তৃপ্তি শব্দটার সাথে আমরা সকলেই হয়তো পরিচিত, কিন্তু সকলে এর সঠিক অর্থ হয়তো অনুভব করতে পারেনা। জীবনে তৃপ্তি না থাকলে সুখও পাওয়া যায় না। আপনাদের অনেকেই অনলাইনে বিভিন্ন সময় তৃপ্তি নিয়ে লেখা স্ট্যাটাস, ক্যাপশন বা উক্তি ইত্যাদি খুঁজে থাকেন। তাদের উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদন। আশা করছি তৃপ্তি নিয়ে লেখা সবগুলো উক্তি, বাণী এবং স্ট্যাটাসের মধ্যে থেকেই আপনাদের পছন্দ মত বা যেমনটা খুঁজছিলেন তেমন লেখা পেয়ে যাবেন, এবং এগুলি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারবেন।

তৃপ্তি নিয়ে স্ট্যাটাস, Satisfaction quotes in bengali

- তৃপ্তি লাভ প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির চেষ্টার মধ্যে নিয়ত থাকে। প্রাপ্তি নয়, বরং পূর্ণ প্রচেষ্টা করারই নাম বিজয়।
- জীবনের সফলতা তখনই প্রমাণিত হয় যখন আপনি কারও থেকে কিছু নেওয়ার চেয়ে তাকে একটু বেশি ফিরিয়ে দেওয়ার মধ্যে সন্তুষ্টি খুঁজে পান।
- আমি লেখার মাধ্যমে মনে যে ধরনের সুখ এবং তৃপ্তি পাই তা আর কোনো কিছুতেই পাই না।
- এই প্রকৃতির মধ্যেই আমাদের নান্দনিক, বুদ্ধি বৃত্তিক, জ্ঞানীয়, এমনকি আধ্যাত্মিক তৃপ্তির চাবিকাঠি লুকিয়ে আছে, যা নিজেকেই এক এক করে খুঁজে নিতে হবে।
- উদ্যোক্তাদের জীবন যেন একটি চ্যালেঞ্জের ন্যায়, কাজ, উৎসর্গ, নিবেদন, অধ্যবসায়, উচ্ছ্বাস, যন্ত্রণা, সিদ্ধি, ব্যর্থতা, ত্যাগ, নিয়ন্ত্রণ, শক্তিহীনতা সব কিছুই আছে, কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্ত হয় এক অসাধারণ তৃপ্তি।
আপনি যদি রাতের বেলা সন্তুষ্টি ও তৃপ্তির সাথে বিছানায় ঘুমোতে যেতে চান, তবে মনে রাখবেন যে আপনাকে প্রতিদিন সকালে একটি দৃঢ়সংকল্প নিয়ে উঠতে হবে। - আমরা সবার মধ্যে সবসময়ই আরও চাওয়ার সাধ লুকিয়ে থাকে। বেশ কিছু ভাল পোশাক, একটি বিশাল বড় বাড়ি, সুন্দর ও বড় গাড়ি বা কিছু সাম্প্রতিক গ্যাজেট, যাই হোক না কেন, ভোগবাদের ক্ষেত্রে সহজে তৃপ্তি খুঁজে পাওয়া খুব কঠিন।
- প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয় অর্জন করার চেয়েও যা করছেন সে কাজ নিয়ে আপনার নিজের মানসিক তৃপ্তি থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি যে নিজের সর্বোচ্চ চেষ্টা টা করেছেন সেটা জানাটা বেশি জরুরি।
- আমার মতে সুখ হলো একপ্রকার আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি, এছাড়া আর কিছুই নয়। যেমন আমাদের কাজ, চিন্তা, নির্ধারিত লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি নিয়ে থাকা হল সন্তুষ্টি।
- অলসতা জিনিসটা হয়তো দেখতে বেশ আরামদায়ক বলে মনে হয় যা অনেককেই আকর্ষণ করে। কিন্তু কাজই আমাদেরকে আসল তৃপ্তি প্রদান করতে পারে।
- যেকোনো একটি কাজ করার প্রতি যদি আপনার ইচ্ছাশক্তি ও কাজটি সম্পন্ন করার পরে যদি তৃপ্তি না থাকে তাহলে ওই কাজটি করার কোন মানেই হয় না, এর থেকে কিছু না করা ভালো।
- যেকোনো একটি কাজ করার পর সবচেয়ে বড় পাওনা হচ্ছে তৃপ্তি, আর যদি কেউ কোনো কাজের দ্বারা তৃপ্তি লাভ করে থাকে তাহলে দেখবেন সে এক না একদিন ওই নির্দিষ্ট কাজে সফল হয়ে যাবে।

তৃপ্তি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সুখ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
তৃপ্তি নিয়ে ক্যাপশন, Tripti nie caption

- মানুষের লোভ হল একটি গভীর অতল গর্ত যা মানুষকে কখনই তৃপ্তি দেয় না, বরং প্রয়োজন মেটানোর সীমাহীন প্রচেষ্টায় মানুষকে ক্লান্ত করে দেয়।
- তৃপ্তি হয়তো সহজে পাওয়া যায়না, কিন্তু পেয়ে গেলে আর কিছু চাওয়ার যেন বাকি থাকেনা।
- তোমায় দূর থেকে দেখেও যেন কি তৃপ্তি লাগে মনে, কাছে আসলে হয়তো আনন্দে মরেই যাবো।
- পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
- তৃপ্তি লাভের মাধ্যমেই জীবনে সুখের সন্ধান পাওয়া যায়।
- তোমার হাসি মুখ দেখে যেন বড় তৃপ্তি আসে মনে, এমন সুন্দর দৃশ্য যে আর কোথাও নেই।
- মন চায় পুরো দুনিয়া দেখতে, দেশ বিদেশে ঘুরে বেড়ানোর মত তৃপ্তি যে আর কিছুতে নেই।
- জ্ঞান প্রাপ্তির পর বুদ্ধদেব যে তৃপ্তি লাভ করেছিলেন, আমিও সেই তৃপ্তি পেতে চাই।
- তৃপ্তি খুব সুন্দর এক অনুভূতি, যা সহজে পাওয়া যায় না, কিন্তু পাওয়ার পর যে মানসিক শান্তি আসে তাকেই হয়তো আমরা সুখ বলি।
- তোমার প্রেমের অনুভূতি, আমার প্রাণে তৃপ্তির সঞ্চার করে।
- যাদের অনেক আছে, তাদের সহজে তৃপ্তি লাভ হয়না, কিন্তু যাদের কিছু নেই, তারা যা পায় তাতেই তৃপ্তি খুঁজে নিতে পারে।
- যাদের মনের মধ্যে অসীম পরিমাণে ভ্রমণের আকাঙ্ক্ষা থাকে, তাদের সহজে তৃপ্তি লাভ হয় না।
- সুখী হওয়ার মূল মন্ত্র টি হল আপনার কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শিখতে হবে এবং এতেই তৃপ্তি লাভ হবে।

তৃপ্তি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সাফল্যের উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
তৃপ্তি নিয়ে কবিতা, Shayeri and poems on satisfaction

- তৃপ্তি আমার, অতৃপ্তি মোর
মুক্তি আমার, বন্ধনডোর
দুঃখ সুখের চরম
আমার জীবন মরণ হে
চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে - অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।।
আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি,
আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।। - কী নিয়ে ঘর করবে? ফুটো হাঁড়ি ভাঙা চাল চুলাে
শানকিতে শাদা ভাত, একটি মাটির দীপ জ্বেলে
যার মুখ ভালাে লাগে, যদি তার চোখ দেখে ভােলো;
সে পুরুষ যে-ই হােক, সে যদি নিজেকে দেয় ঢেলে
আর সে আকাঙ্ক্ষা আনে, তৃপ্তি আনে, সান্ত্বনা, সন্তান
দিতে পারে তােমাকেও, তবে তার অভাবের ঘর
দীর্ণ করে গড়ে তােলাে কোনাে ভালােবাসার বাগান
তার দেহে দেহ রেখে একবার কাঁপাে থরথর। - সুখের কান্না আত্ম তৃপ্তি
অনল জ্বালায় দুখ
দুঃখ আমার নিত্য নিয়ত
কদাচিৎ আমি পাই সুখ। - বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ - সবার চেয়ে অধিক চাহ
তাই কি তুমি ফিরিয়া যাও,
হেলারও ভরে খেলারও মতো
ভিক্ষাঝুলি ভাসায়ে দাও
বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা
সবার যাহে তৃপ্তি হল
তোমার তাহে হল না।। - সুধাংশ ষোড়শ-কলা নাম ধরে সোম।
দুই লক্ষ যোজনে করিল স্থিতি ব্যোম।।
দরশনে অখিল জনের হৈল তৃপ্তি।
যোজন পঞ্চাশ কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি।। - সমুদ্রকে আমার স্নেহবতী নারী মনে হয়
মনে হয় আজীবন খুঁজতে থাকা সেই অদ্ভুত নারীকে
যার বুকের ভাঁজে মুখ লুকিয়ে
অদ্ভুত তৃপ্তি। - যতবারই নীল সাগরের তীর থেকে ঘুরে যাই, এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি থেকে হৃদয় ও মনকে তৃপ্ত করে নিয়ে যাই।
- প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে।
চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে ॥
তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধনডোর,
দুঃখসুখের চরম আমার জীবন মরণ হে॥
- বর্ষা নিয়ে ক্যাপশন, Caption about Monsoon in Bengali
- ছাত্র জীবনের উক্তি, Quotes about student life in Bangla
- পাহাড় নিয়ে ক্যাপশন, Captions about mountains in Bangla
- ব্যক্তিত্ব নিয়ে ক্যাপশন, Captions about personality in Bengali
- ফানি পোস্ট বাংলা, Funny post in Bengali

তৃপ্তি নিয়ে আপনাদের মনে থাকা সূক্ষ্ম অনুভূতিগুলো আশা করি শব্দের মাধ্যমে বাঙ্ময় করে তুলতে পারা গেছে আজকের এই প্রতিবেদনটিতে। আশা করছি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এইগুলো প্রয়োজনে আপনারা কাজে লাগাতে পারবেন। আমাদের আজকের এই তৃপ্তি নিয়ে লেখা পোস্ট টি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয় পরিজন এবং সোশাল মিডিয়ার প্রোফাইল গুলিতে শেয়ার করে নেবেন।