অমানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on inhuman people in Bengali


অমানুষ বলে অন্য কোনো প্রজাতি নেই। যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানের অভাব, যাদের মধ্যে মানবিক কোনো গুণ দেখা যায় না তাকেই আমরা সাধারণত অমানুষ বলে থাকি। ব্যাপক ভাবে বলতে গেলে এমন কোনো মানুষ যে আরেক মানুষকে কষ্ট দিচ্ছে, বিবেক বুদ্ধি না খাটিয়ে বরং স্বেচ্ছাচারিতা দেখিয়ে মানুষের অধিকার হরণ করে নিচ্ছে, তারাই হল আমানুষ। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” অমানুষ ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব।

অমানুষ নিয়ে উক্তি
Pin it

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

অমানুষ নিয়ে ক্যাপশন, omanush nie caption

  • মানুষ হয়ে ওঠার রাস্তায় চলতে চলতে কখন যে অমানুষ হয়ে উঠেছি টের পাইনি ৷
  • আমি মানুষ বা অমানুষ, বা মানুষ অমানুষের মাঝামাঝি ! হয় তো পুরোনো খামের ভাঁজে পড়ে থাকা ধুলো, কখনো আবার সেই চিঠির নির্বাক ভালোবাসা বা কোন প্রাণহীনের চঞ্চলতা।
  • অমানুষের মধ্যে থেকেও যদি তুমি তোমার মানবিকতা না হারাও, তবে তুমিই প্রকৃত মানব।
  • দারিদ্রতা মানুষকে অর্ধমানব করে তোলে , আর অতিরিক্ত সম্পদ মানুষকে অমানুষ করে তোলে ।
  • যে সমাজে অমানুষের সংখ্যা বেশি সেখানে একজন সৎ ও মানবিকতা সম্পন্ন মানুষ বেশিদিন মানুষ হয়ে থাকতে পারবে না। 
  • দেখতে দেখতে আমি কবে যেন অমানুষদের ভিড়ে হারিয়ে গেছি। এখন তো নিজের মধ্যে থেকে মানবিকতা বোধ টেনে বের করতে অনেক কষ্ট হচ্ছে।
  • যাদের আমরা খারাপ মানুষ হিসেবে চিনি, তারা তো এমনিই মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু একজন অতিরিক্ত ভালো মানুষ যখন কারো সাথে খারাপ ব্যবহার করে তখন তার মধ্যেকার অমানুষ এর অমানবিকতা প্রকাশ পায়।
  • মানুষের মধ্যে থাকা দুর্নীতি তথা কুমানসিকতার প্রকাশ পায় তাদের অমানবিক আচরণ এর মধ্য দিয়ে, আর এই আচরণের জন্যই তারা অমানুষ হিসেবে গণ্য হয়।
  • মানুষ হিসেবে জন্মে কি লাভ যদি আচরণ অমানুষের মতই থাকে।
অমানুষ নিয়ে ক্যাপশন
Pin it

অমানুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রতারণা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অমানুষ নিয়ে স্টেটাস, Best sayings on inhuman people in Bangla

  • যেখানেই অমানবিক কার্যকলাপ চোখে পড়ে, সেখানেই বাধা দান করুন। সমাজ থেকে অমানুষ নির্মূল করার এটাই সঠিক পথ।
  • সকল স্থানে গিয়ে যদি অমানুষের মত আচরণ করো, তবে তো সবাই তোমাকে ঘৃণা করবে, তাই সর্বদা নিজের মধ্যে মানবিকতার ভাব বজায় রাখতে হবে।
  • একটা মানুষের অতিরিক্ত খারাপ আচরণ অমানুষ হয়ে ওঠার প্রতীক।
  • মানুষ যে কোনো কিছুই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পেয়ে অমানুষ হয়ে ওঠে।
  • ঘরের ভেতর সারাদিন বসে থাকলে সমাজে ছড়িয়ে থাকা অমানুষদের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। কিন্তু সারাদিন তো ঘরে থাকাও সম্ভব না।
  • সৃষ্টির সেরা জীব নাকি মানুষ ! কিন্তু আজ এই মানুষই সভ্যতার বিবর্তনের সাথে অমানুষে পরিণত হয়েছে। এখনকার সময়ে আমাদের চারিদিকে যেন মানুষের চেয়ে অমানুষের ছড়াছড়ি বেশি।
  • অহংকারের বশে মানুষ অমানুষে পরিণত হয়, কিন্তু তারা ভুলে যায় যে অহংকার পতনের মূল।
  • দুর্ভাগ্যের প্রতি উদাসীনতা মানুষকে অমানুষ করে তোলে।
  • প্রত্যেকটা মানুষের মাঝে একটা অমানুষ থেকে থাকে, যা পরিস্থিতির ভিত্তিতে মানুষের মধ্যে জেগে ওঠে।
  • আমি মানুষ দেখলেই বুঝে ফেলি, সে মানুষ না অমানুষ। যারা অমানুষ ওদের হাসিতে কুটিলতা দেখা যায়।
অমানুষ নিয়ে স্টেটাস
Pin it

অমানুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শত্রু নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অমানুষ নিয়ে সেরা উক্তি, Best Bengali lines on inhuman people

অমানুষ নিয়ে সেরা উক্তি
Pin it
  • মানুষকে কিভাবে মানুষ হতে হবে সেটা না শিখিয়ে বরং একটা মানুষকে এটা শেখানো উচিত যে অমানুষ হওয়া থেকে কিভাবে বিরত থাকা যায়।
  • যারা মানবিক কারণে যুদ্ধের পথে চলেছেন তারা অবশ্যই ঘৃণা ও অমানুষের পথে চলছেন। 
  • একটা মানুষের কাছে সত্যিকারের ভালোবাসা থেকে তার স্বার্থের মূল্য অনেক বেশি, কারণ অন্তর থেকে সেও অমানুষ।
  • আজকাল অমানবিক কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, দিনে দিনে সমাজের এক একটা লোক যেন অমানুষ হয়ে উঠছে।
  • তোমাদের ব্যঙ্গ্যোক্তিগুলোতে আজ আর্ আমার কর্ণজ্বালা হয়না।আমি অনেক প্রয়াসের দ্বারা এখন বাস্তবিকভাবেই অমানুষ হওয়ার মার্গ পেয়েছি! তোমাদের অবহেলা আর তাচ্ছিল্যগুলো তাই আজ আর আমার হৃদয়-চক্ষে গোচর হয়না।
  • যদি মানুষ রুপী অমানুষগুলো দুঃখ দেয় তোমার বুকে, যদি মানুষ রুপী অমানুষগুলো শোক দেয় বুকের ক্ষতে, সেই শোক – কষ্ট ভুলে গিয়ে, দুঃখগুলো দূরে ঠেলে – -এসো মানুষের তরে বাঁচি আমরা, অমানুষগুলোকে করি ঘৃণা ।
  • মানুষ রূপী অমানুষ ঘুরে বেড়ায় কত, এমন মানুষ দুনিয়াতে আছে শত শত।বিবেকের ঘরে তালা দিয়ে রয়েছে ঘুমিয়ে, মানবিকতা ইচ্ছা করেই তারা দিয়েছে হারিয়ে।তাদের জন্যই দুনিয়াটা ধ্বংসের মুখে প্রায়, তাদের মধ্যে ক’জন সেই খবর নেয়।দুনিয়াকে বাঁচিয়ে রাখতে করতে হবে আগে, অমানুষের সকল দল উঠুক সবাই জেগে।
  • আমি এখানে ওখানে কান পাতিনা, ইতি উতি ঘুরে বেড়াই শুধু, আমি অমানুষ তাই মানুষের সাথে মিশিনা।
  • ভাগ্যবানদের জোটে বিলাসী মিডিয়ার শোরগোল, কতিপয় নাগরিকের শ্লোগান মুখর প্রতিবাদ,শোকবার্তা।বেশিরভাগই হারিয়ে যায়, হারিয়ে যেতে থাকে, মানবতাবোধের আড়ালে কতিপয় নগ্ন চালে।হাত পা চোখ মুখ চিবুক দেহ জীবন জীবিকা, এক হলেও কেউ কেউ হয়ে ওঠে মানুষ, অন্যরা কীট, কাক কাকের গোস্ত না খেলেও আমরা খাই, আমরা মানুষ, আমরাই অমানুষ, আমরাই শ্রেষ্ঠ জীব।

অমানুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অভাগা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অমানুষ নিয়ে সেরা উক্তি
Pin it

অমানুষ নিয়ে কবিতা, Meaningful poems on inhuman people

অমানুষ নিয়ে কবিতা 1
Pin it
  • হাত-পা থাকলেই হয় কি মানুষ! গুণ যদি না থাকে, বিবেক-চৈতন্য ভাই থাকলে তবে মানুষ বলি তাকে।মানুষ নামে করে যারা করে পশুর মত আচরণ, মানুষ বলে নয় যে গণ্য পশুর মত করে বিচরণ।মানুষ ও নয়, পশু-ও নয়, তারা যে জীব ঘৃণ্য, মানুষ মনে পাবে না ঠাঁই কোন দিনের জন্য।মানুষ যারা মানব কল্যাণ তাঁদের জীবন ব্রত, সত্যম শিবম সুন্দরমের সাধনা-ই চরম সত্য।
  • আমি নতজানু হয়ে ক্ষমা চাই, ক্ষমা করো, ক্ষমা করো আমায়, নিঃশ্বাসে-বিশ্বাসে-আশঙ্কার মাঝে, বিধি, আমাকেও অমানুষ করে দাও।
  • আমি যন্ত্র কিংবা মানব রোবট হতে চাই না যাকে নিয়ে খেলবে তোমরা, আমি বরং রয়ে যাবো প্রস্তর যুগে পাহাড়ের গুহায় হোক আমার বসবাস, সভ্যতার বাহিরে আমি না হয় গুহাবাসী রয়ে গেলাম।আমি না হয় অমানুষই রয়ে গেলাম।
  • মানুষের কাছে মানুষ বড় শয়তানের কাছে স্বার্থ, অমানুষ যদি হও স্বভাবে তবে মানব জনম ব্যর্থ।
  • কর্মে হও সৎ নিষ্ঠাবান ধর্মের বড়াই করোনা, সবার আগে মানুষ হও অমানুষ হয়ে মরোনা।শুধু রক্ত মাংস থাকলেই যদি মানুষ হওয়া যেতো, তাহলে তো পশুরা আমার চেয়েও বড় মানুষ হতো  যদি না থাকে আমার মধ্যে মনুষ্যত্ব, আমি মানুষ নই, আমি মানুষরূপী অমানুষ।
  • আমি জানোয়ার, রক্ত খেকো প্রাণী- মানি-না কোন বাঁধা, আমি চিরশত্রু মানবের।বড়ই অমানুষ আমি, আমার কাছে নেই কোন ভেদ, আত্মীয়ে-অনাত্মীয়ে। আমি পাষাণমূর্তি, দয়াহীন কাপুরুষ।
অমানুষ নিয়ে কবিতা
Pin it

শেষ কথা, Conclusion 

আমরা মানুষ, আমাদের মাঝে বিবেক-বুদ্ধি, মানবিকতা, ন্যায়পরায়ণতা, ইত্যাদি মানবিক গুণ বর্তমান, কিন্তু যখন আমরা এইসব কিছু ত্যাগ করে বিপরীতধর্মী আচরণ করতে শুরু করি, তখন আমরা নিজের অজান্তেই অমানুষ হয়ে যাই।

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা ” অমানুষ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।


Recent Posts

link to আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবস (International Epilepsy Day) প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়...