কেন একাধিক প্রমাণ দেখেও সেদিকে দৃষ্টিপাত করা হয়নি? খুনের দিকেই কিন্তু সব সংকেত ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য


যত দিন যাচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য আরও জটিল হচ্ছে।
অভিনেতার মৃত্যুর পর থেকেই একটা সন্দেহ সকলের মনে ছিল, আত্মহত্যা নয় খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে, কিন্তু প্রমাণ মেলেনি এখনো, অতিক্রম করেছে দেড় মাসেরও বেশি কিন্তু এখনো দোষী কে জানা যায়নি, চলছে তদন্ত।

Pin it

এই মামলার তদন্ত দায় ভার নিয়েছে সিবিআই, মুম্বাই পুলিশের কাজে একাধিক অভিযোগ উঠেছে ইতিমধ্যেই, বিহার পুলিশ কে সহযোগিতা না করা, আসল দোষী কে সেটা জানার পরও তার নাম সামনে না আনা, রিয়া চক্রবর্তীকে সাহায্য করা ইত্যাদি বিষয়ে মুম্বাই পুলিশের হাত আছে বলে মনে করছেন অনেকে৷

সম্প্রতি একটা ভিডিও আলোড়ন ফেলেছে নেট দুনিয়ায় যেখানে দেখা গেছে সুশান্ত সিং এর দেহ যেই খাটে আছে সেখানে তার পায়ের ঠিক কাছে একটা কুশন এবং সেই কুশনে একটা বুটের ছাপ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কেউ ভারী বুট পড়ে ওই কুশনের উপর দাড়িয়ে ছিল, হয়তো সে কোনোভাবে জড়িত সুশান্তকে খুন করতে, কিন্তু এমন একটা প্রমাণ যা অনেক কিছুই পরিষ্কার করে দিত সেই দিকে কোনো নজরই দেয়নি মুম্বাই পুলিশ৷

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

Recent Posts