বাঙালিদের নিয়ে বিখ্যাত মনীষীরা বহু উক্তি করে গেছেন। বাঙ্গালীরা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে, কেউ কর্ম সূত্রে আবার কেউ উত্তরাধিকারসূত্রে বিভিন্ন স্থানের বাসিন্দা, কিন্তু তাদের বাঙালিয়ানা অটুট। অনেকে বাঙালি বলতে শুধু বাংলাদেশের জনগণকেই বোঝেন, কিন্তু সঠিকভাবে দেখতে গেলে বাঙালী বলতে সব বাংলা ভাষী মানুষকে বোঝায়।
পৃথিবীতে কোটি কোটি বাঙালী মানুষের বাস। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” বাঙালি ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
বাঙালি নিয়ে সুন্দর লাইন, Best lines on bengalis in Bangla
- বাঙ্গালীরা বর্তমানে অনেক উন্নত, তারা নিজেদের সংস্কৃতি বজায় রাখার পাশাপাশি অন্যদের সংস্কৃতিকেই যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে।
- বাঙ্গালীরা প্রায় সকল ধর্মের অনুষ্ঠানকে আপন করে নিয়েছে, তারা যেমন দুর্গাপূজা, বাংলা নববর্ষ ইত্যাদি আড়ম্বরের সাথে উৎযাপন করে, তেমনই বড়দিন, বৌদ্ধ জয়ন্তী ইত্যাদি ভিন্ন ধর্মের অনুষ্ঠানের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে।
- বাঙ্গালীরা কখনো কোনো জাতি থেকে পিছিয়ে নেই, তাদের মধ্যে যেমন সাহিত্যিক আছেন, তেমনি বিজ্ঞানীও আছেন, আছেন বিখ্যাত গায়ক তথা নায়কও, এক কথায় কোনো অংশেই বাঙ্গালীরা পিছিয়ে নেই।
- সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
- বাঙালীদের সামনে তাদের খুব বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলেই তারা এক লাফে মাথায় উঠে যায়।
- মানুষের ওপর থেকে বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা আরো বেশি বিপদজনক।
- বাঙালিদের বাড়ির ছেলে মেয়েদের নামগুলো খুব আদুরে হয়, অন্য কোনো ভাষার মানুষের ক্ষেত্রে এমন সব নাম শুনতে পাওয়া যায় না।
- বাংলাদেশে জন্মেছে বলেই যে সে বাঙালি তা নয়, বরং সে বাঙলা ভাষা ও সংস্কৃতির মধ্য দিয়ে চিত্তলোকে যাতায়াত করছে বলেই, তারা বাঙালী।
- বাঙালিদের মধ্যে এক অদ্ভুত প্রতিভা আছে, তারা সকল প্রকার মানুষের সাথে মিলে মিশে থাকতে পারে।
বাঙালি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি নেতাজি সুভাষ চন্দ্র বোস এর অনুপ্রেরণাদায়ক জীবনের উক্তি সমূহ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাঙালি নিয়ে ক্যাপশন, bangali nie caption
- যে বয়সে বাঙালি তারুণ্য প্রায় অনিবার্যভাবে কবিতা লিখে, আমি সেই বয়সে ইউরোপীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনতে পছন্দ করতাম।
- বাঙালীদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মধ্যে থাকা ভালোবাসার ক্ষমতা। এই বিষয়ে বিশ্বের যে কোনো জাতি অনায়াসে বাঙালিদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, তারা খুব সহজেই কোনো ব্যক্তিকে আপন করে নিতে পারে।
- বাঙালিদের উৎসব বড় জমজমাট, সকলের মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা থাকে বিভিন্ন উৎসবের আসরে।
- এক বাঙালি মহাশক্তি জ্ঞানে বিদ্যায় বুদ্ধিমত্তায় বাকপটুতায় কার্যতৎপরতায় বাঙালি জগতে অদ্বিতীয় মহাশক্তিমান সম্রাটেরও পূজনীয় কিন্তু একত্রে দশ বাঙালি অতি তুচ্ছ, হীন হতে হীন। অন্য জাতির দশে কার্য বাঙালির দশে কার্য হানি। বাঙালির সকলেই কর্তা হইতে চান; সুতরাং দশজন বাঙালি একত্র হইয়া কোন কার্য করিতে হইলেই সর্বনাশ।
- যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস বলে মনে করেন, তবে বাঙালীরা হল এই উপন্যাসের নায়িকা!
- বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে, আগামীতেও মাথা উঁচু করে চলবে।
- বাঙালীর হাজার বছরের যে ইতিহাস, তাতে সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হলো মুক্তিযুদ্ধ।
বাঙালি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাঙালি নিয়ে স্টেটাস, Best Bengali status on bengalis
- আমরা বাঙালি, তাই বলে আমরা যে শুধু মাছ ভাত আর দই মিষ্টি নিয়েই মজে থাকি তা না, বরং সকল রকমের খাবারই খাই আমরা।
- বাঙালির যা কিছু শ্রেষ্ঠ, শ্বাশত যা সর্বমানের বেদীমূলে উৎসর্গ করিবার উপযুক্ত, তাই আমাদের বর্তমানে কাল রেখে দিয়ে যাবে ভাবি কালের উত্তরাধিকাররূপে।
- বাঙালীদের বীরত্বের ইতিহাসের শুরু তো আর আজকের নয়। সে তো কবে থেকেই বাঙালির লড়াই শুরু হয়েছিল। দিনে দিনে তা শুধু নিজের রং পাল্টে নতুন মোড়ক ধারণ করেছে। তবে বাঙ্গালীরা সাহসী, তারা বিশ্বের দরবারে মাথা উচুঁ করে বাঁচতে জানে।
- বাঙালী তার রসনার পরিচর্যায় যে সময় ব্যায় করে, তার কিয়দাংশও যদি জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞান চিন্তায় ব্যবহার করতো, তবে বাঙালী আজ পৃথিবীর বুকে এক অনন্য জাতি হতে পারতো৷
- বাঙ্গালীরা শুধু যে নিজের বাঙালিয়ানার বড়াই করে বেড়ায় এমন কিছু না, বরং সকল জাতিকেই তারা সম্মান করে।
- বাঙালীর ইতিহাসে সেরা বিস্ময় যে রবীন্দ্রনাথ, এতে সন্দেহ নাই। তবে সেই বাঙালীর একমাত্র পরিচায়ক নয়। জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস, রাজশেখর বসু, সত্যজিত রায়ের মতো লোকেরাও নিজেদেরকে বাঙালী হিসেবেই পরিচয় দেন, তারাও বিশ্বকবির মতই বিশ্বখ্যাত।
- আমরা হিন্দু বা মুসলিম এ কথা যেমন সত্য, তেমনি সত্য যে আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়। এটি একটি বাস্তব কথা।
- শাড়ি প’রে শুধু শুয়ে থাকা যায়; এজন্যে বাঙালি নারীদের হাঁটা হচ্ছে চলমান শোয়া।
- বাঙালি গরমের ভক্ত নরমের যম। একটু নরম দেখলেই উপায় নেই- ঝাঁপ দিয়ে পড়বে।
- বাঙালি ঐক্যবদ্ধ হলে অসাধ্য সাধন করতে পারে।
- বাঙালির সবার মনের মত হয়ে চলতে জানে, তবে তাদের মন বোঝা কষ্টসাধ্য ব্যাপার।
বাঙালি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি এ.পি.জে আব্দুল কালামের ৭৫ টি অনুপ্রেরণাদায়ক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বাঙালি নিয়ে কবিতা, Poems on bengalis in bangla
- সেদিন আমরা বুঝেছিলাম- যেদিন বাংলা ভাষাকে বাঙালি শব্দ থেকে আলাদা করে দেবার চেষ্টা করা হয়েছিল।একুশে ফেব্রুয়ারী, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল বাঙালি সন্তানরা।সেদিন শহীদদের রক্তাক্ত শরীর দেখে আমরা বুঝেছিলাম- বাঙালি আমাদের জাতি, বাংলা আমাদের ভাষা।
- বাঙালি এক অতি প্রাচীন জাতি। বাংলা তার মাতৃভাষা- এই ভাষা ফুলের মত মিষ্টি।এই ভাষা বুকে নিয়ে আমাদের বেঁচে থাকা।বাঙালি মানে রবীন্দ্রনাথ নজরুলের গান, কবিতা- বাঙালি মানে পহেলা বৈশাখ-হাল খাতা- ধুতি, পাঞ্জাবি আর শাড়িতে চেনা যায় বাঙালিকে।বাঙালির বড় প্রিয় মাছ-ভাত, বাঙালি খুব আলসে বাঙালিরা তবু উৎসবে মাতে, বাংলায় বারো মাসে তেরো পার্বণ।
- আমি বাঙালি, বাংলা ভাষা মোর প্রাণ। আমি বাংলাতে করি তিরস্কার,আমি বাংলাতে গাই গান।বিনয়-বাদল-দীনেশ নেতাজি সুভাষ, কত বাঙালি বিসর্জন দিয়েছেন প্রাণ, এ বাংলা মোদের মাতৃসম, স্নেহের বন্ধন, হেথা চিরকাল রবে বাঙালির সম্মান।
- মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালী বাস করি সেই তীর্থে- বরদ বঙ্গে, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর-মালা, ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলো, কোল ভরা যার কনক ধান্য, বুকভরা যার স্নেহ, চরণ পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালী বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে।
- আমরা বাঙালি, বাংলা ভাষায় খাই, বাংলা ভাষায় ঘুমাই। বাংলা সাহিত্য শিরোনামে থাকলে গর্বে বুকটা ভরে যায়।বাঙালি এখন অনেক আধুনিক দমিয়ে রাখা সহজ নয়। দম দেওয়া ঘড়িতে বাঙালিয়ানা মাপা বৃথা তাই।
- বাঙালিয়ানা সময়ের দর্পণ, বাঙালির প্রতিচ্ছবি। যুগের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে বাঙালির আচরণ। ধুতি চলে গেছে, পাঞ্জাবিটা এখনো আছে। নারীদের হাজারো পোশাকের মধ্যে শাড়িতেই মন এখনো মজে।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “বাঙালি” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।