“আমানত” আমাদের নিকট এক অতিপরিচিত শব্দ এবং প্রায়ই আমরা এই শব্দটি ব্যবহার করি; কিন্তু তাও খুবই সীমিত অর্থে। নিছক সম্পদের আমানতকেই আমরা ‘আমানত’ বলে মনে করি।
আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে কারাে কোনো বস্তু বা সম্পদ আমাদের কাছে গচ্ছিত রাখা হলেই আমার কাছে তার আমানত রাখা হল, তবে আমানত যে আরাে ব্যাপক আরাে পরিব্যাপ্ত তা আমরা স্মরণে রাখি না বা জানিও না।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “আমানত” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
আমানত নিয়ে ক্যাপশন, Amanat niye caption
- ইসলাম পুরাে দ্বীনকেই আমানত বলে আখ্যা দিয়েছে। মানুষের জীবনের প্রতিটি কাজ, এমনকি প্রতিটি পদক্ষেপকেই আমানতের আওতায় শামিল করেছে। তাই ইসলামের দৃষ্টিতে দেখতে গেলে আমানত ব্যাপক এবং সুদূরপ্রসারী অর্থবহ একটি বিষয়।
- আমি যে আমানত পেশ করেছিলাম দূরের ওই আকাশমণ্ডলী, পৃথিবী এবং পাহাড়-পর্বতের সামনে, তারা সেগুলো বহন করে নিয়ে যেতে অস্বীকার করলাে এবং তাতে শঙ্কিত হল আর তা বহন করে নিলাে মানুষ, বস্তুত সে যে ঘাের জালেম, ঘাের অজ্ঞ।
- শরীয়তের যাবতীয় সব আদেশ ও নিষেধের সমষ্টিই হল আমানত।
- তোমার কাছে দিয়ে গেছি আমার আমানত, যত্ন করে রেখো।
- আমানতের যত্ন নেওয়া শেখো, অবহেলা করা না, না হলে পাপের ভাগী হতে হবে।
- আমানতের মূল উদ্দেশ্য হচ্ছে, শরীয়তের সকল বিধানাবলী দ্বারা আদিষ্ট হওয়া।
- আমার হৃদয়ই আমার একমাত্র আমানত ছিল, তাও একজন হারিয়ে ফেলেছি, আমি যে এখন সর্বহারা।
- আল্লাহ তায়ালা নিশ্চয় তােমাদেরকে আদেশ করছেন যে, তােমরা সকল রকম আমানত সমূহ তার হকদারকে সৎ ভাবে আদায় করে দিবে।
- রাজা বা বাদশাহের নিকট ক্ষমতা হল আমানত। বিচারক, অফিসার তথা কর্মকর্তার নিকট তাদের পদমর্যাদা হল আমানত। উস্তাদের নিকটে তাঁর ছাত্ররা আমানত। পিতার নিকট আমানত হল তাঁর সন্তানরা, আর যেকোনো স্ত্রীর কাছে ইজ্জত এবং সতীত্বই হল আমানত।
আমানত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি টাকার অহংকার নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আমানত নিয়ে স্টেটাস, Best thoughtful status on deposit in Bangla
- প্রতিটা মানুষের নিকট তার প্রাণ এবং অঙ্গ-প্রত্যঙ্গ হল আমানত, যার মধ্যে একটি বিকল হয়ে গেলেও অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়।
- আমাদের জীবন এবং জীবনের এক একটি মুহূর্তই আমানত, যা পরবর্তীতে স্মৃতি হয়ে মনের মধ্যে থেকে যায়।
- আমার আমানতের উত্তরাধিকারী একমাত্র সেই হবে যে তার সঠিক যত্ন নিতে জানে।
- যেসব লোক আমানতের খেয়ানত করে না, তারা এই পৃথিবীতে যেমন সম্মানিত হয়, পরকালেও তাদের জন্য জান্নাতে জায়গা থাকে।
- আমি নিজেই নিজের আমানতের রক্ষা করি, কারও ভরসায় বসে থেকে শেষ মেশ কিছুই লাভ হবেনা, উল্টো লোকসানের মুখে পড়তে হয়।
- যাদের মধ্যে আমানতদারিতা নেই, তাদের কোনো ঈমানও নেই, আর যে নিজের ওয়াদা পালন করে না তার মধ্যে কোনো দ্বীন নেই।
- আমানতের হেফাজত করার মাধ্যমে দুনিয়া এবং পরকালের সফলতা লাভ করা যায় ।
- বৃদ্ধ মাতা পিতাকে কখনও বোঝা বলে ভেবোনা, তারাই যে তোমার সর্ব শ্রেষ্ঠ আমানত, তাদের যত্ন নেওয়া সবার ভাগ্যে জোটেনা।
- এই দুনিয়ায় সবারই কোনাে-না-কোনাে দায়িত্ব থাকে। সেগুলোর মধ্যে যে কোনােও দায়িত্ব হল আমানতের একটি শাখা। প্রত্যেকের উপর অর্পিত দায়িত্বগুলোই হল তার আমানত। তাদেরকে আমানতের সাথে নিজ দায়িত্ব পালন করতে হবে।
- বর্তমান সময়ে আমানতের খেয়ানত যেন এক মহামারী আকারে বেড়ে চলেছে, কারও মধ্যেই আর আল্লাহর ভয় নেই।
আমানত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি টাকার অভাব বা খালি পকেট নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আমানত নিয়ে বাণী, Wonderful sayings on deposit
- মা বাবার কাছে মেয়েরা কখনও বোঝা হয়না, বরং মেয়েরা তো আমানত, যাকে একসময় অন্যের হাতে তুলে দিতে হয়।
- যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো! এটা একটি আমানত।
- “আমানত রক্ষা করা সাধারণত ওছিয়ত পূরণের চেয়েও অধিক জরুরী।”
- “আমানতদারিতা হ’ল ঐ সমস্ত হক বা অধিকার যা আদায় ও সংরক্ষণ তোমার উপর আবশ্যক।”
- ‘ একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখেরাতে নবী-সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবে। ’
- “মানুষের সমুদয় গুণাগুণ তথা কল্পন, দর্শন, শ্রবণ, চিন্তন, সৃজন, কথন-সবই আল্লাহতায়ালার দান। মানুষের হৃদয় বা কাল্ব-তাহাও আল্লাহতায়ালার আমানত বা দান। এই আমানতের খেয়ানত যে করিবে, তাহার পরিণাম ভয়াবহ।”
- “আমানতদারিতা হ’ল আল্লাহ তা‘আলা বান্দার উপর যে সমস্ত বিধি-বিধান ফরয করেছেন তা আদায় করা যেমন-ছালাত, যাকাত, ছিয়াম, ঋণ আদায় বিশেষ করে গচ্ছিত সম্পদ ও কাজের গোপনীয়তা রক্ষা করা একটি বড় আমানতদারী। “
- ” আমানতদারী হ’ল সমস্ত নিষিদ্ধ বস্তু, গচ্ছিত সম্পদ ও কোন কাজের গোপনীয়তা রক্ষা করা।”
- “আমানতদারিতা ও অঙ্গীকার দুইটি জিনিস-ই মানুষের মধ্যে থাকে যা তার দ্বীন-দুনিয়ার কথা ও কাজে প্রকাশ পায়। এটা সাধারণ জনগণের ওয়াদা অঙ্গীকারকেও শামিল করে। আর এর অভীষ্ট লক্ষ্যস্থল হ’ল সংরক্ষণ ও বাস্তবায়ন। আমানতদারিতা অঙ্গীকারের চেয়ে ব্যাপকতর একটি বিষয়। তবে সমস্ত অঙ্গীকার-ই আমানতদারীর মধ্যে পড়ে।”
- “আমানতদারিতা হ’ল গোপনীয় পাপাচার, কাবীরা গুনাহ, এমনকি ছগীরা গুনাহের পীড়াপীড়ি থেকে নিজেকে পবিত্র রাখা।”
- আমানতদারি অথবা বিশ্বস্ততা হল মানুষের অনুপম বৈশিষ্ট্য। তাই আমানতদার ব্যক্তি সর্বদাই এই সমাজে প্রশংসিত।
- ‘তুমি তার আমানত আদায় করো, যে তোমার নিকট আমানত রেখেছে। আর তোমার সঙ্গে যে খিয়ানত করেছে, তার সঙ্গে খিয়ানত করো না।’
- “আল্লাহপ্রদত্ত সব নিয়ামতই বান্দার কাছে আমানত। এসবের হেফাজত করতে হবে, না হয় পরকালে জবাবদিহি করতে হবে।”
আমানত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অর্থ সাশ্রয়ের উপায় ও বিভিন্ন ইনভেস্টমেন্ট আইডিয়া সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আমানত নিয়ে সুন্দর কিছু লাইন, Meaningful lines about Deposit explained in Bengali
- একজন সফল মুমিনের সাতটি বিশেষ গুণের অন্যতম হল, ‘যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে।’
- “হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসুলের খিয়ানত করো না, আর খিয়ানত করো না নিজেদের আমানতসমূহের। “
- যারা নিজের আমানত এবং সকল প্রতিশ্রুতিগুলোর হেফাজত করে, যারা নামাজের সম্পর্কে যত্নবান হন, তারাই হচ্ছেন জান্নাতের উত্তরাধিকারী।
- রাতের কাছে থাকে না কোনো দায় দেনা, থেকে যায় কত ঘটনার ইতিহাস , ফাঁসির আদালতও পিছিয়ে গেছে এরাতের মহড়ায়, অন্ধকারের কাছে বন্ধক থাকেনি আমানতের পৌরুষালি!
- কিয়ামতের আলামত আইবো রে, আমানত খিয়ানত হইবরে।।সন্তান বেহায়াপনা মা বাপরে করিব ঘৃণা , গালাগালি মারপিট করিব রে, মা বাপের অবাধ্য স্ত্রীর তাবেদার বনিব রে।।যাকাত হইব জরিমানা আপন জন হইব বেগানা, শরম ভরম উঠিয়া যাইব রে।মারামারি ঝগড়াঝাঁটি লাগিয়াই থাকিব রে।।
- শরিয়তের ফরজ কাজ, সতীত্বের হিফাজত, অপবিত্রতার গোসল, নামাজ, জাকাত, রোজা, হজ ইত্যাদি সবই আমানত এর অন্তরভুক্ত।
- দ্বীনের যাবতীয় কর্তব্য আমানতের অন্তর্ভুক্ত।
- আমানত রক্ষা করা ঈমানদারের পরিচায়ক হিসেবে গণ্য করা হয়।
- আমানতদারিতা এমন এক মহৎ গুণ যার ওপর জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভরশীল।
- আল্লাহর নির্দেশ অনুযায়ী সকলে তাদের প্রাপ্য আমানতসমূহ যেন তার প্রাপকদের কাছে পৌঁছে দেয়।
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
আমানতের বিস্তৃতি আমাদের জীবনের সর্বক্ষেত্রেই বর্তমান। মানুষের ব্যক্তিগত জীবনে একনিষ্ঠতার সাথে ইবাদত করা তথা আল্লাহর সকল আদেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা, হালাল-হারাম মেনে চলা, চালচলনে, লেনদেনে, কাজেকর্মে আল্লাহর সব রকম বিধিবিধান মেনে চলা— সবই হল আমানতদারির বিভিন্ন অংশ।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “আমানত” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে।
এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।