প্লেটোর উক্তি ও বিখ্যাত বাণী, Best selected quotes of Plato in Bengali



 প্লেটো হলেন একজন বিশ্ব বিখ্যাত গ্রিক দার্শনিক।  প্লেটোর জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলে ছিলেন তার শিক্ষক সক্রেটিস। ছোটবেলা থেকেই শিক্ষক সক্রেটিসের সাথে তাঁর প্লেটোর পরিচয় ছিল, আর সেই কারণেই সক্রেটিসের সমস্ত কথোপকথন প্লেটো লিখে গিয়েছেন। বিশ্ব বিখ্যাত গ্রিক দার্শনিক তার জীবনে বেশ কিছু মূল্যবান উক্তি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, যেগুলি প্রত্যেকটি মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায়।

প্লেটোর উক্তি ও বিখ্যাত বাণী

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা প্লেটোর উক্তি ও বিখ্যাত বাণী  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

প্লেটোর বিখ্যাত উক্তি, Famous quotes of Plato in Bangla

প্লেটোর বিখ্যাত উক্তি
  • ”শাসনে অনিচ্ছুক শাসকই শ্রেষ্ঠ শাসক। আর যে শাসন করার লোভেই শাসক হয় সে হল নিকৃষ্ট শাসক।“
  • “মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনিই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে।“
  • ”রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া।“
  • যিনি শান্ত ও সুখী তিনি বয়সের চাপ তেমন অনুভব করেন না। এর বিপরীত মানসিকতার মানুষদের কাছে যৌবন কিংবা বয়স সমান বোঝা স্বরূপ।
  • যে ভালো সেবক নয় সে কখনোই ভালো প্রভু হতে পারে না।
  • সততা বেশির ভাগ ক্ষেত্রেই অসততার থেকে কম লাভজনক।
  • ”অনেকগুলো কাজকে অসম্পূর্ণতার দ্বারা করার থেকে ভালো, সামান্য কোনো কাজকে পরিপূর্ণতার সাথে করা।“
  • নিজেকে জয় করাই সব জয় করা অপেক্ষা বড়ো বিজয়।
  •  ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধির ক্ষমতার আরেক নাম বিজ্ঞান।
  • ”অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেওয়াই ভালো, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের প্রধান কারণ।“
  • “যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না।“
  • প্রতিটি হৃদয়ই গান গায়, তবে তা অসম্পূর্ণ, যতক্ষণ না আর একটি হৃদয় সে গান ফিসফিসিয়ে ফিরিয়ে দেয়। যারা গান গাইতে চান সব সময়ই কোনো-না-কোনো গান গেয়ে যান। প্রেমের স্পর্শে প্রত্যেকেই এক একজন কবি হয়ে যান।
  • ”মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।”
  • “আমি বিশ্বাস করি, সুস্থ আত্মা শারীরিক উন্নতির সহায়ক আর সুস্থ দেহ মনকে উন্নত ও দৃঢ় করে এবং জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করে।”
  • “যে জীবন সৎ কাজে বের হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।”
  • “প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।”
  • “প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।”

প্লেটোর বিখ্যাত উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সক্রেটিস এর বিখ্যাত বাণীসমূহ ও দার্শনিক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্লেটোর বিখ্যাত উক্তি 2

প্লেটোর বাণী সমূহ, great sayings of Plato in Bengali 

প্লেটোর বাণী সমূহ
  • তুমি কীভাবে প্রমাণ করবে যে এই মুহূর্তে আমরা ঘুমিয়ে আছি, আর আমাদের সকল ভাবনাই এক একটা স্বপ্ন ; কিংবা আমরা জেগে আছি, এবং একে অপরের সঙ্গে যে কথাবার্তা চালিয়ে যাচ্ছি তা সম্পূর্ণ জাগ্রত অবস্থায় ?
  • “প্রেম হল মানসিক ব্যাধি।”
  • “অবিচার করার চেয়ে সহ্য করা অধিক অসম্মান জনক।”
  • “অজ্ঞতা যে কষ্ট আনে, অজ্ঞ লোকেরা অজ্ঞ থাকার কারণে তা বুঝতেই পারে না।”
  • “জ্ঞানী লোকেরা কম কথা বলে কারণ তাঁদের বলার মতো কিছু একটা আছে, বোকারা বেশি কথা বলে কারণ তাদেরকে কিছু একটা বলতেই হবে।”
  • “কর্মের শুরুটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।”
  • মূল্যবান কোনো কিছু আমার জীবনে আচমকা ঘটেনি, আমার কোনো আবিষ্কার দুর্ঘটনাবশত ঘটেনি; সবকিছুই এসেছে কাজের মধ্য দিয়ে।
  • “আমরা খুব সহজে একটি বালককে ক্ষমা করে দিতে পারি যে অন্ধকারকে ভয় করে, জীবনের সত্যিকারের ট্র্যাজেডি হল যখন পুরুষগণ আলোতে ভয় পায়।”
  • “বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।”
  • “হিসেবেই বিদ্যামান থাকে।”
  • ” ভাল জীবন হল পুণ্যের জীবন ।” 
  • “প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।”
  • “যে মানুষ শিক্ষাকে অবহেলা করে, জীবনে শেষদিন অবধি সে খুঁড়িয়েই হাঁটে।“
  • “আনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক আর যে শাসক শাসনকার্য পেতে মরিয়া সে নিকৃষ্টতম শাসক।”
  • চরম অজ্ঞতা অতটা ভয়ানক কিংবা অশুভ নয়, বরং অনেক ক্ষেত্রে তা এসব থেকে বহু দূরে। কিন্তু অত্যাধিক শিক্ষা, অত্যাধিক ধূর্ততা, সেই সঙ্গে অসৎ পরিবারে বড় হয়ে ওঠা সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।
  • গণতন্ত্র থেকেই জেগে ওঠে স্বৈরতন্ত্র, যা কিনা চরম স্বাধীনতা জাত অত্যাচার ও দাসত্বের এক ভয়াবহ রূপ।
  • অতিরিক্ত স্বাধীনতা, তা সে ব্যক্তির ক্ষেত্রেই হোক কিংবা রাষ্ট্রের, পরিণতিতে চরম দাসত্ব ডেকে আনে।
  • জ্ঞান হল প্রকৃত অভিমত। জ্ঞান অশুভ হয়ে দাঁড়ায় যখন তার লক্ষ্য পাপের দিকে নিবদ্ধ হয়। মানুষ বাধ্য হয়ে যে জ্ঞান অর্জন করে মনের ওপর তার ছাপ পড়ে না ।
  • শুধুই ধন-সম্পদ নয়, গভীর শ্রদ্ধার মহিমা কী – আসুন, আমরা সকলে আমাদের সন্তান-সন্ততিদের তারও উত্তরাধিকারী ঘোষণা করে যাই।
  • বিবেকহীন জ্ঞানকে বলা যেতে পারে এক ধরনের ধূর্ততা, তা মোটেই বোধি অভিমুখী নয়।

প্লেটোর বিখ্যাত উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কার্ল মার্কসের উক্তি ও বাণী সমূহ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্লেটোর বাণী সমূহ 2

জীবন সম্পর্কে প্লেটোর উক্তি, Best life quotes of Plato 

জীবন সম্পর্কে প্লেটোর উক্তি
  • যা কিছু অতিরিক্ত তা সবেরই প্রতিক্রিয়া আছে এবং তা বিপরীতমুখী। ঋতু-ব্যক্তি- সরকার, সকলের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য ।
  • “একটা ভালো সিদ্ধান্ত সর্বদা জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সংখ্যার ওপর ভিত্তি করে নয়।“
  • “যে কেউই অন্যের অতি সহজেই ক্ষতি করতে পারে কিন্তু প্রত্যেক ব্যক্তি অন্য মানুষের জন্য ভালো কাজ করতে পারেনা।“
  • “ভালো জিনিসের পুনরাবৃত্তিতে ক্ষতি নেই।”
  • “জীবনে কিংবা আচরণে রাষ্ট্রের ন্যায় বিচার তখনই সম্ভব, যখন প্রত্যেক নাগরিকের চিন্তায় এবং হৃদয়ে সেটা বিদ্যমান।“
  • “গণতন্ত্র শেষমেষ একনায়কতন্ত্রে পরিণত হয়ে যায়।“
  • ”বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।“
  • ”অনেক কাজকে অসম্পূর্ণতার দ্বারা করার থেকে ভালো, সামান্য কোনো কাজকে পরিপূর্ণতার সাথে করা।“
  • ”চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়।“
  • ” প্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিজয় হল নিজেকে জয় করা; নিজের দ্বারা জয়ী হওয়া সব কিছুর মধ্যে সবচেয়ে লজ্জাজনক এবং জঘন্য। “
  • ”যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম। কিন্তু যা থাকে তা আমরণ সাথী হিসেবেই বিদ্যামান থাকে। ”
  • ”মৃত্যু সবচেয়ে খারাপ জিনিস মোটেই নয় যা মানুষের জীবনে ঘটতে পারে।“
  • ”জীবন একটি শিল্প যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে।”
  • ”সাহস বলতে বোঝায় এটাই জানা যে কোথায় কোথায় ভয় পাওয়া উচিত নয় ।“
  • “পাপী হচ্ছে সেই ব্যক্তিই, যে মানুষের শুধু খারাপ কাজকে প্রকাশ করে আর ভালো কাজ করে গোপন।“
  • মূল্যবান কোনো কিছু আমার জীবনে আচমকা ঘটেনি, আমার কোনো আবিষ্কার দুর্ঘটনাবশত ঘটেনি; সবকিছুই এসেছে কাজের মধ্য দিয়ে।
  • আমি তাহলে ধরে নেব, তোমার মৌনতার অর্থ সম্মতি।
  • আরও অনেক কিছু শিখতে শিখতে আমি বুড়ো হব।
  • অজ্ঞতা,যাবতীয় দুর্দশার মূল এবং কাণ্ড।
  • নারীর কাছ থেকে পুরুষের মত কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে।
  • এটা প্রত্যেকের কাছেই পরিষ্কার যে অ্যাস্ট্রোনমি সব ঘটনাতেই আমাদের আত্মাকে বাধ্য করে ওপর দিকে
  • তাকাতে, আর পৃথিবীর যা কিছু তা থেকে সরিয়ে আনতে।
  • প্রত্যেক মুখে মুখে অতি সাধারণ প্রবাদটি হল, জীবন হোটেল-বাস ছাড়া আর কিছু নয়।
  • যার যা প্রাপ্য তাকে তা দেওয়া উচিত।
  • রাষ্ট্রের জীবনে কিংবা আচরণে ন্যায়বিচার তখনই সম্ভব যখন প্রত্যেক নাগরিকের হৃদয়ে তা বিদ্যমান।
  • ন্যায় মানে নিজের কাজে মন দেওয়া এবং অপরের কাজে ব্যাঘাত না ঘটানো।
জীবন সম্পর্কে প্লেটোর উক্তি 2

শেষ কথা, Conclusion 

প্লেটো একটি বিশেষ লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন: মানুষকে তাদের পরিপূর্ণ অবস্থায় পৌঁছাতে সহায়তা করা । আজ অবধি, তার ধারণাগুলি গভীরভাবে প্রাসঙ্গিক, উত্তেজক তথা আকর্ষণীয়। প্লেটোর মতে দর্শনই আমাদের বিশ্ব পরিবর্তনে করার জন্য উপযুক্ত একটি হাতিয়ার।

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা প্লেটোর উক্তি ও বিখ্যাত বাণী আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts