রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আছে দুঃখ , আছে মৃত্যু ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আছে দুঃখ আছে মৃত্যু লিরিক্স বাংলা হরফে । Aache Dukkha Aache Mrityu Lyrics in Bengali
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥
তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ–
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥
Aache Dukkha Aache Mrityu Lyrics in English Transcription । আছে দুঃখ আছে মৃত্যু লিরিক্স ইংরেজি হরফে
Aachhe dukkho, aachhe mrityu, birahodahano laage.
Tobuo shaanti, tobu aanondo, tobu anonto jaage.
Tobu praan nityodhaara, haase surjo chandro taara,
Basonto nikunje aase bichitra raage.
Tarongo milaye jaay tarongo utthe,
Kusum jhoriya pore kusum phute.
Naahi khoy, naahi shesh, naahi naahi doinyolesh –
Sei purnotar paaye mon sthaan maage.
আছে দুঃখ আছে মৃত্যু গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aache Dukkha Aache Mrityu Song Information
পর্যায়: পূজা
উপ- পর্যায়: আশ্বাস
রাগ: মিশ্র – যোগিয়া – ললিত
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯০৩
স্বরলিপি: দীনেন্দ্রানাথ ঠাকুর
আছে দুঃখ আছে মৃত্যু গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aache Dukkha Aache Mrityu Song Video
- আমরা তারেই জানি গানের কথা । Aamra Taarei Jaani Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা চাষ করি আনন্দে গানের কথা । Aamra Chaas Kori Aanonde Song Lyrics – By Rabindranath Tagore
- আবার এসেছে আষাঢ় গানের কথা । Aabar Esechhe Aasharh Song Lyrics – By Rabindranath Tagore
- আপনাকে এই জানা আমার গানের কথা । Aapnake Ei Jaana Aamar Song Lyrics – By Rabindranath Tagore
- আনন্দেরই সাগর হতে গানের কথা । Aanonderi Saagor Hote Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
