অলংকার নিয়ে  উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on ornaments in Bengali 



আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” অলংকার ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

অলংকার নিয়ে  উক্তি

অলংকার নিয়ে ক্যাপশন, Olonkar nie caption

অলংকার নিয়ে ক্যাপশন
  • আমায় খুশি করতে তোমাকে কোনো দামী অলংকার নিয়ে আসতে হবে না, তুমি যদি একটা গোলাপ নিয়ে এসে আমার খোঁপায় গুঁজে দাও, আমি তাতেই অনেক খুশি।
  • আগেকার সময়ে রাজবংশের রাণী ও রাজকুমারীরা নানা অলংকারে ভূষিতা হয়ে সারাদিন সেজে- গুজে থাকতেন, এখন আর এসব দেখা যায় না।
  • আমি মাঝে মাঝে ভাবি মেয়েরা বিয়ের দিন এত সব অলংকার পরে অনেকটা সময় একই ভাবে কি করে বসে থাকে ! 
  • যেকোনো কবিতাকে অর্থবোধক করতে সাহায্য করে সার্থক পদক্রম আর শারীরিক ও আত্মিক সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে ছন্দ ও অলংকার।
  • কিছু কিছু মেয়েদের খুব বেশি সাজতে হয় না, বিভিন্ন প্রসাধনী সামগ্রী বা ভারী অলংকার না পরে বরং শুধু কপালে ছোট্ট কালো টিপ ও ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নিলেও খুব ভালো লাগে।
  • সৌন্দর্য বৃদ্ধিতে ও সাজে অলংকারের প্রাধান্য হাজার বছর আগে যেমন ছিল,  আজও ঠিক তেমন আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু পরিবর্তন এসেছে এর রং, নকশা, ও উপাদানের। 
  • গহনা ছাড়া নারীর সাজ সম্পূর্ণ হয় না। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক।
  • তোমাকে অনেকগুলো অলংকার পরিধান করে সেজে থাকতে হবে না, তুমি যদি কোনো ফুলের মালা লাগিয়েও আসো তবেও তোমায় দেখতে অনেক ভালো লাগবে, আমার চোখে তুমি সাধারণ সাজেই বেশি সুন্দর।
  • অলংকার এর প্রতি মানুষের চাহিদা এবং আকর্ষণ সৃষ্টির আদিকাল থেকেই রয়েছে, বিশেষ করে নারীরা অলংকার পরিধান করা খুবই পছন্দ করেন। পূর্বকালীন সময় থেকেই নারী তথা পুরুষের শরীরের বিভিন্ন অঙ্গের জন্য পৃথক ধরনের গহনা ব্যবহার করা হয়, তবে নারীদের ক্ষেত্রেই ভিন্নতা বেশি দেখা যায়। 
  • আগেকার সময়ের রাণী বা রাজকুমারীরা সবসময় ভারী অলংকার পরিধান করে থাকতো, আর এখনকার সময়ে মেয়েদের কাছে একটা হালকা কানের দুলও অনেক ভারী বলে মনে হয়।
অলংকার ক্যাপশন

অলংকার নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চুড়ি নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অলংকার নিয়ে স্টেটাস, Best Bengali status on ornaments

অলংকার নিয়ে স্টেটাস
  • আমি সবসময় এমন সব অলংকার পরতে পছন্দ করি যেগুলোর নকশা অনন্য হয়, প্রয়োজনে আমি নিজেই নকশা তৈরি করে দিয়ে দেই দোকানদারের কাছে।
  • আমার যা সব অলংকার আছে তা আমার মেয়ে বড় হয়ে গেলে ওকেই দিয়ে দেবো, জানি ওর হয়তো ওইসব গয়না ভালো লাগবে না, তাও যদি সে আমার স্মৃতি মনে করেই সেগুলো নিজের কাছে রেখে দেয় তাও আমার জন্য যথেষ্ট হবে।
  • অনেক উৎসব অনুষ্ঠানগুলোতে নিজেদের সাজগোজের অংশ হিসেবে মেয়েরা আলতা ব্যবহার করে। নিজেদের হাত বা পা রাঙাতে আলতার ব্যবহার অনেক আগে থেকে চলে আসছে। মেয়েদের সাজের ক্ষেত্রে আলতাও এক অলংকার স্বরূপ।
  • নব বধূদের নাকি অলংকারে সুসজ্জিত হয়ে থাকলেই বেশি মানায়, আগেকার সময়ে নতুন বউকে নতুন শাড়ি, গয়না ইত্যাদি রোজ পরে থাকতে হতো, কিন্তু এখনকার সময়ে আর এসবের বালাই নেই, আজকাল মেয়েরা বিয়ের পর দিন থেকেই খুব সাধারণ ভাবেই সাজগোজ করে থাকতে শুরু করে, তেমনভাবে গহনায় সুসজ্জিত হয়ে থাকে না।
  • সাহিত্যে ছন্দ ও অলংকার একজন সুস্থ মানুষের পরিধানযোগ্য বস্ত্রের মতো।
  • আমাদের দেশ বড় বিচিত্র, অলংকারের সাথে নারীর সৌন্দর্যের তুলনা করে।
  • একজন স্ত্রীর সর্বশ্রেষ্ঠ অলংকার তার স্বামী।
  • হাজারো অলংকার-কে হার মানায় এক চিলতে সিঁদুর শাখা পলা।
  • গাছের অলংকার যেমন ফুল হয়, তেমনই আমার অলংকার হলে তুমি ।
  • তুমি যখন আবার দেখা করতে আসবে আমার সাথে, তখন বনফুলের অলংকার নিয়ে এসো, সেগুলো দিয়ে সেজে গুজে দূরে কোথাও ঘুরতে যাব তোমার সাথে।
  • লজ্জা মেয়েদের ভূষণ, হাসি মেয়েদের অলংকার।
  • তোমার দেওয়া অলংকার আমি আজও যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে, মাঝে মাঝে সেগুলো পরে বসে থাকি আর স্মৃতিতে ভেসে চলে যাই সেই পুরোনো দিনগুলোতে।
  • তোমার অলংকার তোমার নির্মলতা, তোমার অলংকার তোমার বাক্য শালীনতা।
  • আমি কোনো স্বর্ণালংকারে নয় বরং তোমার দুই বাহুর অলংকারে সুসজ্জিত হতে চাই, আবার দেখা হলে দুই বাহু ডোরে বেঁধে বুকে জড়িয়ে নিও আমায়।
  • কিছু কিছু মেয়েরা স্বর্ণালংকারে নয় বরং কাঁচের রঙিন চুরি পরার মধ্য দিয়েই আনন্দ খুঁজে পায়।
অলংকার নিয়ে স্টেটাস 2

অলংকার নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শাড়ি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অলংকার নিয়ে কবিতা, Bangla poems on Ornaments

অলংকার নিয়ে কবিতা
  • বালিকা, যদি তোমার গায়ের বেনারসী হতে দাও-আমি তোমার গায়ের বেনারসী হয়ে, নিঙ্গড়িয়ে থাকবো তোমার সারাটা শরীর জুড়ে। বালিকা, যদি ভালবাসার সুযোগ দাও, তবে তোমার সর্বাঙ্গের অলংকার হয়ে আমার অলংকৃত ভালবাসায় রাখবো মিশিয়ে।
  • আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার, তোমার কাছে রাখে নি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে পড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার।
  • চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, তোমার বুকে শোভা পাবে আমার দুখের অলংকার। ধন ধান্য তোমারি ধন, দিতে চাও তো দিয়ো আমায়, নিতে চাও তো লও। দুঃখ আমার ঘরের জিনিস,খাঁটি রতন তুই তো চিনিস–তোর প্রসাদ দিয়ে তারে কিনিস, এ মোর অহংকার।
  • এমনি অলংকার কোনদিন কারো গলায় শোভা পাইল না হায়রে হায় গয়না, কেউ তো তারে নেয় না, মানুষের হাটে সে তো বিক্রি হইল না~ হায়রে কপাল মন্দ।
  • তোমার ঝুমকো কানের দুল, মন কাড়ে আমার সারাক্ষণ, চুলের কাছ ঘেষে নাচে তারা, আমার অগোছালো মন দোলে, তোমার রূপে আমার কাজ হয় সারা।
  • সোনার অলংকার পোরো না, তুমি ফুলের গয়নাতে সেজো, তুমিতো নিজেই রূপের অলংকার, খুঁজে তা দেখনি আজও, আমি রং-তুলি দিয়ে তোমার রূপের একটি রঙিন ছবি আঁকব, খুব কাছে এসে বসব, মনের জানালাটা খুলে রেখো, দখিনা হাওয়া হয়ে আসব
  • তোমার ব্যাথায় ঝরে যে ফুল, গায়না পাখি গান, তোমার সুখে ফাগুন সাজে নদীর কলতান, মিলনমালার বাধন তুমি, আমার সাধের অলংকার, তুমি যে শুধু আমার, সুখে দুখে জনম জনম।
  • করবো না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার, তোমার মতো আমি হবো, তোমার কাছে নত হবো। করলে পাপের প্রতিকার, দিলে আমায় সকল অধিকার, তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো।
  • যেমন পোদ্দারে সোনা পিটাইয়া, আগুনে পোড়াইয়া কি সুন্দর করিয়া দেখ বানায় অলংকার। দুধে মাখন থাকে, কেউ নাহি দেখে  মন্থনের পাকে ভাসে সাড়াম্বার। কৌশলে না জানিলে, কি হইবে ঘুরাইলে, বিফলে যাইবে জনম তোমার।।
  • আমি সাগরেরও নীল নয়নে মেখেছি, ঐ চৈতালী রাতে ফুল কঙ্কন পরেছি দখিন হাতে।।বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর কণ্ঠে পরেছি গানের অলংকার, অঙ্গ ভরেছি তোমার প্রেমের অপরূপ তন্দ্রাতে।।
  • রূপশালী ওই অঙ্গখানি, গয়না শাড়ীর ভাঁজে, আয়না খানা সামনে নিয়ে দেখছ কত সাজে। সত্যি করে বল কন্যে! সবার যেমন লাগে, তোমার কাছে লাগে কি তার হাজার ভাগের ভাগে?
অলংকার নিয়ে কবিতা 2

শেষ কথা, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “অলংকার” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts