শরীরে শক্তি কম থাকা বা ক্ষমতা কম থাকা কে কাপুরুষতা বলা হয় না, বরং নিজের পুরুষত্বকে কাজে লাগিয়ে অন্যের ক্ষতি করা বা নিজের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার না করতে পারা ব্যক্তিকে কাপুরুষ বলে সম্বোধন করা হয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” কাপুরুষ “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
কাপুরুষ নিয়ে সেরা উক্তি, Best sayings about cowards in Bangla
- তাদের কাপুরুষই বলতে হয় যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু সময় এলে নিজের দায়িত্ব থেকে পিছিয়ে সরে যায়।
- আমি বুঝতে পারি নি তোমায়, তাইতো বিশ্বাস করেছিলাম, এখন বুঝতে পারছি তুমি যে একটা কাপুরুষ।
- কিছু করতে গিয়ে সঠিক পদক্ষেপটি কি তা জানার পরেও যদি সেই পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে তা চূড়ান্ত কাপুরুষতা হবে৷
- আমি পুরুষ তাই পুরুষত্ব নিয়েই বাঁচতে চাই, কাপুরুষ হয়ে নয়।
- কোনো ব্যক্তির নম্রতা কখনোই কাপুরুষতা নয়, নম্রতা দুর্বলতাও নয়; বরং নম্রতা এবং ভদ্রতা প্রকৃতপক্ষে এক ধরনের আধ্যাত্মিক শক্তির উৎস।
- হ্যাঁ, আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার একটাও রাখতে পারি নি, আমি নিজেও বুঝতে পেরেছি যে আমি কতটা কাপুরুষের মতো কাজ করেছি।
- সম্পর্কে পিছিয়ে গেছি বলে আমায় কাপুরুষ ভেবো না, বরং ভালোভাবে খুঁজে দেখো আমার পিছিয়ে যাওয়ার সঠিক কারণ, হয়তো তোমার জন্য কিছু ভালো চিন্তা নিয়েই পিছিয়ে গিয়েছিলাম আমি।

কাপুরুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পুরুষ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কাপুরুষ নিয়ে ক্যাপশন, Kapurush nie caption
- সমাজে যখন কারও ভীরুতাকেও সম্মানজনক ব্যাপার হিসেবে বিবেচনা করা হয়, তখন ব্যক্তির কাছে দুর্বলতা ও শক্তিশালী উভয় দিক থেকেই কাপুরুষের ন্যায় আচরণ করার ব্যাপারটা ফ্যাশন এর মতো হয়ে ওঠে।
- কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।
- সকল ভীতু মানুষ কাপুরুষ হয় না, তাদের নিজেকে প্রমাণ করার সঠিক সুযোগ করে দিলে হয়তো তারা পরবর্তী পদক্ষেপ সাহসিকতার সাথে নিতে পারবে।
- তোমাকে আমার মনের শ্রেষ্ঠ স্থানে রাখবো বলে তোমার হাত ধরেছিলাম, কিন্তু তুমি যে এভাবে কাপুরুষের মত আমার হাত ছেড়ে চলে যাবে সেটা কখনো ভাবতেপারি নি।
- আমি কথা দিয়েছি থাকবো মানে আমি শেষ অবধি থাকবোই, আমি কাপুরুষ নয় যে তোমায় অর্ধপথে ছেড়ে চলে যাবো।
- সাহসিকতার বিপরীত অর্থ কখনই কাপুরুষতা নয় বরং সাহসিকতার সঠিক বিপরীত হলো স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়া, যেমন একটি মৃত মাছ জলের স্রোতের সঙ্গে ভেসে যেতে পারে, তাই এতে কোনো গৌরবের কিছু নেই।
- আমি জানি তুমি আমাকে কাপুরুষ ভাবো, কিন্তু একবার ভেবে দেখো আমি নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যাই নি, আড়াল হয়েও তোমার পাশে থেকেছি।
- সারাদিন বাইরে কাটিয়ে রাতে বাড়িতে এসে স্ত্রীকে মারধর করার মধ্যে কোনো পুরুষত্ব নেই, এটা নেহাত একজন কাপুরুষের ন্যায় আচরণ।
- কষ্ট থেকে দূরে পালানোও হল একধরনের কাপুরুষতা।
- ধৈর্য্যের একটা সীমা আছে, আপনি যদি সেই সীমা পার করেও অপেক্ষা করতে থাকেন এবং সেটাকে ধৈর্য্য বলে পরিচয় দিতে চান তবে তা ভুল। সেটা তখন এক ধরনের কাপুরুষতা।

কাপুরুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মনোবল নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কাপুরুষ নিয়ে স্টেটাস, Best Bangla status on cowards
- ভেবেছিলাম আমার জন্য হয়তো তুমি সকলের সাথে লড়তে রাজি থাকবে, জীবনের ওঠা নামায় সর্বদা আমার পাশে থাকবে, কিন্তু তুমি তো আমার বিপদের দিনে আমাকে একা ফেলে চলে গেলে ! আজ বুঝতে পারলাম তুমি যে একটা কাপুরুষ।
- নিজের মতো হওয়া, এবং সঠিক হোক বা অন্যায় হোক না কেন, কোনো ক্ষেত্রেই ভয় না পাওয়া কাপুরুষতার চেয়ে বেশি প্রশংসনীয়।
- গোপনে সমালোচনা করা একটি কাপুরুষতার কাজ। কারো ব্যাপারে কিছু বলতে চাইলে তার সামনে গিয়ে তাকে বলে আসুন, অন্ধকারে লুকিয়ে বসে থাকবেন না।
- কখনো হেরে যাওয়ার আগেই হার মেনে নেওয়া মানুষেরাই কাপুরুষ বলে পরিচিত! আর এই কাপুরুষেরা কোনদিনই জীবনযুদ্ধে জয়ী হতে পারে না!
- আমি খুব অলস, তাই পরিবর্তন ও বিদ্রোহ নিয়ে শুধু স্বপ্ন দেখি। হয়তো আমি কাপুরুষ, তাই রোজ বিপ্লব নিয়ে কবিতা লিখি।
- আমি পুরুষ নয়,আমি কাপুরুষ-ভীতু, আমি পারলাম না ঠিক করতে এই অচল সমাজকে, পারলাম না বাঁচাতে সমাজের অসহায়দের-আমি দায়িত্বহীন,তাদেরি মতো দর্শক-শ্রোতা-উগ্র, একটি বারের জন্য চেষ্টা করলাম না রুখে দাঁড়াতে।
- বীরপুরুষ তাকায় বাহুর দিকে। আর, কাপুরুষ তাকায় কপালের দিকে।
- “যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে, তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।”
- ভীরু কাপুরুষের দল আর কত কাল মুখ লুকিয়ে থাকবি নেই তোদের দৃঢ় মনোবল? আর কতকাল পৃষ্ট হবি অন্যায়ের যাতাকলে, আর কত আড়ষ্টতায় দিন কাটাবি প্রহেলিকার ছলে।

কাপুরুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আতঙ্ক নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কাপুরুষ নিয়ে কবিতা, Meaningful poems on coward
- আমায় প্রতিবাদ করতে বলো না যেন, ওরা যদি কেড়ে নেয় আমার হুঁশ! তাই তো পরিচয় রেখেছি গোপন, ভীষণ দ্বিধা বলতে আমি যে কাপুরুষ!
- তুই কাপুরুষ, তুই নপুংসক, তুই অবলার বক্ষে দাঁতের আঁচর বসাস। তুই ক্ষুধার্ত কুকুর, তুই দানব, তুই প্রসূতির দেহে দুর্গন্ধময় লালা ঝড়াস! তুই সৃষ্টির সেরা ভুল, তুই অভিশাপ, তুই করিস না ভয় সৃষ্টির! তুই নারীর নষ্ট অধ্যায়, ঘুনে ধরা ইতিহাস, তুই অনাসৃষ্টি; তুই ঘৃন্য দৃষ্টি সবার। তুই কাপুরুষ বহুজন্মে, তুই অনাধীকারে প্রবেশ, সত্যের মোকাবিলায় তুই ভীরু, সমাজের অনিয়ম মোকাবেলায়, বলহীন কাপুরুষ কাঁপে তোর বুক দুরুদুরু।
- আত্ম-বিশ্বাস নেই যার নেই আত্ম বল, কাপুরুষ তারাই নয় এই ধরণী তল। ক্ষমতা হাতে পেয়ে করে অপব্যবহার, প্রতিহিংসার বহ্নিতে সদা অন্তর জ্বলে তার। বাহু বলে ধন বলে করায় সন্ত্রাস, রক্তচক্ষু দেখিয়ে সে পেতে চায় যশ।সামনে পায় আদাব-সালাম আড়ালেতে ধিক, প্রতিশোধের নেশায় তার রয়না হিতাহিত। প্রেমশূন্য অন্তর তাদের কালিমাতে ভরা, জ্ঞানচক্ষু অন্ধ তাদের কাপুরুষ তারা।
- আমি কাঁদতে পারি না চোখ ফেটে আসে জল, কাঁদলে আমি কাপুরুষ, কাঁদলে আমি দুর্বল। আমার মত কে আছে এত বড় অসহায়।আমি কাঁদি না, আমি অহেতুক হাসি, আমি দিক-বিদিক মিথ্যে ঘুরে আসি। এই ছুটে চলা, এই হাসি আমার নয়, আমি পুরুষ, আমার কাপুরুষ হতে ভয়।
- তুমি সুপুরুষ, কাপুরুষ নও, নও তো কোন নারীর হাতের চুড়ি, তুমি সিংহের মতন গর্জনরত, সকল নারীর আশ্রয়কারী। পুরুষ তুমি অভাবী, তুমি সংগ্রামী, বিরহের স্রোত পেরিয়ে তবু বিদ্রোহী, যৌবনের মিছিলে শ্লোগানের বজ্রধ্বনি।
- যদি কখনও কালো আকাশের কালো হয়ে, এলোমেলো কিছু একটা হাবিযাবি হয়ে, নীল বেদনায় নীল না হয়ে লাল হয়ে, তোমার জানালায় এক টুকরো আকাশ হয়ে, তোমার চাওয়া সেই হলুদ খামে নীল চিঠি নিয়ে, এসে যায় কখনও তোমার দেওয়া নাম নিয়ে, ফিরিয়ে দিও অজানায় ভিতু আমায়, ফিরিয়ে দিও এই তোমার না বলা এই কাপুরুষ চিত্ত মনকে।
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “কাপুরুষ” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।