দিদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা, Good wishes on elder sister’s birthday in Bengali



মানুষের জীবনে  নিকটতম সম্পর্কের  অন্যতম হল ‘দিদি’ সম্পর্কটি । এই নামটির সাথেই জড়িয়ে আছে বিভিন্ন মিশ্র আবেগ; কখনো তা রাগারাগির, মারামারির,খুনসুটির আবার কখনও তা গভীর ভালোবাসা ও শ্রদ্ধার। সবসময় হয়তো নিজের দিদিকে আমরা আমাদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারি না  , তাই জন্মদিন বা বিশেষ কোনো দিন  উপলক্ষ্যে যদি আমরা আমাদের  মনোভাব লেখার মাধ্যমে  দিদিকে ব্যক্ত করি তাহলে বড় বোনেরা অত্যন্ত খুশি হন। নিম্নে উল্লেখিত হল দিদির জন্মদিনে পাঠানো  কিছু আন্তরিক শুভেচ্ছাবার্তা:

দিদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা

দিদির জন্মদিনে শুভেচ্ছার কিছু কথা, Greetings for elder sister’s birthday in bengali  

  • দুঃখের কথা  ভুলে যেয়ো, ভবিষ্যতের কথা মনে  রাখো
    ..আজকের দিনটা ভালো করে উপভোগ কোরো তুমি
    তোমার মতন দিদি পেয়ে হয়েছি ধন্য আমি!
    শুভ জন্মদিন দিদি! 
  • ঝগড়া  ও খুনসুটি
    তাই নিয়ে মাতামাতি
    ছেলেবেলার দিনগুলি  ভুলতে কি পারি?
    তুই ছিলি সাথে সাথে
    সর্বদা দিনরাতে
    প্রিয় দিদি যে  তুই আমার
    তোর জন্মদিনে পাঠাই 
    একরাশ ভালোবাসা আমার!
  • জীবনের প্রতি পদে,
    দুই ছিলি মোর সাথে,
    আজ তুই বহুদূরে,
    আছিস তবে মনের কাছাকাছি।
    তোর কথা ভেবে আমি তাই বেশ ভালো আছি।
    মা কে পায়নি ,তোকে পেয়েছি, তুই যে আমার জীবন।
    আজ এই বিশেষ দিনটিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি 
    সুস্থ  থাক, আনন্দে থাক, ভালোবাসায় ভরে উঠুক তোর ভুবন। 
  • দিদি,আজ তোমার জন্মদিনের শুভ দিনটিতে প্রচুর মজা , আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি … সব আশা, সব বাসনা পূর্ণ হোক তোমার । শুভ জন্মদিনের অভিনন্দন !
  • বাতাসে আজ সুবাসিত স্নিগ্ধতা,
    সারি সারি পাখিরা আজ গাইছে গান, নতুন করে প্রকৃতি সেজেছে রঙিন, রাশি রাশি ফুলেরা আজ প্রস্ফুটিত কাননে, আজ  যে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন….সে  আমার বড় ভালোবাসার, দিদি
    “শুভ জন্মদিন দিদি”।
  • ছোটবেলায় যেমন ছিলে
    আজও তেমনটাই আছো
    চিরনতুন সজীবতা নিয়ে
    এভাবেই তুমি থেকো।
    আজকের এই বিশেষ দিনে
    হয়ে ওঠো আরও নবীন,আরও প্রাণবন্ত, ভালোবেসে  তোমার বোন/ভাই
    জানায় তোমায় শুভ জন্মদিন !
  • দিদি ,তোমার জন্মদিনে নিয়ো আমার একরাশ ভালোবাসা
    আজকের এই রাত হোক সুখময়,
    নিয়ে আসুক এক নব প্রভাত,
    প্রতিটি দিন -তোমার জন্য হোক কষ্টহীন,
    পৃথিবীটা হয়ে উঠুক রঙিন..
    আজকের এই সময়-টা শুধু তোমার জন্যই থাক
    আর কারো নয়।
    এই বিশেষ মুহূর্তে তোমার ভাই /বোন  জানায়  তোমায় শুভ জন্মদিন!
দিদির জন্মদিনে শুভেচ্ছার কিছু কথা

দিদির জন্মদিনে শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভাই বোনের সম্পর্কের বাণী ও উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

দিদির জন্মদিনে শুভেচ্ছার স্ট্যাটাস,Happy Birthday wishes for your elder sister in Bangla 

  • দিদি, আজকের এই বিশেষ দিনটি ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য এবং ঐশ্বর্য আসুক এই কামনাই করি সর্বান্তকরণে । শুভ জন্মদিন!!!
  • এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারেবার ,এই ক্ষণ যেন চিরকাল, ছুঁয়ে থাকে মনটা তোমার !! বছর বছর ফিরে, আসুক আনন্দের এই মুহূর্ত তোমার জীবনে প্রতিবার।
    শুভ জন্মদিন দিদি !
  • আজ দিদির জন্মদিন,
    শুভ লগন। নাচে আমার প্রাণ আর আমার মন আজ কী যে আনন্দ, কী যে মজা
    আনন্দে ভরে উঠুক দিদির সারাটা জীবন ।
  • জন্মদিনে তোকে দেব,
    কি আর উপহার, বাংলায় নিস ভালোবাসা-
    হিন্দীতে নিস ‘প্যায়ার’।।
  • তুই আছিস আমার পাশে
    আর কী আমার চাই?
    সুখে দুখে তোকেই যেন
    চিরকাল পাই। ভালো থাকিস, এই কামনা করি বারবার । 
  • বছর বছর  ফিরে আসুক,
    এই দিনটি ঘুরে ঘুরে,
    তোকে নিয়ে করব মজা,
    খাব পেট পুরে
    Happy Birthday জানাই
    তোকে বারেবার ।
    সবার প্রিয় থাকবি রে তুই
    ‘দিদি’  যে আমার  ।
  • পৃথিবীর সবকিছুর চাইতে তুমি আমার কাছে সব থেকে বেশি দামী, তোমার মতন দিদি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি আমি । ‘জন্মদিনের ‘এই শুভ দিনটিতে তুমি নিও আমার ভালোবাসাও প্রণাম ….
  • আমার প্রিয় দিদি, তোমার এই বিশেষ দিনটিতে তোমার সুন্দর জীবন কামনা করি; ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জীবনের বাকি দিনগুলিতেও তুমি সুখে ,স্বচ্ছন্দে ও সুস্বাস্থ্যে কাটাতে পারো।
দিদির জন্মদিনে শুভেচ্ছার স্ট্যাটাস

দিদির জন্মদিনে শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রাখি পূর্ণিমার শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

দিদিকে জন্মদিনের শুভ কামনা, didike jonmodiner subhokamona

  • জন্মদিনে আরও অনেক শুভ কামনা রইল দিদি ;যা লিখে বোঝাতে পারলাম না।
  • আমার সবথেকে প্রিয় বন্ধু ;আমার প্রিয় দিদিকে জানাই জন্মদিনের একরাশ শুভেচ্ছা আর অনেক ভালোবাসা ।
  • পৃথিবীর সব থেকে ভালো দিদির জন্য তার ছোট বোন/ ভাইয়ের পাঠানো একগুচ্ছ বর্ণময় শুভেচ্ছার মালা গ্রহণ করে তাকে করে তুলো আরও বর্ণময়।
  • মায়ের পরেই তোমার স্থান ,দিদি তোমায় জানাই প্রণাম, মায়ের মতোই রেখেছ আগলে গোটা পরিবারকে,স্নেহ দিয়ে ভরিয়ে দিয়েছ আমাদের সকলকে, তোমার জন্মদিনে তাই জানাই তোমায় বারেবার,খুশিতে ভরপুর থাক সারাটা জীবন তোমার ।    
  • ছোট বেলা থেকে ভালোবাসা, আদর আর স্নেহ দিয়ে বড় করেছো তুমি। প্রিয় দিদি, তোমার কাছে সারাজীবন ঋণী 
    ভালোবাসার সেই ঋণ শোধ করা যায় না। সারা জীবন তুমি পাশে থেকো আর যে কিছুই চাই না ।
  • ভোরের আলো, তুমি এলে যেন দিদির বেশে
    মায়ের মতন ঘুম ভাঙালে সত্যি ভালোবেসে, মায়ের মতো গায়ে তোমার বন বকুলের গন্ধ ,পরশ যেন অতি মধুর ভালোবাসায় অন্ধ। তোমার জন্মদিনে আজ জানায় তোমার বোন ,
    কাছে থেকো ,পাশে থেকো এভাবেই সারা জীবন।
  • *দিদি,তুমি দিয়েছ অনেক
    চাওনি কিছুই ;ভালোবাসাটুকু ছাড়া,স্নেহের পরশে সদাই ঢেকেছো, কখনই করনি আমায় তোমার কোল ছাড়া। তোমার জন্মদিনে আজ মনে পড়ে গেল সেই স্মৃতিগুলো আবার নতুন করে ,ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো এভাবেই চিরতরে ।
    ~~~শুভ জন্মদিন দিদি~~    

    আজ আমার প্রিয় বড়দিদি কে আরও এক বছর বড় হতে দেখলাম! এর থেকে আনন্দের আর কি হয়? ~শুভ জন্মদিন দিদি ~
  • তোমার মতন এক সর্বগুণসম্পন্না দিদি পেয়ে আমি ধন্য ।ঈশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি তোমার হাসিমুখ যেন চিরকাল অম্লান থাকে;
    পৃথিবীর সব সুখ যেন তুমি পাও , কোনো দুঃখ, কোনো কষ্ট যেন ছুঁতে পারে না তোমার হৃদয়কে।
    প্রতিটা বছর তোমার আনন্দ যেন দ্বিগুণ, তিনগুণ ,চতুর্গুণ বেড়ে চলতেই থাকে।দিদি ,তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। ~~শুভ জন্মদিন ~~  
দিদিকে জন্মদিনের শুভ কামনা

দিদির জন্মদিনে শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভাইফোঁটার শুভেচ্ছা, মন্ত্র সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

দিদির জন্মদিনে শুভেচ্ছার কিছু সুন্দর লাইন, Beautiful happy birthday quotes on elder sister’s birthday  

  • তোমার  থেকে ভাল দিদি বোধহয় এ পৃথিবীতে আর  কেউ নেই ;  ছোট থেকে আজও তুমি সবসময় ভালও খারাপ সময়গুলিতে আমার পাশে ছিলে আর এখনো আছো।  তোমার জন্মদিনে তোমার ভাই  আজ করলো এই অঙ্গীকার; সারা জীবন পাশে থাকবে সে তোমার ,একই ভাবে আগলে রাখবে চিরকাল।~ শুভ জন্মদিন দিদি~  জন্মদিনের সবচেয়ে উষ্ণতম আর অনাবিল শুভ কামনা পাঠালাম।
  • শুভ জন্মদিন,দিদি। তুমি আমার কেবল  বড় বোনই নয়, আমার সেরা বন্ধুও। আমি সর্বদা তোমার প্রতি শ্রদ্ধাবনত  আর আমার চোখে তুমি সব প্রশংসার ঊর্ধ্বে। জীবনের ভারসাম্য বজায় রেখে কীভাবে বাঁচতে   হয় তার সর্বোত্তম উদাহরণ তুমি; তোমার থেকে আজও শিখি; প্রতিনিয়ত ।
    তোমার কাছে আমি  যে চিরঋণী!
    ~শুভ জন্মদিন দিদি~     
  • পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার বড় দিদির জন্মদিনে ,জানাই আমার অন্তরের শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার এই বিশেষ দিনটি কানায় কানায়  ভরে উঠুক,  জীবনের যা কিছু আনন্দ তাই দিয়ে।তোমার মনের সব আশা পূর্ণতা লাভ করুক।
    ঈশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ গুলি বর্ষণ হোক তোমার জীবনে।
    ~~শুভ জন্মদিন দিদি ~~   
  • আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
    আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা।
    আজকের পৃথিবী তোমার জন্য
    ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। প্রিয় দিদি ,তুমি এই দিনে পৃথিবীতে এসেছ
    শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
    উচ্ছল দিন কামনায়।
    শুভ জন্মদিন দিদি।
দিদির জন্মদিনে শুভেচ্ছার কিছু সুন্দর লাইন

পরিশেষে, Conclusion

জন্মদিন হল সেই বিশেষ দিন যা প্রত্যেক মানুষের কাছেই উল্লেখযোগ্য।  জন্মদিনে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে প্রত্যেক মানুষই নিজের আপনজনের কাছ থেকে শুভেচ্ছাবার্তা আশা করে । আর যদি জন্মদিন নিজের দিদির হয় তাহলে তো কথাই নেই।

নিজের জন্মদিনে  ভাই বোনের কাছ থেকে শুভেচ্ছাবার্তা প্রাপ্ত করে দিদির যে আনন্দ হয় তা অনির্বচনীয় । উপরিউক্ত উক্তিগুলো আপনার দিদির জন্মদিনকে আরও সমৃদ্ধ ,আরও আনন্দমুখর করে তুলবে এই আশা রাখি।
আমাদের আজকের প্রতিবেদন যদি আপনার মনোগ্রাহী হয়ে থাকে তবে তা অবশ্যই বন্ধুমহলেও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করে নিতে ভুলবেন না। 

Recent Posts