পিছুটান হল পরিত্যক্ত কোনো বিষয় বা বস্তুর প্রতি মায়া ও ভালবাসার আকর্ষণ। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” পিছুটান “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
পিছুটান নিয়ে ক্যাপশন, Pichutaan niye caption
- পিছুটান তোমার কাছে ফিরে নিয়ে এসেছে আমায়, ভাবিনি তুমিও যে সেই একইভাবে আছো, যেভাবে তোমায় ফেলে গিয়েছিলাম।
- অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার পিছুটানে আবার ফিরে আসতে বাধ্য হয়েছি তোমার কাছেই।
- সম্পর্কও তো কবেই শেষ হয়ে গেছে, রয়ে গেছে শুধু পিছুটান, যা বার বার এই শহরমুখী করে আমাকে।
- তোমার কাছে পাওয়া যন্ত্রণাগুলো আনন্দের ছিলো, তাই এখনও টানে পিছুটান, কিন্তু আমি ভুলিনি সে যন্ত্রণা দশা, তাই সংযত হয়ে বর্তমানেই করি অবস্থান।
- পিছুটান গুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল যেন, ভয় ছিল স্মৃতি গুলো মুছতে পারব কী না। তবে সে চেষ্টা আজ আর করি না, বারবার ব্যর্থ হয়েছি এতে।
- ছেলেবেলার সময় থেকে হয়তো অনেকটা এগিয়ে চলে এসেছি, কিন্তু সেই দিনগুলোর স্মৃতিতেই যেন আজও ডুবে আছে আমার মন, সেই চিন্তাহীন শান্তির দিনগুলোর পিছুটানে আবার ফিরে যেতে ইচ্ছে হয় শৈশবে।
- চোখ বন্ধ করলেই যদি তাকে ছোঁয়া যায়, তাহলে পিছুটান কেন এতো গুমরে খায়?
- চেয়েছি লিখতে প্রেমের উপন্যাস, কাগজের অভাবে যা ছোঁয়নি উপসংহার, তাই হেঁটেছি আবার সম্মুখে, বাধা দেওয়ার জন্য ছিলনা কোনো পিছুটান ৷
- আমি যখনই সামনের দিকে এগিয়ে যাই, তোমার পিছুটান আমায় বার বার পিছিয়ে নিয়ে আসে।
- কিছু কিছু সম্পর্ক কোনোদিন পায়না শেষ পরিণতি। কিছু কিছু ফেলে আসা পিছুটান কেমন জানি ভীষণ রকম মায়াবী।
- সম্পর্কের টানাপোড়নে আজ সমাপ্তি ঘটেছে ভালোবাসার, তবু কেন জানি পিছুটানটা থেকেই গেছে।
- উঠোন ছেয়ে ইচ্ছেলতা, অবুঝ মায়ার টান, বৃষ্টিচোখে লেখা থাকে, হাজার পিছুটান!
- চাইলেই সব হিসেব মিটিয়ে দেওয়া যায় না, কিছু পিছুটান অসম্পূর্ণ থাকার জন্যই তৈরী হয়।
- সম্পর্কে বিচ্ছেদের পরও যদি পিছুটান থেকে যায়, তবে বুঝে নিও অভিযোগের অগোচরে ভালোবাসা রয়ে গেছে মনের অন্তরে।
- ইচ্ছে থাকলেই ভালোবাসা যায় একে অপরকে সব কিছু ভুলে, ইচ্ছে থাকলেই এগিয়ে যাওয়া যায় সব পিছুটান পিছনে ফেলে।
পিছুটান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বন্ধুদের স্মৃতি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পিছুটান নিয়ে স্টেটাস, Best Bengali status on Push back
- তোমার স্মৃতির পিছুটান আমায় ছেড়ে যেতে চায় না, কিন্তু আমি যে আর এখানে থাকতে পারবো না ! আমাকে তো নিজের স্বপ্ন পূরণ করতে যেতেই হবে ওই মহাশূন্যে, সূর্য তারা আমি আরো কাছ থেকে দেখতে চাই।
- আমি মন থেকে সংসারের সকল মোহ ত্যাগ করে দিচ্ছি, এগিয়ে চলার পথে কোনো পিছুটান যেন আমায় বাধা না দেয়।
- আমি জীবনে এগিয়ে যেতে চাই, আকাশে উড়ে বেড়াতে চাই, আমার সকল স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু মাঝে মাঝে ভয় হয় কোথাও কোনো পিছুটানে যেন আটকে না যাই।
- পিছুটান আজ অবহেলিত, জীবনও নিয়েছে নতুন বাঁক, স্মৃতি আগলে মনটা না হয় অগোছালো হয়েই থাক।
- তোমার পিছুটান আমি এখনও একই জায়গায় আটকে আছি, আমার মন নতুনের পথে না গিয়ে বরং ফিরে যেতে চায় তোমায় ঘেরা স্মৃতির পাতায়।
- পিছুটান সম্পর্কে আমি পূর্বেই অনেক গল্প শুনেছিলাম, কিন্তু আজ প্রথমবার তা অনুভব করছি।
- পছন্দের কোনো ব্যক্তির প্রতি পিছুটান অনেক সময় আমাদেরকে নিজের জীবনে এগিয়ে যেতে বাধা দেয়, এই পিছুটানে ফিরে না দেখে বরং নতুনের দিকে এগিয়ে যাওয়াই ভালো।
- জীবনের কত অলি-গলি ঘুরে ক্লান্ত শরীর, বিষাদ মনে বেলা পড়া কোন রাস্তার মোড়ে অবেলায় হাতছানি দিয়ে পিছুটান; আবেগ গুলোও বেগ পায় হয়ে সুখের অবসান ।
- তুমি যদি আমার হতে চাও, তবে সব পিছুটান ফেলে আসতে হবে ! আমার মানে আমারই, অন্য কারো বিন্দুমাত্র না!
পিছুটান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অতীত নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পিছুটান নিয়ে কবিতা, Pichhutan niye kobita
- জীবনের পথে এগিয়ে যাওয়াই শ্রেয়, কিসের জন্য শুধু অনন্ত প্রতীক্ষা ? পিছুটান রেখে কি লাভ? চোখের সামনে বৃহত্তর সমাজ।আমার জন্য কেনই বা শুধু শুধু পড়ে থাকবি আজ ! আমিতো কোনো আলাদা কিছু নই। ভালো ! খুব সহজেই তা বুঝে গেছিস তুই, তাইতো, একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েও আমাকে ফেলে চলে গেলি একা ।
- যতই বলি আমার কোন পিছুটান নেই, কিন্তু পিছুটান টের পাই বলেই বার বার অস্বীকার করে নিজের গত্যন্তর ঘটাতে চাই । জান্তব অনুভূতির নীরজা হয়ে ঠায় আর কতদিন ? তবু বারবার আঁকড়ে ধর কেন, আমি যে ত্রস্ত হই, বোঝো না !!!
- কতো বর্ষা গেছে, কতো বসন্ত গেছে চলে, শুধু আমার এইমন ভেজেনি, সাজেনি কোন ফুলে! এরপর কতো প্রতিশ্রুতি, কতো চাওয়া আর না পাওয়া, সবকিছুর ভীড়ে তবু আজও পিছুডাকে, সেদিনের সেই অবুঝ ছেলেবেলা!
- আড়ালে হারিয়ে বলো কী পেয়েছ পিছনে অতীত ফেলে? অভিমান ভুলে সেই তো আবার পিছনেই ফিরে এলে!! সুখের স্মৃতিরা গোপনে হারিয়ে এভাবেই পিছু ডাকে, হারানো পথের বাঁকে বাঁকে তার আহবান লেখা থাকে। পিছুটানে সেই পথে আনবেই জোনাকিরা আলো জ্বেলে।।
- পিছুটানের কোনো উচ্চারণ নেই, এ এক নীরব ভাষা,নীরব ঘাতক। অদৃশ্য এক অস্তিত্বের সাথে পেরে ওঠা না ওঠার খেলা।খানিক দ্বিধান্বিত সময়ে হাজারো প্রশ্নের সাথে দ্বন্দ। শক্ত হয়ে সামলে নিতে না পারলে, নিজ অস্তিত্বের সাথে সেই অদৃশ্য অস্তিত্বের তোলপাড় লেগে যায়। নিজেকে মূলহীন ভাবে মেলে দিতেও দ্বিধাবোধ হয় না, বিপরীত দিক থেকে সাড়া না পেলেও।
- কাগজের মাথায় আলপিন, বুকে পাথর মেঝেতে ছড়ানো টুকরো টুকরো বাল্যস্মৃতি উড়ছে ধূসর রঙের ঘোড়া। শুনতে পাচ্ছি হ্রেষা বিশুদ্ধ সঙ্গীতের মতন নাদ ব্ৰহ্ম, অসংখ্য নিশান কী যেন বাকি রয়ে গেল, কী যেন, আঃ এত পিছুটান!
- শুনেছি রূপকথায়- তাকালে পিছনপানে, মানুষের দীপ্র দেহ মন শিলীভূত হয়, কোথায় যে জন্মস্থান, কোন বাঁকে নতুন জাহাজ ভিড়েছিল, কার ওষ্ঠে চুমু খেয়ে যাত্রারম্ভ-মুছে যায় সবকিছু। তাকাবো না ফিরে, করেছি শপথ, তবু সিঁড়ি, অনেক মুখের ভিড়ে স্বতন্ত্র একটি মুখ, দোচালা, বনানী গান গেয়ে ওঠে; হায়, প্রত্যেকেরই মর্মঘাতী পিছুটান থাকে।
- সন্ধ্যা এসেছে সবে, এখনও কিছু পাখি পিছুটান নিয়ে ফিরে যায় ; ফিরে যাই আমি অনেক পিছনে পায় পায়, মাঘের সন্ধ্যায় সেদ্ধ ধান আর পুড়ন্ত খড়ের ঘ্রাণে: অতৃপ্ত স্মৃতিদের আর্তনাদে ।
- কোনটা মুখ আর কোনটা মুখোশ- কে জানে? কেউ কি আর মরচেপড়া আমিটাকে টানে? সব কোমলতা হারিয়ে হয়েছে অতীত, সব ছেড়ে এসেও কেন ভুলতে পারি না, হারানো সেই গীত!
- তোমার সাথে কাটানো সুন্দর দিনগুলি, প্রত্যেকটি মুহূর্ত যা কিনা ছিল অমূল্য তা কখনো ভোলা যাবে না, একেই হয়তো বলে পিছুটান; তুমি চলে গেলেও, তোমার আসার অপেক্ষায় আমি আজও পথ চেয়ে আছি।
- ভেবেছিলাম একদিন সব ছেড়ে চলে যাব, ফিরব না আর তার কাছে। মনের যত কষ্ট আছে সব জলাঞ্জলি দিয়ে একদিন সত্যিই চলে যাব!! কিন্তু না, তা আর করতে পারিনি, তোমার পিছুটানের অমোঘ আকর্ষণ আমাকে যেতে দেয়নি।
- পিছুটান, ভালোবাসার এমনি এক বিশেষ আকর্ষণ যা উপেক্ষা করে এগিয়ে চলা সব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনা।
- যেসব ব্যক্তিরা পিছুটান অগ্রাহ্য করে, কোন কিছু পরোয়া না করে সামনের দিকে এগিয়ে চলতে পারে, সেই ব্যক্তির প্রাণ থাকলেও হৃদয় নেই।
- পিছুটানে একবার বাঁধা পড়লে সেই বাঁধন সহজে ছাড়ে না, আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা আছে এই পিছুটানের।
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “পিছুটান” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।