আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রজনীগন্ধা ফুল নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ তথা কিছু রোম্যান্টিক কথা ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

রজনীগন্ধা ফুল নিয়ে ক্যাপশন, Rajanigandha nie caption
- শুভ্র রজনীগন্ধার সুবাসে নিজেকে জড়িয়ে রেখো। যতবার তোমার কাছে আসবো, ততবার যেন দুজনায় এই সুবাসে মাখামাখি হতে পারি।
- আমি ক্রমশ রজনীগন্ধার সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ছি, মনে হয় যেন মাতাল হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম।
- কোন এক বিকেলে কোনো বিশেষ উপলক্ষে, তোমার খোঁপায় রজনীগন্ধার মালা সাজিয়ে দেব। দেখবো কিভাবে তুমি অবজ্ঞা করো আমাকে!
- ফুল সম্রাজ্ঞী গোলাপ ও যেন রজনীগন্ধার একনিষ্ঠ সমর্থক, কারণ নিজের সৌন্দর্য আর সুবাস দিয়ে রজনীগন্ধাও যে কোনো কাউকে আকর্ষিত করতে পারে।
- জ্যোৎস্নার ঢালা পথে দুজনে হেঁটে ছিলাম পাশাপাশি, সেদিনের সেই রজনীগন্ধা আজ আমার হাতে বাসি।
- তোমার কাছে এক প্রহর চাইবো। সেই প্রহরে দুইজন একসাথে বসে রজনীগন্ধার বাগানে একসাথে সময় কাটাবো।
- যদি নিতেই হয় তাহলে আমার কাছ থেকে রজনীগন্ধা চেয়ে নিতে পারো। দেখবে এক আঁচল ভরা রজনীগন্ধা দিয়ে মনমুগ্ধ করে দেবো তোমার।
- প্রভাতে সূর্যকিরণের আলোয় শিশিরভেজা অজস্র বিন্দুতে সজ্জিত রজনীগন্ধার সাজ যেন এক অতিপ্রাকৃতিক সৌন্দর্য বহন করে।
- ভেবেছিলাম তোমার রাগ ভাঙ্গানোর জন্য গোটা কয়েক লাল গোলাপ নিয়ে তোমার দরজায় দাঁড়াবো। অথচ সবশেষে রজনীগন্ধাই নিয়ে এলাম।
- আসার পথে রজনীগন্ধার মালা নিয়ে এসো, পরিয়ে দিও আমার খোঁপায়, সারা ঘরে এর সুগন্ধ ছড়িয়ে রাখতে চাই আমি।
- সবাই আমায় এক এক করে ছেড়ে চলে যায়। আজ তুমিও আমায় ছেড়ে দূরে চলে গেছো, হয়তো একদিন তুমি ফিরে আসবে। কিন্তু তখন তোমার হাতে একগুচ্ছ লাল গোলাপ নয়, বরং সেদিন হাতে থাকবে এক মুষ্ঠি রজনীগন্ধা।
রজনীগন্ধা ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সূর্যমুখী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রজনীগন্ধা ফুল নিয়ে সেরা উক্তি, Best lines about tuberose in Bangla
- আমার সাথে দেখা করতে আসবে কবে? যখনই আসো এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে এসো, তাহলে আমাদের কাটানো সময়টা এক সুন্দর সুবাসে ভরে থাকবে।
- কতবার আমি ভেবেছি যে এক বাগিচা রজনীগন্ধা চাষ করে, তোমাকে একদম অবাক করে দেব। তুমি সেই বাগানের দিকে তাকাতেই মনে হবে যেন শুভ্র বৃষ্টি।
- হাজারো ফুলের ভিড়ে রজনীগন্ধা তার সুবাসে আমাকে বিমোহিত করে নেয়। ঠিক সেইভাবে হাজার মানুষের ভিড়ে আমিও তোমাকে নিজের কাছে টেনে নেব।
- ধবধবে সাদা রজনীগন্ধা গুটি কয়েক কুঁড়িতে যে সৌন্দর্য ধারণ করে, তা যেন প্রকৃতির এক অন্যরকম শিল্প প্রকাশ করে।
- রাতে সুগন্ধ ছড়ায় বলে একে রজনীগন্ধা বলে। এই ফুলকে রাতের রানি বলা হয়।
- শুভ্র রজনীগন্ধার মোহময়ী গন্ধে আমার সারা সন্ধ্যা ভরে থাকে, বাড়ির বারান্দায় বসে এক অজানা ঘোরে কাটে আমার প্রতিটি সন্ধ্যা।
- হে রজনীগন্ধা, তুমি আমায় করেছো পাগল। তোমার শুভ্রতা ও সুবাসে আমি যে মাতোয়ারা, তাইতো তোমার বাগানে রোজ একবার হলেও ঘুরে আসি।
- রজনীগন্ধার মোহনীয় গন্ধ তনুমনে প্রশান্তি এনে দেয়। সাদা রং ও গন্ধে বাগান হয় সমৃদ্ধিশালী।
- আচ্ছা বল তো! তাহলে কি তুমি গোলাপ, বেলী ফুলের মধ্যে শঙ্কা বোধ করো। এমনটা হলে তুমি রজনীগন্ধা নিয়ে নাও, অন্য ফুলগুলো থেকে আলাদা কিন্তু সৌন্দর্য প্রসারি।
- এক অঝোর বৃষ্টিস্নাত সন্ধ্যায় চুপিসারে কাকভেজা হয়ে, এক মুঠো রজনীগন্ধা তোমার দরজায় রেখে যাবো। তুমি জানতে ও পারবে না। তুমি বুঝতে ও পারবে না এক পাগল প্রেমিক তার প্রেমিকার জন্য কিভাবে বৃষ্টি ভিজে এসেছিল, কারণ রজনীগন্ধা যে তোমার ভীষণ প্রিয়।
- প্রকৃতির অগণিত ফুল গুলোর মধ্যে একটি ফুল হচ্ছে রজনীগন্ধা, যা মিষ্টি সুবাস দ্বারা ভরপুর। এটি অনেকেরই প্রিয় একটি ফুল।
রজনীগন্ধা ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিউলি ফুল নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রজনীগন্ধা ফুল নিয়ে রোমান্টিক স্টেটাস, Romantic status on Tuberose
- রজনীগন্ধা ফুল পছন্দ করে না এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এই ফুলের মিষ্টি সুবাস সকলকে আকৃষ্ট করে তোলে।
- শেষ রাত্রের পান্ডুর চাঁদ নামিছে চক্রবালে,
রজনী গন্ধা রূপসীর আঁখি জড়াইছে ঘুম-জালে।
অলস চরণে চলিতে চলিতে ঢলিয়া ঢলিয়া পড়ে,
শিথিল শ্রানি- চুমিছে তাহার সারাটি অঙ্গ ধরে!
উতল কেশেরে খেলা দিতে শেষ উতল রাতের বায়ু:
ঘুমাতে ঘুমাতে কাঁপিয়া উঠিছে স্মরিয়া রাতের আয়ু।
রজনী- গন্ধা রাতের রূপসী ঝুমিছে শ্রানি-ভরে,
অঙ্গ হইতে ঝরিছে কুসুম একটি একটি করে। - কোথায় ঘুমাল রজনী-গন্ধা কিবা রহস্য-জাল,
সারারাতি তারে জড়াইয়াছিল ? কে শোনে সে জঞ্জাল।
রাতের রজনী-গন্ধা ঘুমায়, চির বিস্মৃতি-পুরে-
তবু রয়ে রয়ে কি কারণে বাঁশী বেজে ওঠে বহুদুরে। - এখন রজনীগন্ধা-প্রথম-নতুন- একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে; অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর আলো নিভে আসে। অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো; রজনীগন্ধার ফুলে মৌমাছির কাছে কেউ নেই, কিছু নেই, তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে।
- কফিন ভর্তি সে এক রজনীগন্ধা রাইফেলে ডাকা যমুনা যখন রাত্তিরে হল জামিনী, আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী।
- তোমার জন্য সকাল, দুপুর তোমার জন্য সকল গোলাপ
তোমার জন্য সন্ধ্যা এবং রজনীগন্ধা । - আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রাণের যত
বেদনা লুকাতে চাই।। - চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে– ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো॥
রজনীগন্ধা ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি 50+ ফুল নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রজনীগন্ধা ফুল নিয়ে কবিতা, Best poems on Tuberose in Bangla
- এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম।
বেশ কিছু সময় তো থাকলাম ডাকলাম
মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি, মনে কোরো আমি এক মৃত কোনো জোনাকী, সারারাত আলো দিয়ে জ্বললাম চললাম, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। - ওরে শুভ্রবসনা রজনীগন্ধা
বনের বিধবা মেয়ে,
হারানো কাহারে খুঁজিস নিশীথ–
আকাশের পানে চেয়ে॥
ক্ষীণ তনু-লতা বেদনা-মলিন
উদাস মূরতি ভূষণ-বিহীন,
তোরে হেরি’ ঝরে কুসুম অশ্রু
বনের কপোল বেয়ে॥
তুই লুকায়ে কাঁদিস্ রজনী জাগিস্
সবাই ঘুমায় যবে,
বিধাতারে যেন বলিস, “দেবতা,
আমারে লইবে কবে”।
করুণ-শুভ্র-ভালোবাসা তোর
সুরভি ছড়ায় সারা নিশি ভোর,
প্রভাত বেলায় লুটাস্ ধুলায়
যেন কারে নাহি পেয়ে॥ - রজনীগন্ধা রাতে তুমি যে রয়েছ সাথে
সকালে থাকবে না, মনে তো রাখবে না
প্রদীপেরই শিখা, ও রূপসী নারী
আমি যে পতঙ্গ, পুড়ে পুড়ে মরি
অভিনয় ভরা সোহাগেরি মালা পরিয়ে
আমায় দাও বিষেরি পেয়ালা। - পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ
চোখের রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। - তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে।
- অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali
- বাইশে শ্রাবণ- স্মৃতিচারণা ও রবীন্দ্রনাথের উক্তি, Baishe Shravan,Tagore quotes in Bangla
- কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সংক্ষিপ্ত জীবনী, বাণী, কবিতা, Death anniversary of Kazi Nazrul Islam in Bangla
- বন্ধুকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন, Friend status caption in Bengali
- শেষ বিকেলের সূর্য নিয়ে ক্যাপশন, Caption about the late afternoon sun in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা রজনীগন্ধা ফুল নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ তথা কিছু রোম্যান্টিক কথা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।