নিঃস্ব নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on destitute in Bengali



সাধারণত আমরা নিঃস্ব বা অসহায় বলতে সেই ব্যক্তিকে বুঝি, যার অর্থ-সম্পদ নেই। দুনিয়াতে যে ব্যক্তি অর্থের অভাবে নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে না, সেই ব্যক্তি নিঃস্ব। তবে নিঃস্ব তাকেও বলা চলে যাদের হৃদয় এক অজানা শূন্যতায় ভোগে।

নিঃস্ব নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” নিঃস্ব “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

নিঃস্ব নিয়ে বাণী, Destitute sayings in Bangla

  • কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না, জীবনটা এত তুচ্ছ না।
  • আমাদের কিছুই নেই, অথচ সবটা সময় জুড়ে ভাবি – এই বুঝি নিঃস্ব হলাম!
  • তোমায় ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি, একটা মনই ছিল আমার কাছে, তাও তোমাকে দিয়ে দিলাম, এখন আর কিছু নেই আমার কাছে তোমায় দেওয়ার মতো।
  • তোমার ক্রোধকে দমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দেবে।
  • যারা মধ্যবিত্ত তাদের কাছে অর্থের প্রাচুর্য না থাকলেও পারিবারিক দিক থেকে তাদের মধ্যে ছোটো ছোটো আনন্দ উপভোগ করার মতো চিন্তা ধারণা থাকে, তবে যারা ধনী, তাদের কাছে অর্থের প্রাচুর্য থাকলেও নিজেদের মধ্যে আন্তরিকতার বড় অভাব, তারা ভালোবাসার দিক থেকে নিঃস্ব হয়।
  • রাত্রের আড়ালে নিঃস্ব এ অন্ধকারে, এই পৃথিবীর শেষ অবশিষ্টের ছাপ !!
  • আজ আমি আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করেছি, কিন্তুু তোমাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলছি। স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম, ভাবি নি আমায় ছাড়া তুমি বাঁচবে কি করে, আজ আমি আমার ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
  • কিছু কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, আমি তোমাকে বলেছিলাম। নিজের সমস্ত কথা খুচরো দরে তোমার কাছে বিক্রি করে দিয়ে নিজেকে করেছিলাম নিঃস্ব। তারপর তুমি কি করলে? সেই কথাদেরই অস্ত্র বানিয়ে আঘাত করলে হৃদয়ে।

আঘাত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Injury in Bengali

নিঃস্ব নিয়ে বাণী

নিঃস্ব নিয়ে ক্যাপশন, niswa nie caption

  • তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো। কিন্তু আজ আমি তোমাকে ছেড়ে নিঃস্ব। জীবন আমাকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছে। সেখান থেকে উঠতেও পারছি না, তোমাকে ভুলতে পারছিনা।
  • মানুষের জীবনে এমন কষ্ট আসে যা মানুষের জীবনকে আগুনে পোড়ার মতো ভয়ঙ্কর এবং তুচ্ছ করে দেয়, মানুষের জীবন থেকে সবকিছু কেড়ে নেয়। ঠিক তেমনি মানুষের জীবনে অনেক সময় এমনভাবে কষ্ট আসে যা কোনো ধনী মানুষকেও নিঃস্ব করে দেয়।
  • ভুল করে যদি ভালবেসে থাকো ক্ষমা করিও মোর অপরাধ, নিঃস্ব এ প্রাণে জেগেছিল কেন জানি তোমাকে ভালোবাসার সাধ।
  • কুয়াশা এঁকেছে দৃশ্য আমি আজ বড় নিঃস্ব, নিঠুর এ পৃথিবী দেখেছি আমি নরকের ছায়ায় আশ্রিত এ বিশ্ব।
  • নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
  • আমি চাই বেঁচে থাকার সবটা দিনে
    আমায় ভেবে তুই না কাঁদিস।
    আমি চাই তুই তুচ্ছতায় রেগে যাস,
    অকথ্য ভাষায় করিস নালিশ,
    আমি চাই তুই ঘৃণা করিস, যতটা পারিস দূরে থাকিস।
    আমি চাই তোর নিঃসঙ্গতা কাটুক নতুন চমকে,
    আমি নিঃস্ব থেকে নিঃস্ব হতে চাই তোর অমতে,
    আমি চাই তোকে ভালবেসেও যেন বলতে না পারি ভালবাসি।। প্রত্যাখ্যানে তোর হাসির ঝিলিক মিলিয়ে যাক, অশ্রু ধারার নোনা ভালবাসায়।

আদর্শ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Ideal in Bengali

নিঃস্ব নিয়ে ক্যাপশন

নিঃস্ব নিয়ে স্টেটাস, Best Bengali status on destitute

  • নিঃস্ব হলেই হতে হবে নিঃসঙ্গ 
    এ কেমন তত্ত্ব, মনে হয় রঙ্গ।
    একদম নিঃস্ব কী হতে পারে কেউ! 
    বলবে কি সমুদ্রে থাকবে না ঢেউ!
    নিঃস্ব কী ভিখারী সমাজের মাঝে! 
    নিঃস্ব হলেও কেউ মরে না তো লাজে।
    যাকে ভাবি নিঃস্ব, সেও বেঁচে থাকে 
    ধনীর মতনই সেও শ্বাস নিয়ে থাকে
  • শরীর তোকে শর্তহীন দিয়েই দিলাম, যা ইচ্ছে তাই কর,
    মাচায় তুলে রাখ বা মশলা মেখে খা,
    কী যায় আসে আমার তাতে, 
    কিছু কি আর আমার আছে!
    সেদিন থেকে আমার কিছু আমার নেই, 
    যেদিন থেকে মন পেলি তুই,
    সবই তোকে দিয়ে থুয়ে নিঃস্ব হয়ে মরে আছি।
    আমি তোর হাতের মুঠোয়, আমি তোর মনের ধুলোয়,
    গায়ে পায়ে শক্তি ছিল, নেই। 
    সবই তোর, তুই ঋদ্ধ ভগবান।
  • সম্মুখ ভুবন অন্ধ আমার
    সেথায়! শূন্য আলো শুধুই আঁধার,
    আপন আমায় ভাবে জঙ্গল
    পরের কাছে বড়ই অমঙ্গল।
    বসন্তের আছে সবুজ বিশ্ব
    গ্রীষ্ম-ও পায় পাকা শস্য,
    শুধু আমিই নিঃস্ব-আমিই নিঃস্ব
    আমার পৃথিবী পরো বিমর্ষ।
  • ফিরায়ে দিয়াছো মোরে, আবার নিঃস্ব করে।
    হৃদয় শিক্ত নয়, তাই বর্ষা নামিল জোরে।
    ভাঙিল স্বপন-ভিজিলো নয়ন,
    তোমরাও প্রেম-আমারি দহন।
  • অনেকটা দিন তো কাটিয়ে দিলাম হেসে খেলে,
    দীর্ঘ দিন পেরিয়ে আজ সন্ধ্যার কাছাকাছি
    একটা দিন তথা এক লম্বা সময় শেষ হতে চলেছে
    এই শেষ সময়ে নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে।
    হয়তবা আমি যোগ্য ছিলাম না, নয়তো বা
    অনেকটা ক্ষণ আমি ভুল পথে হেঁটেছি,
    সঠিক পথে হাঁটলে হয়ত আরো ভালো কিছু পেতাম।
  • আজ হাতের মুঠো দিলাম খুলে, 
    যা কিছু আছে তা নাও পড়ে নিঃস্ব হওয়ার এইতো সুযোগ,
    আছে এখন জমানো কিছু আবেগ 
    পথ টা যে আজ ব্যস্ত ভীষণ, পথ পাড়ি দিবো কখন !
    দিতে পারি হাতের রেখাও, যা আছে তা নিয়ে নাও 
    হাতের নাকি কমছে আয়ু, বইছে দেখো পশ্চিমা বায়ু 
    বুকের ভিতর মেঘের মতো অনেক ব্যাথা 
    জোনাক জ্বলা তারার সন্ধ্যায় হিসেব কষতে বসো না, 
    কষ্ট ছাড়া আর কিছুই পাবে না 
    যেমন করে হাওয়া বয়, রাতের পর ভোর হয়
    যেমন পাতা ঝরে, যেমন মানুষ মরে, সেই পথে যাও
    সব কিছু ছেড়ে আজ কবিতা পড়াও।
    চাইলে যা আছে সব নিয়ে নাও ।
  • ধনী, তুমি ভাবছো কি আর, হচ্ছো কেন ক্রুদ্ধ
    এই প্রশ্নের উত্তর দিতে বাক যে তোমার রুদ্ধ |
    জানি, তুমি দেবে না তো এই প্রশ্নের জবাব;
    দানের বদলে কোনোভাবে নেওয়াই তোমার স্বভাব ।
    জানি শোষক, জানি আমি তোমার প্রিয় কর্ম;
    গরীবেরই অল্প পুঁজি শোষণ করাই ধর্ম ।
    মাথার ‘পরে হাত বুলিয়ে ছল চাতুরির ফলে,
    নিঃস্ব করে গরীবেরে উঠছো তুমি ফুলে।
  • আজ নিজেকে বড় নিঃস্ব মনে হয়,
    এতটা সময় পরেও কারো সত্যিকারে অংশ হতে পারি নি, শুধু ছিল যান্ত্রিকতা, শুধু বিদ্বেষ নিয়ে গেলাম।
    আমি খুশী, মহাখুশী, আমি অধিকার দিয়েছি বিনা অধিকারে, আমি আমার দায়িত্ব পালন করেছি,
    আমি ত্যাগ করেছি, প্রাপ্তির আসা না করে,
    কেউ আঙ্গুল তুলে বলতে পারবেনা, তুমি স্বার্থপর,
    তুমি সংকীর্ণমনা, তুমি দায়িত্বজ্ঞানহীন।
নিঃস্ব নিয়ে স্টেটাস

শেষ কথা, Conclusion

 আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “নিঃস্ব” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts