সম্মান নিয়ে কিছু উক্তি, Quotes on Regards in Bengali


মানুষের জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে অন্যতম হলো সম্মান।এটি একটি অপার্থিব এবং অমূল্য উপহার যার তুলনা কারো সাথে করা চলে না। যে মানুষ সম্মানিত হয়ে থাকে সে-ই প্রকৃত সফল এবং সুখী ব্যক্তি। নিম্নে উল্লেখিত হলো  একগুচ্ছ মনকাড়া সম্মান নিয়ে উক্তির মালা:

সম্মান নিয়ে কিছু উক্তি
Pin it

সম্মান নিয়ে ক্যাপশন, Thoughtful captions about regard in bangla font

সম্মান নিয়ে ক্যাপশন
Pin it
  • যেখানে সম্মান নেই সেখানে সাফল্য অর্থহীন।
  • মানুষকে সম্মান দিতে শেখা উচিত, কাউকে সম্মান দিৈ  নিজের ও সম্মান  প্রাপ্তি হয়।
  • ছলনার আশ্রয় নিয়ে কোন কিছু জেতা অপেক্ষা  সম্মানের সাথে হেরে যাওয়া অধিকতর শ্রেয়।
  • যে বিশৃঙ্খল ভাবে  জীবনযাপন করে সে কোন সম্মান ছাড়াই মৃত্যুবরণ করে।
  • মানুষ তখনই সঠিকভাবে জীবিত থাকতে  পারে যখন তাকে  তার প্রাপ্যও  যথাযথ সম্মান দেওয়া হয়ে থাকে।
  • মানুষের সম্মান তার মানবিকতা বোধের মধ্যেই  লুকিয়ে থাকে যা সঠিক সময়ে বহিপ্রকাশ ঘটে।
  • মানবজাতির সবচেয়ে বড় ক্ষতি হলো নিজের সম্মানহানি। তার কাছে এর থেকে বড় ক্ষতি আর  কিছু নেই।
  • একজন দেশের নাগরিকের কাছে সবথেকে বড় ও সম্মানের বিষয়টি হলো তার নিজের দেশের জন্য সদর্থক কিছু কাজ করা ; নিজের অবদান রেখে যাওয়া।
  • সম্মান ছাড়া মানবজীবন অসম্পূর্ণ থাকে এবং সম্মান এমনই একটি জিনিস যা মানুষকে নিজের যোগ্যতার  মাধ্যমে অর্জন করতে হয়।
  • একজন মানুষ যদি তার  উপর স্তরের ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করেন তাহলে তার  নিম্ন স্তরের মানুষেরাও সেই ব্যক্তিকে  সম্মান করবে।
সম্মান  ক্যাপশন
Pin it

সম্মান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

সম্মান নিয়ে স্ট্যাটাস, Somman nie status 

সম্মান নিয়ে স্ট্যাটাস
Pin it
  • যে ব্যক্তি তার পিতামাতাকে পূর্ণ সম্মান দিতে জানে তার কখনো মৃত্যু হয় না ।
  • প্রত্যেকটি মানুষের  জীবনের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিৎ নিজের কৃতকর্মের বলে সম্মান অর্জন করা যা ভবিষ্যতে তাঁর  বাকি উদ্দেশ্যগুলোকেও পূরণ করতে সক্ষম করবে।
  • যদি কোনো ব্যক্তি সারা জীবন ধরে তার  সম্মান কে সঠিক রূপে বজায় রাখতে পারে এবং নিজের মৃত্যুর আগে পর্যন্ত যদি সেই সম্মান সে ধরে রাখতে পারে, তবেই তার জন্ম সার্থক।
  • সম্মান বা মর্যাদা অর্জন করতে হলে একটি মানুষকে  আলাদা করে কিছু করতে হয় না;  তিনি যদি শুধু তাঁর   নিজের কর্তব্য ও দায়িত্বগুলি সঠিকভাবে পালন করেন তাহলেই যথেষ্ট।
  • মানব জীবনের সবথেকে বড় অর্জনের  অন্যতম প্রাপ্তির নাম হলো সম্মান, কারণ অন্য সব বড় বড় গুণাবলী অর্জনের মাধ্যমেই এটি অর্জিত হয়ে থাকে।
  • মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং সীমিত পরিসরের হয়ে থাকে। তাই আমাদের উচিৎ এই ছোট্ট জীবনকে তার প্রকৃত মর্যাদা এবং  সম্মান দেওয়া আর তা একমাত্র সম্ভব  আমদের ইতিবাচক কার্যাবলীর   মাধ্যমে।
  • অন্যের  সম্মানহানি করে নিজের কখনো সম্মান প্রাপ্তি হয় না।
  • যে মানুষ অন্যের  সম্মান করতে জানে না সে বস্তুত কিছুই জানেনা ও শেখেনি।
  • সম্মান জিনিসটি শর্তসাপেক্ষ নয়; ব্যক্তি যদি তাঁর নিজের ভূমিকা সঠিক রূপে পালন করে সেখানেই নিহিত রয়েছে তোমার  প্রকৃত সম্মান।
  • বড়দের সম্মান করো ; ছোটরাও তাহলে তোমাকে সম্মান করবে।
  • পৃথিবীতে যে মানুষটির কোনো সম্মানজনক স্থান নেই সেই ব্যক্তি  সবথেকে ভাগ্যহীন ব্যক্তি বলে পরিগণিত হয় ।
  • দেশমাতৃকার সম্মানার্থে যে বীর শহীদগণ নিজেদের প্রাণ তুচ্ছ করে দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাঁরা সর্বোচ্চ সম্মানের অধিকারী
  • একটি রাজ্যে প্রজাদের যতটা প্রাপ্তি হয় ততটাই তারা তাদের রাজ্যের রাজাকে সম্মান দেবে। 
  • যে মানুষ না জেনে; অজ্ঞতার বশে সম্মান দেখায়, সেই সম্মান প্রদর্শনে গর্ববোধ করার মতো কিছু নেই।
  • অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা অথবা  সম্মানিত ব্যক্তিকে অপমান করা একই রকম দোষের।
  • যে ব্যক্তি কারও কদর, সম্মান ও মূল্য দিতে জানে না সেই ব্যক্তির ওপর সময় নষ্ট করা অর্থহীন।
  • যে মানুষ সবাই সম্মান করতে জানে সেটি হল তার ব্যক্তিত্বের সর্ববৃহৎ একটি গুণ।
  • দেশের সুনাগরিক হিসেবে দেশের আইনকে শ্রদ্ধা করা উচিত এবং তাকে যথাযথ ভাবে মর্যাদা প্রদর্শন করা উচিত।
  • উচ্চ নীচ ভেদাভেদে সম্মান প্রত্যেকটি মানুষেরই প্রাপ্য; 
    সে একটি সাধারণ কেরানি হোক অথবা উচ্চপদস্থ  কোন আই সিএস অফিসার।
  • যে ব্যক্তি জানে না দিতে
    পিতা মাতাকে সম্মান
    জানবে তার সমাজেও
    নেই কোনো মান।
  • মানুষ যেই ব্যক্তিদের বেশি সম্মান করে তাঁর  দ্বারাই প্রতিবার সে  আহত হয়ে থাকে।
  • যে মানুষটি গোলাপ পছন্দ করে তাকে অবশ্যই গোলাপের কাঁটা কে ও সম্মান করতে হবে।
  • কিছু চরিত্রহীন পুরুষ সৌন্দর্যকে  সম্মান দিতে জানে না ; জানে শুধু তাকে ব্যবহার করতে।
সম্মান স্ট্যাটাস
Pin it

সম্মান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শ্রদ্ধা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

সম্মান নিয়ে কিছু কথা, Beautiful sayings about respect in Bengali

সম্মান নিয়ে কিছু কথা
Pin it
  • যাঁরা  প্রকৃত জ্ঞানী ব্যক্তি তাঁরা  অন্যকে সম্মান দিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করে তোলেন।
  • মানুষ যখন তার বিশ্বাস হারিয়ে ফেলে তখন তার সম্মান ও বিনষ্ট হয়; এবং তখনই তার মৃত্যু হয়।
  • কর্মক্ষেত্রে নিজের অধীনস্থ ব্যক্তিকে সামান্য মনে না করে  তাকে সম্মান প্রদর্শন করলে আপনিও তার কাছ থেকে উচ্চতর সম্মানের অধিকারী হবেন।
  • মানুষের জীবন সংক্ষিপ্ত ;তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত।         
  • যে পুরুষ নারীর মর্যাদা দিতে পারে না সে পুরুষ নামের কলঙ্ক। 
  • নারী জাতিকে সম্মান জানানো মানে সৃষ্টিকে সমাদর করা।  
  • পারস্পরিক সম্মান হ’ল প্রকৃত সম্প্রীতির ভিত্তি।
  • ভয়ের উপর ভিত্তি করে যে সম্মান তৈরি হয় তার থেকে থেকে তুচ্ছ আর কিছু হয় না ।
  • ভালোবাসা হলো সম্মান প্রদর্শনের   অন্যতম শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ।
  • সম্মান হল একটি দ্বিমুখী রাস্তা ;যদি তুমি সম্মান পেতে চাও তোমাকে সম্মান দিতেও হবে।
  • মানুষের জনপ্রিয়তা থেকে তাঁর সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ ।
  • কোনো ব্যক্তিকে কেবলমাত্র তার ধন-সম্পদের জন্য সম্মান করা উচিত নয়, বরং তার জনহিতকর কাজের জন্য আমরা তাকে সম্মান প্রদর্শন করি; ঠিক যেমন আমরা সূর্যের উচ্চতার জন্য তাকে গুরুত্ব দিই না, তার কার্যকারিতার জন্য আমরা সম্মান জানাই ।
  • যদি মানুষের প্রতি আপনার মনে কিছুটা শ্রদ্ধা থাকে তবে আপনি তাদের  আরও উন্নত হতে ,তাদেরকে আরও কার্যকর করতে সাহায্য করতে  পারেন।
  • অন্য মানুষের অনুভূতির সম্মান করুন। এটি আপনার কাছে  অর্থহীন হতে পারব , তবে এটি তাদের কাছে অনেক মূল্য রাখে।
  • শ্রদ্ধার সবথেকে আন্তরিক রূপগুলির মধ্যে অন্যতম টি  হ’ল অন্যের কথা মন দিয়ে শোনা।
  • আমাকে আপনার পছন্দ বা অপছন্দ  নিয়ে আমি উদ্বিগ্ন নই আপনাকে কেবল আপনি মানুষ হিসাবে শ্রদ্ধা করুন সেটাই যথেষ্ট ।
  • আপনি অন্যের কাছ থেকে যেরকম ব্যবহার আশা করেন সেভাবেই অন্যদের  সাথে আচরণ করুন। আপনি যেভাবে কথা বলতে চান অন্য মানুষের সাথে ও সেভাবে কথা বলুন। শ্রদ্ধা অর্জিত হয়, দেওয়া হয় না।
  • যে অন্যকে ভালবাসে সে সর্বদা তাদের দ্বারা ভালবাসা লাভ করে। যে অন্যকে সম্মান করে, সে প্রতিনিয়ত তাদের দ্বারা সম্মানিত হয়।
  • কাউকে সম্মান করা আপনার ব্যক্তিত্বের গুণকে নির্দেশ করে।
  • মানুষ বিনীত বা বিনম্র না হলে অন্য কাউকে সম্মান প্রদর্শন করতে পারে না।
  • বিশ্বের প্রতিটি মানুষই ঈশ্বরের সৃষ্ট প্রাণী, তাই আমাদের অবশ্যই অন্য ব্যক্তিদের  সমান সম্মান করতে হবে। তবে সম্মান প্রদর্শন করার অর্থ  এই নয় যে আমাদের তাদের পছন্দগুলির সাথে, মতামতের সাথে  একমত হতে হবে , তবে প্রকৃতপক্ষে আমাদের তাদেরকে মানুষ হিসাবে সম্মান করতে হবে
সম্মান নিয়ে কিছু কথা 2
Pin it

সম্মান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সংগ্রাম ও লড়াই নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

সম্মান নিয়ে কবিতা, Shayeri and poem on regard in bangla

Pin it
  • তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি
    বন্ধু কথার মর্যাদাটা রাখবি।
  • আমি মৃত্যুকে যতটা ভয় করি ঠিক ততটাই সম্মানকে ভালোবাসি।
  • যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
  • ভাল অভ্যাস করুন, কারন আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়
  • মর্যাদা ধরে রাখুন, কারন এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়
  • যে বালিকাটি ভোর হওয়ার সাথে সাথে ছুটছে কারখানা অভিমুখে, চোখ আর আঙুল জীর্ণ করে শেলাই করছে সভ্যতার মুখোশ, তার সাথে সভ্যতা যেন সভ্য আচরণ করে, তাকে দেয় খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, তাকে ক্রীতদাসী না করে তাকে যেন দেয় মানুষের মর্যাদা, যা তার প্রাপ্য সহজাতভাবে।
সম্মান নিয়ে কবিতা 2
Pin it

পরিশেষে, Conclusion

সম্মান জোর করে ছিনিয়ে নেবার বস্তু নয় সেটি অর্জন করতে হয় নিজের কার্যাবলী  দিয়ে ।অতএব  আপনি যদি অন্যের কাছে সম্মানিত হতে চান তবে অন্যকে শ্রদ্ধা করার সাথে সাথে নিজের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।  স্ব-সম্মানে ভূষিত হলে আপনি ও অন্যকে আপনাকে সম্মান করাতে বাধ্য করবেন । আজকের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুমহল ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না 


Recent Posts