চালাক শেয়াল ও বোকা ছাগল – ঈশপ এর গল্প | The Fox And The Goat Story in Bengali



The story of this clever jackle and the foolish goat is very famous among the bengali moral stories. So here is the bengali version of that Aeshop’s tale, The fox and The Goat story in Bengali also known as Chalak Sheyal o Boka chagol er golpo, Budhiman Khyank Shyeal ebong Nirbodh Gadha etc.

Read the story below,

চালাক শেয়াল ও বোকা ছাগল ( Clever Fox and Stupid Goat – Aeshop’s fable in Bengali )

একদিন এক শেয়াল হঠাৎ এক কুয়ার মধ্যে পড়ে গিয়ে আর বাহির হতে পারছিলো না। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক ছাগল। কুয়াতে ঊঁকি দিয়ে সে শেয়ালকে দেখতে পেলো। ‘বন্ধু তুমি ওখানে কি করছো?’-জিজ্ঞেস করলো ছাগল।

‘ওমা তুমি জানো না? এই কুয়ার পানি সবচাইতে মিষ্টি। এসোনা তুমিও খাবে।’-বললো চতুর শেয়াল।

ছাগল একটু চিন্তা করে নেমে পরলো কুয়াতে। যেই না নামা, সাথে সাথে শেয়াল এক লাফে ছাগলের শিং এর উপর আর আরেক লাফে কুয়ার বাইরে।

‘বিদায় বন্ধু। তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে এখান থেকে বের হবার রাস্তা আছে কিনা তা না দেখে কখনই নীচে নামতে না ‘-চলে যেতে যেতে শেয়াল বললো।

উপদেশঃ দুষ্ট লোকের ছলের অভাব নেই।

Source of the English story

Foolish goat and clever jackal Video in Bengali

Next Story
সূর্য ও হাওয়া – ঈশপ এর গল্প | The Wind and The Sun Story in Bengali

Previous Story
কৃপনের ধন – ঈশপ এর গল্প | Miser and His Gold Story In Bengali

Recent Posts