বিপদ নিয়ে ক্যাপশন, Quotes on danger in Bengali language 



আনন্দ সুখ যেমন আছে মানুষের জীবনে বিপদ বাধার উপস্থিতি এক অবধারিত সত্য। প্রত্যেক সময়  কোন মানুষের  সমান যায় না; জীবনে উত্থান পতন থাকবে এটাই স্বাভাবিক। তবে বিপদ এলে দমে যাওয়া উচিত না বরং সেটিকে মোকাবিলা করে সামনে এগিয়ে চলতে হবে আর সেখানেই রয়েছে জীবনের স্বার্থকতা । নিচে উল্লেখ করা হল বিপদ নিয়ে উক্তি বা স্ট্যাটাস  যা আপনাদের মনোবল বৃদ্ধি করতে সহায়ক হবে আশা করা যায়।    

বিপদ নিয়ে ক্যাপশন

বিপদ নিয়ে উক্তি, Bipod nie caption 

বিপদ নিয়ে উক্তি 1
বিপদ নিয়ে উক্তি 2
বিপদ নিয়ে উক্তি 3
  • সৎ লোক যখন বিপদের মুখে পড়ে তখন আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়  কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।
  • আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন; এটাই তার পরীক্ষায় ঈশ্বরের কাছে বিপদের মুখেও সে কতটা শক্তি সঞ্চয় করে তাকে হাসিমুখে প্রতিহত করতে পারে।
  • আপনার দুর্বলতাকে ও বিপদকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র পরমেশ্বর ই রাখেন। তাই তাঁর কাছেই  অবিরত প্রার্থনা করুন; উনি সঠিক পথ নিশ্চয়ই প্রদর্শন করবেন ।
  • ঈশ্বরের  সাথে যখন সম্পর্ক স্থাপিত হয়  , তখন আর বিপদ থাকে না  আর এই দৈবিক সম্পর্ক সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি করে ওনার কাছে প্রার্থনা করা।
  • একজন সাহসী মানুষের  চোখের তারা ঠিক যেন  রোদের মতো বিপদ উজ্জ্বল।
  • সাহস যেমন জীবনের বিপদ, তেমনি ভয় হল এর সুরক্ষা কবচ।
  • নিষ্ক্রিয বিপদ হোলো সবচেয়ে নিরাপদ।
  • বিদ্বেষ এবং প্রযুক্তির সমন্বয় মানবজাতির জন্য সবচেয়ে বড় বিপদ।
  • সত্যিকারের বিপদ হল যখন স্বাধীনতা খর্ব করা হয়,  নিজের সুবিধার্থে এবং কোনো ব্যক্তিবিশেষ  দ্বারা।
  • একজন মানুষের জীবনের প্রথম সময়কালে সবচেয়ে বড় বিপদ হল ঝুঁকি না নেওয়া।
  • দুর্যোগ আমাদের একটি বড় শিক্ষা প্রদান করে আর সেটা হল বিপদে পড়লে আমাদের একসাথে দাঁড়াতে হবে। আমাদের জয় তবে নিশ্চিত।
  • আমরা এমন  এক পৃথিবীতে থাকি  যেখানে সবাই প্রকাশক, কেউ সম্পাদক নয় ; আর সেই বিপদই আমরা আজ  সবাই মিলে মোকাবিলা করছি।
  • যদি কোন ব্যক্তি বিপদে পড়ে তবে সেটি সাধারণত রার ই দোষ এবং তা থেকে নিজেকে বের করে আনা কেবল সেই ব্যক্তির ই দায়িত্ব।
বিপদ নিয়ে উক্তি 4
বিপদ নিয়ে উক্তি
বিপদ নিয়ে উক্তি 5

বিপদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Peace of Mind Quotes সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিপদ নিয়ে স্ট্যাটাস; Meaningful thoughts about danger in Bangla font

  • বিপদকে অন্ধভাবে উপেক্ষা করার মধ্যে কোন সাহস বা বীরত্ব লুকিয়ে নেই বরং এটি দেখার এবং এটিকে জয় করার মধ্যে রয়েছে।
  • আসল বিপদ এই নয় যে একদিন কম্পিউটার  প্রযুক্তি মানুষের মত ভাবনা চিন্তা করতে শুরু করবে, কিন্তু  বিপদ সেখানেই ঘনিয়ে আসবে যখন মানব জাতি কম্পিউটারের মত ভাবতে শুরু করবে।
  • অধিকাংশ ক্ষেত্রে  প্রথম উত্তরদাতারা অচেনা নায়ক  হলেও তাঁরা একপ্রকার  বিশেষ মানুষ হয়ে থাকেন কারণ, যখন অন্য সবাই বিপদ থেকে পালাতে উদ্যত হন, তখন তারা সেখানে ছুটে যান।
  • নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে ঈশ্বরের  উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
  • বাহ্যিক বিপদ থেকে সুরক্ষা হচ্ছে জাতীয় আচার -আচরণের সবচেয়ে শক্তিশালী পরিচালক।
  • বিপদ যতক্ষণ না পর্যন্ত  দরজায় জোরে আঘাত না করে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতিকে মেনে নেওয়া হল মানুষের স্বভাব।
  • রাজনীতিবিদরা যতই কমনীয় হোক না কেন সেটি মূলত  তাদের বাহ্যিক বহিঃপ্রকাশ। এর মধ্যেই লুকিয়ে আছে সুপ্ত বিপদ।
  • সাহস  হল প্রকৃতপক্ষে  বিপদের পরিমাপের একটি নিখুঁত সংবেদনশীলতা, এবং এটি সহ্য করার মানসিক ইচ্ছা।
বিপদ নিয়ে স্ট্যাটাস

বিপদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঘৃণা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিপদ নিয়ে উক্তি 6
বিপদ নিয়ে উক্তি 7

বিপদ নিয়ে উক্তি নতুন, New quotes on danger in bangla

বিপদ নিয়ে উক্তি 8
বিপদ নিয়ে উক্তি 9
বিপদ নিয়ে উক্তি 10
  • বিপদ জীবনের এক অন্ধকার অধ্যায়, যেখানে সাহসের আলো দিয়ে পথ খুঁজতে হয়। যারা এই অন্ধকারকে ভয় পায় না, তারাই সত্যিকার বিজয়ী।
  • জীবনের সবকিছুই বিপদমুক্ত নয়, কিন্তু যারা প্রতিটি বিপদকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, তারাই সফলতার শিখরে পৌঁছায়।
  • বিপদ আসে জীবনের গতি থামাতে নয়, বরং আমাদের শক্তি, ধৈর্য এবং জ্ঞানকে আরও গভীরভাবে বুঝতে শেখাতে।
  • যে মানুষ বিপদে পড়ে ভেঙে পড়ে না, সে মানুষই জীবনের প্রকৃত যোদ্ধা। বিপদে দৃঢ় থাকার মানে নিজেকে নতুন করে চিনে নেওয়া।
  • বিপদকে এড়ানো নয়, তাকে জয় করার মধ্যেই জীবনের প্রকৃত সৌন্দর্য নিহিত।
  • বিপদ হল জীবনের পরীক্ষার মতো, যেখানে প্রতিটি উত্তর ভুল হলেও আমরা একটি নতুন পথ খুঁজে পাই।
  • যতবার তুমি বিপদে পড়বে, ততবার তুমি জীবনের নতুন অর্থ খুঁজে পাবে। বিপদকে জয় করাই প্রকৃত পরিপূর্ণতা।
  • বিপদ কখনো জীবনের শেষ নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। কঠিন সময়ে কঠোর মানসিকতাই আমাদের গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়।
  • যে জীবনে কোনো বিপদ নেই, সে জীবন রঙহীন। বিপদ মানে জীবনের রঙিন অধ্যায়ের সূচনা।
  • বিপদ কেবল ভয় দেখায় না, এটি আমাদের নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শেখায়।
  • যে বিপদকে আমরা গ্রহণ করতে পারি না, সে বিপদ আমাদের ভেঙে ফেলে। কিন্তু যাকে আমরা গ্রহণ করি, তা আমাদের মজবুত করে তোলে।
  • বিপদ আমাদের জীবনের মানচিত্রে নতুন পথের সন্ধান দেয়, যা হয়তো অন্যথায় আমরা খুঁজেই পেতাম না।
  • বিপদকে আলিঙ্গন করতে শেখো, কারণ এতে লুকিয়ে থাকে শক্তি ও অনুপ্রেরণার উৎস।
  • বিপদ মানে জীবনের এমন এক অধ্যায়, যেখানে সাহস ও আত্মবিশ্বাস দিয়ে পথ তৈরি করতে হয়।
  • বিপদে পড়া মানে থেমে যাওয়া নয়; এটি মানে আরও শক্তিশালী হয়ে উঠা।
  • বিপদ জীবনের শিক্ষক, যা আমাদের ধৈর্য, বুদ্ধি এবং আত্মবিশ্বাস পরীক্ষা করে।
  • বিপদ কখনোই স্থায়ী নয়, কিন্তু এটি আমাদের চরিত্রে গভীর চিহ্ন রেখে যায়।
  • বিপদ আমাদের জীবনের আসল বন্ধু, কারণ এটি আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে।
  • যদি জীবন সহজ হয়, তবে শেখার সুযোগ কম। বিপদই আমাদের সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করে।
  • বিপদ কেবল একটি অধ্যায়, এটি জীবন নয়। যারা এই অধ্যায় পেরিয়ে যেতে পারে, তারাই নতুন দিগন্ত আবিষ্কার করে।
বিপদ নিয়ে উক্তি 11
বিপদ নিয়ে উক্তি 12
বিপদ নিয়ে উক্তি 13

বিপদ নিয়ে কিছু কথা , Important lines about danger

বিপদ নিয়ে উক্তি 14
বিপদ নিয়ে উক্তি 15
বিপদ নিয়ে উক্তি 16
  • প্রকৃত মানুষ দুটি জিনিস চায়: বিপদ এবং খেলা। যে কারণে কিছু মানুষ নারীকে সবচেয়ে বিপজ্জনক খেলার জিনিস হিসেবে চান।
  • জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই
    বিপদে পড়লে মানুষ চেন যায়।
  • বিপদ মানুষের নিত্যদিনের সঙ্গী ; বিপদ আসবে আবার চলে যাবে, এটাই বাস্তব ।
  • এমন অনেক মানুষ আছে যারা  নিজের কথা চিন্তা করে স্বার্থপর হয়ে যায় এবং  অন্যের কথা খেয়াল রাখে না  আর তাই কেউ বিপদে পড়লে নিজে খুশি হয় এবং তাকে নিয়ে অন্যের মাঝে সমালোচনা করে।
  • প্রত্যেক মানুষের কর্তব্য একজন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার চেষ্টা করা। সেই বিপদ থেকে বের হওয়ার জন্য তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
  • কোন  মানুষেরই উচিত নয় এমন কোন কাজ করা যে তার বিপদের সময় দূরে থাকবো,  আবার বিপদ কেটে গেলে পাশে এসে দাঁড়াবো;  এটি স্বার্থপরতার লক্ষণ।
  • বিপদে পড়লে প্রথমেই  যাকে স্মরণ করতে হবে তিনি হলেন ঈশ্বর ; কারণ বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র তিনিই ।
  • স্বয়ং ঈশ্বর যদি  বিপদ থেকে রক্ষা না করেন কারো সাধ্য নেই আপনাকে বিপদ থেকে রক্ষা করার।
  • বিপদ যত বড়ই হােক, তাকে চিরস্থায়ী মনে করা উচিত নয়।
  • যে বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন।
  • যে ব্যক্তি  কোনোদিনো বিপদগ্রস্ত হয় নি, সে প্রকৃত ধীর সহিষ্ণু হতে পারে না, যেমন বহুদর্শিতা ও অভিজ্ঞতা ব্যতীত কেহ সুচিকিৎসক হতে পারে না।
  • জীবনে বিপদ আসলে তার মোকাবিলা করতে হবে। বিপদের সময় হাত গুটিয়ে বসে থাকলে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে না।
  • বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং দ্বিতীয়ত মনোবল রাখতে হবে।
  • বিপদে পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ তার মূল্য এবং সামর্থ সম্বন্ধে কোন সঠিক ধারণা করতে পারে না।
  • বিপদ যত শীঘ্র আসে, তত শীঘ্র যায় না।
  • বিপদকে ভয় করা মানেই পৌরুষকে খর্ব করা।
  • নিজের বিপদের কথা শত্রুকে বোলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বােধ করবে।
  • বিপদ যখন প্রকৃত আসে যখন কোনােখানেই কূল পাওয়া  যায় না।
  • বিপদ হল কঠোর শিক্ষাদাতা। অন্যের বিপদ দেখে বিপদ থেকে হও সাবধান—তােমার বিপদ যেন হয় না কারাে শিক্ষার বিষয়।
  • বিপদকে বিপদ দিয়েই অতিক্রম করা যায়।
বিপদ নিয়ে কিছু কথা
বিপদ নিয়ে উক্তি 17
বিপদ নিয়ে উক্তি 18

বিপদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সন্দেহ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিপদ নিয়ে উক্তি 19

বিপদ নিয়ে কবিতা, Poetic phrases on danger

বিপদ নিয়ে উক্তি 20
  • সকল বাধা ছিন্ন করে জাগে যৌবন নতুন সুরে’
    বিপদ বড়ই সুযোগ সন্ধানী
    যখন আসে, ঝঁকে ঝঁকে আসে
    চারদিক থেকে আসে
    বলে কয়ে আসে না
    নোটিশ দিয়ে আসে না।যখন তুমি আষ্টেপৃষ্ঠে বাঁধা
    নাওয়াখাওয়ার সময় নেই
    হাতে কানাকড়িটি নেই
    পাশে ‘প’ও নেই
    সাত রাত জেগে মাত্র বিছানায় গা এলিয়েছো
    ঠিক তখনই সে হঠাৎ
    তেড়েফুঁড়ে আসবে
    ধেয়ে আসবে…
  • চোখ মেলে দেখবে
    পাশে কেহ নেই, কেউ নেই
    শুধুই অন্ধকার..
    কারো ফোন বন্ধ, কেউবা ধরছে না ভয় পাচ্ছো
    তাহলেই সারা
    তবে যে নিজেকেও হারালে…
    নিজের ওপর বিশ্বাস আছে?
    তবে তোমার সব আছে
    বিপদ ভয় পাবে, আর
    তুমি জয় পাবে..
  • শুভ  কর্মপথে ধর’ নির্ভয় গান।
    সব  দুর্বল সংশয় হোক অবসান।
    চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
    লহ’ সে অভিষেক ললাট’পরে।
    তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
    ত্যাগব্রতে নিক দীক্ষা,
    বিঘ্ন হতে নিক শিক্ষা–
    নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
    দুঃখই হোক তব বিত্ত মহান।
  • বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী
    চিত-নন্দন, জগ-বন্ধন, ভব-বন্ধন বারি।।
    সর্ব মূরতি আকৃতি হীন,
    পঞ্জভূত প্রকৃতি লীন,
    দীন হীন বন্ধু, করুণা সিন্ধু, চিত-বিহারী।।
    নির্বিকার বাসনা শূণ্য
    সর্বাধার পরম-পূণ্য
    অজনক বিভু, জগত জনক; বহিরন্তর চারী।।
    পাপ-তিমির চন্দ্র-তপন
    নাশ তাপ, মোহ-স্বপন,
    করহ প্রেম বীজবপন, সিঞ্জি, ভকতি-বারি।।
  • বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা–
    বিপদে আমি না যেন করি ভয়।
    দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
    দুঃখে যেন করিতে পারি জয়॥
    সহায় মোর না যদি জুটে  নিজের বল না যেন টুটে,
    সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
    নিজের মনে না যেন মানি ক্ষয়।
    আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা–
    তরিতে পারি শকতি যেন রয়।
    আমার ভার লাঘব করি নাই-বা দিলে সান্ত্বনা,
    বহিতে পারি এমনি যেন হয়।
    নম্রশিরে সুখের দিনে  তোমারি মুখ লইব চিনে–
    দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা
    তোমারে যেন না করি সংশয়।
  • বিপদে আপদে সংশয়ে
    কখনও যেন না ডরি 
    শত বাধা বিঘ্নের ও
    মুখমুখি যেন পড়ি ।
    সত্যের দীপ চোখে জ্বালিয়ে
    আঁধারের রাত যাব পেরিয়ে 
    ভরিব ধরণী,
    হাসিতে প্রেমে, আর গান দিয়ে ।
    বিশ্বপিতা তুমি হে প্রভু
    আমাদের প্রার্থনা এই শুধু
    তোমারি করুণা,
    হতে বঞ্চিত না হই কভু ।
  • বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল
    এত নরম
    শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
    বিপদ বড়
    কথার ওপর কেবল কথা
    সিলিং ছুতে চায়
    নিজের মুখের আয়না আদল
    লাগছে অসহায়
বিপদ নিয়ে উক্তি 21
বিপদ নিয়ে কবিতা

পরিশেষে, Conclusion

উপরে বিবৃত বিপদ নিয়ে উক্তি, ক্যাপশন ও কাব্য  সমূহ আপনাদের মনোগ্রাহী হয়েছে। উদ্ধৃতিগুলি   জীবন চলার পথে বিপদ এলে সামনে এগিয়ে চলার সাহস জোগাবে। আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে নিজের বন্ধু ও পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। 

Recent Posts