ওষুধের দোকানের মানানসই কিছু নাম ও তার অর্থ | Unique Medicine Shop Names in Bengali With Meaning


গোটা বিশ্বের মতো আমাদের দেশেও ওষুধের ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা হিসেবে সাব্যস্ত বহু যুগ ধরেই । মানুষের শরীর থাকলেই অসুখ হবে আর অসুখ হওয়া মানেই ওষুধের দোকানের দ্বারস্থ হওয়া। ইদানীংকালে করোনা সংক্রমণ হওয়ার কারণে ওষুধের চাহিদা দ্বিগুণ, তিনগুণ মাত্রায় বেড়ে গেছে। অতিমারির ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার দরুণ মানুষের ঢল নেমেছে ওষুধের দোকানগুলিতে।

medicine shop bangla name
ওষুধের দোকান

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ এখন অধিকাংশ ক্ষেত্রেই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে । তাই যতই দিন যাচ্ছে ওষুধের ব্যবসার রমরমা ততই বেড়ে চলেছে । অতএব যাঁরা ভবিষ্যতে এই ব্যবসা নিয়ে নিজেদের রুজি রোজগার সুনিশ্চিত করবেন বলে স্থির করেছেন তাঁদের প্রথমেই এই ব্যবসা সংক্রান্ত দোকানের একটি সঠিক এবং সুযোগ্য নাম নির্ধারণ করে নেওয়া উচিত যা রোগীদের সেবা করার সাথে সাথে ক্রেতাদের ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে । নিচে উল্লেখিত হলো সেরকমই কিছু ঔষাধাগার বা ফার্মেসির কিছু উপযুক্ত নামসমূহ ও তার সংক্ষিপ্ত বিবরণ:

বাংলায় নামকরণ করা কিছু অভিনব ওষুধের দোকানের নাম | Best Bengali Pharmacy Name Ideas List with Meaning

  • জীবনধারা ঔষধালয় ~ জীবনের ধারাকে অক্ষয় রাখতে সঠিক পথ্য অপরিহার্য ।তাই ওষুধ দোকানের নাম ‘জীবনধারা’ এক যথার্থ অর্থ বহন করে।
  • সেবা কেয়ার ইউনিট ~ মানুষকে সুস্থতা প্রদান করাই হল সব থেকে উন্নত মানের সেবা । ওষুধের দোকানগুলি যারা প্রতিনিয়ত সঠিক ওষুধ সরবরাহ করে মানুষের জীবন বাঁচিয়ে চলেছে ; “সেবা’ নামটি সে ক্ষেত্রে যথাযোগ্য ।
  • প্রয়াস মেডিক্যাল স্টোর ~ সুলভ মূল্যে সঠিক ওষুধ সরবরাহ করে মানুষকে জীবন দান করার প্রয়াস নিয়েছে যে ঔষাধাগার তার নাম ‘প্রয়াস’ রাখা যেতে পারে ।
  • উদ্যোগ মেডিক্যাল ভান্ডার ~ মানুষকে সুস্থতা প্রদান করে বাঁচিয়ে তোলার মহৎ উদ্যোগ ডাক্তারের পাশাপাশি একটি ঔষধাগার ও নিয়ে থাকে । ‘উদ্যোগ’ নামটি সেই অর্থে যথাযোগ্য ।
  • সহায় ফার্মেসি ~ অসুস্থ রোগীকে সারিয়ে তোলার একমাত্র সহায় ও সম্বল হলো ওষুধ । সেই হিসেবে ওষুধের দোকানের নাম ‘সহায়’ হলে বেশ মানানসই হয় ।
  • আনন্দধারা মেডিক্যাল সপ ~ সুস্থতা মানুষকে আনন্দ প্রদান করে আর সেই সুস্থতার অঙ্গীকার বহন করে যে ওষুধের দোকান তার নাম ‘আনন্দ ধারা’ রাখা যেতে পারে।
  • চব্বিশ ঘন্টা মেডিক্যাল হাব ~ অনেক ওষুধের দোকান রোগীদের সেবা প্রদান করার মহৎ উদ্দেশ্য নিয়ে চব্বিশ ঘণ্টা এবং সাত দিনই খোলা থাকে; সে ক্ষেত্রে এই নামটি যথাযোগ্য ।
  • আশ্বাস মেডিক্যাল পয়েন্ট ~ সঠিক ওষুধ সরবরাহ করে মানুষকে বাঁচিয়ে তোলার এবং রোগ নিরাময় করার ‘আশ্বাস’ লুকিয়ে আছে এই নামটির মধ্যে । স্বাস্থ্যসাথী ঔষধালয়~ সেবা শুশ্রূষার পাশাপাশি একটি রোগীকে সারাতে প্রধান যে জিনিসটির দরকার তা হল সঠিক পথ্য ; তাই একটি সর্বাঙ্গসুন্দর ঔষাধালয় হল মানুষের প্রকৃত ‘স্বাস্থ্যসাথী’ ।
  • স্বাস্থ্য সঙ্গী মেডিসিন কর্নার ~ স্বাস্থ্যসাথীর মতো স্বাস্থ্য সঙ্গী ও মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো সদা জাগ্রত। ‘স্বাস্থ্য সঙ্গী ‘নামটিও যেকোনো ঔষধাগারের নাম হিসেবে নির্বাচন করা যেতে পারে ।
  • জীবন রেখা ঔষধাগার ~আমাদের প্রত্যেকের জীবন রেখাকে সরল রাখতে ওষুধের ভূমিকা অনস্বীকার্য ; তাই ওষুধের দোকানের নাম যদি ,”জীবনরেখা”দেওয়া হয় তবে তা হবে একটি খুব প্রাসঙ্গিক ।
  • নবজীবন হেলথ পয়েন্ট ~ নতুন জীবন দান করে প্রাণদায়ী ওষুধ; সেই ক্ষেত্রে “নবজীবন হেল্থ কেয়ার পয়েন্ট’ ঔষধাগারের নাম হিসেবে যথার্থ ।
  • উপশম ~রোগের নিরাময়ের উদ্দেশ্যে আমরা ওষুধের দোকানেরই দ্বারস্থ হই; সেই ক্ষেত্রে ‘উপশম ‘নামটি যথার্থ ।
  • নিরাময় ~ রোগের উপশম এবং দেহের সুস্থতা বজায় রাখার জন্য ,অসুস্থ হলে আমরা ওষুধের দোকানেই ছুটে যাই এবং উন্নত মানের ও একটি ভালো ওষুধের দোকান ই আমাদের নিরাময়ের চাবিকাঠি টি প্রদান করে। সে ক্ষেত্রে ‘নিরাময়’ নামটি যথার্থ । প্রতিকার হেলথ কেয়ার ~ একটি উন্নতমানের ওষুধের দোকান সঠিক ওষুধ সরবরাহ করে সঠিক সময় রোগের নিরাময়ও প্রতিকার করে । সেই দিক দিয়ে বিচার করে দেখতে গেলে ‘প্রতিকার’ নামটি একটি ওষুধের দোকানের ক্ষেত্রে যোগ্য নাম হিসেবে বিবেচনা করা যেতে পারে ।

প্রাসঙ্গিক ঔষধাগারের নাম | ॥ইংরাজি ওষুধের দোকানের নাম | Famous Medicine Shop Name Ideas with Meaning

  • True Care Pharmacy ~ যেখানে সেবা ও রোগের নিরাময় ই আসল উদ্দেশ্য সেখানে এই নামটি কার্যকরী হওয়ার দাবি রাখে ।
  • Health Point Pharmacy~ নিজের সুস্বাস্থ্য বজায় রাখা যেকোনো মানুষের অন্যতম প্রধান লক্ষ্য। সে ক্ষেত্রে ঔষধাগারের নাম যদি ‘হেলথ পয়েন্ট’ ফার্মেসি হয় তাহলে লোকে তো সেখানে ভিড় করবেই ।
  • Medway Healthcare~ ঔষধ ই যখন সুস্বাস্থ্যের একমাত্র পথপ্রদর্শক হয়ে ওঠে তখন Medway Healthcare নামটিও স্বার্থকতার ইঙ্গিত বহন করে ।
  • A toZ Health Care – যে ঔষধাগারে সবরকম ওষুধ, ওষুধ সম্পর্কিত সরঞ্জাম, সবরকম খুঁটিনাটি সামগ্রী পাওয়া যায় , সেই দোকানের নাম A toZ Health Care রাখা যেতেই পারে।
  • Med Junction ~ এই নামটির মধ্যে রয়েছে এক আধুনিকতার ছোঁয়া এবং পাশাপাশি ওষুধপ্রাপ্তির সহজলভ্যতা বার্তা ও বহন করে ।
  • Easycure Medicine corner – খুব সহজেই রোগ থেকে মুক্তি দেবার অঙ্গীকার প্রদান করে যে ঔষধাগার তার জন্যই এই নামটি একেবারে যথার্থ ।
  • All in One Druggists – সব প্রয়োজনীয় পথ্য উপলব্ধ একই ছাদের নিচে সেরকম ই ইঙ্গিত বহন করছে এই নামটি, ‘All in One’ ।
  • Wecare Pharmacy – অসুস্থ রোগীদের যত্ন সেবা করা ও খেয়াল রাখার উদ্দেশ্য নিয়েই ওষুধের দোকানগুলি প্রতিনিয়ত সার্ভিস দিয়ে থাকে ।সেই অনুসারে এই নামটি যথার্থ।
  • Bsafe Medical store- রোগীদের সুরক্ষিত রাখার অঙ্গীকার নিয়ে কোনো ওষুধের দোকান খুললে এই নামটি উপযুক্ত হবে ।
  • Plus Care Pharmacy – ডাক্তারি শাস্ত্রের ইঙ্গিত বাহক হল Plus সাইনটি আর সেই অর্থ বোঝাতে যেকোনো ঔষধাগারের নাম প্লাস কেয়ার রাখাই যেতে পারে যেখানে অতিরিক্ত যত্ন সহকারে ওষুধ সরবরাহ করা হয়।
  • Medzone Chemists and druggists – যেখানে মেডিসিন বা ওষুধ এবং ওষুধ সামগ্রী সম্পর্কিত যাবতীয় জিনিস পাওয়া যায় সে রকম দোকানের নাম ‘মেড জোন’ রাখা যুক্তিযুক্ত ।
  • Arogya Medical Hall – আমরা ওষুধ পথ্য সেবন করি শারীরিক অসুস্থতা থেকে নিরাময়ের জন্য এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আরোগ্য নামটি যথার্থ ।
  • Drug House ~ খুব সাধারণভাবে ওষুধের দোকানের প্রকৃত অর্থ বোঝাতে গেলে এই নামটির থেকে উপযুক্ত আর কিছু হতে পারে না ।
  • Dreamline Health care – দীর্ঘদিন যাবৎ রোগভোগের পর নিজের মানুষের সুস্থতা কোনো স্বপ্নপূরণ থেকে কম কিছু নয় । সে রকম এক সুন্দর স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়েই আপনার ওষুধের দোকানটির নাম Dreamline দিতেই পারেন।
  • Pill Heal Medicine point – সঠিক ওষুধ সেবন করে রোগ নিরাময় হওয়াটাই খুব স্বাভাবিক এবং সেই অর্থে Pill Heal নামটির মধ্যে রয়েছে একপ্রকার সদর্থক বার্তা এবং তার সাথে আধুনিকতার ছোঁয়া ।
  • Tru Aid Pharmacy – সঠিক এবং উন্নত মানের ওষুধ সরবরাহকারী ও সব ঔষধাগারের নাম Tru Aid রাখলে মন্দ হয় না ।
  • Relicare Drug house ~ যত্ন এবং নির্ভরযোগ্যতা সে দোকানের মূল ভিত্তি আর তা যদি হয় কোন ওষুধের দোকান, তার নাম Relicare দেওয়া যেতেই পারে ।
  • Savelife Medicine house ~ সঠিক ওষুধ শুধুমাত্র মানুষের শারীরিক ব্যথা নিরাময় করে না তা অনেক ক্ষেত্রে জীবনদায়ী ও। সেই ক্ষেত্রে “সেভ লাইফ” নামটি খুবই উপযুক্ত ।
  • Cure for Sure Pharmacy ~ সঠিক ওষুধ সরবরাহ করার পাশাপাশি সুস্থতার ও অঙ্গীকার প্রদান করেন যে ঔষধাগার তার নামকরণ এমনই হওয়াই উচিত ।
  • New Era Druggists- নতুন যুগের উন্নত মানের সব রকম ওষুধপত্রের প্রাপ্তি স্থল বোঝাতে New Era Druggists নাম টি বেশ মানানসই ।
  • Pharma Plus ~ খুব সাধারণ অর্থে যা বোঝায় তা হল ওষুধ বিক্রয়কেন্দ্র এবং সেই অর্থেই এই নামটি যথাযোগ্য ।
  • Health-i- fication ~ গতানুগতিক নামের থেকে বাইরে গিয়ে ওষুধের দোকানের নামে যদি একটু আধুনিকতার ছোঁয়া রাখতে হয় তাহলে এই নামটি বেশ মানানসই এবং “স্বাস্থ্যসম্মত”।
  • Safe side Medical stores ~ নিজের শরীরকে সুস্থ রাখতে এবং বড়সড় কোন রোগ আকার ধারণ করার আগেই সঠিক পথ্য গ্রহণ করা উচিত ; সে ক্ষেত্রে Safe side নামটি কোনো ঔষধ দোকানের নামকরণের ক্ষেত্রে বেশ কিছুটা অভিনব।
  • Miracle Medicine corner ~ সঠিক ওষুধ সঠিক সময়ে পড়লে অনেক সময় মৃত্যুপথযাত্রী রোগী ও সম্পূর্ণভাবে সেরে ওঠেন এবং এ ক্ষেত্রে ডাক্তারের পাশাপাশি ওষুধের দোকানের অবদান ও কিছু কম যায় না । Miracle নামটি সেই অর্থে যথাযথ । Service 24*7 Medical care ~ অনেক ওষুধের দোকান রোগীদের সেবা প্রদান করার জন্য চব্বিশ ঘণ্টা এবং সাত দিনই খোলা থাকে; সে ক্ষেত্রে এই নামটি যথাযোগ্য । C-cure Medicine point – ইংরেজি শব্দ ‘Secure’অর্থে ব্যবহৃত এই নামটি যেকোনো ওষুধের দোকানের একটি মানানসই নাম হতে পারে যা রোগীদের দেবে ভরসা ও আশ্বাস।
  • New-life Medicine house – অসুস্থ রোগীকে নবজীবন দান করার ক্ষেত্রে ওষুধের ভূমিকা অনস্বীকার্য; আর সেই ক্ষেত্রে ওষুধের দোকানের নাম ‘নিউ লাইফ’ হতে পারে বেশ মানানসই ।
  • Sronghold Health point ~ সঠিক ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করে মানুষের শরীরকে সুস্থ রাখার অঙ্গীকার নিতে পারে যে ঔষধাগার তার নাম ‘Sronghold’ দেওয়া যেতে পারে ।
  • Fit -n-Fine Pharmacy~ সঠিক ওষুধ পড়লে অসুস্থ শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে ; সেই অর্থে এই নামটি যথার্থ ।
  • Galaxy Medical stores ~ গ্যালাক্সির মতন বিশালতা যে ওষুধের দোকানে আছে অর্থাৎ যেখানে সব ধরনের প্রয়োজনীয় ওষুধ এবং ওষুধ সম্বন্ধীয় সামগ্রী সহজেই উপলব্ধ সেই দোকানের নাম Galaxy রাখা যেতে পারে ।
  • Life~ line Medicine point ~ আমাদের প্রত্যেকের জীবন রেখাকে সরল রাখতে ওষুধের ভূমিকা অনস্বীকার্য ; তাই ওষুধের দোকানের নাম যদি লাইফলাইন দেওয়া হয় তবে তা হবে একটি খুব প্রাসঙ্গিক নামকরণ।
  • Medpath Medicine house ~ ওষুধ প্রাপ্তির একমাত্র পথই হলো ঔষধাগার বা Medicine shop । সেই ক্ষেত্রে Medpath নামটি এনে দেবে আপনার দোকানটিকে একটি অভিনবত্বের ছোঁয়া।

Recent Posts