আত্মা সম্পর্কে অনেকেই অনেক কথা বলে, কিন্তু এই আত্মা কোথায় থাকে বা মৃত্যুর পর কথায় যায়, তা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে নি। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা আত্মা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
আত্মা নিয়ে সেরা উক্তি, Best sayings on Soul in Bangla
- আত্মাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো, এমন সব কাজই করো যা তোমার করতে ভালো লাগে।
- আত্মার শান্তি আমাদের কার্যকলাপের উপরই নির্ভর করে।
- আত্মাকে বোধ হয় তার নিজস্ব কান দিয়ে দিয়েছেন বিধাতা, কারণ সে সেই সব শব্দ শুনতে পারে যা মস্তিষ্ক বুঝতে পারে না।
- তোমার চোখই বলে দেয় তোমার আত্মার শক্তির কথা।
- আমার সাথে দেখা করো তোমার গল্পের মধ্যভাগে, আত্মা যখন পুড়ে যায় তখন জ্ঞানী থেকে যায়।
- আমার আত্মা শুধু তোমাকেই চায়, তোমায় না পেলে আমার আত্মা শান্তি পাবে না।
- একটি মানুষের জীবন্ত আত্মা, যা নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন, তাকে পিছনে ফেলানো অসম্ভব।
- নিজের অভ্যন্তরে ডুব দেওয়ার ক্ষেত্রে কখনো ভয় করো না। তোমার আত্মা ঠিক তোমাকে ধরে ফেলবে।
- এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্র হলো মানুষের আত্মা, যাতে রয়েছে প্রতিশোধের আগুন।
- আমরা সারা দুনিয়ার সাথে ছল চাতুরী করলেও নিজের আত্মার সাথে কখনো তা করতে পারবো না।
- নিজের আত্মাকে অনুসরণ করো কারণ ইহা সঠিক রাস্তা চেনে।
- শরীরের জন্য খাবারই কেবল যথেষ্ট নয় বরং আত্মার জন্য খাবার এরও প্রয়োজন রয়েছে।
- ভালোবাসা হলো আত্মার আলো।
https://bongquotes.com/best-quotes-on-lotus-in-bengali/
আত্মা নিয়ে সেরা ক্যাপশন, Best caption about Soul
- আত্মা ঠিক জানে কিভাবে খুঁজতে হবে, তাই কোনো কিছু খুঁজতে গিয়ে কখনোই তা ব্যর্থ হয় না।
- নিজের মাতৃভাষা জানার পাশাপাশি অন্য একটা ভাষা জানা থাকা মানে আপনার শরীরে একটি অতিরিক্ত আত্মা পরিবহন করা।
- নিজের আত্মাকে তৃপ্ত করার ক্ষমতা শুধু নিজের হাতেই থাকে, কারণ তোমাকে তুমি ছাড়া আর কেউ ভালো বুঝতে পারবে না।
- যখন তুমি তোমার আত্মার কথা শুনে কাজ করো তখন ভিতর দিয়ে আনন্দের একটা নদী বয়ে যায়।
- অনেক সময় দুটি আত্মার মধ্যেকার সম্পর্ক রক্তের বাঁধনের সম্পর্ককেও অতিক্রম করতে সক্ষম হয়।
- একজন বন্ধুর সংজ্ঞা কি?এর উপমা হলো এমন যে, একটা আত্মা যা দুটো দেহে বসবাস করছে।
- বই হলো আত্মার জন্য আয়না স্বরূপ।
- নিজের আত্মার সাথে মানুষের কেমন সম্পর্ক থাকে তা শুধু নিজেই বুঝতে পারা যায়, অন্য কেউ সেটা বুঝতে পারবে না।
- প্রেমিকরা চোখের মাধ্যমে একে অপরের আত্মা দেখতে পারে।
- পুরো পৃথিবীকে পেয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলো না। সোনা কিংবা রুপার চেয়ে ভালো হলো জ্ঞান।
- আত্মাকে দেহে স্থাপিত করা হয়েছে একটি রুক্ষ হীরার মতো এবং এটাকে পলিশ করতে হবে অথবা অবহেলার কারণে এটি আর থাকবেই না।
- আত্মাকে যাই সন্তুষ্ট করে তাই হলো সত্য।
- আমি আশা করতাম তুমি জানবে যে আমার আত্মার সর্বশেষ স্বপ্নটা ছিলে তুমি।
https://bongquotes.com/best-philosophical-quotes-of-socrates-in-bengali/
আত্মা নিয়ে স্টেটাস, Atma nie status
- নিজের কানকে নিজের আত্মার কাছে রাখো এবং শক্তভাবে শোনো।
- “ মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো ‘আত্মা’। ”
- সব সম্পর্ক রক্তের সম্পর্ক হয় না। কিছু কিছু সম্পর্ক আত্মার বা মনেরও হয়। সেই সম্পর্কটা কখনো ভোলার নয়। সেই সম্পর্কটা হোক না যেমনি বন্ধুত্বের বা ভাই-বোনের। রক্তের নয় আত্মার সম্পর্কটাই বড় কথা।
- পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে মানুষের আত্মা।
- মানুষের আত্মা কখনোই কাউকে ভয় পায় না এবং প্রতিশোধের একটা আগুন তার মধ্যে সবসময় থাকে।
- আত্মা সম্পর্কে সহজে কেউ কিছু বলতে পারেনা কারন কেউ জানেনা যে আত্মা কোথায় থাকে, তবুও অনেকেই অনেক কিছু বলে যে মৃত্যুর পর আত্মা কিছুদিন মানুষের মাঝেই ঘুরে বেড়ায়, ওসব কথায় বিশ্বাস করতে না যাওয়াই ভালো, কারণ আমরা কেউই সঠিক সত্য টা জানি না।
- মানুষের সাথে মানুষের সম্পর্ক রক্তের ও হতে পারে আবার আত্মার হতে পারে। রক্তের সম্পর্কটা সাধারণত মানুষের জন্মগত ভাবেই পেয়ে থাকে, আর আত্মার সম্পর্কটা মানুষ এই পৃথিবীতে এসে পারস্পারিক জীবনে চলার ক্ষেত্রে পেয়ে থাকে।
- “আপনার আত্মা আপনার ভাগ্যের ভূগোল জানে।”
- আপনার ভিতরে একটি অকথ্য গল্প বহন করার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই, আর এই গল্প শুধু আপনার আত্মাই শুনতে পায়।
- চলার পথে আমরা এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই যা আমাদেরকে নিজের আত্মার সাথে সংযোগ করতে এবং জীবনে সত্যিকার অর্থে কী গুরুত্বপূর্ণ তা মনে রাখতে সহায়তা করতে পারে।
- এমন কিছু সময় আছে যখন আত্মার একটু প্রশান্তি প্রয়োজন, সেই সময়টা এড়িয়ে যাবেন না, বরং আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করুন।
- একাকীত্ব মানুষের আত্মার কারাগার।
- যে আত্মা সৌন্দর্য্য দেখে সে কখনও কখনও একাও চলতে পারে৷
https://bongquotes.com/best-quotes-captions-on-walking-alone-in-bengali/
আত্মা নিয়ে কবিতা, Bengali Poems about Soul
- “মৃতশব্দের গন্ধ শুকিয়ে বহুবার, নীল দুর্গম ভুগর্ভে ঝিরিঝিরি ভেসে আসা স্মৃতিতে, এখানে প্রতিদিন কোন না কোন মানুষ মরে যায়, পচে দুর্গন্ধ বের হয়, আত্মা ছোটাছুটি করে পালিয়ে বাঁচতে অস্থির অজানায় ঘুমিয়ে পড়ে।। ক্ষয় হয় নিশা, থেমে যায় পাপ, নিঃশব্দে বয়ে যায় দেওয়ালের শব্দ। রাত ঘুমিয়ে পড়ে নগ্ন বৃষ্টির গা ছুঁয়ে, জীবন্ত আত্মারা ভুলের সমাধীতে নতুন সভ্যতা গড়ে, সূর্যের চুম্বনে শিশিরের বুকে মরে থাকে বিবর্ণ জোনাকী। অন্তরে বেজে উঠে নির্লিপ্ত সুর, নতুন পুরাতন আত্মারা জেগে উঠে, মরে যাওয়া আত্মার সমাধীতে।”
- দুঃস্বপ্নের ভেতর জেগে ওঠা আমার ব্যতিব্যাস্ত দু’টি হাত, জ্যামিতিক স্কেলে রাত্রির দৈর্ঘ্য মেপে যায়। শুধু জানা হয়না রাত আর কত বাকি! এখন,টিমটিম আলোর লণ্ঠন নিয়ে, নিস্তব্ধ বেলকুনির শেষপ্রান্তে দাঁড়িয়ে, ঐ অতৃপ্ত আত্মার কাছে প্রশ্ন করে শুধু জেনেছি, আমাদের অসংখ্যবার জন্ম নিতে হবে একটি মৃত্যুর জন্য।
- আত্মার অশ্রুহীন ক্রন্দনে ভারী এ প্রাণ; হৃদয়ের স্পন্দন খানিক থেমে গিয়ে, আজ হৃদয় আর্তচিৎকার দিয়ে,গুমরে গুমরে কাঁদে, কি যেন এক ব্যথার ছলে ? একতরফা ভালোবাসার পদতলে পিষ্ট হয়ে, তার হৃদয়ের প্রত্যাশিত ছলনার ফাঁদে পড়ে, এ হৃদয় পড়েছিল অপ্রত্যাশিত ঝড়ের কবলে। শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে, জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত এ আত্মাকে রেখে যাব, দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে। এ আত্মার নিথর দেহ ক্ষত-বিক্ষত হতে হতে অসহ্য যন্ত্রণাতে, ময়না তদন্তের নামে চলবে তাতে অনন্তকাল ধরে, পাহাড়-পর্বতের পাশে পড়ে থাকা কোন এক হিমঘরে !
- এইরূপ কর্মব্যস্ত জীবনের ভিতরে-বাইরে ডুবে থেকে, বিকেলের অমসৃণ বাতাসে হঠাৎ আমি দেখি, আমার আত্মার একটা কুচো টুকরো আজও কোনো কাজ পায়নি।।
- আত্মা কভু নয় ভিন্ন, ভিন্নতা আনে শুধু বর্ণভেদ জাগিলে মনে, কিংবা ধন-সম্পদে অন্ধত্ব করে অহংকারে, সুন্দর সম্পর্ক করে যা বিনষ্ট হয় তুচ্ছজ্ঞানে, শিক্ষায় ধিক্কার জানায় তখন সভ্য সমাজে, নিরন্তন কাঁদিয়া মরে নিরীহ আত্মা অঝোরে। নিষ্কৃতি চায় সকলে, বিধাতার সনে দোষারোপ করে তাঁকে, কেন তবে মিলাইলে পবিত্র আত্মাকে আত্মীয়ের বাঁধনে।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা আত্মা নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।