সিংহ এবং ইঁদুর – ঈশপ এর গল্প | The Lion and The Mouse story in Bengali



This is a beautiful moral story in Bengali, Lion and Mouse story teaches us about kindness and helpful nature. Always be humble, Kind and Helpful. This story is also known as Singho o idur er golpo, Bagh o idur er bangla golpo, Singho o nengti idur er ishoper golpo.

Read the story below,

সিংহ এবং ইঁদুর

একটা ছোট ইঁদুর ঘুমন্ত সিংহের মুখের ওপর দিয়ে ছোটাছুটি করতে গিয়ে তার ঘুম ভাঙিয়ে দিল।
সিংহ খুব রেগে ইঁদুরটাকে ধরে মেরেই ফেলছিল, তখন ইঁদুর খুব কাকুতি-মিনতি করে তাকে বলল, আমাকে ছেড়ে দাও, একদিন হয়তো আমি তোমাকে রক্ষাও করতে পারি।
ইঁদুরের কথা শুনে সিংহ হেসেই বাঁচে না, তবু কী মনে করে তাকে ছেড়ে দিল।

তারপর অনেক দিন পার হয়ে গেছে, হঠাৎ একদিন সেই সিংহ একটা শিকারির জালে আটকা পড়ে গেল।
সিংহের গর্জন শুনে ইঁদুর ছুটে এসে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে থাকে।
কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্তি পেয়ে যায়।

ইঁদুর বলল, দেখেছ, তুমি আগে বিশ্বাস করোনি, কিন্তু প্রয়োজনে একটা ছোট ইঁদুরও তোমাকে রক্ষা করতে পারে।

উপদেশঃ ভালো কাজের প্রতিদান পাওয়া যায়।

Source of English Story

Mouse and Lion – Bengali Moral Video

Next Story
সূর্য ও হাওয়া – ঈশপ এর গল্প | The Wind and The Sun Story in Bengali

Previous Story
খরগোশ এবং ব্যাঙ – ঈশপ এর গল্প | Hares and the Frogs story in Bengali

Recent Posts