প্রতিনিয়ত আমরা সকলেই দেখেছি যে কোথাও যাওয়ার সময় রাস্তাঘাটে কিছু সংখ্যক পথশিশুদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যারা খুবই অসহায়, তাই ভিক্ষে করে দিনযাপন করে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পথশিশু নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

পথ শিশুদের নিয়ে কিছু কথা, Important lines about Street children in Bangla
- পথশিশুদের ভবিষ্যতে কোন নিশ্চয়তা থাকে না, থাকে না কোন ঘরবাড়ি, তাই তারা রাস্তায় খায় রাস্তায় থাকে, রাস্তায় বড় হয়।
- আমরা সাধারণত আমাদের শৈশবকালের জীবনটা খুব আনন্দ এবং উল্লাসে কাটাই বাবা-মার কোলে। তবে পথ শিশুরা আমাদের মত তাদের বাবা-মার আদর যত্ন না পেয়ে অসহায় হয়ে রাস্তায় মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়।
- পথশিশুদের কে নিয়ে বহু সংগঠন বিভিন্ন কাজ করে চলেছে, কিন্তু এইসব সংগঠন কখনোই পথ শিশুদের কে তাদের মাতৃকুলে বা হারিয়ে যাওয়া শৈশবে ফিরিয়ে দিতে পারবেন না।
- হয়তো বা পথ শিশুদের নিয়ে কাজ করলে আমরা সেই সকল পথ শিশু বা অসহায় শিশুদেরকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারব, কিন্তু কোনো মানুষ একা সবকিছু করতে পারবে না। তাই এ ধরনের শিশুদেরকে উন্নত জীবন দিতে সকলকে এগিয়ে এসে সহায়তা করতে হবে।
- প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি। কিন্তু অভাবের তাড়নায় কত শিশু পথে ঘাটে অসহায়ের মত ঘুরে বেড়ায়, এসব কি স্রষ্টার নজরে আসে না?
- পথ শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেওয়া।
- পথ শিশুদের জন্য যে ব্যক্তি কিছু না কিছু করে, সে আমার কাছে নায়ক।
- কিছু সংগঠন বিভিন্নভাবে পথ শিশুদের কে সামাজিক জীবন এবং সুন্দর জীবন উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
- পথ শিশুদেরকে কে সুন্দর একটি পরিবেশে নিয়ে আসতে হবে এবং তারাও যেন লেখাপড়া সহ সরকারি সকল সুযোগ সুবিধা পায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
- পথশিশুদের জীবন কাহিনী আমদের মধ্যে বেশিরভাগেরই অজানা, তারা কেউই সকলের সামনে তাদের কাহিনী নিজে থেকে উপস্থাপন করতে যায় না,তাই আমাদেরই তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের সহায়তা করতে হবে।
- শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে। তাই পথ শিশুদের পড়াশুনা ও উন্নত জীবনযাপনে সহায়তা করা উচিত, তবেই তারা ভালো মানুষ হয়ে উঠতে পারে।
- শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান। কিন্তু কিছু পথ শিশু আছে যারা অভিভাবকের মার্গ দর্শন না পেয়ে দিনের পর দিন খারাপ পথে চলে যাচ্ছে, তাদের সমাজে ভালো হতে থাকার শিক্ষা আমাদেরকেই দিতে হবে।

পথশিশু সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পথশিশু নিয়ে ক্যাপশন, Pothosishu niye caption
- পথ শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার।
- পথশিশুদের নিয়ে ভালো কাজ করতে চাইলে অবশ্যই আপনার একটি সুন্দর মন থাকা প্রয়োজন এবং তাদের সাথে নরমভাবে মিশে থাকতে হবে তাহলেই আপনি পথ শিশুদেরকে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন।
- পথশিশুরা কখনোই শিক্ষিত হয় না উচ্চশিক্ষায়। তাদের শেষ মেষ ঠাঁই হয় শিশু শ্রমিক হিসেবে। পথ শিশুদের কে এইসব কাজে না লাগিয়ে বরং, তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য আমাদের সকলেরই কিছু না কিছু করা উচিত।
- পথ শিশুদের থাকে না কোন ভবিষ্যতের নিশ্চয়তা। তাদের ছোটবেলা থেকে শৈশব কেড়ে নেওয়া হয় এবং কঠিন করে দেওয়া হয় তাদের শৈশব জীবন। ওদের স্বপ্ন অনেক থাকে কিন্তু সেটা চাইলে তারা পূরণ করতে পারেনা।
- পথ শিশু আছে যারা তাদের জীবনটা হয় ছন্নছাড়া, শিক্ষার পরিবেশ কখনো পায় না তারা ভাগ্যের নির্মম পরিহাসে।
- স্বপ্ন ঘোরের মূর্ছনাতে,আশার নিরাচলে,ভাঙে যাদের বুক;/সব হারিয়ে নিঃস্ব হয়ে,দারিদ্রকে আঁকড়ে ধরে,পায়না কোন সুখ। / এরা শিশু,পথ শিশু,পথের ধারে বাস/ সুযোগ পেলে সবাই তাঁদের,করে পরিহাস / লাঞ্ছিত আর বঞ্ছিত এই,শিশুদের কি? জন্মটাই পাপ / তাঁদের পাশে,না দাঁড়ালে পাবো অভিশাপ ।
পথশিশু সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিশু দিবস -সেরা রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পথশিশু নিয়ে কবিতা, Meaningful poems about Street children
- আমরা পথশিশু জন্মপরিচয় নাই / জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই / বুকে যন্ত্রনা নিয়ে চলি জীবনের অলিগলি / ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি / মনের কথা কলি কেউ শুনে না আমরা পথের ধুলি / কে বাবা, কে মা জানিনাতো কিছু / পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।
- শিশু আর পথশিশু শব্দ দুটোকে আলাদা মনে হলেও শিশু-পথশিশু কিন্তু একই। শিশু তো শিশুই। এর কোনো ভেদাভেদ নেই। রাস্তায় জীবনযাপন করার কারণে তারা পরিচিতি পায় পথশিশু হিসেবে।
- পথ শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কচি, কমল মুখগুলো পরিচিত হয় নতুন অনেক অভিজ্ঞতার সঙ্গে। ওদের ভিতর কঠিন বাস্তবতা এমনভাবে জায়গা করে নেয়। ওরাই একসময় হয়ে যায় নেশাখোর, ছিনতাইকারী, টোকাই অথবা ফুল বিক্রেতা।
- অন্য শিশুরা যখন পরিবারের আদর নিয়ে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে ঠিক তখনি পথশিশুরা তার ফেরি করে নিয়ে বেড়ানো খাবার কিংবা খেলনা, ফুল কেউ কিনুক সেটি নিয়েই ব্যস্ত থাকে।
- শিশুদের সঠিক মানসিক বিকাশ এর জন্য যা যা দরকার এই পথশিশু গুলো সবকিছু থেকে বঞ্চিত। পায় না ভালো আচরণও।
- দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর পালিত হয় শিশু দিবস। কিন্তু কোনো পথ শিশু অন্য শিশুর মতো সুযোগ সুবিধা পায় না। এদের দুরবস্থার জন্য দায়ী সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা।
- পথশিশুরা যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কুশিক্ষা গ্রহণ করে, ছিনতাই, ভিক্ষা, সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে পরিচিত হয় তাহলে সেটা তাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য বিরাট হুমকি হিসেবে দেখা দিতে পারে। তাই সমাজের মানুষকে এগিয়ে এসে তাদেরকে খারাপ পথে না যেতে দিয়ে ভালো কাজের সাথে যুক্ত করতে হবে।
- চাইলেই সম্ভব পথ শিশুদের ভালো থাকার ব্যবস্থা করা। কিন্তু তার জন্য প্রয়োজন একটু স্বদিচ্ছা। তাদের জন্য বরাদ্দ হওয়া অর্থ লুটে না খাওয়ার মানসিকতা থাকলেই ওরা ভালো থাকবে, বেড়ে উঠবে সুস্থ স্বাভাবিকভাবে।
- শুভ রাত্রি রোমান্টিক ক্যাপশন, Romantic Good night caption messages in Bengali
- জীবন নিয়ে অনুপ্রেরণামূলক ক্যাপশন , Inspirational caption Quotes for life in Bengali
- বিদেশ যাওয়ার ক্যাপশন, Caption about going abroad
- সফলতা নিয়ে ক্যাপশন ২০২৫, Success caption in Bengali
- ফুল নিয়ে বাংলা ক্যাপশন, Flower captions in Bengali

শেষ কথা, Conclusion
বর্তমান সময়ে দেখা গেছে যে অনেক মানুষ এই পথ শিশুদের নিয়ে বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন। কেউ তাদের পড়াশুনার দায়িত্ব নিয়েছেন, কেউ বা তাদের ভালো কাজের সাথে যুক্ত করেছেন। তাছাড়া বিভিন্ন শহরে বেশ কিছু সংগঠন রয়েছে যারা পথ শিশুদের নিয়ে কাজ করছেন এবং পথে থাকা শিশুদের উন্নত জীবনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পথশিশু নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।