প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা | Bengali Wishes for Republic Day



প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারিতে ভারতের সংবিধান কার্যকর হওয়ার তারিখকে সম্মান জানায়, ভারত সরকার আইনকে ভারতের প্রশাসনিক দলিল হিসাবে প্রতিস্থাপন করে এবং এইভাবেই জাতিকে একটি নতুন প্রজাতন্ত্রে রূপান্তরিত করে থাকে। প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে নিম্নে উল্লিখিত হল কিছু মনকাড়া শুভেচ্ছাবার্তা যা আপনি নিজের ও কাছের মানুষজনের সাথে বিনিময় করতে পারেন।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা

শুভ প্রজাতন্ত্র দিবস | Happy Republic Day Wishes in Bengali Language

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 1
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 2
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 3
  • প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনেটিতে আসুন আমরা প্রত্যেক ভারতীয়দের ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমান অধিকার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই । এই গৌরবময় জাতির মধ্যে বেঁচে থাকার জন্য আমরা যথেষ্ট সৌভাগ্যবান। অসুন সমগ্র জাতির মধ্যে যাতে শান্তি ও ঐক্য বজায় থাকে সে জন্য সংগ্রাম করার প্রতিশ্রুতি করি। শুভ প্রজাতন্ত্র দিবস!!!
  • আপনাকেও আপনার পরিবারকে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভকামনা । আসুন আজ আমরা কিছুটা সময় অতিবাহিত করি ভারতের প্রকৃত বীর নায়কদর কথা স্মরণ করে যারা আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন!
  • আমরা গর্বিত যে আমরা ভারতীয়, কারণ যারা এই মহান দেশে জন্মগ্রহণ করেছেন তারা সত্যিই ধন্য। শুভ প্রজাতন্ত্র দিবস !!
    Happy Republic Day Wishes in Bengali Language
  • জাতির গৌরব গাথাকে স্মরণ করে আনন্দ করুন তবে ধন্যবাদ জানাতে ভুলবেন না সেই সব বীর সৈনিকদের যারা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে সদা পাহারা দিয়ে চলেছে ;যারা নিজের জীবনের সুখ ত্যাগ করে আমাদের নিরাপদে রেখেছে। আপনাকে ও আপনার পরিবারকে গণতন্ত্র দিবসে বৈপ্লবিক অভিনন্দন ও শুভকামনা জানাই।
  • প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষ্যে , আসুন আমরা আমাদের মাতৃভূমিকে এই প্রতিশ্রুতি প্রদান করি যে আমরা আমাদের ঐতিহ্য এবং জাতীয় নীতিকে সমৃদ্ধ এবং তা সংরক্ষণের জন্য বদ্ধপরিকর হব এবং দেশের সম্মানকে উন্নীত করার যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সকলকে প্রজাতন্ত্রের শুভ শুভেচ্ছা!
  • আসুন আমরা হাতে হাত মিলিয়ে একত্রিত হই , নিজের জাতিকে কলুষতা ও কলঙ্কের অমানিশা থেকে রক্ষা করি ; শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভ কামনা জানাই!
  • গর্বিত হোন যে আপনি একজন ভারতীয় কারণ ভাগ্যবান সেই সব মানুষজন যারা এই মহান দেশে জন্মগ্রহণ করেছেন। শুভ প্রজাতন্ত্র দিবস !
    projatontro diboser subhechha bangla te
  • আমাদের সাহসী বীরাঙ্গনারা বছরের পর বছর ধরে বীরত্বপূর্ণ সংগ্রাম করেছে যাতে ভবিষ্যত প্রজন্ম স্বাধীনতা ও মর্যাদার সাথে তাদের জীবনযাপন করতে পারে। আসুন আমরা সবাই মিলে আজকের এই বিশেষ দিনটিতে তাদের এই মাহাত্ম্যের জয়গান গাই এবং উদযাপন করি সেই জয়যাত্রা। সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা!
  • দেশের স্বাধীনতা সহজলভ্য ছিল না , এটি আমাদের অর্জন কররে হয়েছে দেশের মুক্তিযোদ্ধাদের ত্যাগের মাধ্যমে , তাই এঁদের মর্যাদা দেওয়া মানে দেশকে সম্মানিত করা । প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে আসুন আমরা সকলে দেশের মান বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হই আর তার সাথে শুভ প্রজাতন্ত্র দিবস কামনা করি।
  • দেশমাতৃকার পতাকার সম্মান রক্ষার ভার তুলে নিন নিজের কাঁধে ;আসুন আমরা সকলে মিলে ঐক্য বদ্ধ হই; গর্জে উঠি দুর্নীতির বিরুদ্ধে!!গণতন্ত্র দিবসের হার্দিক শুভকামনা!!!
  • স্বাধীন মানসিকতা , বলিষ্ঠ বক্তব্য এবং আত্মত্যাগের মধ্য দিয়েই হবে প্রকৃত রূপে প্রজাতন্ত্র দিবসের উদযাপন।প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন জানাই সকল দেশবাসীকে !!
  • আমাদের এই মহান জাতির সকলকে জানাই কুর্নিশ । আসুন আমরা সকলে মিলে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করে তুলি। “হাতে হাত রেখে মিলি এক সাথে আমরা আনিব নতুন ভোর”। গণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন ।
  • বিকশিত হোক সুস্থ চিন্তা আর স্বাধীনতা, আমাদের অন্তরের প্রত্যয়গুলি শক্তিশালী হয়ে উঠুক আরো, দেশের গৌরবময় ঐতিহ্যকে আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি !!এই হোক আমাদের সকলের দৃঢ় প্রত্যয় । আসুন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আমাদের সাহসী বীর শহীদদের প্রণাম জানাই; নিজেদের শুভবুদ্ধিকে আরও জাগ্রত করি । শুভ প্রজাতন্ত্র দিবস!
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 4
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 5
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 6

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা | Bengali Wishes for Republic Day

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 7
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 8
  • “গর্বের সঙ্গে উড়ুক আমাদের তেরঙা পতাকা, দেশের মাটি যেন সবসময় আমাদের প্রেরণা জোগায়। আসুন আমরা শপথ করি, ভারতকে সর্বশ্রেষ্ঠ করে তুলব। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “আজকের দিনটি আমাদের সংবিধানের মর্যাদা, দেশের ঐক্য এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারের স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা সবাই ভারতকে গৌরবময় করে তুলি। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “তোমার গর্ব হোক, তোমার পরিচয় হোক ভারতীয়। এই প্রজাতন্ত্র দিবসে প্রতিজ্ঞা করি, আমরা একসঙ্গে ভারতকে এগিয়ে নিয়ে যাব। জয় হিন্দ!”
  • “আমাদের সংবিধান শুধুমাত্র আইন নয়, এটি আমাদের দেশপ্রেমের প্রতীক। আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “এই বিশেষ দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজের কাজের মাধ্যমে দেশকে উন্নত ও শক্তিশালী করে তুলব। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা!”
  • “স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং সংবিধান রচয়িতাদের পরিশ্রমের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলি। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “তুমি আমি সবাই মিলে গড়ে তুলি একটি নতুন ভারত, যেখানে শান্তি, প্রগতি এবং উন্নতির পথ প্রসারিত হবে। প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা!”
  • “এই প্রজাতন্ত্র দিবসে আসুন প্রতিজ্ঞা করি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, সৎপথে চলবো এবং দেশের উন্নতিতে অংশ নেব। জয় হিন্দ!”
  • “বীর শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। সংবিধান আমাদের পথপ্রদর্শক। প্রজাতন্ত্র দিবস আমাদের একতার উৎসব। সবার জন্য শুভেচ্ছা!”
  • “প্রজাতন্ত্র দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের দেশের গণতন্ত্রের শক্তির প্রতীক। আসুন সবাই মিলিতভাবে দেশকে আরও উজ্জ্বল করে তুলি। জয় ভারত!”
  • “আমাদের দেশ আমাদের গর্ব। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাব। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা!”
  • “সংবিধান আমাদের অধিকার ও দায়িত্বের শিক্ষা দেয়। আসুন আমরা সবাই মিলে দেশকে শান্তি, সমৃদ্ধি এবং ঐক্যের পথে এগিয়ে নিয়ে যাই। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “আজকের দিনটি আমাদের ঐক্যের প্রতীক। আমরা সবাই এক, আমাদের ভারতবর্ষ মহান। আসুন দেশের জন্য কাজ করার সংকল্প করি। জয় হিন্দ, শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “স্বাধীনতা পেয়েছি অনেক সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে। এখন দায়িত্ব আমাদের, সেই অর্জনকে রক্ষা করার। প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা!”
  • “তেরঙা পতাকার নিচে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ধর্ম, ভাষা, সংস্কৃতির ভেদাভেদ ভুলে ভারতকে আরও শক্তিশালী করি। জয় ভারত, শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয়। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি, দেশের উন্নতির জন্য কাজ করব। সবার জন্য শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “প্রজাতন্ত্র দিবসে আসুন আমাদের মহান নেতাদের স্মরণ করি, যারা আমাদের জন্য একটি শক্তিশালী সংবিধান উপহার দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করি। জয় হিন্দ!”
  • “আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ও সংবিধান আমাদের গর্ব। আসুন দেশকে ভালোবাসি এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। শুভ প্রজাতন্ত্র দিবস!”
  • “গণতন্ত্র, স্বাধীনতা এবং একতার প্রতীক আমাদের প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা সবাই মিলে দেশের সেবা করি। শুভেচ্ছা!”
  • “আমাদের পতাকা, আমাদের সংবিধান, এবং আমাদের দেশ—এসবই আমাদের গৌরব। আসুন আমরা দেশকে আরও সুন্দর ও শক্তিশালী করে তুলি। শুভ প্রজাতন্ত্র দিবস!”

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 9
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 10

হ্যাপি প্রজাতন্ত্র দিবস জানানোর মেসেজ ও স্টেটাস | Bengali Republic Day Greetings, Images

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 11
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 12
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 13
  • আমাদের দেহের বয়স যাই হোক না কেন জাতি হিসাবে আমরা সকলে একসাথে ৭২ বছর বয়সী। আর তাই হলো আমাদের ঐক্যের শক্তি ; এই ঐক্য ও অখণ্ডতা বজায় থাকুক আবহমান কাল ধরে। এই অনুভূতির রেশ বজায় রেখেই আপনাকে ও আপনার পরিবারকে জানাই প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভকামনা ।
     Bengali Republic Day Greetings, Images
  • প্রজাতন্ত্র দিবসের উদযাপনের মাধ্যমে আমাদের মন হয়ে উঠুক আরও সমৃদ্ধ, আমাদের শরীর আরও শক্তিশালী ও আত্মা লাভ করুক পরিপূর্ণতা শুভ চেতনার জাগরণের ফলে। আসুন আমরা সবাই আজ গর্বিত হই নিজের দেশের জন্য ; প্রজাতন্ত্র দিবসে আমাদের জাতিকে শ্রদ্ধা জানাই। সকলের উদ্দেশ্যে শুভ প্রজাতন্ত্র দিবস কামনা করি।
  • এক জাতি ;এক দৃষ্টি ও এক পরিচয়!কোনও জাতি ই নিখুঁত নয়, এটিকে নিখুঁত বানিয়ে নিতে হয় নিজের মতো করে । আমার পরিচয়- ‘আমি ভারতবাসী’ শুভ প্রজাতন্ত্র দিবস।
  • আসুন আমরা একটি প্রতিশ্রুতি করি যে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কঠোর ত্যাগগুলি বৃথা যেতে দেব না। আমরা আমাদের দেশকে বিশ্বের শ্রেষ্ঠতম হিসাবে গড়ে তুলতে কঠোর প্রয়াস করব । শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !
  • স্বাধীনতা সহজভাবে জয়লাভ করা যায় নি, এটি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের মূল্য, তাই আমাদের কখনই তাকে ছোট করে দেখা উচিত নয়। শুভ প্রজাতন্ত্র দিবস!
    হ্যাপি প্রজাতন্ত্র দিবস জানানোর মেসেজ ও স্টেটাস |
  • বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র আমাদের ভারতবর্ষের আজ গণতান্ত্রিক জন্মবার্ষিকী উদযাপন । গণতান্ত্রিক স্বত্ত্বাকে অক্ষুণ্ন রাখার অঙ্গীকার নিয়ে আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই গণতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন।
  • সত্যিকারের ভারতবাসী হিসেবে আমাদের জাতির প্রতি যে ভালবাসা রয়েছে তা আজ প্রকাশ করার দিন । আসুন হাতে হাত রেখে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা শপথ নিই এক নিষ্কলুষ ভারত গড়ে তোলার লক্ষ্যে। গণতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
  • শত শত মানুষ নিজেদের জীবনের পরোয়া না করে লড়াইয়ে নেমেছিলেন আর তাই আমরা আজ এই দিনটির সাক্ষী হতে পেরেছি । প্রজাতন্ত্র দিবসে (Happy Republic Day) তাঁদের বলিদানের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। সকলের প্রতি রইল গণতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 14
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 15

গণতন্ত্র / প্রজাতন্ত্র দিবসের পোস্ট ও ছবি | Shubho Projatontro Dibos er chobi, sms, line | Gonotontro Dibos Wish Message in Bangla

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা `16
  • ভেদাভেদ জ্ঞান ভুলে গিয়ে আসুন আজ এক নতুন দেশ গড়ার শপথ নি। এক নতুন ভারত যেখানে ধর্মান্ধতার নামে ঘৃণার কোনও স্থান থাকবে না , ভালবাসাই হবে দেশের একমাত্র ধর্ম। প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। “নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান।” এত শত ভেদভেদের মধ্যেও আমরা ঐক্যবদ্ধ, যে ঐক্যের সমস্ত কৃতিত্ব বহন করে আমাদের প্রজাতন্ত্র। তাই ভারতবাসী হিসেবে আজ আমরা গর্বিত। শুভ প্রজাতন্ত্র দিবস!
    গণতন্ত্র / প্রজাতন্ত্র দিবসের পোস্ট ও ছবি | Shubho Projatontro Dibos er chobi, sms, line | Gonotontro Dibos Wish Message in Bangla
  • গনতান্ত্রিক অধিকারের থেকে মূল্যবান আর কি হতে পারে!!!। তাই প্রতিটি মানুষেরই উচিত এই অধিকার রক্ষার্থে লড়াই করা। প্রজাতন্ত্র দিবসে এই কামনা করি যে গণতন্ত্র লাভ করুক তার পূর্ণ মর্যাদা। সাম্য ,মৈত্রী ,ঐক্য ও স্বাধীনতা বিরাজ করুক সমগ্র জাতিতে। শুভ প্রজাতন্ত্র দিবস !
  • একজন প্রকৃত ভারতীয় হিসেবে আমাদের প্রধান কর্তব্য হল অতীতের ভুলগুলো শুধরে নিয়ে তার থেকে শিক্ষাপ্রাপ্ত করে দেশের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তোলা। চলুন প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিতে সেই কাজে আমরা সকলে ব্রতী হই।
  • শুভ প্রজাতন্ত্র দিবস !!! হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান নির্বিশেষে প্রথমে আমরা ভারতীয়; আর সেই মহা মন্ত্রটি ই হোক আমাদের জীবন চলার পথেয়। আমি আমার দেশকে ভালোবাসি আর আমি গর্বিত যে আমি ভারতবাসী!!
  • “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি; সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!!! “শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা ।
  • গণতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিতে আসুন আমরা সংবিধানের পূর্ণ মর্যাদা দি ; তার প্রত্যেকটি নীতিগুলি অক্ষরে অক্ষরে মেনে চলি!! পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষের বাসিন্দা হয়ে আসুন আমরা গর্ববোধ করি!!!
  • “আমরা ভারতীয়, প্রথম এবং শেষ পর্যন্ত” -এই চেতনা জাগ্রত থাক প্রত্যেকটি ভারতীয়ের মধ্যে; আজ ও আগামীর দিনগুলোতে। প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন। স্বাধীন ভারতে আমরা বাস করি, এগিয়ে চলার স্বপ্ন দেখি; ভারত আবার শ্রেষ্ঠ আসনে জগৎসভায় হবে আসীন । এই কামনা করি মনে মনে সবসময় ..চিরদিন।গণতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা।
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 17

১৯৪৭ সালের ১৫ই আগষ্টের স্বাধীনতা দিবস আমাদের দেশকে জীবন দান করেছিল আর সেই জীবনকে কিভাবে সঠিক ও ন্যায়সঙ্গত ভাবে যাপন করতে হবে তা নির্ধারণ করে দিয়েছিল ভারতবর্ষের গণতান্ত্রিক সংবিধান। প্রত্যেক বছরে ছাব্বিশ জানুয়ারির সেই বিশেষ দিনটিতে সকলে একত্রিত হয়ে সেই সংবিধানের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মধ্যেই নিহিত আছে প্রজাতন্ত্র দিবস পালনের প্রকৃত সার্থকতা।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 18
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 19

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভারতের স্বাধীনতা সংগ্রাম রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 20

পরিশেষে, Conclusion

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts