মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী মে দিবস উদযাপিত হয়। ১৮৯০ খ্রিস্টাব্দে ১ মে আমেরিকায় শ্রমিক ধর্মঘট হয়। সেই থেকে ‘মে দিবস’ এ শ্রমদিবস হিসেবে পালনের সূত্রপাত ঘটে। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে, জাতীয় ছুটির দিন। ১৯৩৩ সালের ১ মে ভারতে প্রথম মে দিবস উদযাপনটি হিন্দুস্তানের শ্রম কিষণ পার্টি মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) আয়োজিত হয়েছিল। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা শ্রমিক দিবস তথা মে দিবসের কবিতা, স্লোগান এবং শুভেচ্ছা, উক্তি ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
শ্রমিক দিবস/মে দিবসের সেরা স্লোগান, May diboser sera slogan





- কঠিন পরিশ্রম এবং নিষ্ঠাকে স্যালুট জানানোর দিন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস। তোমার পরিশ্রমকেও সম্মান জানালাম। মে দিবসের শুভেচ্ছা।
- নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য সারা বছর প্রচুর পরিশ্রম কর। আজ সে কারণে ছুটি নেওয়ার দিন। মহান মে দিবসের শুভেচ্ছা।
- শ্রমিক দিবস তো শ্রমিকদেরই জন্য। তাই বছরভরের শ্রমিক আজ তোমার বিশ্রামের দিন। মে দিবসে আরও কঠিন শ্রমের শপথ নাও। মহান মে দিবসের শুভেচ্ছা।
- গতকালকে যেতে দাও। আজ একটি নতুন দিনের সূচনা হোক এবং আপনি যা করতে পারেন তার সেরা হয়ে উঠুন। ঈশ্বর যেখানে চান, আপনি সেখানেই পৌঁছে যাবেন, কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই। মনে রাখবেন আমরা সকলেই শ্রমিক, শ্রমের মধ্য দিয়েই বিশ্ব জয় করতে হবে। শুভ শ্রমিক দিবস
- প্রতিদিন আমি নিজেকে স্মরণ করিয়ে দিই যে আমার অভ্যন্তরীণ ও বাহ্যিক জীবন অন্যান্য জীবিত ও মৃত মানুষের শ্রমের উপর নির্ভরশীল। আমি যেভাবে পেয়েছি এবং এখনও পাচ্ছি সেভাবে পরিমাপ করার জন্য আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। শ্রম করেই নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। শুভ শ্রমিক দিবস
- সমস্ত শ্রম যা মানবতাকে উজ্জীবিত করে তার মর্যাদা ও গুরুত্ব রয়েছে এবং শ্রমসাধ্য উৎকর্ষতার সঙ্গে গ্রহণ করা উচিত। শুভ শ্রমিক দিবস
- শ্রম একমাত্র জিনিস, যা সব কিছুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। শুভ শ্রমিক দিবস
- শ্রম হল প্রথম পুরস্কার। সমস্ত কিছুর জন্য এই একটা মাত্র জিনিসই অত্যন্ত জরুরি। শুভ শ্রমিক দিবস
- আপনার মন যদি কর্মক্ষম থাকে, তাহলে সব সময় খুশি থাকবে। শ্রম করেই নিজেকে ব্যস্ত রাখুন, অযাচিত বিষয় থেকে দূরে থাকুন। শুভ শ্রমিক দিবস
- আজকে মে দিবস। এই বিশেষ দিনে চলো সকল শ্রমিক মিলে একটা প্যারেড করা যাক। দিনটি উপভোগ করা যাক। সবাইকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা।
- কঠিন পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্যই মে দিবস পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে।
- কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেই। সৌভাগ্য, আশীর্বাদ হয়ে আসবে এই কঠিন পরিশ্রম। মহান মে দিবসে এই শুভেচ্ছা রইল।




শ্রমিক দিবস/মে দিবস সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।


শ্রমিক দিবস/মে দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, Best status on May Day


- যেভাবে পরিবার বা বন্ধুদের সাহচর্য উপভোগ কর, সেভাবেই নিজের কাজটাই উপভোগ করতে হবে। মে দিবসের শুভেচ্ছা রইল।
- কঠিন পরিশ্রমের সঙ্গেই তৃপ্তি আসে। মহান মে দিবসের শুভেচ্ছা রইল।
- মে মাস চেতনায় পরিপূর্ণ, মধ্য গ্রীষ্মের সূর্যের মতো। শুভ মে দিবস।
- মে দিবসে কোনও কর্মী খুঁজে কৃতজ্ঞতার সঙ্গে তার সাথে হাত মেলাও। শ্রমিক না থাকলে কোনও সভ্যতা তৈরি করা যেত না। শুভ শ্রমিক দিবস।
- মে দিবস কোনও সাধারণ দিন নয়, কারণ এটি এমন এক দিন যা অসাধারণ মানুষ, শ্রমিকদের শ্রদ্ধা জানায়। শুভ শ্রমিক দিবস।
- হঠাৎ যদি পুরো বিশ্বের সব শ্রমিক অদৃশ্য হয়ে যায় তবে বিশ্ব থমকে যাবে! আসুন আমরা সকলেই এটি অনুধাবন করি এবং আসুন শ্রমিকদের সম্মান করি – এই দুর্দান্ত মানুষরাই আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যায়। শুভ শ্রমিক দিবস।
- পৃথিবীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই কথাটা যেন আরও একবার নিজেকে মনে করিয়ে দিতে পারি সকলে। মে দিবসের শুভেচ্ছা রইল।
- তোমার সব পরিশ্রম সার্থক হোক। সব কাজ সফল হোক। মহান মে দিবসের শুভেচ্ছা।
- কঠিন পরিশ্রম করলে সাফল্য আসবেই। সুতরাং লক্ষ্যে পৌঁছনোর জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কর। মহান মে দিবসে এই কথাটা আরও একবার মনে করিয়ে দিলাম।
- মে দিবস ছুটির দিন। মজা করো। কিন্তু মে দিবসের ইতিহাস বা মে দিবসের তাৎপর্য ভুলে গেলে চলবে না।
- মে দিবসে পরিশ্রম করার যে শপথ নিচ্ছো! সেটা যেন বাকি দিনগুলিতেও মনে থাকে। মহান মে দিবসের শুভেচ্ছা।
- দেশ গড়ে তুলতে সে দেশের মানুষদের কঠিন পরিশ্রমই সম্বল। তুমিও সেই মানুষদের একজন। তোমার শ্রমকে সেলাম। শ্রমিক দিবসের শুভেচ্ছা।
- কঠিন পরিশ্রমের যে ফল পেয়েছ, তা আজ উপভোগ করার দিন। মে দিবসের শুভেচ্ছা।
- শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হত না। সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা। মহান মে দিবসের শুভেচ্ছা।
- শ্রম শুরু হবে নিজের ঘর থেকে। পরে তা দেশের কাজে লাগবে। তাই শুরু হোক আজ থেকেই। শুভ মে দিবস।
- কোনও কাজই ছোট নয়। তেমনই লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়ার জন্য যে কোনও রকম শ্রমকে সম্মান জানাতে হবে। শুভ শ্রমিক দিবস
- শ্রমিক দিবসে কোটি কোটি শ্রমিকের সারিতে নিজের নাম লিপিবদ্ধ করার দিন। মহান মে দিবসে এটা মনে রাখতেই হবে। মহান মে দিবসের শুভেচ্ছা।


শ্রমিক দিবস/মে দিবস সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আন্তর্জাতিক মে দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।



শ্রমিক দিবস/মে দিবসের কবিতা, May Day poems in Bangla


- একমাত্র শ্রমের মাধ্যমেই সাফল্য সম্ভব। মে দিবস থেকেই শুরু হোক সেই কঠিন শ্রম।
- মে মানে কি শ্রমিক দিবস?
হাসবে শ্রমিক শ্রেণী?
ধার্য হবে শ্রম অনুযায়ী
ডলার, টাকা, পেনি?
কেউ কি দ্যাখে মে দিবসে
শ্রমিক, মজুর খায় কি?
মে মাসে ওই শ্রমিকেরা
ন্যায্য ভাতা পায় কি?
শ্লোগান শুনি, বক্তৃতা হয়
শ্রমিক দিবস আসে
দিন চলে যায়, কেউ থাকে না
শ্রমিক ভাইয়ের পাশে।
শুভ শ্রমিক দিবস - বেশ ভালো চলছে আমাদের
এই গণতন্ত্রায়ন
ইটফাটা দুপুরে রৌদ্রের ঘ্রাণ
মিনিম্যাক্সি রাস্তায়
বালকেরা ফটাফট ডাক দ্যায়
পাছার প্যান্টের শ্রী আর উপরে
দেশের ক্রিকেটের গেঞ্জি
ডাকে মিরপুর মিরপুর প্যাসেঞ্জার
তাদেরও ঘামের গন্ধ
ইটফাটা রোদে ভিজে চমৎকার
ফুটপাতমুক্ত স্বদেশে চার লক্ষ
বিক্রেতা বেকার
কালকের জোকারের হাতে আজ
সাফসুতরো ঢাকা
বাহ, বেশ
ইটফাটা রোদের পর বিকেলে
গরীবের হাট ফুটপাত ফাঁকা।
মে দিবসে শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা - অযুত স্কন্ধে পা-আরশে বাড়ানো হাত
দশমুখে দাঁড়িয়ে এক রাক্ষস- স্বভাবে সর্বভুক;
এ দৃশ্যে সফল ক’টি নোবেলবিজয়ী হাত
আর রাক্ষসের স্থূলতার মানচিত্রে-
বগলে ও বাহুতে- নাভিতে ও নিতম্বে
ক্রিয়াশীল-সুদকষা পাটিগণিত
অথচ চলিত নিয়মের চোখ তুলে কেউ বলে না
‘কোন্ দোকানের চাল খাও বাবা!’
এদিকে অনাহারে-অর্ধাহারে অচিকিৎসায়-অবিশ্রামে
এবং ফলে অপুষ্টিতে শীর্ণ ঘাড়ের নিচে অগুনিত পা।
মানুষ নয়, দেবতা নয়, ফেরেশতাও নয়
দুটি শকুন শকুনি, অভিজ্ঞ ও নিরীহ
টর্চের মতো চোখ, ক্রেইনের মতো ঠোঁট
দূরে বসে চেয়ে আছে-
ঘ্রাণ নাগালে হাওয়ায় দোলে-
রানা প্লাজার মতো মস্তবড় একটা যদি!
পয়লা মে তে শ্রমিক দিবস উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা - সূর্যভস্মে মাথা রেখে-ঝরে পড়ে নোনাঘা
পর্দার ওপাশে তবু কারা যেন অহর্নিশ
আলোর চাবুকে হাতে-
কেড়ে নেয় সমূহ পিপাসা
আঠার মতন লেগে থাকে ক্ষয় ও ক্ষতিতে;
তবুও সভ্যতার থেঁতলানো আঁধারে
আমি যেন অনুনাদী গন্ধধূপ এক
সময়ের ভঙ্গুর গ্রীবায় ঢালি-পুষ্ট ফসলের গান।
নোনাঘামে প্রতিদিন জন্ম হয় সভ্যতার সহোদর
আর নিজেকে আবিষ্কার করি পৃথিবীর যুপকাষ্ঠে
হতে পারে এ এক আশ্চর্য টোটেমের নাম
প্রতিদিন শোধরাতে হয় যার-নির্মিতির দাম!
মে দিবসে শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা


- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla



শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা শ্রমিক দিবস তথা মে দিবসের কবিতা, স্লোগান এবং শুভেচ্ছা, উক্তি ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।