আবছায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes captions on shadowy darkness in Bengali 



আমাদের আজকের এই পোস্টটিতে আমরা আবছায়া নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

আবছায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

আবছায়া নিয়ে ক্যাপশন, Abchhaya nie caption

  • আবছায়া ঢাকা আমার এই মন, তুমি এসে আলোয় ভরিয়ে দিয়ে যাও।
  • গ্রামের সেই আবছায়া পথ আমাকে যেন টানে, মাঝে মাঝে মনে হয় শহরের এই মিথ্যে চাকচিক্য ছেড়ে চলে যাই গ্রামের বুকে, সবুজ গাছপালার মাঝে শান্তির দিন কাটাই।
  • আমার অন্ধকার ভালো লাগে না, আবার অতিরিক্ত আলোও ভালো লাগে না, আমি আবছায়া আলোয় সময় কাটাতে ভালোবাসি।
  • আমার জীবন যেন আবছায়া সব স্মৃতিতে ভরা, হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় কত কিছু, কিন্তু কিছুতেই মনে করতে পারি না যে এইসব ঘটনা কবে ঘটেছিল আমার জীবনে।
  • আবছায়া গোধূলীর মনোরম মুহূর্তে বসে পাখিদের ঘরে ফিরে যাওয়া দেখি, মন জুড়িয়ে যায় আমার, এক আলাদা প্রশান্তি কাজ করে মনের গভীরে।

আবছায়া সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অন্ধকার নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আবছায়া নিয়ে ক্যাপশন

আবছায়া নিয়ে স্টেটাস, Best status in Bangla about Shadowy darkness

  • চলো না একদিন হেঁটে আসি সন্ধ্যের আবছায়া আলোয়, মনে অনেক গল্প জমে আছে, মন খুলে তখন বলবো তোমায়।
  • আবছায়া আলোর বিকেলে বসে পুরোনো স্মৃতি রোমন্থন করার অনুভূতিই অন্যরকম লাগে।
  • বিকেল জুড়ে আমার বারান্দায় চলে আলোর এক আবছায়া খেলা, আমি শুধু বসে বসে দেখি পাতার ফাঁকে আসা পশ্চিমে ঢলে পড়া সূর্যের সোনালী কিরণের মাধুর্য। 
  • আবছায়া আলোর মাঝে হেঁটে চলে যায় এই মন তোমার বাড়ির গলিতে, শুধু তোমার এক ঝলক দেখার আশায়।
  • সেই আবছায়া স্বপ্নের ভিড়ে হারিয়ে যায় এই মন, খুঁজে যায় পুরোনো সব স্মৃতি।
  • আমি রোজ ভোরে বারান্দায় দাঁড়িয়ে ওই দূরের বট গাছের নিচে এক আবছায়া দেখতে পাই, সে যেন আমাকে ডাকে কিন্তু আমি সাড়া দিতে পারি না।
  • আবছায়া আলোয় খুঁজি তোমায়, কিন্তু আমার এই খোঁজ হয়তো অন্তহীন।
  • আবছায়া মনে স্মৃতির ঘরে, দূরে যায় সে হৃদয় থেকে, স্মৃতির ঘরে তালা দিয়েছি বহুদিন, আজ চাবিটা ছুঁড়ে দিলাম নিরুদ্দেশে, শুকনো গোলাপের পাঁপড়ির মাঝে ঘুমিয়ে থেকো প্রিয়, আর খুঁজব না স্মৃতির কবর খুঁড়ে।
  • এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো
    ঘরের কোনে একটি মাত্র মোমের আলো
    কার তাতে কি?
    আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
    কার তাতে কি?
    এই যে দেখছি স্বন্ধ্যে ছ’টায় আকাশ জোড়া
    গড়ের মাঠে ছুটেছে রঙের পাগলা ঘোড়া
    কার তাতে কি?
    আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
    কার তাতে কি?
  • আজ বড্ড অচেনার সুরে হারিয়েছ তুমি,
    কিন্ত, আজও একই রকম আছি আমি।
    নিরিবিলি,নিশ্চুপ কাটে সময়র ক্ষণ,
    তোমার কথাই ভাবে শুধু আমার আনমন।
    হৃদয়ের ব্যথা ক্রমশই হয় তীব্রতর,
    তোমার সান্নিধ্য পাওয়াও হয়ে গেছে দুষ্কর।
    কতদিন দেখা হয়না তোমার আবছায়া,
    শুধু অনুভব করি তোমাতে জড়িয়ে আছে এক মায়া।
    এ জীবনে সারাক্ষণ হারানোর সুর যেন বাজে,
    আজ তোমার শোকে মন নেই যেন কাজে।
    এক বুক কষ্ট,বুকে ব্যথা নিয়ে করি স্নান,
    তোমার স্মৃতি তবু কভু হয়না ম্লান।

আবছায়া সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মোমবাতি নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আবছায়া নিয়ে স্টেটাস

আবছায়া নিয়ে কিছু কথা, Beautiful lines on Shadowy darkness 

  • জোসনার চোখে মেঘ,
    বৃষ্টি আসি আসি করে ও
    শেষ পর্যন্ত আসেনি।
    আমি কিন্তু অপেক্ষায় ছিলাম। রাত দুপুরের ক্লান্ত অপেক্ষা!
    বেশ লাগছিল!
    ঘুমঘরে জ্বলছে নিয়নবাতি। দেয়ালঘড়ির কাঁধে টিকটিকি।
    আমার পাশ দিয়ে দূরপাল্লার ট্রেন চলে যায়।
    থেকে যায় একটি আবছায়া।
    লাইটপোস্টের আলোয়! তার মত আমিও অবাক চোখে তাকাই।
    কি অদ্ভুত নরম চোখ! তাকিয়েই থাকি,যদি ও চিনিনা,হয়ত একদিন চিনতাম।
    আবছায়ার গা বেয়ে আসে কবিতার ঘ্রাণ!
    আমার মুগ্ধতা বাড়ে।
    আবছায়াটাই কি তুমি ছিলে!
    তবে কি আমি তোমার অপেক্ষায় ছিলাম!
    নাকি বৃষ্টির!
    ঠিক বুঝতে পারিনা ।
  • দিনের আলো ফুটছে
    ফাল্গুনি নয়, আজ শারদ সকাল,
    বিভক্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ল্যাম্পোস্ট,
    হিম ঝরছে।
    শিতের পল্কা হাওয়া
    উড়ে যায় দিক থেকে দিগন্তে,
    অনতিদূরে ওই আছ তুমি,
    কুয়াশায় ঝাপসা।
    শিশিরে অচল সিক্ত
    তোমার উপমা খুঁজে পাইনা কোনটাই,
    দূর থেকে কি আমায় দেখ তুমি?
    আঁধারে আবছা।
    কখনো স্নিগ্ধ আলোয় হয়ত
    কুয়াশা ভেদ করে যেতে চায়
    তবুও মরীচিকা খুঁজে ক্লান্ত,তুমি,
    হারাবে নয় ত?
    আধারের নির্বাক সময়ে
    কখনো আসবে কি দিনের আলোয়?
    রয়ে গেছ দৃষ্টির সীমায় তবুও,
    শুধুই হৃদয়ে……।
    জানি, তুমিই আনবে
    পৃথিবীর ভোরে সোনালি নতুন রোদ,
    তোমাতেই কেটে যাবে যত জরা,
    তুমিই পারবে।
    আলোকের উদ্ভাসীত কণা
    কর্মচাঞ্চল্যে জীর্ণ এই প্রান্তর,
    শৃঙ্খলিত হোক তোমার ছুটে চলায়,
    আমি.. ভুল মনা……….।
  • আমি নিদ্রার ঘোরে দেখি
    এক প্রাণহীন ছবি,
    নিজের অজান্তে স্বপ্ন দেখা
    মনের অগোচরে আজ বৃথাই কবি।
    ক্ষণে ক্ষণে শুধু অদৃশ্য আবছায়া
    যেথায় অনুভব করি কোমল মায়া,
    আমি রহিতে চাই তাহার তরে
    যে জন প্রোথিত হয়েছে মোর মনের ডোরে।
    শেওলা মাখা এক মলিন দেয়াল
    যাহাতে প্রাণের কোনো অস্তিত্ব নেই,
    আমি সেথায় আবাস গড়িতে চাই
    যাহা এ মনের সেঁতারার তাল।
    যাহাকে ভাবিয়া মরি
    সে তো মোর মনেই লেখা,
    তাহাতেই খুঁজিয়া পাই মোর প্রশান্তি
    হয়ত সেই শ্রেয় মোর মনের অট্টালিকা।
    সে যেন শীতল দক্ষিণা মরুৎ
    মোর জীবনের দুষ্ট তমালিকা।
  • ভাদ্রের দুপুর,
    ঘুঘুর ডাকে খাঁখাঁ রোদ;
    আছড়ে পড়ে মৃত্তিকা বুকে।
    ঝোপের আড়ালে,
    আচেনা পাখির ডাক;
    কৌতুহল চোখ; আর শৈশব,
    বসন্ত বিকেল।
    নদীর ওপাড়ে,
    কেতকীর বন আর
    ডাহুকের ডাক;
    ম্লান হয়ে আসা আলো।
    চরের জীবন,
    মানুষ ও পাখি;
    থাকে সন্ধ্যা নামা বাকি
    ফেলে আবছায়া বেলা।
    উড়ে যাওয়া ঘুঘু,
    বাতাসের স্রোত;
    একে একে সরে যায়,
    অজানা দূরে, নিঃশব্দ স্বরে।
  • ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ, দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ। জোৎস্না রাঙা আবছায়াতে তোমায় খুঁজি মিছে, নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে। আমার শিরায় রক্তের স্রোত, পাঁজরে ভরা স্বাস, তুমি নাটোরের বনলতা সেন, আমি নীরব ইতিহাস।।
  • তোমার পথে পা মিলিয়ে চলা
    তোমার হাতটি ধরে বসে থাকা,
    আমার আকাশে তোমার নামটি লেখা
    সাদার আকাশে কালো-আবছা বোনা,
    তোমায় নিয়ে আমার লেখা গানে
    অযথা কত স্বপ্ন বোনা আছে,
    আমার হাতের আঙুলের ভাঁজে
    তোমাকে নিয়ে কত কাব্য রটে।
  • যাও পাখি বলো হাওয়া ছলছল, আবছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাঁকে, রুপকথা আনাচে-কানাচ।
আবছায়া নিয়ে কিছু কথা

শেষ কথা, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা আবছায়া নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।

আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts