রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আলোকের এই ঝর্ণাধারায় ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আলোকের এই ঝর্ণাধারায় গানের লিরিক্স বাংলা হরফে । Aaloker Ai Jhornadharay Song Lyrics in Bengali
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান–
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে আনন্দের এই জাগরণী ছুঁই’য়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
Aaloker Ai Jhornadharay Lyrics in English Transcription । আলোকের এই ঝর্ণাধারায় লিরিক্স ইংরেজি হরফে
Aaloker ei jharnadhaaray dhuiye daao.
Aapnake ei lukiye raakha dhular dhaaka dhuiye daao.
Je jon aamar maajhe joriye aachhe ghumer jaale
Aaj ei sakale dhire dhire taar kopale
Ei orun aalor sonar kaatthi chhnuiye daao.
Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa,
Sei haawate hridoy aamar nuiye daao.
Aaj nikhiler aanondodhaaray dhuiye daao,
Moner koner sab dinota molinota dhuiye daao.
Aamar poran-binay ghumiye aachhe amritogaan –
Taar naaiko baani, naaiko chhondo, naaiko taan.
Taare aanonder ei jaagoroni chhnuiye daao.
Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa,
Sei haawate hriday aamar nuiye daao.
আলোকের এই ঝর্ণাধারায় গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaloker Ai Jhornadharay Song Information
পর্যায়: পূজা
উপ-পর্যায়: প্রার্থনা
তাল: দাদরা
রাগ: ভৈরবী
লেখা: ১৯১৫ (৯ কার্তিক ১৩২২)
স্থানঃ মার্তান্ডা, কাশ্মীর
স্বরবিতান: ১৬ (গীতাপঞ্চশিকা)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আলোকের এই ঝর্ণাধারায় গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaloker Ai Jhornadharay Song Video
- আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানের কথা । Aamra Bnedhechi Kaasher Guccho Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানের কথা । Aamra Milechhi Aaj Mayer Daake Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন প্রাণের চর গানের কথা । Aamra Nuton Praaner Chor Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন যৌবনেরই দূত গানের কথা । Aamra Nuton Jouboneri Dut Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা তারেই জানি গানের কথা । Aamra Taarei Jaani Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
