ্রিয় পূজা মণ্ডপ হল বাবুবাগান। ২০২৩এ কলকাতার নানা দৃষ্টব্য স্থানের আদলে সেজে উঠেছিল তাঁদের পুজো মণ্ডপ।

বাবুবাগান ( থিম - নানা দ্রষ্টব্য স্থানের আদরে তৈরি মন্ডপ )

হাজরার বকুলবাগান- ( থিম – মোক্ষ )

কলকাতায় পুজো পরিক্রমা করবেন আর হাজরায় বকুলবাগানের ঠাকুর দেখবেন না তা কী হতে পারে। ২০২৩ এ তাঁদের ভাবনা ও থিম ছিল ‘মোক্ষ’।

হাজরার বকুলবাগান- ( থিম - মোক্ষ )

হাজরা পার্ক (থিম – তিন চাকার গল্প )

দক্ষিণ কলকাতার অন্যতম একটি পরিচিত পুজো প্যাণ্ডেল হল হাজরা পার্ক। ২০২৩ এ তাদের ভাবনা ‘তিন চাকার গল্প’। মূলত অটো দিয়ে সেজে উঠেছিল মণ্ডপ।

হাজরা পার্ক (থিম - তিন চাকার গল্প )

সেলিমপুর পল্লী (থিম – অন্তর্দৃষ্টি )

সেলিমপুর পল্লী দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি মণ্ডপ। ২০২৩ সালে তাঁদের ভাবনা ছিল ‘অন্তর্দৃষ্টি’।

সেলিমপুর পল্লী (থিম - অন্তর্দৃষ্টি )

Conclusion

২০২৩ সালের সেরা দুর্গাপুজোর ছবি ও সংক্ষিপ্ত বিবরণী  আজকের প্রতিবেদনে আমরা বিশদভাবে উল্লেখ করলাম । এবছর অর্থাৎ ২০২৪ এ দূর্গা ঠাকুর দেখতে যাওয়ার আগে  সেরা দুর্গাপুজোর এই তালিকাটি একবার অবশ্যই চোখ বুলিয়ে নেবেন । তাহলে দুর্গাপুজোর দিনগুলিতে আপনাদের কলকাতার সেরা প্যান্ডেল গুলো অনায়াসেই দর্শন করে নিতে একটু ও অসুবিধা হবে না।

সবশেষে বলি, ২০২৪ এর  দুর্গাপূজা আনন্দে, শান্তিতে কাটুক সকলের। অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি জাগ্রত হোক।আমাদের আজকের এই প্রতিবেদনটি  মনোগ্রাহী হলে অবশ্যই তা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে ভুলবেন না যেন।

Recent Posts