রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমাদের যাত্রা হলো শুরু ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমাদের যাত্রা হলো শুরু গানের লিরিক্স বাংলা হরফে । Aamader Jatra Holo Shuru Song Lyrics in Bengali
আমাদের যাত্রা হল শুরু এখন,ওগো কর্ণধার।
তোমারে করি নমস্কার।
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর–
তোমারে করি নমস্কার॥
আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি
ওগো কর্ণধার।
এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার–
তোমারে করি নমস্কার॥
এখন রইল যাত্রা আপন ঘরে চাব না পথ তাদের তরে ওগো কর্ণধার।
যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার–
তোমারে করি নমস্কার।
মোদেরকেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
ওগো কর্ণধার।
চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার–
তোমারে করি নমস্কার ॥
আমরা নিয়েছি দাঁড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল
ওগো কর্ণধার।
মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার–
তোমারে করি নমস্কার।
আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে
ওগো কর্ণধার।
কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার–
তোমারে করি নমস্কার ॥
Aamader Jatra Holo Shuru Song Lyrics in English Transcription । আমাদের যাত্রা হলো শুরু গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamader jaatra holo shuru ekhon, ogo kornodhar.
Tomare kori nomoskar.
Ekhon baatas chhutuk, tuphan utthuk phirbo na go aar –
Tomare kori nomoskar.
Aamra diye tomar joyodhwoni bipod baadha naahi goni
Ogo kornodhar.
Ekhon maabhoi boli bhaasai tori, daao go kori paar –
Tomare kori nomoskar.
Ekhon roilo jaara aapon ghore chaabo naa poth taader tore
Ogo kornodhar.
Jokhon tomar somoy elo kaachhe tokhon ke ba kaar –
Tomare kori nomoskar.
Moder keba aapon, ke ba opor, kothay baahir, kotha ba ghor
Ogo kornodhar.
Cheye tomar mukhe moner sukhe nebo sokol bhaar –
Tomare kori nomoskar.
Aamra niyechhi dnaar, tulechhi paal, tumi ekhon dhoro go haal
Ogo kornodhar.
Moder moron bnaachon dheuyer naachon, bhaabana ki ba taar –
Tomare kori nomoskar.
Aamra sohay khnuje porer dwaare phirbo na aar baare baare
Ogo kornodhar.
Kebol tumi-i aachho aamra aachhi ei jenechhi saar –
Tomare kori nomoskar.
আমাদের যাত্রা হলো শুরু গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamader Jatra Holo Shuru Song Information
পর্যায়: স্বদেশ
রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: গিরিডি
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
আমাদের যাত্রা হলো শুরু গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamader Jatra Holo Shuru Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।