ইসলামে দাওয়াত শব্দের অর্থ হল কাউকে নিমন্ত্রণ বা আহ্বান জানানো। ইসলামী শরীয়তের পরিভাষা অনুযায়ী, ‘ মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করাকে দাওয়াত বলে ‘; এক কথায় বলা যেতে পারে দাওয়াত হল সেই উপায় যার দ্বারা মুহাম্মদ সকল মানবজাতির কাছে কুরআনের বার্তাগুলো ছড়িয়ে দিতে শুরু করেছিলেন।
মুহাম্মদের পর তাঁর অনুসারীও মুসলিম সম্প্রদায় এই কাজের দায়িত্ব গ্রহণ করেন। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “দাওয়াত” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
দাওয়াত নিয়ে আয়াত, Dawaat niye ayaat
- আমরা আমাদের মুসলমান বন্ধুদের থেকে প্রতিবারই আমরা ঈদের দাওয়াত পাওয়ার আশা করে থাকি।
- কিছু যদি হবারই হয়, তবে হতে হবে দাওয়াত; কারও সাথে দুশমনি নয়।
- “আপন পালনকর্তার পথের প্রতি দাওয়াত করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়।”
- দাওয়াত এবং তাবলিগ হল ইসলামের প্রাণশক্তি।
- “ইসলামের আসল দাওয়াত হচ্ছে একজন মুসলমানের চরিত্র।”
- “তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা দাওয়াত জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।”
- “মানুষকে কথা দিয়ে নয়, বরং নিজের ব্যবহার দিয়ে ইসলামে দাওয়াত দেওয়া উচিত।”
- “ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়”
- “বকরিদ পাওয়ার জন্য যদি দাওয়াত প্রাপ্ত করা যায়, তা অবশ্যই কবুল করে নেওয়া হবে।”
দাওয়াত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জীবন বদলে দেওয়ার উক্তি ও ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
দাওয়াত নিয়ে স্ট্যাটাস, Beautiful status about invitation or Dawaat in Bangla
- “তাদের প্রত্যেক দলের একটি অংশ দাওয়াতের কাজে বের হয় না কেন, যাতে তারা দ্বীন সম্বন্ধে যথার্থ জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে; যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়।”
- “একজন মানুষকে হেদায়েত করতে পারা হল দুনিয়ার সর্বোত্তম নিয়ামত।”
- “আমি তোমাদের কাছে দাওয়াতে দ্বীনের জন্য কোনো পারিশ্রমিক চাই না।”
- “সকল নবী-রাসূল নিজ উম্মতকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন।”
- ঈদের দাওয়াতের মজাই আলাদা, সকলে মিলে একসাথে অনেকগুলো ভালো ভালো খাবার উপভোগ করার সুযোগ পায়।
- “তোমার স্বীয় রবের পথে হেকমত এবং সুন্দর বক্তব্যের মাধ্যমে লোকদের দাওয়াত দাও।”
- “অন্যদেরকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ যেকোনো পরিবর্তন প্রথম নিজেকে দিয়েই শুরু করতে হয়।”
- “যে সব ব্যক্তিগণ হেদায়েতের পথে ডাকবে, সে নিজের দাওয়াতের অনুসারীদের সাওয়াবের অনুরূপ সাওয়াব পাবে। এতে তাদের সাওয়াবের মধ্যে কোনো হ্রাস ঘটাবে না”
- “আল্লাহ মানুষকে চোখ, কান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। যার যার হকের দাওয়াত তার কাছে পৌঁছিয়েছেন। সত্য-মিথ্যা গ্রহণ ও বর্জনের স্বাধীনতা সকলকে দান করেছেন।”
- “হে নবি, আপনি বলে দিন, এ দাওয়াতের কাজের জন্যে আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না। এ তো গোটা জগতবাসীর জন্যে সাধারণ উপদেশ ও নসিহত মাত্র।”
- যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে, সে জান্নাতে নিশ্চিত জায়গা পাবে।
- “যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?”
দাওয়াত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ৩০০+ ঈদ মোবারক শুভেচ্ছাবাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
দাওয়াত নিয়ে কবিতা ও ছন্দ, Best Dawaat shayeri and invitation poems
- ঈদের দাওয়াত দিলাম বন্দু তোমায় রাশি রাশি, কোরবানি কি করছো? গরু না খাসি…? দাওয়াত যদি না দাও গলায় দেবো কিন্তু ফাঁসি ।
- জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!
- ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত।
- আমি ধর্মের দাওয়াত অনেক পেয়েছি, এতে আমার আগ্রহ নাই,কর্মের দাওয়াত চাই, একটা কর্মের দাওয়াত চাই।কর্মের দাওয়াত চাই…ভালোকর্মের দাওয়াত চাই।আমি কর্মের মাধ্যমে উপার্জন করে ভালোভাবে বাঁচতে চাই
- শীতের মাসে খেজুর রসে খাবো পিঠাপুলি…দুধের পিঠা-তেলে পিঠা-শুকনা ভাঁপা কুলি।দাওয়াত আমি চেয়েই নেবো শীতান্দোলন মাসে…পিঠার বদলে মুলা ঝুলায় যায় কী তাতে আসে?
- সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান , সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান..আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি? জানলেও জীবনে কখনো তা মান কি?
- চাইনা আমি বাঁশের মুলো, তেঁতুল কে দেয়া জমি, শীতের পিঠার দাওয়াত পেলে খাবো দুধের ননী।নাই বিয়ানী- নাই দরদী- নাই পিরিতের ভাব, এত্ত সুন্দর শীতটা যাচ্ছে দাওয়াতের কত্ত অভাব!!
- যুগ জামানা পাল্টে গেছে, দাওয়াত যেনো ঠাট্টা, মিছে আনন্দটাই ফাও, পকেট গরম রাখলে তুমি, সবাই তোমায় দেবে চুমি এবার বুঝে নাও!
- শুনেছি তোমার উপত্যকার ওই পারে ..জমাট লবণের এক হ্রদ আছে ।এক দিন দাওয়াত দিও আমি সবুজ ফার্নের শাড়ি পরে…উড়িয়ে দেবো নীলাম্বরী মেঘের দল, আর অঞ্জলি ভরে নিয়ে যাবো হলুদ কুয়াশা- এক চিমটি আনারস ঘ্রাণ তুমি না হয় ওক পাতায় ই লিখো সে অজানা আমন্ত্ৰণ !
- বিয়ের দাওয়াত পেলেই আমার মনটা ওঠে নেচে, তৈরি হতে শুরু করি কাপড়চোপড় কেচে।কমিউনিটি সেন্টারে না, বিয়ের দাওয়াত খেতে সেজেগুজে হচ্ছে এবার হাসপাতালে যেতে…কী যে দাওয়াত খেতে এলাম! কেমন ধারা বিয়ে! ওজন মেপে, প্রেশার মেপে ঢুকেছি গেট দিয়ে।মঞ্চ আছে। মাথার ওপর ঘুরছে জোরে পাখা…বর ও কনে বসবে বলে হুইলচেয়ার রাখা! বরযাত্রী হাজির হলো অ্যাম্বুলেন্সে চড়েচিমটি কাটি। আমি জেগে! নাকি ঘুমের ঘোরে!
- এক ছিল মন্ত্রী মশাই, পরতো সে ধুতি মেরজাই, বামুন বাড়ি নেমতন্ন হলে।থ্রি পিসেও আপত্তি নেইহ্যাট-কোট দিব্যি মানায়, সারতে ডিনার সাহেব বাড়ি গেলে।দুচোখে সুর্মা আঁকায় , ফেজ আর লুঙ্গি চাপায় ইফতারেতে দাওয়াত টাওয়াত পেলে।
- ঈদের দাওয়াত তোমার তরে আসবে তুমি আমার ঘরে…কবুল কর আমার দাওয়াত, না করলে পাবো আঘাত….তখন কিন্তু দেবো আড়ি..যাবো না আর তোমার বাড়ি
- হাঁসের ডিম মুরগির ডিম..দেখা হবে ঈদের দিন…ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী, ঈদের দিন দাওয়াত না দিলে, মারবো একটা ঘুষি ।
- দাওয়াত খাব, পাল্টা দাওয়াত দিতেও তো হবে..নেক্সট উইকের বাজারটাও করে রাখি তবে। ছেলে দুটো জিমে যাবে, নিয়ে যেও তুমি, ছোট খোকার হোম-ওয়ার্কটা সামলে নেব আমি। ফিরে এলে দাওয়াত শেষে খানিকটা রেস্ট নিয়ে, মায়ের সঙ্গে করব দেখা ভাইয়ের বাসায় গিয়ে।
- তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দূর্বিষহ রাত ।তোমার দাওয়াত এসির নিচে, তালাশ করা নেক।আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক ।তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল….তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
দাওয়াতের গুরুত্ব সম্পর্কে ইসলামের কুরআনে বহুবার বলা হয়েছে। আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “দাওয়াত” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।