অলি বার বার ফিরে যায় লিরিক্স । Oli Baar Baar Phire Jaay Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ অলি বার বার ফিরে যায় ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

অলি বার বার ফিরে যায় লিরিক্স বাংলা হরফে । Oli Baar Baar Phire Jaay Lyrics in Bengali

অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে-
তবে তো ফুল বিকাশে ।
কলি ফুটিতে চাহে ফোটে না,
মরে লাজে মরে ত্রাসে ।।
ভুলি মান অপমান দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে ।
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশে ।।
ফিরে এসো ফিরে এসো, বন মোদিত ফুলবাসে ।
আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে ।।

Oli baar baar phire jaay Lyrics in English Transcription । অলি বার বার ফিরে যায় লিরিক্স ইংরেজি হরফে

Oli baar baar phire jaay, oli baar baar phire aase –
Tabe to phul bikaashe.
Koli phutite chaahe phote na, more laaje more traashe.
Bhuli maan apomaan daao mon praan nishidin raho paashe.
Ogo aasha chere tabu aasha rekhe daao,
hridoyraton-aase.
Phire eso phire eso bono modito phulobaase.
Aaji birahorajoni, phullo kusum
shishirosolile bhaase.

অলি বার বার ফিরে যায় গান সম্পর্কিত কিছু তথ্য । Oli baar baar phire jaay Song Information

পর্যায়: প্রেম

উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র

তাল: দাদরা

রাগ: পিলু

লিখিত: ১৮৮৮

সংগ্রহঃ মায়ার খেলা

স্বরবিতান: ৪৮ (মায়ার খেলা)

স্বরলিপি: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

নোট: ২২শে ডিসেম্বর ১৮৮৮ এ প্রকাশিত।

অলি বার বার ফিরে যায় গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে। Oli Baar Baar Phire Jaay Song Video

https://youtu.be/C7_HEP3ZHFA

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts