সূর্য ও হাওয়া – ঈশপ এর গল্প | The Wind and The Sun Story in Bengali



The Sun and The North wind, one of the most famous Aeshops’s Fables had been read by all of us in our childhood. In bengali this story is known as Surjo aar Hawa r Juddho, Surjo o dokhine haoa er jhogra etc.

Read the Story below,

সূর্য ও হাওয়া

উত্তরে হাওয়া আর সূর্যের মধ্যে শক্তি নিয়ে তর্ক-বিতর্ক। এ বলে আমি শক্তিশালী ,ও বলে আমি শক্তিশালী। হঠাৎ তাদের নজরে পড়লো এক পথিক পথ চলছে। তারা বাজী ধরলো পথিককে যে কাপড় খুলতে বাধ্য করতে পারবে সেই হবে জয়ী।

উত্তরে হাওয়াই আগে চেষ্টা করবে ঠিক হলো। হাওয়া বইতে লাগলো জোরে আরো জোরে, ভীষন জোরে। পথিক দেখলো কাপড় চোপড় যেন উড়েই যায়। সে আঁকড়ে ধরে রাখলো তার কাপড়। ঠান্ডা বাতাসের দাপটে সে গায়ে আরো একটা চাদর জড়িয়ে নিতে বাধ্য হলো। ক্লান্ত উত্তরে হাওয়া সূর্যকে বললো,’নাও ভাই সূর্য, এবার তুমি চেষ্টা করে দেখো।’

সূর্য তখন মিষ্টি রোদ ছড়িয়ে দিলো পৃথিবীতে। একটু পরে রোদ বাড়লে পথিক খুলে ফেললো তার কোট আর চাদর। গরমে পথিক অস্থির হয়ে পরলো। আর থাকতে না পেরে কাপড় জামা খুলে নদীতে নাইতে নেমে গেলো সে।

উপদেশঃ তর্ক করে যা বোঝানো সম্ভব না তা যুক্তি দিয়ে বোঝানোই ভাল

Source of English Story

Sun and North Wind – Bengali Moral Video

Next Story
গাধা ও সিংহের চামড়া – ঈশপ এর গল্প | The Donkey In Lion’s Skin Story in Bengali

Previous Story
সিংহ এবং ইঁদুর – ঈশপ এর গল্প | The Lion and The Mouse story in Bengali

Recent Posts