আমাদের আজকের এই পোস্টটিতে আমরা দ্বন্দ্ব নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

দ্বন্দ্ব নিয়ে ক্যাপশন, Dwando nie caption
- মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে, তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরমার্থের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অনন্তের দিক– এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে।
- অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত দ্বন্দ্ব আর কোনো কিছুর ক্ষেত্রেই নেই।
- ঠিক হচ্ছে না! নাকি পারছি না! চিৎকার করছি বার বার, তবুও মিলছে না ! এলোমেলো কিছু ছন্দ সমাধান হয়নি, বুঝিনি নিজের ভেতরের আসল দ্বন্দ্ব। সম্ভব না ! একবারও ভাবিনি যে সম্ভব না কথাটির মধ্যে লুকিয়ে ছিল ঠিক কিছু সম্ভাবনা।
- “ নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় ”
- জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য বহু উপায় থাকে, ওইসব উপায় নিয়ে দ্বন্দ্ব থেকো না, মন যা চায় তাই করো, নিজের উপর বিশ্বাস থাকলে সব ঠিক হবে।
- আমার প্রায়ই একটা সমস্যা দেখা দেয়, কোথাও যাওয়ার হলে ঠিক যাওয়ার আগে যাবো কি যাবো না তাই নিয়ে দ্বন্দ্বে পড়ে যাই।
- জীবনে বহু সময় আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, কিন্তু সেক্ষেত্রে ঘাবড়ে গেলেই সমস্যা হয়, বরং সাহস, সততা ও বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সবকিছুই সমাধান হয়।
- মনে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বা সংশয় থাকলে চুপ করে বসে থেকো না, বরং এর সমাধানের চেষ্টায় কাজ করে যাও।
- দ্বন্দ্ব কিছু না কিছু নিয়ে সকলের জীবনেই থাকে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে হয়ে এই দ্বন্দ্ব নিয়ে না ভাবলে আমরা সমাধানের রাস্তাও খুঁজে পাবো না।
- আমার মনে হয় জীবনে মাঝে মধ্যে দ্বন্দ্বের সম্মুখীন হওয়া উচিত, নয়তো আমাদের ভাবনার দেওয়ালে জং ধরে যাবে।
- তোমার আমার দ্বন্দ্ব হয়তো কখনো শেষ হবে না, কিন্তু তাই বলে আমিও হাল ছেড়ে দেবো না, প্রয়োজনে সারাজীবন তোমার সাথে দ্বন্দ্ব করে যাবো কিন্তু তোমার পাশে থাকবো, ছেড়ে যাবো না।
- ছোটো ছোটো দ্বন্দ্বে জড়িয়ে সময় নষ্ট কোরো না, বরং এইসব যথা সম্ভব এড়িয়ে গিয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করো।
- দ্বন্দ্ব ছাড়া জীবন বেরঙিন।
https://bongquotes.com/best-quotes-captions-on-fair-in-bengali/

দ্বন্দ্ব নিয়ে স্টেটাস, Bangla status about Conflict
- জীবন সোজা পথে শান্তিতে চললে তেমন মজা লাগে না, মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে দ্বন্দ্ব হওয়া চাই, নয়তো জীবনের মজা পাবো কি করে!
- ভালোবাসার গভীরতাকে মোহ নামে আখ্যায়িত করেন অনেকে। তবে হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে।
- ” অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আবাস দেখা যায়। সেখানেতে রাগ অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না। “
- জীবনে দ্বন্দ্ব তো আসবেই, আমাদের শুধু মাথা ঠাণ্ডা রেখে সেগুলোর সমাধান করতে হবে, তবেই অশান্তি সৃষ্টি হয় না।
- জীবন মানেই দ্বন্দ্ব সংঘাতের সমন্বিত রূপ। একদিকে জীবনের প্রতি নিবিড় ভালোবাসাবোধ অন্যদিকে নৈকট্যজনিত পরিবেশ পরিস্থিতি বিঘ্নিত হলে তার জন্য বিরহ যন্ত্রণা—এই দ্বিবিধ দিক নিয়েই জীবনের সম্পূর্ণতা।
- প্রেম অনেক মধুর একটা অনুভূতি, কিন্তু প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব না আসলেও ভালো লাগে না, সম্পর্ককে একটু চটপটে করে তুলতে দ্বন্দ্ব হওয়াও জরুরী।
- আমি পারতে কোনো দ্বন্দ্বে পড়ি না, যথা সম্ভব তা এড়িয়ে চলি, কারণ আমি শান্তিতে বসবাস করতে চাই, অশান্তি আমার একেবারে অপছন্দ।
- জীবনে অনেক দ্বন্দ্বের সম্মুখীন হয়েছি, আর নিজেই সেগুলোর সমাধান করেছি, কারণ আমি কারও সাহায্যের উপর নির্ভরশীল হতে চাই নি।
- বহু দ্বন্দ্ব, বাধা, সমস্যা পেরিয়ে আমি নিজের গন্তব্যে পৌঁছাতে পেরেছি, অনেক কাঠ খর পুড়িয়ে এসেছি আজ এই জায়গায়, কোনোদিন সময় করে বলবো সেই গল্প তোমাদেরকে।
- আকাশ মাটি ভাগ করে নেও ভালবাসার দ্বন্দ্বে
মরি মরি মরি আমি হৃদয় পচা গন্ধে।
ঝরা ফুলে হয় না পূজা মন পূজারির দ্বন্দ্বে
মালা গেঁথে গলায় পরে কোন দেবতার বন্ধে।
ফুলোর শোভা বৃক্ষ শাখে আছে তুমুল দ্বন্দ্ব
ফুলের গাঁয়ে নখের আঁচড় ভাগ করে নেও রঙ্গে। - মাটির বুকে রক্তের স্রোত ভাগ করে নেয় আকাশ
সড়কি লাঠি বোঝাই ঘরে যুদ্ধ করে দ্বন্দ্বে।
আকাশ মাটি কার সীমানা কোন এত দ্বন্দ্ব
জীবন যখন থমকে দাঁড়ায় চারিদিকে যুদ্ধ।
বিশ্বে জুড়ে ভীষণ যুদ্ধ ক্ষুদ্ধ মানব জাতি
হুমকি মুখে গ্রাস করেছে সকল আর্তনাদ
মানবতার বুকে কেন হিংসার কালো ঘাস।
https://bongquotes.com/best-philosophical-quotes-of-socrates-in-bengali/

দ্বন্দ্ব নিয়ে সেরা লাইন, Best lines about Conflict
- ধর্ম চর্চা, ধর্ম শিক্ষা, ধর্মে নানা প্রশ্রয়
আত্মবিশ্বাস কমে গেলে, ধর্মের কাছেই আশ্রয়;
হত্যাযজ্ঞ, নিপীড়ন অমানবিক কাণ্ড
মনুষ্যত্বই বড় ধর্ম, এক বিশ্ব, এক ব্রহ্মাণ্ড ।
সবার সাথে থাকা, মিলেমিশে চলা
বাহবা মেলে, থাকে জীবনের সচলতা;
জানি না, একা চলা ভাল কি মন্দ
শুরু হয় এলিয়েনেসন, কারণটা নিজের ভেতর দ্বন্দ্ব । - দ্বিধা, দ্বন্দ্ব আর সংশয় এ দিবানিশি কাটায় এই মন কি জানি কি আছে তোমার মনেতে কিসের আয়োজন, আদৌও কি ছিল এ মন তোমার প্রিয়জন? মিথ্যে স্বপ্নে বিভোর তবু আমার দুই নয়ন। অন্ধকারে আলোর অন্বেষণে হাতরে শুধুই মরি মিথ্যে অভিলাসে কল্পনাতে স্বপ্ন নীড় গড়ি, আলেয়ার আলোতে ভুল করে তার পিছু ধরি, হয়তো এমনি করে কোন দিন জীবনে পড়ে যাবে দাঁড়ি। দ্বিধা-দ্বন্দ্বের হবে তো জানি একদিন শেষ কাটবে মনের যত আছে তোমার আবেশ, ফুরাবে সময়ের প্রয়োজন বিশেষ যখন হিয়ার কোণে লুকনো প্রণয়ের শেষ বিন্দুটুকু হবে নিঃশেষ।
- দ্বন্দ্ব আমার স্বপ্ন দেখার, ভালো আর মন্দ, সত্যকে জানার আপ্রাণ চেষ্টায়, দ্বন্দ্বটা সত্যকে উপলব্ধি করার। দ্বন্দ্ব আমার তোমাকে নিয়ে, ভালোবাসার প্রেমময় জীবনের নিগূঢ় শেকড়ে দ্বন্দ্বটা প্রেম খুঁজে পাবার। দ্বন্দ্বটা আমার সঠিক সিদ্ধান্তের, সময়ের তাগিদে
- জীবন চাহিদার সফল পূরণে দ্বন্দ্বটা জীবনের চাহিদার।
- দ্বন্দ্বটা আমার সত্য প্রকাশে, অমানুষের ভীড়ে ন্যায়ের পথের কন্টক উপড়ানো, দ্বন্দ্বটা হৃদয়ে সত্যধারণে। দ্বন্দ্ব আমার কথাবলায়, নির্মম বাকবিলাসিতায়, ন্যায়ের পথে উচিত কথায় দ্বন্দ্বটা শুধু কথা বলার। দ্বন্দ্ব আমার সবার মাঝে, লজ্জা আর বিনয়ের সাথে, পারি না যখন ঝগড়া করতে, দ্বন্দ্বটা শুধু নম্রতার খাতিরে। দ্বন্দ্ব আমার আমাকে নিয়ে, আপনকে আপনার লয়ে সুন্দর এক পৃথিবী দেখতে দ্বন্দ্বটা শুধু আমার মনে।
- অরূপ সাগরে ডুব দিতে চাস ওরে মন, ধন নিয়ে আর করবি কি? ধনেও লোভ আর মনেও ক্ষোভ, সে মন নিয়ে ধরবি কি? ধনে আর মনে তাই চলে দ্বিধা দ্বন্দ্ব, কখনও তা ভাল নয় চিরকালই মন্দ, জীবনের পাতা খুলে আমি শুধু তাই দেখি। অরূপ সাগরে যদি ডুবতে চাস ওরে মন, মন রে আমার, ঝেড়ে ফেল মনের যত স্বার্থ আশ।
- আমি যে অজানার যাত্রী সেই আমার আনন্দ। সেই তো বাঁধায় সেই তো মেটায় দ্বন্দ্ব। জানা আমায় যেমনি আপন ফাঁদে, শক্ত করে বাঁধে অজানা সে সামনে এসে হঠাৎ লাগায় ধন্দ, এক-নিমেষে যায় গো ফেঁসে অমনি সকল বন্ধ।
- মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন, Captions about sweet smile in Bangla
- অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali
- বাইশে শ্রাবণ- স্মৃতিচারণা ও রবীন্দ্রনাথের উক্তি, Baishe Shravan,Tagore quotes in Bangla
- কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সংক্ষিপ্ত জীবনী, বাণী, কবিতা, Death anniversary of Kazi Nazrul Islam in Bangla
- বন্ধুকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন, Friend status caption in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা দ্বন্দ্ব নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।