নারী শক্তি নিয়ে উক্তি, Woman Power Quotes in Bengali



সেই আদি কাল থেকে সূত্রপাত আর এখনও অবধি অর্থাৎ বর্তমান সময়কালেও পর্যালোচনা করলে দেখা যাবে যে নারীরাই ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে  নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে চতুর্দিকে বিস্তার করে রেখেছে । অবমাননা ও অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত পুরুষের হাতে লাঞ্ছিত হলেও  এ কথা অনস্বীকার্য যে   নারী শক্তি ছাড়া  পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি এবং ভবিষ্যতে ও  উঠবে না । যুগে যুগে ইতিহাস সমৃদ্ধির তালিকায় নারীরাই শীর্ষস্থান গ্রহণ করে এসেছে। 

নারী শক্তি নিয়ে উক্তি, Woman Power Quotes in Bengali

সর্বযুগে তথা সর্বকালে এবং  পৌরাণিক, প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার হিসাবে মানুষের মনে  নারীশক্তি একটি স্থায়ী  স্থান করে নিতে সক্ষম হয়েছে ।রূপ ,গুণ , কর্মদক্ষতা ও সহনশীলতায় সবেতেই অদ্বিতীয়া নারী  হল সকল শক্তির আধার ; মানবজাতির স্রষ্টা। কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। ঘরে -বাইরে সব জায়গায় একাহাতেই নারী  সুষ্ঠুভাবে সামলাতে পারে কারও সাহায্য না নিয়েই। আধুনিক সমাজে নারী আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্তৃত্বে ,গুণে, মানে সব ক্ষেত্রেই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে নারী আজ প্রমাণ করে দিয়েছে যে তারাও কোনো অংশে কম নয়। 

নারীশক্তি বা স্ত্রী শক্তিকে কুর্নিশ জানিয়ে উল্লেখ করা হল নারীশক্তি নিয়ে উক্তি ,

নারীশক্তি ক্যাপশন, Women power lines in Bengali

  • একজন নারীর বুদ্ধিমত্তা, সাহস, ব্যক্তিত্ব, অহংকার এবং প্রত্যুত্‍পন্নমতিত্ব  কোনো অংশেই পুরুষের থেকে কম নয় তা বর্তমান যুগের আধুনিক প্রেক্ষাপটে প্রমাণিত এক সত্য ।
  • অমিত সম্ভাবনার অধিকারী নারী হল শক্তির প্রকৃত আধার ।
  • নারীদের শক্তি বিহীন পৃথিবী সামনের দিকে অগ্রসর হতে পারে না  ।
  • নারীশক্তির বাস্তবায়ন বা  নারীর ক্ষমতায়নের মানে হলো, সমাজের প্রতিটি স্তরে এমন একটি সুস্থ পরিবেশ তৈরি করা   যেখানে নারী স্বমহিমায় স্বাধীন ভাবে বিচরণ করবে এবং যোগ্য মর্যাদার অধিকারিনী হয়ে উঠবে; নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বস্তুগত, মানবিক ও জ্ঞান সম্পদের উপর ~ সেদিনই নারীজাতি পাবে পূর্ণ মর্যাদা । 
  • নারী বিহীন  পুরুষের একক প্রচেষ্টা এবং  অংশগ্রহণের মাধ্যমে  সমাজের উন্নয়নের কথা কল্পনা করা বৃথা।
  • স্ব নির্ভরশীলতাকে  বাস্তব আকার প্রদান করার মধ্যেই লুকিয়ে আছে সমাজ ও রাষ্ট্র নির্বিশেষে সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার ।
  • নারী শক্তি বা নারীর ক্ষমতা ব্যাপক অর্থে  একজন নারীর স্বকীয়তা, নিজস্বতা এবং সর্বোপরি স্বয়ংসম্পূর্ণতার বিকাশকে চিহ্নিত করে  ।
  • নারী হলো সমাজের অর্ধেক অংশ ।একজন স্ত্রী, বোন,  কন্যাসহ মর্যাদাপূর্ণ সব সম্পর্কের  বন্ধনে নারীজাতি সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 
নারীশক্তি ক্যাপশন, Women power lines in bengali

বাঙালি নারীকে নিয়ে উক্তি ও ক্যাপশন কালেকশান

নারীশক্তি নিয়ে  উক্তি, Quotes on woman power in Bangla

  •  ” নারীর হৃদয় হলো এমন একটা জায়গা , যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। ”
  • ” মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় ,আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। “
  • নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে , সবচেয়ে বড় নির্যাতন হল – মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। “
  • ” নারীর কাছ থেকে পুরুষের মত কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। “
  • ” বিশ্বে যা -কিছু মহান সৃষ্টি চির -কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী , অর্ধেক তার নর। বিশ্বে যা -কিছু এল পাপ -তাপ বেদনা আর অশ্রুবারি অর্ধেক তার জানিয়েছে নর ,অর্ধেক তার নারী। “
  • ” সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। “
  • নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী। ”
  • “তোমরা আমাকে শিক্ষিত মা দাও ,আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। “
  • ” কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি , প্রেরণা দিয়াছে , শক্তি দিয়াছে বিজয় -লক্ক্ষ্মী নারী।”
  • ” অসংখ্য কষ্ট ,যন্ত্রনা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক , একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। ”

সুন্দর মেয়েদের নাম বাংলা তে | Bengali Girl Names Collection

নারীশক্তি নিয়ে  উক্তি, Quotes on woman power in Bangla

নারী শিক্ষা নিয়ে উক্তি, নারী নিয়ে ক্যাপশন | Quotes on Women in Bengali

  • ”মাতৃত্ব শুধু শক্তিই যোগায় না , এটা মনে শান্তিও এনে দেয়। তুমি নারী বলে দুর্বল এটা কখনই কাউকে বলবে না। “
  • “আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা। তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “
  • “যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম।” 
  • “প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।” 
  • “নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে।” 
  • “যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।”
  •  “ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে,কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই সৃষ্টিকর্ম।”
  • “যে মহিলা ভিড় অনুসরণ করে সে সাধারণত ভিড়ের চেয়ে আর বেশি যায় না। যে মহিলা একা হাঁটেন তিনি সম্ভবত নিজেকে এমন জায়গাগুলিতে সন্ধান করতে পারেন যা আগে কখনও হয়নি।”
  • “সমতা অর্জনের জন্য নারীদের সংগ্রামের গল্পটি কোনও একক নারীবাদী বা কোনও একটি প্রতিষ্ঠানের নয়, যারা মানবাধিকার সম্পর্কে যত্নশীল তাদের সম্মিলিত প্রচেষ্টার অন্তর্ভুক্ত।”
  • “আপনি একজন মানুষকে শিক্ষিত করেন; আপনি একজন মানুষকে শিক্ষিত করুন আপনি একজন মহিলাকে শিক্ষিত করেন; আপনি একটি প্রজন্মকে শিক্ষিত করুন।”
  • “একজন মানুষের মুখ হ’ল তার আত্মজীবনী। একজন মহিলার মুখ হ’ল তার কথাসাহিত্যের কাজ।”
  • “নরসমাজে নারীশক্তিকে বলা যেতে পারে আদ্যাশক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে। প্রাণকে পোষণ করে।”

ভালোবাসা নিয়ে উক্তিসমূহ | Bangla Romantic Quotes, Captions & Status

নারী শিক্ষা নিয়ে উক্তি, নারী নিয়ে ক্যাপশন | Quotes on Women in Bengali

নারীশক্তি নিয়ে স্টেটাস ~ Women’s power status in Bengali

  • আমরা নারী, আমরা সব পারি ।
  • বৈদিক যুগ এবং উপনিষদের যুগে সত্যদ্রষ্টা নারীরা ও মহাভারত রামায়ণের যুগে মহীয়সী  নারীসকল ভবিষ্যৎ প্রজন্মের নারী জাতির  সর্বোত্তম আদর্শ  ।
  • নারীরা হল জগজ্জননীর প্রতিভূ
  • নারী আজ স্বয়ংসিদ্ধা। তাঁরা কারও উপরে নির্ভরশীল নয় ;বরং তাঁদের উপরই দাঁড়িয়ে আছে সমগ্র পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য।
  • প্রত্যেকটি মানুষের সাফল্যের,
    পেছনেই রয়েছে একজন নারীর,
    আত্মত্যাগের কাহিনী যারা সবসময় থেকে যান পর্দার পেছনেই।
  • নারী না থাকলে হতো না রাখী;
    ভাই ফোঁটা পেত না তার মর্যাদা
  • নারী না থাকলে- পৃথিবীটা হতো না এত সুন্দর
  • নারী না থাকলে- আমাদের জন্মই যে হত না ।  তোমরা না থাকলে সমগ্র  সৃষ্টি হয়ে উঠতো অসম্ভব । 
  • যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে নারীরা এবারে ঘুরে দাঁড়িয়েছে। নারী শক্তির জয়জয়কার এখন সর্বোত্র ।
  • হে নারী , তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান।
  • এই বিশ্বজগৎ  সুষ্ঠুভাবে একমাত্র  মেয়েরাই চালাতে পারে।
  • যে লক্ষ্মী আর সরস্বতীর  মতো শান্ত সে চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলে উঠতে পারে।
  • একটা অসুরকে বধ করতে যখন হিমসিম গিয়ে খাচ্ছিলেন তখন এক নারী এসেই তাঁদের পরিত্রাণ ঘটালেন ।
  • বর্তমান  দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না।
  • সমুদ্রের জল  যেমন একটা গ্লাসে রাখা যায়না ঠিক তেমনি নারী দিবস একদিনে পালন করা যায় না।
  • নারীরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে।
  • নারীবাদী হওয়া মানে নারীদের শক্তিশালী করা নয়,  কারণ মেয়েরা এমনিতেই শক্তিশালী।
নারীশক্তি নিয়ে স্টেটাস ~ Women's power status in Bengali

নারী নিয়ে ছন্দ, সুন্দরী নারী নিয়ে উক্তি | Nari nie ukti, status

  • বাধা এলে তার মুখোমুখি দাঁড়াতে সদাই প্রস্তুত মেয়েরা কারণ তাদের মধ্যে  আছে অনন্ত শক্তির আধার।
  • আজকের দিনে  নারীরা পুরুষদের থেকে  কোনো অংশেই  পিছিয়ে নেই; সব ক্ষেত্রেই তারা পুরুষদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তাই আপামর নারীজাতির  নিজেকে কখনো দুর্বল না ভেবে সামনের দিকে অগ্রসর হতে হবে কারণ তারাই হল শক্তির উৎস।  
  • নারীরা হলেন কন্যাসন্তান হিসাবে মিষ্টি, বোন হিসাবে যত্নবান,  প্রেমিকা হিসাবে সুন্দরী, স্ত্রী হিসাবে প্রিয়তমা,মা হিসাবে পরম মমতাময়ী, তারা শক্তির আধার, তারা যে নারী!
  • একজন নারী হলো সংসারের ধারক এবং বাহক।
  • যে হাসিমুখে সব সয় সেই যে নারী। 
  • শক্তি যার অপার, অসীম,
    কখনও হাল দেয় না ছাড়ি,
    তোমায় কুর্নিশ সে মহান নারী ।
  • জীবন যদি রামধনু হয়, তবে নারী হল তার রঙের বাহার, জীবনে যদি নেমে আসে আঁধার , নারী তবে তার আশার আলো।
  • নারীরা চায় মুক্ত আকাশ, সে চায় উড়তে। ডানার দাবি তারা করে না কখনও, কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে।
  • পৃথিবীর প্রাণ তুমি, নারী। তোমার থেকে সৃষ্ট সমগ্র দুনিয়া। আজ তাই তোমারে প্রণিপাত করি।
  • নারীফের কারও কাছে কিছু প্রমাণ করার দরকসর নেই ; তারা যদি নারী শক্তির দৃঢ়তা বুঝতে না পারে, তাহলে তাদের নিজেদেরই  বদলের দরকার আছে ;  নারীদের নয়।
  • ‘নারী’ শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই নারী জাতিকে নিজেদের  স্বতন্ত্রভাবে  শক্তিশালী হিসেবে প্রমাণ করার দরকার নেই।
  •   নারীর অনেক রূপ  । কখনও প্রেয়সী আবার কখনও চামুণ্ডা কালীও হয়ে উঠতে পারে সে।
  • নারীরা  সময় বিশেষে হয়ে ওঠেন দশভুজা।
  • নারী জাতি ই একমাত্র যারা প্রাণের সৃষ্টি করতে পারে। এর চেয়ে  গর্বের আর কী হতে পারে ?
  • নারীর উপমা নারী নিজেই ।
  • সে নিজেও জাননা, তার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করে রেখেছে ‘নারী’।
  • নারী হল আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা যে রক্ষা করে সবাইকে এবং একই সাথে ভালোবাসায় ঘিরে রাখে।
  • একজন নারী হলেন সব ক্ষমতার উৎস,  ভালোবাসার  এক অনন্ত নদী।

Feminism Quotes in Bengali | Women Contribution Status in Bangla

  • রুপ ,গুণ , কর্মদক্ষতা,  সহনশীলতা সবেতেই নারী অদ্বিতীয়া। তোমার তুলনা তুমি নিজেই ..হে নারী।
  • জগতের প্রাণ তুমি হে নারী, 
    তোমার থেকে সৃষ্ট আমি,  
    তোমার চরণ চুমি।
  • নারী’ শব্দ টাই হল সকল শক্তির আধার ।
  • নারী হলেন একটি পরিবারের স্তম্ভ,  যা সবাইকে বেঁধে রাখে।  তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়।
  • পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।
  • একদিন সে আবিষ্কার করল যে সে কতটা শক্তিশালী ;জাজ্জ্বল্যমান আগুনের গোলার মতো।
  • সেদিন সে নিজেকে আর দমিয়ে রাখতে পারে নি কারণ তার স্পৃহা তার ভীতির থেকেও উজ্জ্বলভাবে জ্বলছিল লেলিহান শিখার মতো।
  • কিছু বীরাঙ্গনা আগুনে হারিয়ে যায় আর কিছুজন আগুন থেকেই উৎপন্ন হয়। নারী তুমি প্রণম্য।  
  • নারী কখনো নদী, কখনো প্রকৃতি, কখনো কোমলতার প্রতীক, 
    নারীর জন্য যুদ্ধবিগ্রহের ঘটনাও ঘটেছে শতাধিক।
    তবুও  যে নারী শান্তি স্থাপনে নিয়েছে অগ্রণী ভূমিকা ।
    বিশ্ব শান্তির ইতিহাসে উড়েছে আজ তার ই বিজয় পতাকা ।
  • পুরুষশাসিত এ সমাজব্যবস্থা আর তার সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে,
    নারীরা দিয়ে গেছে তার অধিকারের বিসর্জন বারেবারে।   
  • নারীরা হয়েছে বঞ্চিত,
    নিজের প্রতিভার বিকাশ ও আত্মপ্রকাশ করতে ।
    সময় হয়েছে এবার
    স্বনির্ভরশীল নারীকে তার পূর্ণ মর্যাদা দিতে ;
    তার মেধা ও শ্রমকে শক্তিতে  রূপান্তরিত করতে।
    তবেই এদেশ পাবে জগতসভায় শ্রেষ্ঠ আসন পেতে।
  • নারীরা আজ শিক্ষিত , স্বনির্ভর  ও সচেতন 
    নিজের অধিকার করে নিতে পারে আদায়  
    আর সমাজে  যারা আছে মানুষরূপী পশু 
    নারী  আজ করেছে শপথ, করবে তাদের  চির বিদায়।
  • কখনো ঘরোয়া; কখনো বা আগুন বহ্নি
    কখনো সে শান্তশিষ্ট , সুকন্যা ও তন্বি
    কখনও সে ত্রিশূল  ধরে করতে দমন দুষ্টের,
    কখনো প্রেমিকা  আবার কখনো সে জননী।
  • তেজস্বিনী নারী  তুমি দেবী দুর্গার রূপ,
    দুষ্টের দমন আর সন্তানেরে করে লালন
    মায়া, মমতা ,সাহসও তেজ একই সাথে তোমার আছে,
    পুরুষ সমাজও মাথা নত করে  তাই নারী সমাজের কাছে।
  • নারী হলেন তরুণের কর্ত্রী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী এবং  বৃদ্ধের সেবিকা।
  • আপনি যদি কিছু বলতে চান, একজন পুরুষকে  জিজ্ঞাসা করুন; যদি আপনি কিছু করতে চান, একজন মহিলাকে জিজ্ঞাসা করুন।
  • আমি শক্ত, উচ্চাভিলাষী এবং আমি কি চাই তা আমি জানি। এতে সমাজ যদি আমাকে দুশ্চরিত্রা করে তোলে, আমি তাই -ই মানি।
  • মহিলারা সবসময় বলে থাকেন, ‘পুরুষরা যা কিছু করতে পারে আমরা তা করতে পারি।’ তবে পুরুষদের বলা উচিত, ‘মহিলারা যা কিছু করতে পারে আমরা তা করতে পারি।’
  • যেখানেই কোন গুরুত্বপূর্ণ   সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেখানেই মহিলারা উপস্থিত ও অন্তর্ভুক্ত থাকে। …  তাই নারীদের ব্যতিক্রম হিসাবে ভাবা উচিত নয়  ।
  • একজন নারী যে তার দাবি জানাতে পারে সে ই হল প্রকৃতপক্ষে একজন শক্তিশালী রমণী।  
  • একজন নারীবাদী মহিলা সে ই যিনি নারী ও পুরুষের সমতা এবং  মানবতা কে  সমান স্বীকৃতি দেন।

নারী জাগরণ নিয়ে কবিতা | নারী নিয়ে বিখ্যাত কবিতা

  • একজন মহিলার  এমন বিশেষ কিছু গুণ আছে যা একজন পুরুষতান্ত্রিক   জগতে আধিপত্য বিস্তার করতে সক্ষম। সেটি হল  নারীর  নির্দিষ্ট অনুগ্রহ, শক্তি, বুদ্ধি, এবং নির্ভীকতা।
  • পৃথিবীতে এমন কিছু কাজ নেই যা নারীরা সম্পাদন করতে পারে না।
  • মহিলাদের নেতৃত্ব এ বিশ্বে সর্বত্র – দেশের নেত্রী কিংবা সিইও পদ  থেকে শুরু করে সেই গৃহিনী যে তার সন্তানদের লালন-পালন করে এবং তার পরিবারের নেতৃত্ব দেয়। আমাদের দেশটি শক্তিশালী মহিলাদের দ্বারা নির্মিত হয়েছিল যা ইতিহাস কখনও অস্বীকার করতে পারবে না ।
  • মানবাধিকার হ’ল নারীর অধিকার এবং নারীর অধিকার হ’ল মানবাধিকার,  এই সত্যটি আজকের এবং সর্বকালের জন্য।
  • নারীর অনুমান পুরুষের নিশ্চয়তার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য।
  • পুরুষ সম্মুখ যুদ্ধে বিশ্বাস করে, কিন্তু স্ত্রী জাতির রণনীতি সম্পূর্ণ পরোক্ষ।
  • নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,/ যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান ।
  • কোন সংস্কৃতি কতটা সভ্য তা জানতে তারা তাদের নারীদের সাথে কেমন আচরণ করে সেদিকে লক্ষ্য করো।
  • সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যের জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন।

নারীশক্তি নিয়ে কবিতা, Poem on women power

  • “সংসারে অসময়ের আমিই ভরসা।
    আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।
    আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।
    আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।
    কালো আকাশ মাথায় নিয়ে
    আমি ছাতা হয়ে থাকি।
    ছাতার নিচে সুখে বাঁচে সংসার।”

  • “হয়ত একদিন- হয়ত অন্য কোন এক দিন
    আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে
    আমিই হয়ে উঠবো সেই অসামান্যা !
    খোলা চুল মেঘের মত ঢাকবে আমার খোলা পিঠ।
    দু চোখে জ্বলবে ভীষণ আগুন।
    কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি।
    হাতে ঝলসে উঠবে সেই খড়গ।
    দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি।
    নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ।
    দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন
    মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং
    কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভুষিতাং।”
  • “তোমাকে বলেছে –আস্তে,
    বলেছে –ধীরে.
    বলেছে –কথা না,
    বলেছে –চুপ।
    বলেছে– বসে থাকো,
    বলেছে– মাথা নোয়াও,
    বলেছে — কাঁদো।
    তুমি কি করবে জানো?
    তুমি এখন উঠে দাঁড়াবে
    পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে,
    তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে,
    জোরে বলবে,
    চিৎকার করে বলবে,
    এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে রাখে।
    ওরা তোমাকে বলবে, ছি ছি! বেহায়া বেশরম
    শুনে তুমি হাসবে।
    ওরা তোমাকে বলবে, তোর চরিত্রের ঠিক নেই,
    শুনে তুমি জোরে হাসবে
    বলবে তুই নষ্ট ভ্রষ্ট
    তুমি আরও জোরে হাসবে
    হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে, তুই একটা বেশ্যা
    তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আমি বেশ্যা।
    ওদের পিলে চমকে উঠবে। ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে। ওরা পলকহীন তোমাকে
    দেখবে। তুমি আরও কিছু বলো কি না শোনার জন্য কান পেতে থাকবে।
    ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক দুরু দুরু কাঁপবে,
    ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মত বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে।”
  • জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
    মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান্‌।
    কোন্‌ রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
    কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
    কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
    বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
    কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
    প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
    রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
    রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।
  • “তুমি প্রজাপতি হংসমালা
    তুমি আত্মা তুমি স্বত্বা তুমি প্রভু প্রেমিকা
    তুমি দেবদুত তুমি রাধা তুমি সতী শ্বেতশুভ্রা
    তুমি কাংগাল তুমি পুত তুমি পবিত্র আজলা
    তুমি প্রেত তুমি নগ্ন তুমি রাক্ষসী তুমি যৌবনজালা
    তুমি রুপ তুমি সৃজন তুমি ঝলক তুমি আশ্রিতা
    তুমি বিমুর্ত তুমি কল্পনায় কল্পিতা,
    তুমি রানী তুমি সম্রাজ্ঞী তুমি মাতা তুমি জননী জ়ায়া
    তুমি সারথী তুমি পুজারী তুমি ভোগ তুমি ত্যাগ তুমি মায়া ।
    তুমি রাখী তুমি মিলন তুমি প্রেমরতিকা
    তুমি বোধ তুমি অবোধ তুমি মাস্তুল তুমি বর্তিকা,নারী তুমি শক্তি তুমি প্রজ্ঞা তুমি উৎকর্ষতা
    তুমি ফল্গু তুমি চাষভূমি তুমি উর্বর তুমি রুক্ষ অনুর্বর মরুতা,
    তুমি পণ্য তুমি বর্ণ তুমি যবনিকা
    তুমি আদিম তুমি সনাতন তুমি মাতৃকা ।
    তুমি ঘৃনার তুমি নিঃগৃহের তুমি আস্ফালন তুমি আকাশ নীল
    তুমি শীতল তুমি ফানুস তুমি উচ্ছ্বাসের ঢেউ ফেনিল
    তুমি ভুমিষ্ট তুমি জরায়ু তুমি প্রসব তুমি জোয়ার তুমি বান
    তুমি তীব্রতা তুমি পতিত তুমি ভাগার তুমি নীরব শ্মশান ।”
  • “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
    অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
    বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
    অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
    যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।
    নর দিল ক্ষুধা, নারী দিল সুধা..
  • তুমি নিজেই জানো না 
    কতটা ক্ষমতা লুকিয়ে আছে তোমার অন্তরালে,
    জগৎকে করে আলোকিত 
    নিজের মহিমায় সকলকে করেছ তুমি ধন্য ,
    নিজেকে করোনি কখনো প্রকাশ ,
    থেকে গেছো চিরকাল আড়ালে,
    তোমার গুরুত্ব কখনো হবে না কম।  নারী, তুমি অপরাজেয় কালে কালে।
  • সংসারে অসময়ের আমিই ভরসা।
    আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।
    আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।
    আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।
    কালো আকাশ মাথায় নিয়ে
    আমি ছাতা হয়ে থাকি।
    ছাতার নিচে সুখে বাঁচে সংসার।
  • হয়ত একদিন- হয়ত অন্য কোন এক দিন
    আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে
    আমিই হয়ে উঠবো সেই অসামান্যা !
    খোলা চুল মেঘের মত ঢাকবে আমার খোলা পিঠ।
    দু চোখে জ্বলবে ভীষণ আগুন।
    কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি।
    হাতে ঝলসে উঠবে সেই খড়গ।
    দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি।
    নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ।

 নারী হল প্রকৃত শক্তি ;  সে সব উপমার ঊর্ধ্বে । রূপের ছটায় মোহিত করার ক্ষমতা যেমন রাখে তেমনই   গুণের সম্ভারে সমৃদ্ধ নারী সকলকে মুগ্ধ করে তোলে। কর্মসূত্রে  তারা বিদেশে ও পাড়ি দেয় আবার সন্তানের অসুস্থতায় সারা রাত ধরে জেগে পাখার বাতাস ও করতে পারে। দেশের নেতৃত্ব একাহাতে সামলাতেও নারী সুদক্ষ  । একই অঙ্গে এত রূপ কেবলমাত্র নারীদের মধ্যেই  দেখা যায়। আধুনিক যুগে নারীশক্তির ব্যাপ্তি সর্বত্র  ।

নারীরা নিজেদের কর্মের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা সব ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী । তাই এই পুরুষতান্ত্রিক সমাজে ও আজ নারীশক্তির জয়জয়কার । প্রকৃত অর্থে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের সাথে সাথে তারাও সমান অধিকার ও  সম্মানের দাবিদার। উপরে উল্লেখিত নারীশক্তি সম্পর্কে উক্তি, স্টেটাস এবং কবিতা আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে । আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথের পাথেয় হোক এবং ভবিষ্যতে তা আমাদের  প্রকৃত  অনুপ্রেরণা জোগাবে ।

Recent Posts