প্রত্যেক মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ও সদর্থক মুহূর্তদের যেমন আগমন ঘটে ঠিক তেমন ভাবেই নেতিবাচক সময়রাও হানা দেয় অপ্রত্যাশিতভাবে। খুব স্বভাবতই খারাপ সময় এলে মানুষের মনোবল ভেঙে যায় এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
এ সময় বিখ্যাত মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী মানুষের মস্তিষ্ক এবং হৃদয়কে ইতিবাচকতায় পূর্ণ করে দেয়; জীবনযুদ্ধে সে সামনে এগিয়ে যেতে আর পিছপা হয় না। পাঠকদের ভালো লাগার কথা মাথায় রেখে আমরা তাই নিয়ে এসেছি বিখ্যাত মনীষীদের কিছু কালজয়ী বাণী এবং উক্তি যা আপনাদের জীবন পথের পাথেয় হয়ে থাকবে চিরকাল ।
বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শেখ মুজিবুর রহমান , শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম প্রমুখের বাণী এবং উক্তি ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে , তাই নিচে উল্লেখ করা হল আরও কিছু বিখ্যাত ব্যক্তিত্ব এবং মনীষীদের মন কাড়া উক্তি যা আশা করি আপনাদের মনোগ্রাহী হবে।
চাণক্যের বাণী , Sayings of Chanakya in Bangla
- অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতায় সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তানের প্রতি কোমল নয়, কঠোর হন।
- সদগুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়েও শ্রেয়। যেমন একটি চাঁদই রাতের অন্ধকার দূর করে, অথচ হাজার হাজার তারকা তা করতে পারে না।
- যে গাভী গর্ভধারণ ও দুগ্ধ দান করতে পারে না, তার কি প্রয়োজন? যে পুত্র বিদ্বান বা ভগবদ্ভক্ত কোনোটিই নয়, তারই বা কি প্রয়োজন?
- একটি উৎকৃষ্ট বৃক্ষের পুষ্প যেমন এর সুভাস দ্বারা সমগ্র বনকে সুবাসিত করে, তেমনি একজন সুপুত্র সমস্ত পরিবারের সম্মান বৃদ্ধি করে।
- একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে।
- দুর্জন বিদ্বান হলেও যেকোনো মূল্যে তাকে এড়িয়ে চলা কর্তব্য। মনিভূষিত বিষাক্ত সর্প কি অধিক ভয়ঙ্কর নয়?
- অগ্নি, শত্রু এবং রোগব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে।
- নখযুক্ত প্রাণী, নদী, শিংওয়ালা জন্তু, অস্ত্রধারী ব্যক্তি, নারী অথবা রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই।
- সর্পের দন্তে যেমন বিষ থাকে, মাছির মুখে বিষ থাকে, বৃশ্চিকের বিষ থাকে তার লেজে কিন্তু দুষ্ট লোকের সারা দেহে বিষ থাকে, তাই সে বিষধর। সেজন্য সর্বদা দুষ্ট ব্যক্তির সঙ্গ ত্যাগ করা উচিত।
- যার স্ত্রী অসতী, বন্ধু প্রতারক এবং ভৃত্য অবাধ্য , গৃহে তার সাপের বাস, অতএব মৃত্যু তার অনিবার্য।
- দয়ার জবাব দয়ায়, আক্রমণের জবাব প্রতিআক্রমণের দ্বারা দিলে তাতে কোন দোষ থাকে না। প্রতারকের সাথে ব্যবহারে প্রতারণার আশ্রয় অবশ্যই নিতে হবে।
- ব্রাহ্মণ ভোজনের দ্বারা তুষ্ট হয়, ময়ূর মেঘ গর্জনে আনন্দে নিত্য করে। সজ্জন ব্যক্তি পরের সুখে সুখী হয়। কিন্তু দুষ্ট বা অসৎ ব্যক্তি পরের দুঃখে ও বিপদে আনন্দ লাভ করে
- দুধ পান করার ফলে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়। তেমনই মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়। মানসিক প্রশান্তি লাভ করতে পারে না।
- কারও অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না।
- দুর্জনের সঙ্গ ত্যাগ করো। সাধুসঙ্গে ভজন করো। দিন-রাত শুধু পুণ্যকর্ম করো এবং সর্বদায এ জগতের অনিত্যতা স্মরণ রেখো
- বিদ্যা এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে কোন তুলনা চলে না। রাজা শুধু তার নিজ রাজ্যে সম্মানিত হন কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।
- কর্মানুযায়ী বুদ্ধিপ্রাপ্ত হয় এবং তদনুসারে ফললাভ হয়ে থাকে। কুকর্মের ফলে কুবুদ্ধি লাভ ও সেরূপ কুফল হয়ে থাকে। সে কারণে জ্ঞানীগণ চিন্তাভাবনা করে কাজে লিপ্ত হন।
- দূর থেকে কোনো সুন্দর লম্বমান পোশাক পরিহিত মূর্খ ব্যক্তিকে ততক্ষনই ভালো দেখায়, যতক্ষণ সে কথা না বলে।
কাম, ক্রোধ, লোভ, স্বাদযুক্ত আহার্য দ্রব্য ভোজনের ইচ্ছে, সেজেগুজে থাকার ইচ্ছে, কৌতুক, অতিসেবা,অতিনিদ্রা-বিদ্যার্থীগণের ত্যাগ করা বিধেয়, কারণ এই অষ্ট প্রকার প্রবণতা বিদ্যার্জনে বিশেষ বাধাস্বরূপ।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শেখ হাসিনার বিখ্যাত উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মাদার তেরেসার বাণী, Beautiful thoughts and quotes of Mother Teresa
- বাইরের জগতে এখনি বেড়িয়ে পড়ো এবং ভালোবাসো প্রত্যেকটি মানুষকে। তোমার উপস্থিতি যেন হাজারো মানব হৃদয়ে নতুন আলোর সঞ্চার জাগায়।
- যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো।
- কারোর নেতৃত্বের অপেক্ষা না করে নিজ থেকেই সকল উদ্যোগ নেয়া উচিত।
আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবোনা। তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জলতরঙ্গ সৃষ্টি করতে পারবো। - সৃষ্টিকর্তা তোমাদের সফল হওয়ার আদেশ দেননি, শুধুমাত্র সর্বদা অবিরাম চেষ্টা ধরে রাখার আহ্বান করেছেন।
- মানুষকে বিচার করে সময় নষ্ট করলে কখনোই তাদেরকে ভালবাসার সময় পাওয়া যাবে না।
- প্রত্যেকের প্রতি ভালবাসার শুরুটা হোক হাসির মাধ্যমে।
- আমরা সকলেই শুরুতেই বিশাল কোনো মহৎ কাজ করতে পারবো না। কিন্তু ভালবাসা দিয়ে ছোট ছোট অনেক ভাল কাজ করা সম্ভব।
- অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয়, সম্ভব ভালবাসা ও সহানুভূতির হাত ধরে।
সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকীত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। - আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না।
- তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো, কিন্তু তুমি আমার মনকে কোনদিনই বন্দী করে রাখতে পারবেনা।
- নিজেকে জানার সর্বশেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা।
- সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো।
- মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়।
- এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।
যে দুর্বল সে কোনদিনও ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবান এর লক্ষণ।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জীবনানন্দ দাশের উক্তি ও বিখ্যাত পংক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মহাত্মা গান্ধীর চিরন্তন বাণী, Mahatma Gandhi Quote in Bengali
- প্রথমে তারা তোমাকে অপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে।
- আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।
- যেখানেই ভালোবাসা সেখানেই জীবন।
- চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে।
- আমার জীবন আমার বার্তা।
- সত্য কখনই উচিত কারণ এর ক্ষতি করে না।
- ঈশ্বরের কোন ধর্ম নেই।
- পাপ কে ঘৃণা, কর পাপী কে ভালবাসো।
- নিজস্ব প্রয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে।
- ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।
- সাতটি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মা হীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো।
- জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে। সত্য আত্মনির্ভরশীল।
- সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা, বিচার কে পবিত্র রাখুন এবং সেই ভাবে লক্ষ্য স্থির করুন। সবকিছু ঠিক হয়ে যাবে।
- বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে। অন্ধবিশ্বাস বেশিদিন বাঁচে না।
- আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে।
- নিঃশব্দ সবথেকে বড় কথন। ধীরে ধীরে গোটা দুনিয়া আপনাকে শুনবে।
- পূর্ণরূপে ‘না’ বলা অন্যকে খুশি করা বা মিথ্যে লুকানোর জন্য ‘হ্যাঁ’ বলার থেকে অনেক ভালো।
- বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোন কিছুই চিরদিন বাঁচেনা।
- তর্কবিতর্কের মাধ্যমে মিথ্যা কোনদিন সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনদিন মিথ্যা হয়ে যাবে না।
- ধন-সম্পত্তি খারাপ নয়; সম্পত্তির দুর্ব্যবহার খারাপ। কোনো না কোনোভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদায় থাকবে।
- নিজের ভুল স্বীকার করা জমিতে ঝাট দেওয়ার মতো যা জমিকে উজ্জ্বল এবং পরিষ্কার করে।
- নিয়মিত বিকাশ জীবনের নিয়ম। যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে সে একসময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয়।
- প্রত্যেকেই নিজের অঞ্চলের আওয়াজ শুনতে সক্ষম যা প্রত্যেকের মধ্যেই বিদ্যমান।
- গৌরব লক্ষ্য পূরণের প্রচেষ্টার মধ্যে নিহিত থাকে, লক্ষ্য অর্জনে নয়।
- আমি মরতে রাজি, কিন্তু এমন কোনো কারণ নেই
যার জন্য আমি কাউকে মারতে পারি। - আমি সাংবাদিক এবং আলোকচিত্রকর ছাড়া সকলের জন্য সমতায় বিশ্বাসী।
- যখন আমি নিরাশ হয়, তখন আমি মনে করি ইতিহাসে সর্বদা সত্য এবং ভালোবাসার জয় হয়েছে। অনেক স্বেচ্ছাচারী রাজা এবং খুনি কিছু সময়ের জন্য অজয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয়েছে। সর্বদা এই বিষয়টি মনে রাখবে।
- আমি কাউকে নোংরা পায়ে আমার মনের মধ্যে হাঁটার অনুমতি দেবো না।
- প্রার্থনা চাওয়া নয়। প্রার্থনা হলো আত্মার লালসা। প্রার্থনা হল প্রতিদিন নিজের দুর্বলতা স্বীকারোক্তি। প্রার্থনার বচনে মন লাগানো, বচন থাকতেও মন না লাগানোর থেকে ভালো।
- এই দুনিয়া সবার প্রয়োজন পর্যাপ্ত। কিন্তু সবার লোভের জন্য নয়।
একটি কাজের মাধ্যমে কাউকে খুশি করা প্রার্থনায় রত হাজার মাথার থেকে ভালো। - আমার ধর্ম সত্য ও অহিংসার উপর নির্ভরশীল। সত্য আমার ঈশ্বর। অহিংসা তাকে পাওয়ার উপায়।
- আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়, আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়, আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়, আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়, আপনার অভ্যাস ই আপনার মূল্য, আপনার মূল্য ই আপনার নিয়তি।
- আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্য নির্ভর করছে।
- মানুষ নিজেকে যা ভাবে তাই হয়ে যায়। যদি আমি ভাবি আমি একটি কাজ করতে পারব না, সম্ভবত আমি কাজটি করতে অক্ষম হয়ে যাব। অন্যদিকে, আমি যদি বিশ্বাস করি যে আমি কাজটি করতে পারব, তাহলে অবশ্যই আমি কাজটি করার জন্য সক্ষমতা অর্জন করব, যদিও প্রথম দিকে আমি কাজটি করতে সমর্থ না হয়।
- একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।
- প্রতি রাতে, যখন আমি ঘুমোতে যাই, আমি মারা যায়। এবং পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে, আমার পুনর্জন্ম হয়।
- তুমি যা ই করবে তা অর্থহীন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তুমি তা করো।
- কোন কিছুতে বিশ্বাস করা কিন্তু তাতে জীবন অতিবাহিত না করা অন্যায়।
- মৃত অনাথ এবং গৃন্দের কি যায় আসে যে এই ধ্বংস সর্বগ্রাসী না স্বাধীনতা বা প্রজাতন্ত্র র মতো প্রবিত্র নামে সম্বন্ধিত।
- দুনিয়াতে কিছু মানুষ এত ক্ষুধার্ত যে তারা ভগবান কে রুটি ছাড়া অন্য রূপে দেখতে পায় না।
- নিজস্ব জ্ঞানে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা মুর্খতা। মনে রাখবেন সবথেকে শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষ ও ভুল করে।
- যখনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবেলা করবেন তাকে ভালবাসার মাধ্যমে জিতবেন।
- আমি হিংসার বিরোধিতা করি কারণ যখনই মনে হয় হিংসার দ্বারা কিছু ভালো হচ্ছে তখন সেটা অস্থায়ী হয় আর যখন খারাপ হলে সেটা স্থায়ী হয়।
- ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
- আপনি সংখ্যায় একজন হলেও সত্য সত্য থাকবে।
- মনুষত্ব র উপর বিশ্বাস হারাবেন না। মনুষত্ব ভালো সাগরের মত। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায় না।
- এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হল। কিন্তু আপনি যদি কিছু না করেন, তবে কোন ফলাফলই উৎপন্ন হবে না।
- ভালোবাসা দুনিয়ার সব থেকে বড় শক্তি এবং তা দুনিয়ার সবথেকে নম্র কল্পনা।
- জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে।
- আপনি কাউকে হারানোর আগে বুঝতে পারবেন না সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
- চিন্তার থেকে অধিক আর কোন কিছুই শরীরের ক্ষতি করে না এবং যে একটু হলেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তার কোনো কিছুর জন্য চিন্তা হলে লজ্জিত হওয়া উচিত।
- আমি তোমাকে শান্তি প্রস্তাব দিচ্ছি। আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছি। আমি তোমাকে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছি। আমি তোমার সুন্দরতা দেখছি। আমি তোমার প্রয়োজন শুনছি। আমি তোমার ভাবনা অনুভব করছি।
- আমরা বন জঙ্গলের সাথে যেটা করছি সেটা আর কিছু নয় আমরা একে অপরের সাথে যা করছি তারই প্রতিফলন।
- সত্য এক, পথ অনেক।
- শান্তির কোন পথ নেই, কেবলমাত্র শান্তি আছে।
- কোন কিছু করার সময় হয় সেটা হয় ভালোবেসে করো অথবা করিওনা।
- যেই দিন প্রেমের শক্তি, শক্তির প্রেম থেকে বড় হবে সেই দিন বিশ্বে শান্তি কায়েম হবে।
- শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না। এটা অদম্য ইচ্ছা শক্তি থেকে উৎপন্ন হয়।
- বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ। কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ই হলো প্রকৃত ধর্ম।
- ক্রিয়া প্রাথমিকতা ব্যক্ত করে।
- মহিলাদের কে দুর্বল বলা মানে তাদের অপমান করা। এটা মহিলাদের প্রতি করা পুরুষদের অন্যায়।
- কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আপনাকে সঠিক কর্ম করতে হবে। আপনি সেই কর্মের ফল পাবেন কিনা তা আপনার হাতে নেই। তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন।
- দয়ালু ভাবে করা ছোট্ট কর্ম প্রার্থনাই নত হাজার মাথার থেকে অধিক ভালো।
- তারা আমাদের আত্মসম্মান কে নিতে পারবে যদি না আমরা তা দিয়ে দিই।
- একজন ভীতু ভালবাসা প্রদর্শন করতে অক্ষম, এটা তো বলবান এর বিশেষ অধিকার।
- বিনম্রভাবে আপনি গোটা দুনিয়াকে নাড়াতে পারবেন।
- মৌনব্রত তখন ভীতু হয়ে যায় যখন পরিস্থিতি সত্য কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করি হয়।
- আমার মতে, ভেড়ার বাচ্চার জীবন মানুষের জীবনের থেকে কম মূল্যবান নয়।
- ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই। ভাল অভিভাবকের মত শিক্ষক কোথাও নেই।
- আমি তাকেই ধার্মিক মনে করি যে অন্যের ব্যথা বুঝতে পারে।
- অধিক সম্পত্তি নয় সরল জীবন খুঁজুন। অধিক ভাগ্য নয় অধিক সুখ খুঁজুন।
- তখনই কথা বলো যখন তা মৌন থাকার থেকে ভালো।
- দারিদ্র হিংসার সবথেকে ভয়ঙ্কর রূপ।
- আমার দোষ এবং আমার অসফলতা কে আমি ঈশ্বরের তত বড় আশীর্বাদ মনে করি যতটা আমার সফলতা এবং আমার প্রতিভা কে মনে করি। আর আমি এই দুটোকেই ঈশ্বরের চরণে রাখি।
- প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে। আর শান্তি কে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিজেক অপ্রভাবিত রাখতে হবে।
- অনেক কারণ আছে যার জন্য আমি মরতে পারি। এমন কোনো কারণ নেই যার জন্য আমি মারতে পারি।
- বিভিন্নতার মধ্যে একতা লাভ করাই আমাদের সভ্যতার সুন্দরতা এবং পরীক্ষা।
- আমরা যদি দুনিয়াতে প্রকৃত শান্তি চাই, তবে তা শিশুদের সাথে শুরু করতে হবে।
- নিজের কর্মফল থেকে বাঁচার চেষ্টা ভুল এবং অনৈতিক।
- প্রার্থনা কোন বৃদ্ধ মহিলার বেকার মনোরঞ্জন নয়। সঠিকভাবে কাজে লাগালে তা কর্মের সবথেকে শক্তিশালী হাতিয়ার হতে পারে।
- একজন মানুষকে শুধরানোর থেকে একটি ছেলেকে তৈরি করা অনেক সহজ।
- সরল ভাবে জীবন যাপন করুন যাতে অন্যরা বাঁচতে পারে।
- মনুষ্যত্বের মহানতা মনুষ্য হওয়াতে নয়, দয়ালু হওয়াতে।
যদিও আমরা তাকে হাজার নামে চিনি, তিনি আমাদের সবার জন্য সমান। - একমাত্র স্বেচ্ছাচারী আমি তাকেই মানি যে হল আমার অন্তরের “স্থির ক্ষুদ্র আওয়াজ”।
- সন্তুষ্টি প্রচেষ্টার মধ্যে নিহিত, পাওয়ার মধ্যে নয়। পূর্ণ প্রচেষ্টা হল পূর্ণ বিজয়।
- আপনি বন্ধ মুষ্ঠির সাথে হাত মিলাতে পারবেন না।
- যেখানেই ভালোবাসা সেখানেই ঈশ্বর।
- নিজের দ্বারা সম্ভব এমন কাজ অন্য কে দিয়ে করাবেন না।
- প্রকৃত ব্যক্তিত্ব একাই সত্য অনুসন্ধান করতে সক্ষম।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
দালাই লামার বাণী ও উক্তি, Beautiful thoughts of Dalai Lama
- আমি একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু – আর নেই, কমও নেই।
- আপনি অন্যদের সুখী হতে চান, সমবেদনা হওয়ার অভ্যাস করুন। আর তুমি যদি সুখি হত চাও তবে চেষ্টা কর সহানুভূতিশীল হতে।
- সুখ তৈরি করার মতো জিনিস নয়। এটা আপনার নিজের কর্ম থেকে আসে।
- আমি মনে করি প্রযুক্তি সত্যই মানুষের ক্ষমতা বৃদ্ধি করেছে। তবে প্রযুক্তি সহানুভূতি তৈরি করতে পারে না।
- আমাদের জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া।
- আমরা নিজের মধ্যে শান্তি না হওয়া পর্যন্ত। আমরা কখনই বাইরের বিশ্বে শান্তি লাভ করতে পারি না।
- মানুষ রাগ মনের একটি অঙ্গ। জ্বালাও আমাদের মনের অংশ। তবে আপনি করতে পারেন – রাগ আসে- যায়। রাগ আপনার মনের ভিতরে কখনও রাখবেন না। সন্দেহ, অবিশ্বাস, নেতিবাচক জিনিস মনের অল্প কিছু করতে পারেন। আর সে গুলি উদ্বেগ প্রকাশ করতে পারেন।
- অজ্ঞতা যেখানে আমাদের গুরু, সেখানে সত্যিকারের শান্তির সম্ভাবনা নেই।
- আমার ধর্ম খুব সহজ, আমার ধর্ম দয়া।
- পুরানো বন্ধু মারা যায়, নতুন বন্ধু উপস্থিত হয়।
- এটা ঠিক দিনের মতো। একটি পুরানো দিন কেটে যায়, একটি নতুন দিন আসে।
- গুরুত্বপূর্ণ বিষয়টি এটিকে অর্থবহ করে তোলা। একটি অর্থবহ বন্ধু – বা একটি অর্থবহ দিন।
- পারলে অন্যকে সাহায্য করুন,আর যদি আপনি এটি করতে না পারেন। তবে কমপক্ষে তাদের ক্ষতি করবেন না।
এই আমার সহজ ধর্ম, মন্দিরের দরকার নেই। জটিল দর্শনের দরকার নেই। - আমাদের নিজস্ব মস্তিষ্ক এবং আমাদের নিজস্ব হৃদয়। আমাদের মন্দির, দর্শন দয়া হয়।
- শান্ত মন, অন্তরের শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসে। তাই শান্ত মন, ভালো স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
- সহনশীলতার অনুশীলনে, একজনের শত্রূ হলেন – সেরা শিক্ষক।
- ঘুম হলো মানুষের – সেরা ধ্যান। –দালাই লামার সেরা উক্তি
- সমস্ত সদাচরণের শিকড়, ধার্মিকতার জন্য প্রশংসা মাটিতে থাকে।
- স্বচ্ছতার অভাব অবিশ্বাস এবং অনিরাপত্তার গভীরবোধের ফলস্বরূপ।
- আপনি যখন কৃতজ্ঞতা অনুশীলন করেন, তখন অন্যের প্রতি শ্রদ্ধার বোধ হয়।
- মন্দিরের দরকার নেই, জটিল দর্শনের দরকার নেই। আমার মস্তিষ্ক এবং আমার হৃদয় আমার মন্দির; আমার দর্শন দয়া হয়।
- যে কোনও ধর্ম বিশ্বাস করে না। কেউ পুনর্জন্মে বিশ্বাস করে না। দয়া এবং করুণার প্রশংসা না করে, এমন কেউ নেই।
- সমস্ত কোণ থেকে পরিস্থিতি দেখুন এবং আপনি আরও উন্মুক্ত হয়ে উঠবেন।
- কারও নিজের সম্ভাবনার উপলব্ধি করতে পারে। এবং নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাস থাকে। সে অবশ্যই আরও ভালো বিশ্ব গড়তে পারে।
- যতটা সম্ভব একটি ভাল মনোভাব, এবং একটি ভাল হৃদয় তৈরি করা, খুব গুরুত্বপূর্ণ। কারণ এ থেকে, স্বল্প মেয়াদে নিজের এবং অন্য উভয়ের জন্য দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই সুখ আসবে।
- মৃত্যু মানে আমাদের পোশাক বদলানো। কাপড় পুরানো হয়ে যায়, তারপরে পরিবর্তন আসবে সুতরাং এই শরীরটি বুড়ো হয়ে যায় এবং তারপরে সময় আসে, যুবতী দেহটি গ্রহণ করুন।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হুমায়ূন আহমেদের অমূল্য বাণী; Humayun Ahmed sayings in Bangla
- ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়।
- কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথামনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।
ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লেখা থাকে। - পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।”
- এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।
- যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমাতে যায়।
- কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
- যে ভালবাসা যত গোপন,সেই ভালবাসা তত গভীর।
কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই। - প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম।
- ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে, সেই ভালোবাসা মধূর হয়। কেননা, হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। ”
- যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে। তার কথা আমাদের মনে থাকে না…. মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। ”
- বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
- যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। - গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।
- চট করে কারও প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না।
- কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।
- মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। ”
- প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে।
- একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটি মিথ্যা বলছে। কিন্তু একটি মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার উপায় নেই মেয়েটি মিথ্যা বলছে।
- মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। ”
- রূপবতী নারীদের অনুরোধ প্রত্যাখ্যান করতে নেই । প্রত্যাখ্যান করলে অভিশাপ লাগে। রূপের অভিশাপ । রূপ তখন ধরা দেয় না । রূপের অভিশাপে পরা ভয়াবহ ব্যাপার। ”
- অতিরিক্ত রূপবতীরা বোকা হয়, এটা জগতের স্বঃতসিদ্ধ নিয়ম।
- পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।
- সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্ত তোমাকে এমন একজনকে খুজে নিতে হবে, যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
- কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়।
- তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।
- বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।
- মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না। পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়।
- মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্রপূঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন।
- শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও – না – কোনও সময় অনুভব করে তার হাত – পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার – বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়।
- পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
- তুমি দশটি সত্য এর মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে আর মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর।
- হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না। কেমন জানি অচেনা অজানা হয়ে যায় । সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই, কি যেন নাই।
- মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আলবার্ট আইনস্টাইনের উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মা সারদা দেবীর অমৃত বাণী , Invaluable quotes of sri sri Maa Saroda
- জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখাে। তাহলে কোনও কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ-কষ্ট কার বা নেই? ওসব তাে থাকবেই; তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তােমার ওপর ছাপ ফেলতে পারবে না।
- যে রাস্তায় তুমি চলছ, যদি দেখ সে-রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে-থাকা কাউকে দেখে কখনাে ফেলে যেতে নেই।
- জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখাে। তাহলে কোনও কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ-কষ্ট কার বা নেই? ওসব তাে থাকবেই; তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তােমার ওপর ছাপ ফেলতে পারবে না।
- মুনি ঋষিরা ঈশ্বরলাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তােমরা ঈশ্বরলাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে-পড়ে লাগতে হবে।সবাই আসে আর বলে কৃপা, কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এল, সে যদি প্রস্তুত না থাকে, তাহলে কৃপা এসেও ফিরে যাবে।
- যখন তােমরা কোনও সমস্যায় পড়বে, যখন কোনও মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তােমাদের একজন মা আছেন
- তােমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে। তাহলেই অনুভব করবে, কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান-জপ কর, তাঁর অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালবাসা। বাহ্যিক ভাববাচ্ছাস তাঁর কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নামজপ করবে, মন্ত্রোচারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পার, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি। তােমার প্রার্থনা পূরণ করবেন।
- ভালোবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কোনো কিছু করানো যায় না
- সৎসঙ্গে মেশো, ভাল হতে চেষ্টা কর, ক্রমে সব হবে.
দয়া যার শরীরে নাই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনও কখনও দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে - যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, মা, আমার ভালবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে।
- বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হলো
- কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয়
- জগৎকে নিজের করে নিতে শেখো ; কেউ পর না, জগৎ তোমার
- যদি শান্তি চাও,কারোর দোষ দেখোনা,দোষ দেখবে নিজের
- যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়
- মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা হলে যত গোল বাধায়
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সদগুরুর উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কাজী নজরুল ইসলামের কাব্যিক বাণী ও উক্তি, Kazi Nazrul Islam’s poetic quotes
- ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।
- প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।
- তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার। - ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না।
- মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে
কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে | - আমার যাবার সময় হল দাও বিদায় , মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।
- কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।
- যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে! - মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
- ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?” - আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন।” ( উৎস ‘ বিদ্রোহী’ কবিতা)
- আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ।
- মহা – বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত। - বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। - কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়-লক্ষী নারী।
- সর্বসহা কন্যা মোর! সর্বহারা মাতা!
শূন্য নাহি রহে কভূ মাতা ও বিধাতা! - নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।”
- পুঁথির বিধান যাক পুড়ে তোর
বিধির বিধান সত্য হোক। - যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!
- গাহি সাম্যের গান –
মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান। - অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম।
- হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র ।
- খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে। - শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে।
- ব্যর্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া।”
- অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে ।
- নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।
মনীষীদের বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কার্ল মার্কসের উক্তি ও বাণী সমূহ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি, Famous quotes of Nelson Mandela explained in Bengali
- আমার সফলতা দ্বারা আমাকে মূল্যায়ণ করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।
- যদি হারানো সময়গুলো আবার ফিরে পেতাম , তাহলে একই কাজগুলো আবারও করতাম। নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যেকোনো ব্যক্তিই সেটাই করবেন।
- আমি সাধু নই তবে যদি সাধুকে এমন একজন পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই।
- যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালবাসা শিখে নিতে পারে। কেননা ঘৃণা নয়, মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালবাসা জন্ম নেয়।
- জনগণের মুক্তির জন্য প্রকৃত নেতাদের অবশ্যই সবকিছু ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
- সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শিক্ষা, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা সম্ভব।
একটি ভালো মস্তিষ্ক ও একটি ভালো হৃদয় সব সময়ই একটি দুর্দান্ত সম্মিলন। - পৃথিবীতে আপনি যতটা অর্জন করতে পারবেন প্রতিশোধ গ্রহণের মাধ্যমে, তার চেয়ে বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।
- যদি কারো সাথে তোমার ভাষায় কথা বল, তাহলে তার কাছে যেতে পারবে; যদি তার ভাষায় কথা বল, তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে।
- বলা হয়ে থাকে যে প্রকৃত অর্থে কেউ একটি জাতিকে জানতে পারে না যতক্ষণ না কেউ একজন এর কারাগারে বন্দী থাকে।
- অন্যদের স্বার্থসংশ্লিষ্ট একটি মৌলিক বিষয় আমাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত জীবনে থাকবে, যা আমাদের স্বপ্নের মতো করে পৃথীবিকে একটি অধিকতর ভালো স্থানে পরিণত করার পথে অনেক দূর নিয়ে যাবে।
- যদি নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হওয়া যায় প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে।
- ভাগ্য হাতের রেখায় না, থাকে মানুষের কর্মে।
- পেছন থেকে নেতৃত্ব দাও- আর অন্যদের বিশ্বাস দাও যে নেতারা আছে সম্মুখসারিতে।
- যদি হারানো সময়গুলো আবার ফিরে পেতাম তাহলে একই কাজগুলো আবার করতাম। নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যেকোনো ব্যক্তিই সেটা করবেন।
- আমি বর্ণবাদকে ঘৃণা করি কেননা এটা একটা বর্বর বিষয়, তা সে কালো বা সাদা যে কোন মানুষের কাছ থেকেই আসুক না কেন।
- সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না, আমাকে বিচার করুন কতবার আমি ব্যর্থ হয়েছিলাম এবং আবার ঘুড়ে দাঁড়িয়েছিলাম তা দিয়ে।
- তোমার কাজে যেন তোমার ভয়গুলো নয় বরং আশাগুলো প্রকাশ পায়।
- পৃথীবিতে ঘৃণা নিয়ে কেউ জন্ম গ্রহণ করে না।
- অসন্তোষ বা বিরক্তি হচ্ছে বিষপানের মতো এবং আশা করা যায় যে সেই বিষ আপনার শত্রুদের মেরে ফেলবে।
বিবিধ ব্যক্তিত্ব এবং বিখ্যাত মনীষীদের উক্তি নিচে আলোচনা করা হল:-
- অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না ~ আবুল ফাজল
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।~শেক্সপিয়র
- যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই ~রেদোয়ান মাসুদ
- অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো ~হোমার
- অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ~গোল্ড স্মিথ
- মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী~হজরত সোলাইমান
ধার্মিক আর ধর্মান্ধ এক জিনিস নয়, ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলব না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। ~রেদোয়ান মাসুদ - যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।~হযরত মোহাম্মদ সাঃ
- আমরা বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদিজানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।~হেনরি ডেভিড থিওরো
- আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।~শেখ সাদী
- কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না। ~উইলিয়াম শেক্সপিয়র
- আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে।~চেষ্টারফিল্ড
- আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।~মাইকেল জর্ডান
- যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।~ রেদোয়ান মাসুদ
- এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে।~আইনস্টাইন
- একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।~জর্জ লিললো
- একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।~শেখ সাদী
- একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
~ইউরিপিদিস [গ্রীক নাট্যকার] - একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।~কার্লাইল
- প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।~রেদোয়ান মাসুদ
- কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।~সিসেরো
- কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়~শেখ সাদী।
- কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।~প্লেটো
- আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভাল মন্দ বাছাই করতে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।~রেদোয়ান মাসুদ
- কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।~এডিসন
- কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।~অজানা
- কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।~আবদুল্লাহ আবু সাঈদ
- কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে।~ রবার্ট লুই স্টিভেনসন
- গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।~হিন্দি প্রবাদ
- গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।~আরবি প্রবাদ
- সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।~রেদোয়ান মাসুদ
- ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।~অজানা
- জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট ~চীনা প্রবাদ
- জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে ~অজানা
- জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।~ক্রিনেট
- জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না। ~সি. এইচ. স্পারজন।
- জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।~হুইটিয়ার
- ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।~রেদোয়ান মাসুদ
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে~মার্ক টোয়েন - দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই ~অ্যারিস্টটল
- দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ
~টমাস ক্যাম্পবেল। - ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান~ড্রাইডেন
- কাউকে কখনও বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।~রেদোয়ান মাসুদ
- নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়~টমাস মুর।
- আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়~উইলিয়াম শেক্সপিয়র
- নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ~হযরত আলী (রা)
- নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু~জ্যাক দেলিল, ফরাসী কবি
- প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক~আব্রাহাম লিংকন।
- পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়~এডওয়ার্ড ইয়ং।
বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না~হেনরী ওয়ার্ড বিশার - স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন~বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ~ডেমোক্রিটাস।
- বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।~এরিস্টটল
- বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।~কার্লাইল
- বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে ।~প্লেটো
- বুলেট ব্যতীত বিপ্লব হয় না।~চে গুয়েভারা।
- বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।~জন ম্যাকি
- যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?~শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।~জন ল্যাক হন
- ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
~ইলা অলড্রিচ - ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।~শেক্সপীয়ার
- মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা~লেডি বার্নার্ড।
- আগে নিজের চরিত্র ঠিক না করে প্রগতিশীলতা দেখানে মানে ভন্ডামি ছাড়া আর কিছু না~রেদোয়ান মাসুদ
- মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী~ওরসন স্কোরার ফাউলার
- মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।~অজানা
- যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।~আইনস্টাইন
- যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না ।~সিনেকা
- যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।~জন সার্কল
- যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে ~লাভাটাব
- যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।~আলফ্রেড টেনিস
- পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
- যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।~জন লিভগেট
- যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।~জন এন্ডারসন
- যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।~জন এন্ডারসন
- যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!~হযরত আলী (রাঃ)
- যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ।~ফ্রান্সিস বেকন
- যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।~লাউতজে
- যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!
~শেখ সাদী - যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে।~বেকন।
- যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই।~উইলিয়াম ল্যাংলয়েড
- রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।~সেফটিস বারী
- শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।~ওল পিয়ার্ট
- শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
~এরিস্টটল। - শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল ।~টিপু সুলতান
- সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।~ডেমিক্রিটাস
- যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়॥ ~ডঃ লুৎফর রহমান।
- সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।~জুভেনাল
- সবথেকে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা ।~জে এবট
- একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।~রেদোয়ান মাসুদ
- সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়।~বেকেন বাওয়ার
- হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট । কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়।~পীথাগোরাস
- সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু ।
~জর্জ হার্বাট - আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ~মার্ক জুকারবার্গ
- আইন ভাঙ্গার জন্যই তৈরী হয়।~জন উইলসন।
- আমার দোষ তুমি আমাকেই বল।~ইমাম গাজ্জালী
- সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।~মার্ক টোয়াইন
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
ওপরে আলোচিত প্রবাদপ্রতিম মনীষী এবং ব্যক্তিত্বের অমূল্য বিখ্যাত বাণী আশা করি আপনাদের মনকে স্পর্শ করেছে । নিজেকে অনুপ্রাণিত করার জন্য এই বাণীগুলোর যথেষ্ট এবং যথার্থ। আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের মনোগ্রাহী হলে অবশ্যই তা নিজের বন্ধুমহলে এবং পরিজনদের সাথে শেয়ার করে নেবেন।