আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” পুরুষ “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

পুরুষ নিয়ে ক্যাপশন, Purush nie caption
- আমি তোমার প্রথম পুরুষ হবো বলে, প্রতিটা মুহুর্ত চোখে আঁকড়ে রেখেছিলাম, তার থেকে বেশি ভালোবাসি বলে, তোমায় স্বাধীনতা পাঠিয়েছিলাম।
- পুরুষ নির্যাতিত হয় মনের দিক থেকে আর নারী শরীরে।
- যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করতে পারবে।
- মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী সঠিক হয়।
- যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত সে –সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয়, সে নিতান্ত নিরীহ।
- পুরুষ মানেই যে তাদের চোখে কামমিশ্রিত পশুত্ব থাকে এমনটা নয়, সবাই একরকমের চিন্তা ধারার মধ্যে আবদ্ধ নয়।
- পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে।
- পুরুষ মানুষ কাজ করে, তারপর চিন্তা করে, আর মহিলারা সবকিছু অনুভব করে, বুঝে শুনে তারপর কাজ করে।
- যে পুরুষ কখনাে দুঃখ কষ্ট ভােগ করেনি, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় হয় না, কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তুলে।
- একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের উপায় খুঁজতে থাকে, আর একজন মহিলা সেই উপার্জন দিয়ে সংসার সামলানোর চিন্তা নিয়ে ব্যস্ত থাকে।
- সবচেয়ে সুখী মহিলা তো তারাই হয় যারা বিচক্ষণ পুরুষদের বিয়ে করেছে।
- পুরুষরা তাদের একঘেয়েমি, মানসিক সংঘাত এবং শারীরিক রোগে মারা যায়; তারা কখনোই কঠোর পরিশ্রম করে মারা যায় না।
- যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গর্ব করতে পারে।
- যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে।
- কোনো কালেই একা হয়নি কো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী।
- বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে।
- বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে। কিন্তু খুঁজে দেখলে বোঝা যায় যে বিবাহিত পুরুষদেরই মরার ইচ্ছা বেশি হয়।
- একজন নির্বোধ নারীও বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে, কিন্তু কোনো নির্বোধ পুরুষকে সামলাতে প্রয়োজন হয় একজন বুদ্ধিমতী নারী।

পুরুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মানবধর্ম নিয়ে সেরা উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পুরুষ নিয়ে স্টেটাস, Best Bengali status about Man
- বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের মুখেই কোনো নারীর শরীর নিয়ে বেশি গল্প শোনা যায়।
- পুরুষদের জীবন অনেক দুঃখের হয়, দেখতে গেলে মেয়েদের চাইতে তাদের সমস্যাও অনেক বেশি।
- পুরুষেরা নারীকে দেবী বলে স্তুতি করে, কেননা তাদের অন্তর্ধান ঘটলে নারী শুকিয়ে মরতে রাজি থাকে। কিন্তু পুরুষদের ভুলেও কখনো কেউ দেবতা বলে না, কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করে নিতে তারা সর্বদা প্রস্তুত।
- সেই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ দুর্বার হয়, যার প্রতি অন্য মেয়েরাও আকর্ষণ বোধ করে।
- পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো, যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।
- পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা।
- নারীর হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে পৌঁছে গেলে সব পুরুষই নিজেকে হারিয়ে ফেলে।
- মেয়েরা তাত্ত্বিক থাকে কোনো পুরুষের সংসর্গ পাওয়ার ঠিক আগে অবধি। পুরুষেরা তাত্ত্বিক হয় নারী সংসর্গ পাওয়ার পরে।
- পুরুষ মানুষ বিরাট মহীরুহের মতো, আপন কাণ্ডের উপর আপনি দাঁড়িয়ে থাকতে চায় সমুন্নত।
- পুরুষের যত অর্থ, যত গুণই থাক, মেয়েদের মনকে জয় করতে শরীরেরও প্রয়োজন।
- বোকা পুরুষেরা একে অপরের কথায় তর্ক বাঁধায়, কিন্তু জ্ঞানী-পুরুষরা একমত হয়ে এগিয়ে চলে যায়।

পুরুষ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মনুষ্যত্ব নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পুরুষ নিয়ে সুন্দর লাইন, Wonderful sayings about men in Bangla
- ” স্ত্রীলোকের উপর যেমন কঠিন শাসন থাকে সারাজীবন, পুরুষের উপর তেমন কিছু নেই। ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হন।”
- একটা সুন্দরী মেয়েকে পাওয়ার আশা একজন পুরুষের কাছে স্বর্গলাভ করার মত বলে মনে হয়, কিন্তু যখন তাকে পেয়ে যায় তখন তার বিপরীত হয়ে যায়। আকর্ষণটা বিকর্ষণ হিসেবে কাজ করতে শুরু করে।
- বন্ধনের মধ্যে জন্ম হলেও নারী পুরুষ স্বাধীন প্রাণীরূপে সৃষ্ট হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে পুরুষের স্বাধীনতা বজায় থাকলেই মেয়েরা কখনোই স্বাধীন থাকতে পারে না।
- প্রেম হলো এমন এক জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে। আর নারী হলো এমন এক জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারে।
- তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই করো, মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে। চোখের জল আর ধৈর্য্য ছাড়া আর কিছু সম্বল নেই তাদের।
- ন্যাকা কান্না আর মিয়ানো গীত তোমাতে পায়না শোভা, পুরুষ মানে যার বুকের ভেতর আগুন জ্বলবে দাউদাউ, এ আগুন হিংসার নয়, এ আগুন ঈর্ষার নয়,এ আগুন নয় কামের; এ আগুন অন্ধকারে চলার আলো, এ আগুন ঘাম ঝরানোর উত্তাপ, এ আগুন যা মুছে ফেলে হাজার বছরের অভিশাপ।
- পুরুষ তুমি বলবীর তুমি স্বকীয়তায় মহান,
- তোমার পরশে নারী কেপেঁছে, হয়েছে অম্লান, ধরণী জেগেছে প্রজন্ম ছড়িয়েছে, নারীকে করেছো মহিয়সী, তোমার কারণেই নারী কলংকিনী কখনো বা সে প্রেয়সী। তোমার চরণে নারী সঁপে সুখ, ঐশ্বর্য, অনাকাঙ্ক্ষিত ভবিতব্য, তোমার আশ্রয়ে নারীর চেতনা বিকশিত নারী হয়ে উঠে কবির কাব্য।
- পুরুষ মানে যে অফুরন্ত, যার কোনো শেষ নাই। পুরুষ মানে যার মনের মধ্যে উৎসাহ অদম্য, পুরুষ মানে যে নিরাশায় দেখে আশা, পুরুষ মানে যে ছাইভস্ম হতে জন্মায় বারবার, পুরুষ মানে কালপুরুষ, পুরুষ মানে লড়তে ভালবাসা।
- বিসর্জিত ভালোবাসার সৈনিক তুমি, অট্টহাসির নাটকে তুমিই শুধু নায়ক, তুমিই পুরুষ, তুমিই সংগ্রামী। তুমি পুরুষ, মাদকাসক্ত নও, নও কোন তাসের টেক্কা, তুমি পুরুষ, তুমি মরদ, তুমিই মেরুদ, তুমিই জগৎ, দেশ উন্নয়নের শেষ ভরসা!
- পুরুষ আমি জগৎ বিজয়ী স্রষ্টার পালোয়ান, মনে-প্রাণে করেছ আমায় সব থেকে বলিয়ান।আমার গতরে ঘামের গন্ধ, চরণে ধূলার দাগ, আমারও আছে প্রেম ভরা বুক মন ভরা অনুরাগ। আমিই এনেছি যুগ-যুগ ধরে বার-বার স্বাধীনতা, আমিই হয়েছি বহুকাল ধরে কতো না জাতির পিতা। আমার কবরে অথবা চিতায় অঝরে পড়েছে ফুল, আমিই ছিলাম রবীন্দ্রনাথ বিদ্রহী নজরুল।
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “পুরুষ” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।