একটি বৃষ্টি ভেজা দিন আর বাকি পাঁচটি দিনের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে । কখনো তা রোম্যান্টিক, কখনো বা বিষাদ মগ্ন আবার কখনো তা আনন্দ মুখর, তবে বেশির ভাগটাই নস্ট্যালজিক।
এমন একটি বিশেষ দিনে নিজের প্রিয়জনকে বা বন্ধুবান্ধবের কাছে নিজের মনের আবেগ ব্যক্ত করতে ইচ্ছে হতেই পারে।আপনার অনুভূতিকে ভাষায় ব্যক্ত করার শ্রেষ্ঠ মাধ্যম আমরা নিয়ে এসেছি ; আমাদের সাহিত্য ভান্ডার রয়েছে Rainy day quotes in bengali বা বৃষ্টি নিয়ে উক্তি যা বর্ষার রোম্যান্টিক পরিবেশকে আরও মনোরম করে তুলবে । বর্ষাকাল নিয়ে এই প্রাসঙ্গিক উক্তি গুলি আপনি আপনার ফেসবুক স্টেটাসে দিতে পারবেন বা Rainy day status হিসেবেও আপনার স্টোরিতে পোস্ট করতে পারবেন ।
বর্ষা নিয়ে ক্যাপশন, Borsha nie caption
- “রিমঝিম এ ধারাতে
চায় যে মন হারাতে”॥ - “অঝোর ধারায় বৃষ্টি ঝরে
চোখেও নামে বৃষ্টি
পড়েছো কখনো হৃদয় আমার
দিয়েছ আমায় দৃষ্টি ?”॥ - “বর্ষা নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি,
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী।” - “ছাতাটা তোমার হোক
ছায়াটুকু আমার থাক
অঝোরে ঝরুক মেঘ
রোদ্দুর আজ কষ্ট পাক।” - “বৃষ্টি ভেজা নিঝুম রাতে
মন চায় তোমায় পেতে
তুমি আসলে ঝরবে অঝোর ধারা
মন হবে দিশেহারা ।” - “রিমঝিম এ বৃষ্টি দিনে
তোমায় আবার পড়েছে মনে
তুমি আসবে বলে চলে গেলে
হৃদয়ের আঙিনা শূন্য করে “ - “বৃষ্টি পড়ে অঝোর ধারে
মন যে আমার কেমন করে
সিক্ত পরশ শরীরে মেখে
তোমায় আমি নিচ্ছে ডেকে
আসলে তুমি বর্ষা মেখে
ভিজব আবার দুজন সুখে ।” - “আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম।” - “নীল আকাশ মেঘলা হলে
নামবে হয়তো বৃষ্টি,
আমার কথা পড়লে মনে
জানলায় রেখো দৃষ্টি।” - “টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে
আজ সারাদিন ধরে,
একাকিত্বের সময়গুলোতে
শুধু তোকেই মনে পড়ে।” - “বৃষ্টি ভেজা প্রেমের পরশ পাঠিয়ে দিলাম তোমায়
ভিজিয়ে নিয়ে শরীরটাকে
মনে করো আমায় ।” - “এক জীবনের বৃষ্টি দিয়ে
সারাজীবনটা মোর ভিজিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে।” - “বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি আনমনে
হৃদয়ের ক্যানভাসে ভাসছে তোমার ছবি ,থাকব কী করে তোমা বিহনে ? “
বর্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি একটি বর্ষণমুখর সন্ধ্যা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বর্ষা নিয়ে কিছু কথা, Beautiful sayings about rainy day in bangla
- মেঘবালিকা আজ মেলেছে ডানা
ছুঁয়ে গেছে ওই নীল সীমানা,
বৃষ্টিতে ভিজে গেছে আজ সারাটা শহর
মনটা ওঠে কেমন করে
বৃষ্টির প্রতিটি প্রহর।” - “শ্রাবণ ঘনায়
দু নয়নে
আকাশের মতো আঁখি
মগন বরিষনে ।” - “ভীষণ গুমোট গ্রীষ্ম দিনে মেঘ খুঁজতে গিয়ে
শুনতে পেলাম মেঘের নাকি শ্রাবণ মাসে বিয়ে
আমার আবার শ্রাবণ মাসে ভীষণ রকম ভয়
প্রতিদিনই নিয়ম করে মন কেমন হয়।” - “বৃষ্টি মানে একলা দুপুর ,তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি, ভেসে আসা সুর।
বৃষ্টি মানে খোলা আকাশ , পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে অনাবিল উচ্ছ্বাস , তোমায় ছুঁতে বারণ।” - “অঝোর ধারার বৃষ্টি মাঝে বন্ধু তোমায় খুঁজি
মন বলে আজ দুজন মিলে একসাথে চল ভিজি,
তুমি আসবে বলে বসে আছি সারাটা দিন ধরে,
দুজন মিলে বৃষ্টি -সাথে হারিয়ে যাবো বলে ।” - “আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম।” - “এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই তুমি আমি
দু’জনেতে মজা করে
ভিজে আসি পাশাপাশি।” - ” গুমোট মেঘে জমাট বাঁধা আকাশের এক কোণা
সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে মানা ।” - “ও মেঘ উড়ে যা ,
আমার প্রিয়তমার আকাশে
স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড়
তার নরম দুটি আলতা পায়ে।” - “অপলক চেয়ে আছি
নীল আকাশের পানে
ওগো মেঘ ,
তুমি বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
আমার এই ক্লান্ত গায়ে।”
বর্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বৃষ্টি নিয়ে উক্তি ও ফটো সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বর্ষা নিয়ে স্ট্যাটাস, Rainy day captions in bengali language
- এ মন যে হলো এলোমেলো
এই বৃষ্টিধারায়, পাগল হাওয়ায়
ভরিয়ে দিলো কানায় কানায়॥” - “আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।” - “কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে,
বাকিরা শুধু শরীর ভেজায়।” - “এই বৃষ্টিতে হৃদয় ভরে
দিলাম সবই উজাড় করে
হারিয়ে গেলো আমার আমি
কখন মনের অগোচরে ॥” - “ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।” - “মেঘের উপর মেঘ জমেছে..
মুখ ঢেকেছে অন্ধকারে..
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।” - “মেঘলা দিনের শীতল বাতাস টুপ টাপ ঝড়ের বেলা,
হৃদয়ে কড়া নাড়ে সেই স্মৃতি গুলো ছোটবেলার বৃষ্টি নিয়ে খেলা |” - “বৃষ্টি ভেজা বরষা দিনে..খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি..বৃষ্টির রিমঝিম এই ক্ষনে ?”
বর্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শ্রাবণ মাস নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বর্ষা নিয়ে শায়েরী ও কবিতা, Poetic verses and poems on rainy day
- “ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্বজোড়া
ছেলেবেলার মানে অবাক বিস্ময়ভরা
আয় বৃষ্টি চলে সেই কিশোরের কোলে।।
গেরস্থালি ফেলে কিচ্ছুটি না বলে
ছেলেবেলার বৃষ্টি…”… - “ওগো বরষা তুমি ঝরো না গো
অমন জোরে,
কাছে সে আসবে তবে
কেমন করে ?
এলে না হয় ঝোরো তখন
অঝর ধারে,
যাতে সে যেতে চেয়েও
যেতে নাহি পারে ॥” - ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।। - এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই - আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি, স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥
- শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়। ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে,হায়॥
- রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ূর ময়ূরী নাচিছে হরষে।দিশি দিশি সচকিত, দামিনী চমকিত,চমকি উঠিছে হরিণী তরাসে!
শুনি সাজ সাজ রবে
ভুবন সাজে মহোৎসবে
বিদ্যুতেরই চমক লাগা সাজে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে, ওই আসে,গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
আমাদের আজকের প্রতিবেদন যদি আপনাদের মনোগ্রাহী হয় তাহলর অবশ্যই নিজেদের বন্ধু, পরিজন এবং সোশাল প্রোফাইল শেয়ার করে নেবেন