ভালোবাসা হল আমাদের জীবনের একটি অনন্য অনুভূতি যা আমাদের হৃদয়ের গভীর থেকে জন্ম নেয়। এই ভালোবাসা যখন দুজন মানুষের মাঝে গড়ে উঠে তখন সেটি একটি স্বর্গীয় বন্ধন হয়ে ওঠে যেটিকে আমরা বলি রোমান্টিক ভালোবাসা। রোমান্টিক ভালোবাসা শুধু একটি আবেগ নয় এটি হল প্রতিদিনকার জীবনের এক আশ্রয়, এক চিরন্তন অনুভূতি যা মানুষকে পরিপূর্ণ করে তোলে।

রোমান্টিক ভালোবাসা এমন একটি শক্তি যা পৃথিবীর কঠিন থেকে কঠিনতম বাধাকে সহজ করে দেয়। আমাদের কাছে আমাদের প্রিয় মানুষের হাসি, তার চোখের চাহনি ও তার সাথে কাটানো মুহূর্ত সবই বিশেষ হয়ে ওঠে। যদি আমরা কাউকে ভালবাসি তাহলে তার প্রতি আমাদের অনুভব গভীর হয়ে ওঠে, তার প্রতি মায়া বেড়ে যায় ও তার প্রতিটি স্পর্শে হাজারো হাজারো অজানা ভাষা খুঁজে পাওয়া যায়। আজ আমরা কয়েকটি রোমান্টিক কথা পরিবেশন করবো।
রোমান্টিক কথা বাংলা ইনস্টাগ্রাম, Romantic quotes for Instagram in Bengali



- কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,তোমারে না দেখিলে আমার ভালো লাগে না।
- একটি গাছে দুইটি পাখি, পাখি দুটি সাদা,তোমার আমার ভালোবাসা নিল সুতোয় গাঁথা।
- আজকে তুমি কষ্ট পেলে, কষ্ট পাব আমি,
তোমার মতো কাছের মানুষ কোথায় পাবো আমি। - মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই,আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি,স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥ - দুর নীলিমায় রয়েছি তোমার পাশে।
খুঁজে দেখ আমায় পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন কথা,গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে ভালবাসার টান। - দেখো চাঁদের দিকে,,কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,,কখনো সে জ্যোৎস্না হারায়.. তবুও
জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে,, কারণ সে
আকাশকে ভালবাসে..!! - যার রাগ বেশি সে নীরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি। - হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলেযাবো,
যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দেবেনা ধরা? - ভুলতে পারিনা তারে,,ভালবাসি আমি যারে..
মনে পড়ে তারে,,শুধু বারেবারে..
জানিনা সে কত দূরে,,তবুও আছে মন জুড়ে..
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে।



রোমান্টিক কথা ক্যাপশন, Romantic quotes caption


- কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!! - যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..?? - যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!! - তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!! - ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে
ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় । - Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে। - বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমাকে ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!


রোমান্টিক কথা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলা রোমান্টিক ফটো ক্যাপশন সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।


রোমান্টিক কথা লেখা, Romantic quotes in Bangla


- ওগো আমার প্রিয়া! চলো একসাথে দুনিয়া ঘুরে দেখি।
- তুই আমার প্রেয়সী, তোকেই শুধু চাই, তোকে ছাড়া এ জীবনে চাওয়ার কিছুই নেই।
- কথা দাও, তুমি মোর হবে চিরদিন।
কথা দিলে তো?- ভুলবোনা এ ঋণ। - কথা দাও আমাকে- সারা জীবন এভাবেই ভালবেসে যাবে!
- প্রেমের শব্দ কেবল প্রেমীরা ই বুঝে থাকে। অন্য কোনো মানুষের সেই ভাষা বোঝার সামর্থ্যই নেই।
- তুমি যদি হও রাজি, রাখতে পারি হাজার বাজি।
- প্রভাতে সূর্য ওঠার সাথে সাথে তোমার মধুময় হাসি চারিদিকে ছড়িয়ে যায়। সে হাসির ছটায় চারিদিক আরো বেশি বেশি আলোকিত হয়ে যায়।
- তোমাকে ছাড়া শূন্য এ আমি, শূণ্য এ জীবন। তোমাকে না পেলে এ জীবন আমার বৃথা।
- ভগবানের কাছে একটাই আবদার!- তুমি যেন আর অন্য কারও না হও। তুমি যেনো হও শুধুই আমার।!
- তোমাকে পেলে আমি যে হায় সবচেয়ে খুশি হই, তুমি মোর পাশে থেকো, আমি তোমার হয়ে রই।

রোমান্টিক কথা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রোমান্টিক প্রোফাইল ক্যাপশন সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

রোমান্টিক কথা এসএমএস, Romantic quotes SMS


- শূন্য এ জীবনে এলে তুমি! তারপর রাঙিয়ে দিলে রংধনুর সাত রঙে। পাল্টে দিলে আমার এই নিভৃত জীবন! আলোকিত করলে আমার সারা দুনিয়াকে।
- এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়, রূপকথার মতো।
- আমার এ জীবনে শুধু তোমাকেই চাই। আমার জীবন জুড়ে শুধু তুমিই থাকো।
- জীবন যুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি কারণ আমার পাশে যে তুমি আছো!
- আমার এ জীবনের আরেক নাম তুমি। তোমার আগমনে আমার এ জীবন ছন্দময় হয়ে উঠেছে।
- এভাবেই পাশে থেকো চিরদিন বন্ধুর মতো, আগলে রেখো আমায়।
- তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয়, শত কোটি বছর তোমাকে দেখিনা!
- আমার এই জীবন তোমার হোক। তোমার ওই জীবন আমার হোক।
- আমার এই জীবন তো তোমাকেই উৎসর্গ করেছি প্রিয়!


রোমান্টিক কথা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রোমান্টিক ফেসবুক বায়ো সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।
রোমান্টিক কথা বলা ফেসবুক, Romantic quotes for Facebook

- আজ গাছে গাছে ফুল ফুটছে। গাছে গাছে পাখিরা কিচিরমিচির জুড়ে দিয়েছে, তোমার নাম ধরে!
- ব্যর্থতার বিষাদ কালোয় যখন ডুবেছিল আমার জীবন, তুমি আমাকে ছুঁয়ে দিলে রূপকথার নেশায়।
- মন তো চায় হারিয়ে যাই তোমার সাথে। বহু অজানায়, অচেনা এক জায়গায়। যেখানে আমাদের আর কেউ খুজে পাবে না। খুঁজে পাবে না কোন মন্দ শক্তি।
- তোমার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়।
- আজ তুমি আছো বলে, আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে। তুমি না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম।
- ধন্যবাদ প্রিয়! আমার জীবনটাকে এত অর্থবহ করে তোলার জন্য।
- তুমি আছো তাই, রং ছড়িয়ে যাই।
তুমি না থাকলে হায়,
কী হবে আমার?! - ভালবাসা হল,বিসর্জন, নিজেকে বিলিয়ে দেয়া, উজাড় করে দেওয়া কারো জন্যে ।
- ভালবাসা হল,মনের মাঝে কারো ছবি এঁকে রাখা,তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা,ভালবেসে যাওয়া ।
- জীবন পরিবর্তন নিয়ে উক্তি, Life changing quotes in Bengali
- রোমান্টিক কথা, Romantic quotes in Bengali
- প্রকৃতি নিয়ে ক্যাপশন বাংলা, Captions about nature in Bengali
- জীবনে সফল হওয়ার উক্তি, Quotes to be successful in life in Bengali
- হৃদয় নিয়ে উক্তি ক্যাপশন, Heart Quotes Captions in Bengali
পরিশেষে
রোমান্টিক কথা শুধু কিছু শব্দের বিনিময় নয় এটি হল হৃদয়ের গভীরতম অনুভূতির মধুর বহিঃপ্রকাশ। যখন একজন মানুষ আরেকজনকে ভালোবাসে তখন তার প্রতিটি কথা হয়ে ওঠে একেকটি প্রেমের কবিতা। রোমান্টিক কথা কখনো কবিতা হয়ে আসে তো কখনো গান ঝরে পড়ে। এটি শুধু মুখে বলার জন্য নয় এটি অনুভব করার জন্য কারণ সত্যিকারের প্রেম তখনই পূর্ণতা পায় যখন হৃদয়ের ভাষা রোমান্টিক কথায় প্রকাশ পায়।আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।